
স্পোর্টস ডেস্ক; ২০০৯ সাল থেকে শুরু হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শেষ হলো। এরমধ্যে ৬টিতেই শিরোপা উচিয়ে ধরলো অস্ট্রেলিয়া নারী দল। এবার তো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো দলটি। তবে দক্ষিণ আফ্রিকান যেকোনো পর্যায়ের ক্রিকেটে প্রথমবারের মতো ফাইনালে ওঠা প্রোটিয়া মেয়েদের স্বপ্ন ভাঙল। শিরোপা নির্ধারণী ম্যাচে ১৯ রানে হেরে যায় তারা।
কেপটাউনের নিউল্যান্ডসে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে প্রোটিয়ারা।
১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নিয়মিত বিরতিতে উইকেট হারায়। তবে দারুণ ব্যাট করে প্রায় শেষ পর্যন্ত চেষ্টা করে যান ওপেনার লরা ওলভার্ট। তিনি ১৭তম ওভারে মেগান স্কাটের বলে আউট হন। তিনি ৪৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬১ রান করেন। দলের হয়ে এছাড়া ২৫ রান করেন কোল টাইরন।
অজি বোলারদের মধ্যে স্কাট, অ্যাশলে গার্ডনার, ডার্সি ব্রাউন ও জেস জোনাসেন একটি করে উইকেট পান।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার বেথ মুনির অসাধারণ ব্যাটিংয়ে ভালো সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। তিনি ৫৩ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৭৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া গার্ডনার করেন ২৯ রান।
প্রোটিয়া বোলার শাবনিম ইসমাইল ও মারিজান্নে কাপ ২টি করে উইকেট লাভ করেন।
ফাইনালের ম্যাচ সেরা হন বেথ মুনি। আর পুরো বিশ্বকাপে ১১০ রান ও ১০ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন অ্যাশলে গার্ডনার।