Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

শহীদ মিনারে ফারুকের মরদেহ, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫০জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে মিয়া ভাই’খ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ। আজ মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে এই নায়কের মরদেহ সেখানে নেওয়া হয়। সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে শহীদ মিনারে।

সেখানে থেকে ফারুকের নিথরদেহ যাবে তার প্রিয় কর্মস্থল এফডিসিতে। প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানাতে সর্বস্তরের মানুষ সকাল থেকেই ছুটে আসেন শহীদ মিনারে। এর আগে, সকাল ৭টা ৫০ মিনিটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় উত্তরার বাসায়। 


আরও খবর



ডিএসসিসি ৬৫ নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান পালিত

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৫জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃবঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট গ্রেনেড হামলার সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়।গত সোমবার ২৮ আগষ্ট এ কর্মসূচি পালিত হয়। 

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৫- আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল ইসলাম মনু।

এতে সভাপতিত্ব করেন ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মজনু মিয়া। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডেমরা থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু লাল রাউত।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন জাহিদ হাসান হৃদয়,নাসিম ভূঁইয়া,মাসুম,ফরাদ ভূঁইয়া, সোহাগ,সজীব,রুবেল,মনির।এছাড়াও অনুষ্ঠানে যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবীলীগ ,সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আরও খবর



গোদাগাড়ীতে বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার ও আলোচনা সভা

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর গোদাগাড়ীতে সবাই যদি হই একজোট, বাল্য বিবাহ হবে প্রতিরোধ এ স্লোগানকে সামনে রেখে বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০আগষ্ট) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাঙ্গেরী ইন্টারন্যাশনাল (এফ এইচ এসোসিয়েশন) গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম আয়োজনে।উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আতিকুল ইসলামের সভাপতিত্বে,বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেযারম্যান সুফিয়া খাতুন মিলি,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন,গোদাগাড়ী পৌর মহিলা কাউন্সিলর জাহানারা খাতুন লাকি, এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার স্টুয়াট শুভেন্দু খান,প্রধান শিক্ষক আতাউর রহমান খান,মসজিদের পেশ ইমাম আব্দুল আলিম,বীর মুক্তিযোদ্ধা করিমুল ও এনামুল হক প্রমূখ।সেমিনারে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। দরিদ্রতা, অভাব অনটন, কুসংস্কার ও শিক্ষার অভাবে ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে দেওয়া হয়। এ ধরনের বাল্যবিবাহের কারণে মেয়েদের জীবন বিভীষিকাময় হয়ে অন্ধকার নেমে আসে। এতে করে মাতৃ মৃত্যু হার ও শিশুর মৃত্যুর হার বাড়তে থাকে। সেই সাথে যারা কাজীরা যদি বাল্য ি বিবাহ রেজিস্ট্রি করে তাহলে তাদেরও ছাড় দেয়া হবে না। তাই সবাইকে সচেতন হয়ে মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলনের উপর গুরুত্বারোপ করতে হবে। উল্লেখ্য যে, ফ্যামিলি এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রোগ্রাম ( সিএফসিটি) আওতায় স্বাস্থ্য শিক্ষা পুষ্টি ও ওয়াশ কর্মসূচি সহ অনগ্রসর এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এফ এইচ কাজ করে যাচ্ছেন।


আরও খবর



ডোমারে মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:“বিলম্বিত প্রসব রোধ করি,ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি‘” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ কামরুল হাসান নোবেল, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমীন রহমান, ইছারব হোসেন ল্যাম্ব টেকনিক্যাল পার্বতীপুর,দিনাজপুর, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি প্রমুখ। ল্যাম্ব ফিল্ড কো- অর্ডিনেটর তোজাম্মেল হক এর সঞ্চালনায় সভায় উপজেলার ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। কর্মকর্তা জানান, বিলম্বিত প্রসব বা বাধাগ্রস্ত প্রসব, অল্প বয়সে বিয়ে ও বাচ্চা নেওয়া, অদক্ষ দাই দ্বারা বাড়িতে বাচ্চা প্রসব করানো, তলপেট, জরায়ু কিংবা অন্য কোন অপারেশনেই ফিস্টুলা হওয়ার কারণ। উল্লেখ্য যে, অনুষ্ঠানটি বাস্তবায়নে ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্ট, পার্বতীপুর,দিনাজপুর, এবং সহযোগিতায় ওমেন্স হোপ ইন্টারন্যাশনাল।


আরও খবর



কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৯জন দেখেছেন

Image
জয়পুরহাট প্রতিনিধিঃ ৮ সেপ্টেম্বর,জয়পুরহাটে নিজের ১০ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পাষন্ড বাবা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। জয়পুরহাট পৌর শহরের তাতি পাড়া রেলবস্তি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।গ্রেফতারকৃত সাইফুল ইসলাম একই এলাকার বাবু মিয়ার ছেলে।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মা একটি রেস্টুরেন্টে কাজ করতেন। সেই কারণে বাড়িতে কেউ না থাকার সুযোগে সাইফুল তার নিজের ১০ বছরের কণ্যা শিশুকে  ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্না করলে সাইফুল ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বলে। পরে শিশুটি তার  মাকে বিষয়টি খুলে বলে।  এ ব্যাপারে শিশুটির মা  বাদি হয়ে জয়পুরহাট সদর  থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে পুলিশ  গ্রেফতার করে। 



আরও খবর

রাণীশংকৈলে ফেন্সিডিলসহ গ্রেফতার-৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ২০ হাজার কিট দিলো চীন

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ডেঙ্গু শনাক্তের জন্য বাংলাদেশকে ২০ হাজার কিট উপহার দিয়েছে চীন। সেজন্য চীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর কাছে এগুলো হস্তান্তর করেন চীনা প্রতিনিধি।

এ সময় মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতসহ এ দেশের উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করছি আমি। পুরো বিশ্ব এক হয়ে কাজ করতে চাই।

তিনি বলেন, এবার ডেঙ্গু অতিমাত্রায়। চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সরকার। চিকিৎসা সরঞ্জামের কোনো অভাব নেই। মশা না কমলে ডেঙ্গু কমবে না, আর ডেঙ্গু না কমলে মৃত্যুও কমবে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ঢাকায় কমলেও ঢাকার বাইরে ডেঙ্গু কমেনি। অন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হচ্ছে। জ্বরে আক্রান্ত রোগীদের বাসায় বসিয়ে চিকিৎসা না দিয়ে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান।

মশা মারতে ওষুধ ছেটানো হচ্ছে তা যেন কার্যকর হয়, আর মশা মারার ওষুধও যেন মানসম্মত হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি।


আরও খবর