Logo
আজঃ রবিবার ১৯ মে ২০২৪
শিরোনাম
যাত্রাবাড়িতে ছিনতাই হতে যাওয়া মালামাল উদ্ধার করলেন ট্রাফিক ইন্সপেক্টর পবিত্র বিশ্বাস টাঙ্গাইলের মধুপুরে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের গন সংবর্ধনা নবীনগরে ভেকু দিয়ে মাটি কাটতে গিয়ে বৈদ্যুতিক তাঁর ছিঁড়ে একজনের মৃত্যু যাত্রাবাড়ীতে অঞ্জাত ব্যাক্তির মরদেহ উদ্ধার রূপগঞ্জে নির্বাচনের দ্বারপ্রান্তে এলাকা চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী হাবিব বাংলাদেশে আবারো শুরু হচ্ছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প রেলপথ মন্ত্রী কতৃক মাগুরার নির্মানাধীন রেলপথ নির্মান প্রকল্প পরিদর্শন প্রচারণায় জমে উঠেছে আত্রাই উপজেলা পরিষদ নির্বাচন দেশ ও জনগণের স্বার্থে সবাইকে কাজ করতে হবে: রাষ্ট্রপতি ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫টি ইউনিট

শেষ মুহূর্তে জমে উঠেছে শার্শায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ জানুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৯ মে ২০২৪ | ১৬২জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান শার্শা,যশোর প্রতিনিধি:যশোর-১ শার্শা আসনে নৌকার বিপক্ষে শক্ত অবস্থানে স্বতন্ত্র আওয়ামীলীগ। নৌকা, ট্রাক আর লাঙ্গল নির্বাচনের মাঠে থাকলেও নৌকা ও ট্রাকের মধ্যে হবে মুল প্রতিযোগিতা। এবার আওয়ামী লীগের প্রার্থীকে তাদের দলের প্রার্থীর বিরুদ্ধেই লড়তে হবে। অর্থাৎ মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন আশরাফুল আলম লিটন।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিনের নৌকার সঙ্গে রয়েছে ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা।

অন্যদিকে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বেনাপোল পৌরসভার সাবেক
মেয়র আশরাফুল আলম লিটন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় তার সমর্থক নেতাকর্মীদের নিয়ে মাঠে রয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টির (এরশাদ) আক্তারুজ্জামান লাঙ্গল প্রতিক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আফিল উদ্দিন নৌকা প্রতীক নিয়ে প্রঞ্চম বারের মত সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

এই আসনে মোট তিনজন প্রার্থী রয়েছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নির্বাচনি প্রচারে ব্যস্ত আছেন। তবে ভোটের মাঠে সবচেয়ে বেশি সরব শেখ আফিল উদ্দিন ও আশরাফুল আলম লিটন। তারা প্রতিদিন সভা-সমাবেশ ও গণসংযোগের মধ্য দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। একইসঙ্গে চলছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগও।

ভোটের বাতাস বলছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে যশোর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ আফিল উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট লড়াই হবে বলে ধারণা করছেন ভোটাররা।

শেষ মুহূর্তে জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ শার্শা আসনের প্রার্থীদের প্রচারণা।

আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী উভয়েই ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি নিয়ে গণসংযোগ চালাচ্ছেন। পোস্টার ঝুলিয়ে, হাতে হাতে লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও মাইকিং করে নির্বাচনী প্রচারণা সরগরম করে তুলেছেন প্রার্থী ও সমর্থকরা।

যশোর-১ আসন শার্শা উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিতে একটি পৌরসভা, ১১টি ইউনিয়ন, ১০২টি ভোটকেন্দ্র এবং ৬৬১টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এ আসনে মোট দুই লাখ ৯৪ হাজার ৬৯২ জন ভোটারের মধ্যে এক লাখ ৪৭ হাজার ৫৭৬ জন পুরুষ ও এক লাখ ৪৭ হাজার ১১৬জন মহিলা ভোটার রয়েছে।

এই আসনটিতে মূলত সত্যিকারের নির্বাচনী হাওয়া লেগেছে। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনটিতে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক গণসংযোগ শুরু করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বেনাপোল স্থলবন্দরের কারনে জেলার মধ্যে এ আসনটিই যশোরবাসীর নির্বাচনী আলোচনার-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একই সঙ্গে চলছে ভোটারদের ভোটের হিসাব-নিকাশ। এ আসনে বিজয়ী যেই হোক, ভোট যুদ্ধ হবে সেয়ানে সেয়ানে বলে ধারণা করা হচ্ছে।

শার্শা উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি আব্দুর রহিম সরদার বলেন, ২০০১ সাল থেকে শেখ আফিল উদ্দিন শার্শার আওয়ামী লীগের হাল ধরেছেন। সততা ও নিষ্ঠার সাথে তিনি দলকে গুছিয়ে তিন তিনবার এমপি হয়েছেন। উপজেলার ১১টি ইউনিয়নের ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তার পক্ষেই আছেন। যুবলীগ ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগ তার হাতে গড়া সংগঠন। এছাড়া উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, জেলা পরিষদের বর্তমান সদস্য সালেহ আহম্মদ মিন্টু, সাবেক দু’জন সদস্য অধ্যক্ষ এসএম ইব্রাহিম খলিল, অহিদুজ্জামান সহ ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে শার্শা সদর ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, বাগআচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, গোগা ইউপি চেয়ারম্যান তবিবর রহমান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান ও ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল তার বলয়ে ভোটের জন্য কাজ করে যাচ্ছেন।

অপরদিকে  নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, লক্ষনপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, উলাশি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কায়বা ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন, পুটখালি ইউপি চেয়ারম্যান আব্দুল গফ্ফার সরদার কাজ করছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন বলয়ে।

দিন যতই ঘনিয়ে আসছে যশোরের শার্শা আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই জোরালো হচ্ছে। দিনভর মিছিল আর নির্বাচনী জনসভা, মাইকিং মানুষের মধ্যে ভোটের আমেজ তৈরি করছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। পৌষের কনকনে শীত উপেক্ষা করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। হোটেল-রেস্তোরাঁগুলোর চায়ের টেবিলেও নির্বাচনী ঝড় উঠছে। শত ব্যস্ততার মধ্যেও আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যোগ্যতা ও অবস্থান এবং বিরোধী জোটের আন্দোলনের বিষয়ই আলোচিত-সমালোচিত হচ্ছে সবচেয়ে বেশি।

সব দলের কাছেই আসনটি অধিক মর্যাদার। বিগত ১১টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ৬ বার, বিএনপি ৩ বার, জাতীয় পার্টি ও জামায়াত একবার বিজয়ী হয়েছে।

এই আসনে দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে আওয়ামী লীগের তবিবর রহমান সরদার, ১৯৭৯ সালে বিএনপির আলী তারেক, ১৯৮৬ সালে জাতীয় পার্টির ডা. নজরুল ইসলাম, ১৯৮৮ সালে জামায়াতের অ্যাডভোকেট নূর হোসেন, ১৯৯১ সালে আওয়ামী লীগের তবিবর
রহমান সরদার, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির মফিকুল হাসান তৃপ্তি, ১৯৯৬ সালে আওয়ামী লীগের তবিবর রহমান সরদার, ২০০১ সালে বিএনপির আলী কদর, ২০০৮ সালে আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে শেখ আফিল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালেও শেখ আফিল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

জাতীয় পার্টির প্রার্থী আক্তারুজ্জামান বলেন, জনগণের সেবা করতে জনপ্রতিনিধি হলে সুযোগ বেশি পাওয়া যায় তাই নির্বাচনে অংশ নিয়েছি। সঠিক এবং সর্বাধিক জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস ও মাদকমুক্ত শার্শা গড়ায় হবে আমার প্রধান কাজ।

স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন বলেন, নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। কারণ শার্শা বেনাপোলের সাধারন মানুষই আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন। সংসদে কথা বলার জন্যই সাধারণ ভোটাররা আমাকে বেঁছে নিয়েছেন। বর্তমানে যিনি সংসদ সদস্য আছেন তিনি কখনও শার্শা ও বেনাপোলের উন্নয়ন নিয়ে কথা বলেন না। সাধারন ভোটাররা তাদের ভাগ্য উন্নয়নে আমাকে নির্বাচিত করবেন এবং জাতীয় সংসদে পাঠাবেন।

নির্বাচনে আমি বিজয়ী হলে সাধারন মানুষের ভালোবাসার দায়িত্ব নিয়েই শার্শা উন্নয়নে কাজ করবো। নগর উন্নয়ণে নতুন নতুন রাস্তা নির্মানসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো। শার্শা উপজেলাকে বাংলাদেশের মধ্যে মডেল স্মার্ট উপজেলায় পরিনত করবো।

নির্বাচন প্রসঙ্গে তিনবারের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, জীবনে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। সুযোগ পেলে যশোর-১ আসনের মানুষের উন্নয়নে আজীবন কাজ করে যাব। দলের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আমি শিক্ষা, বিদ্যুৎসহ রাস্তাঘাটের উন্নয়ন করেছি। শার্শাকে আমি একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, দীর্ঘ ২২ বছর ধরেই এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। প্রথম ২০০১ সালে নির্বাচনে জয়লাভ করতে না পেরে আমি এলাকা ছেড়ে যাইনি। শত নির্যাতনের মধ্যে কর্মীদের পাশে ছিলাম। নৌকার টিকিট পেয়ে আমি ২০০৮ ও ২০১৪ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হই। আমি মাঠ গোছানোর কাজ করেছি। দীর্ঘ ২২ বছর ধরে এলাকার নেতাকর্মীদের সুখ-দুঃখে সব সময় পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকব। আশা করি, আমার কাজের মূল্যায়ন করে ভোটাররা আমার সাথেই থাকবেন।


আরও খবর



স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৯ মে ২০২৪ | ১০০জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (১৫ মে) বিকেলে হ্যান্ডলোভা শহরের হাউস অব কালচারের বাইরে তাকে তাকে লক্ষ্য করে পরপর চারটি গুলি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত হামলাকারীকে আটক করেছে পুলিশ। খবর  সিএনএন-এর।

স্থানীয় বার্তা সংস্থা টিএএসআর’র বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাজধানী ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বের শহর হ্যান্ডলোভায় নিজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করছিলেন ফিকো। এ সময় তার ওপর গুলি চালানো হয়। তার পেটে ৪টি গুলি লেগেছে। এরই মধ্যে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

ফিকোর গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্লামেন্টের ভাইস চেয়ারম্যান লুবস ব্লাহা। পাশাপাশি প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হওয়ায় অনির্দিষ্টকালের জন্য সংসদের অধিবেশন স্থগিত রাখা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, হাউস অব কালচার সেন্টারের বাইরে বেশ কিছু মানুষ হামলাকারীকে ধরতে ছুটছে।

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো’র ফেসবুক পেজ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়েছে এবং তার জীবন হুমকির মধ্যে রয়েছে। এই মুহূর্তে তাকে হেলিকপ্টারে করে বাঙ্কসা বায়াসত্রিকাতে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ ব্রাতিসলাভাতে পৌঁছাতে বেশি সময় প্রয়োজন হবে।

তবে ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে, সেটার কারণ আপাতত স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে স্লোভাকিয়ার কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।


আরও খবর

জামিন পেলেন ইমরান খান

বৃহস্পতিবার ১৬ মে ২০২৪




গাংনীতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রকাশিত:বুধবার ১৫ মে ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৮ মে ২০২৪ | ৪৪জন দেখেছেন

Image

মজনুর রহমান আকাশ, মেহেরপুরঃদ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান। আজ মঙ্গলবার (১৪ মে) দুপুরে গাংনী মহিলা কলেজে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে এ বিষয়ে সরকারের নানা দিক নির্দেশনা দেন তিনি। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার এস এম নাজমুল হক, রির্টার্নিং কর্মকর্তা তানভির হাসান রুমান, জেলা নির্বাচন অফিসার  ওয়ালিউল্লাহ, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও উপজেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম। 

অনুষ্ঠানে গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। দ্বিতীয় ধাপে আগামি ২১ মে গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ।


আরও খবর



হাসপাতালগুলোকে যে নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত:রবিবার ২১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৮ মে ২০২৪ | ২০০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:তীব্র দাবদাহের কারণে প্রতিকূল পরিস্থিতিতে সারাদেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার (২১ এপ্রিল) সচিবালয়ে এক সভা শেষে তিনি এ নির্দেশনার কথা জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, দাবদাহের কারণে কোল্ড কেস (যাদের এখন ভর্তি হওয়ার দরকার নেই) রোগীদের এ মুহূর্তে হাসপাতালে ভর্তি না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া বাচ্চা ও বয়স্কদেরকে প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার পরামর্শ দেন ডা. সামন্ত লাল সেন। সেইসঙ্গে হাসপাতালগুলোকে প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখতে বলেছেন তিনি।

মন্ত্রী আরও বলেন, পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে। কারণ আমরা বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলবো না।


আরও খবর



সহকারী শিক্ষক নিয়োগের সংশোধিত ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৬১৯৯

প্রকাশিত:সোমবার ২২ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ | ৯১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সোমবার (২২ এপ্রিল) রাত দেড়টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে (তিন পার্বত্য জেলা বাদে ২১টি জেলা) লিখিত পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন ৪৬ হাজার ১৯৯ জন।

গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, তৃতীয় ধাপের পরীক্ষায় ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

এর আগে রোববার দুপুরে এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে রাতে মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রকাশিত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফলে ত্রুটি ধরা পড়েছে। মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় এ দুই সেটের ফল আজ রাত ১২টার পর প্রকাশ করা হবে। সেই সংশোধিত ফল রাতে প্রকাশ করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd  -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। গত বছরের ১৪ জুন এ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশিত হয়।


আরও খবর



ঝিনাইদহে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজে মুসল্লীদের কান্নার রোল

প্রকাশিত:বুধবার ২৪ এপ্রিল 20২৪ | হালনাগাদ:শনিবার ১৮ মে ২০২৪ | ৮৫জন দেখেছেন

Image

ঝিনাইদহ প্রতিনিধি:তীব্র গরম দাবদাহ বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন। গরম দাবদাহ থেকে মুক্তি পেতে ঝিনাইদহে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকার আদায় করা হয়। বুধবার সকাল ৮.১০ মিনিটে ঝিনাইদহ উজির আলী স্কুল এন্ড কলেজ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজন করে জেলা ইমাম পরিষদ। নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ সাইদুর রহমান। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আরও খবর