Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

শেষ হলো পদ্মা সেতুর রেললাইনের কাজ

প্রকাশিত:বুধবার ২৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ২১১জন দেখেছেন

Image

মুন্সিগঞ্জ প্রতিনিধি ;সড়কপথের পর এবার পদ্মা সেতুতে শেষ হলো রেললাইনের কাজ। গতকাল মঙ্গলবার সেতুতে সবশেষ স্লিপার বসানো হয়। বাকি থাকা সাত মিটার অংশের ঢালাই কাজ আজ বুধবার বিকেলে সাড়ে ৫টার দিকে শেষ করেন প্রকৌশলীরা।

ঢালাইয়ের মধ্য দিয়ে দুই পাশের ভায়াডাক্ট ৬.৬৮ কিলোমিটার রেললাইনের কাজ সম্পন্ন হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ। আগামী ৪ এপ্রিল থেকে পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

রাজধানী থেকে যশোর পর্যন্ত রেলসংযোগ প্রকল্পের মধ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের বড় চ্যালেঞ্জ ছিল সেতুতে যানবাহন চালু রেখেই নিচতলায় পাথরবিহীন রেললাইন নির্মাণ। আজ কাজ শেষ হওয়ায় লাল রঙের ব্যানার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশি-বিদেশি প্রকৌশলীরা।

বিগ্রেডিয়ার সাইদ আহমেদ বলেন, সাত মিটারের কংক্রিটিং শক্ত হতে ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা সময় লাগে। এরপরই ওপর দিয়ে ট্রেন চলাচলের উপযোগী হবে। দ্রুত গতিতে ট্রেন চলার সময় এখন শতভাগ কাজ সম্পন্ন হয়েছে।

পদ্মা সেতুরেল রেলসংযোগ প্রকল্পের পরিচালক আবজাল হোসেন বলেন, ‘উদ্বোধনের পর কিছুটা জটিলতা তৈরি হয়। সব নকশা চূড়ান্ত করে গত বছরের নভেম্বরে মূল সেতুতে রেললাইনের কাজ শুরু হয়। ৪ মাসের মধ্যে কাজ শেষ হলো।’

তিনি আরও বলেন, ‘ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতির ৭৪ ভাগ, মাওয়া থেকে ভাঙা অংশের অগ্রগতি ৯২ ভাগ এবং ভাঙা থেকে যশোর পর্যন্ত অগ্রগতি ৬৮ ভাগ। সার্বিক অগ্রগতি ৭৫ ভাগ। আমরা আশাবাদী, প্রাকৃতিক যদি কোনো দুর্যোগ না হয়, তবে প্রকল্পের যে মেয়াদ আছে, ২০২৪ সালের জুন মাসে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।’

প্রকৌশলীরা জানান, ৬.১৫ কিলোমিটার মূল সেতু, ও দুই পাশের ভায়াডাক্ট সেতু মিলিয়ে পদ্মা রেল সেতুর দৈর্ঘ্য ৬.৬৮ কিলোমিটার। মূল সেতুতে ১১ হাজার ১৪০টি স্লিপার স্থাপিত হয়েছে। মুভমেন্ট জয়েন্টের ইস্পাতের ৮টি স্লিপার ছাড়া বাকি সবগুলো কংক্রিটের তৈরি।

সিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্টের (সিএসসি) তত্ত্বাবধানে চলছে পদ্মা সেতুর এই রেলসংযোগ প্রকল্পের কাজ। পদ্মা সেতু ছাড়াও প্রকল্পের মোট ১৭২ কিলোমিটার লেভেল ক্রসিংবিহীন রেলপথে ৩২টি রেল কালভার্ট, ৩৭টি আন্ডারপাস এবং ১৩টি রেলসেতুর কাজ শেষ হয়েছে। সেতুর দুই পাসের স্টেশন নির্মাণ চূড়ান্ত পর্যায়ে।


আরও খবর



সাকিব পেলেন আইসিসির পুরস্কার

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১০১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের মার্চ মাসে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তাই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসির) মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। অবশেষে সেই পুরস্কার হাতে পেয়েছেন সাকিব। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে আইসিসি।

মার্চের সেরার দৌঁড়ে সাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও আরব আমিরাতের আসিফ খান। তাদের পেছনে ফেলে এই পুরস্কার জেতেন সাকিব।

এই নিয়ে দুইবার আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার উঠেছে সাকিবের হাতে। এর আগে ২০২১ সালের জুলাই মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। বাংলাদেশের হয়ে সাকিব ছাড়া একমাত্র মুশফিক জিতেছেন এই পুরস্কার (২০২১ সালের মে)।

মার্চ মাসে সাকিবের পারফরম্যান্স ছিল দুরন্ত। সব সংস্করণ মিলিয়ে করেছেন ১২ ম্যাচে করেছেন ৩৫৩ রান। বল হাতে নিয়েছেন ১৫ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সেই এই মনোনয়ন পান সাকিব।

ইংল্যান্ডের বিপক্ষে মার্চ মাসের ১ তারিখ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। সেই সিরিজে ব্যাট হাতে জোড়া হাফ সেঞ্চুরি করেন সাকিব। বল হাতে নেন ৬ উইকেট। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। বল হাতে সেই সিরিজে সাকিব ৩ উইকেট পেলেও ইকোনমি ছিল ঈর্ষণীয়। ব্যাটেও এসেছে রান।

আয়ারল্যান্ডের বিপক্ষেও ওয়ানডে ফর্ম ধরে রাখেন সাকিব। প্রথম ওয়ানডেতে খেলেন ৯৩ রানের দৃষ্টিনন্দন ইনিংস। ওই সিরিজে বিশ্বসেরা অলরাউন্ডারের সংগ্রহ ৫ উইকেট। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২০ রানের পর দ্বিতীয় ম্যাচে করেছেন অপরাজিত ৩৮ রান।


আরও খবর



মিয়ানমারে মোখার তাণ্ডবে নিহত ৩

প্রকাশিত:রবিবার ১৪ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারে তাণ্ডব শুরু করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে দেশটির বিভিন্ন জায়গা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। এতে এখন পর্যন্ত তিনজনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। 

মিয়ানমার সেনাবাহিনী ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, রাখাইন রাজ্যের থানদউয়ে বিমানবন্দরে একটি ভবন ধসে পড়েছে। সেখানকার বিদ্যুতের ট্রান্সফর্মার ভেঙে পড়েছে।

প্রদেশটিতে প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে বাড়তে শুরু করেছে পানির প্রবাহ। রাজ্যের রাজধানী সিতওয়েতে হাটু পানি জমেছে। কর্তৃপক্ষের দেয়া বিভিন্ন নম্বরে, বাসিন্দারা জরুরি সাহায্যের আবেদন জানাচ্ছেন। মিয়ানমারে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, দেশটির স্থানীয় সময় দুপুর ১২টার পর থেকেই বৃষ্টি এবং দমকা হাওয়া বাড়তে শুরু করে।

এতে করে দেশটির বিভিন্ন জায়গায় বসতবাড়ি বিশেষ করে টিনের বাড়িঘর এবং অস্থায়ী আবাস ভেঙ্গে পড়তে শুরু করে। অনেক বাড়ির টিনের চাল উড়ে গেছে ঝড়ে। এ ছাড়া বিভিন্ন জায়গায় সকাল থেকে বিদ্যুৎ নেই দেশটিতে। ওয়াইফাই সংযোগও বিচ্ছিন্ন হয়েছে।

মিয়ানমারে ইন্টারনেট সংযোগের জন্য এখন শুধু মোবাইল ডাটাই কাজ করছে। মিয়ানমারের আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার বিকেলে ঘূর্ণিঝড়ের কেন্দ্র সিতওয়ে উপকূল অতিক্রম করে যাবে। ঝড়ের প্রভাব ১২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানানো হয়েছে।

দেশটির আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ১৩৭ মাইলের মতো। সকালেই মোখা রাখাইন উপকূলে আঘাত হানে। তখন থেকেই সেখানে দমকা হাওয়াসহ থেকে থেকে বৃষ্টি হচ্ছে।

রাজ্যেটির ৭টি শহরকে ইতোমধ্যে বিপদজনক ‘লাল’ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১২০ মাইল রেকর্ড করা হয়েছে।

রাখাইন রাজ্যের রাসায়ে পর্বতের এক বাসিন্দা সকালে বিবিসিকে বলেন, পুরো রাসায়ে পর্বতের প্রায় ৫০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। তারা সবাই শহরে চলে গেছেন। গ্রামে বৃষ্টি তেমন নেই। তবে অনেক বাতাস বইছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দুর্যোগপ্রবন এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষ আশেপাশের শহরে আশ্রয় নিয়েছে। সকাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের মিয়াকু শহরে টহল দিচ্ছে সামরিক বাহিনী।


আরও খবর



ইসলামাবাদ পুলিশ পিটিআই নেতার গাড়ি চুরি করেছে

প্রকাশিত:রবিবার ২৮ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৫৮জন দেখেছেন

Image
আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের দলের নতুন সাধারণ সম্পাদক ইসলামাবাদ পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। আজ রোববার ওমর আইয়ুব খান অভিযোগ করেছেন, ইসলামাবাদ পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়েছে এবং গাড়ি চুরি করেছে। খবর এনডিটিভির। 

পুলিশকে একহাত নিয়ে তিনি প্রশ্ন করেছেন, চোরদের ধরতে তিনি চোরদের ডাকবেন কি না। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ওমর বলেন, শামিলার পুলিশ স্টেশন থেকে ইসলামাবাদ পুলিশ ২৮ তারিখ রাত সাড়ে ১২ টায় আবার তল্লাশি ওয়ারেন্ট ছাড়াই অভিযান চালিয়েছে। এ সময় তারা পার্ক করা টয়োটা হাই লাক্স টুইন কেবিন মডেল ২০১১ চুরি করেছে। তিনি টুইটারে ইসলামাবাদ পুলিশকে গাড়ি চোর হিসেবে উল্লেখ করেছেন।


টুইটবার্তায় ওমর আরও লিখেন, বিচার বিভাগের সদস্য, সিভিল সার্ভেন্টস এবং কূটনীতিকদের তাদের যানবাহনের খেয়াল রাখা উচিত কারণ এই অতি উচ্চ মূল্যস্ফীতির সময়ে পুলিশ তাদের বেতন বাড়াতে যানবাহন চুরির আশ্রয় নিয়েছে!! কোথায় আমি আমার গাড়ি চুরির বিষয়ে এফআইআর করবো। আমি কী চোরকেই চোর ধরতে বলব?

গতকাল শনিবার ইমরান খান ওমরকে দলের সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করেন। গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে আকস্মিকভাবে গ্রেপ্তার করা হয়। যদিও দুই দিনের মধ্যে জামিনে তিনি মুক্তি পান। তবে ইমরানের গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়।


আরও খবর



কুড়িগ্রামের রৌমারীতে অবৈধ ট্রাক্টরে দোরােেত্বঅতিষ্ঠ পথযাত্রীরা

প্রকাশিত:রবিবার ০৭ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

মাজহারুল ইসলাম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার সব সড়কে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ট্রাক্টর। ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলাচল করে এসব ট্রাক্টর। চালকদের অধিকাংশই কিশোর। তাদের নেই কোনো প্রশিক্ষণ। লুকিং গ্লাস ছাড়াই চলছে এসব ট্রাক্টর। ফলে ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করতে হচ্ছে ছোট-বড় যানবাহনসহ পথচারীদের। এছাড়াও এসব অবৈধ ট্রাক্টরের বিকট শব্দ ও খোলামেলাভাবে বালু পরিবহনের ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুসহ বৃদ্ধরা।

ট্রাক্টর বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয়রা। সরেজমিনে দেখা যায়, রৌমারী ও রাজীবপুর উপজেলার গ্রামীণ সড়ক থেকে শুরু করে মহাসড়কে দাপটের সাথে চলছে বালুবাহী ট্রাক্টর। এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটা ও খাল-পুকুর ভরাটের জন্য। এতে করে সড়কগুলোতে চলাচল করা ছোট যানবাহন, পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিনিয়ত। খোলামেলাভাবে অবৈধ ট্রাক্টরগুলো বালু পরিবহনের ফলে ধুলিকণা ভাসছে বাতাসে। যার কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এছাড়াও রাতের বেলায় ট্রাক্টরের বিকট শব্দে ঠিকমতো লেখাপড়া ও ঘুমাতে পারছেন না শিক্ষার্থীসহ সড়কের দু’ধারে বসবাসকারিরা। অপর দিকে বিভিন্ন প্রকল্পের অর্থ বরাদ্দ দিয়ে যেসব রাস্তা পাঁকাকরণ করা হচ্ছে ট্রাক্টরের কারনে সে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ফলে টেশশসই উন্নয়ন অনিশ্চিত হয়ে পড়ছে। রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামের রফিকুল ইসলাম, কাউনিয়ারচরের আবুল হাসেম, বন্দবেড় ইউনিয়নের কুটিরচর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলাম, রাজীবপুরের সদর ইউনিয়নের সবুজবাগ এলাকার সুজন মাহমুদ, টাংলিয়াপাড়া গ্রামের আব্দুল আলিমসহ অনেকে অভিযেগ করে বলেন, ট্রাক্টরে করে বালু ও মাটি নিয়ে যাচ্ছেন ইটভাটার মালিক ও বালু ব্যবসায়িরা। এতে করে রাস্তা-ঘাট নষ্ট হয়ে যাচ্ছে। সড়কে চলচলা করতে হচ্ছে ঝুঁকি নিয়ে।

তাঁরা বলেন, এসব অবৈধ ট্রাক্টর রাস্তা-ঘাটসহ পরিবেশের মারাত্মক ক্ষতি করলেও তা বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না স্থানীয় প্রশাসন। সচেতন মহলের দাবি, পরিবেশ বিনষ্টকারী ইঞ্জিন চালিত অবৈধ ট্রাক্টরগুলো বেশির ভাগ সময় বালু-মাটি পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে। এসব বালু বোঝাই ট্রাক্টর বেপরোয়া গতিতে চলাচল করছে। এতে গ্রামীণ ও মহাসড়কগুলো মারাত্মাক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষদের। নিত্যদিনের জনদুর্ভাগ ও স্বাস্থ্যঝুঁকি কমাতে দায়িত্বশীলদের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। রাজীবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারওয়ার জাহানের ভাষ্য, অতিরিক্ত শব্দ দূষণ মানুষর জন্য মারাত্মক ক্ষতিকর। প্রতিনিয়ত মাত্রাতিরিক্ত শব্দ দূষণ হলে মানুষের শ্রবণ শক্তি কমে যাবে। এছাড়াও মানুষের শ^াস-প্রশ^াসের মাধ্যমে দেহে প্রতিনিয়ত ধুলাবালু প্রবেশ করতে থাকলে ফুসফুসে মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এক সময় দেখা যাবে ফুসফুস তার কার্য ক্ষমতা হারাতে বসবে। এছাড়াও ধুলাবালু শরীরে প্রবেশ করলে এ্যালার্জি, এ্যাজমা সর্দি-কাশি এমন জাতীয় রোগও হওয়ার আশঙ্কা রয়েছে।

রৌমারী উপজেলা ট্রাক্টর মালিক সমিতির কোষাধ্যক্ষ জিন্নাত আলীর দাবি, বালু-মাটি বোঝাই ট্রাক্টর কাপড় বা পলিথিন দিয়ে ঢেকে নিয়ে চালান। এমন নির্দেশনা দিয়েছেন চালকদের। তিনি জানান, এই উপজেলায় ২০০ এর অধিক ট্রাক্টর রয়েছে। এদিকে রাজীবপুরের জাউনিয়ারচর এলাকার বিদ্যুৎ তালকদার বলেন, তাঁর উপজেলায় প্রায় দুই শতাধীক অবৈধ ট্রাক্টর চলাচল করে। এসব ট্রাক্টরের বিকট শব্দ আর বেপরোয়া গতিতে সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষদের। এছাড়াও বালু বোঝাই ট্রাক্টরগুলো না ঢেকেই চলাচল করছে।

রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার বলেন, (৬ এপ্রিল) উপজেলার কুটিরচর এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাক্টরের মালিক ও অবৈধভাবে বালুমাটি বেচার দায়ে ৩ ব্যক্তিকে ৫০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।রাজীবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, বালু-মাটি পরিবহনের সময় ঢাকনা ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে ট্রাক্টর মালিকদের। তিনি জানান, ঈদের সময় যানজট নিরসনে দুপুর ১২ টার পর থেকে বাজারে যাতে কোনো ট্রাক্টর বালু-মাটি নিয়ে প্রবেশ না করতে পারে। এজন্য রাজীবপুর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। কেউ নিয়ম না মানলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী বলেন, সড়কে অবৈধ ট্রাক্টর চলাচল আইন পরিপন্থী। দ্রুত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবিএম সরোয়ার রাব্বীর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা রিসিভ করেননি তিনি।


আরও খবর



কন্যা সন্তানের বাবা হলেন রোশান

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক:প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা হলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জিয়াউল রোশান। গতকাল বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন নায়কের স্ত্রী তাহসিনা এশা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রোশান বলেন, ‘বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। তবে মেয়ের নাম এখনো চূড়ান্ত করা হয়নি। শিগগিরই আকিকার অনুষ্ঠানের মাধ্যমে আমার মেয়ের নাম জানাব সবাইকে। বাবা হওয়ার অনুভূতি সত্যি অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সেই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি।

একই সঙ্গে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে কন্যাসন্তানের জন্য সবার কাছে দোয়া প্রার্থণা করেছেন নায়ক রোশান।

উল্লেখ্য, ২০২০ সালের ১১ জুন গোপনে রোশানের উত্তরার বাসায় বিয়ে করেন এশাকে। চলতি মাসের প্রথম সপ্তাহে সেই বিয়ের খবর জানান সবাইকে।


আরও খবর