Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছে ১৩৪ কোটি ডলার

প্রকাশিত:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ২১০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে চরম আকার ধারণ করেছে ডলারের সংকট। সংকট কাটাতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। এতে টান পড়েছে রিজার্ভে। এরই মধ্যে বড় ধাক্কা লেগেছে প্রবাসী আয়ে (রেমিট্যান্স)।

সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (এক টাকা সমান ১০৯.৫০ টাকা ধরে) এর পরিমাণ ১৪ হাজার ৭১২ কোটি টাকা। এটি গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স বা প্রবাসী আয়।

এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার। এরপর সেপ্টেম্বরের আগে আর কোনো মাসে এত কম রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, বিদায়ী সেপ্টেম্বর মাসের পুরো সময়ে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার এসেছে, যা গত বছরের একই মাস (সেপ্টেম্বর) থেকে ১৯ কোটি ৬০ লাখ ডলার কম। গত বছরের সেপ্টেম্বরে এসেছিল ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




ভারত তফসিল ঘোষণা নিয়ে যা বলল

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশিরাই সিদ্ধান্ত নেবেন।

প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশে বুধবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বিরোধী বিএনপি তাৎক্ষণিকভাবে ওই তফসিল প্রত্যাখান করেছে। অতীতে আমরা দেখেছি, ভারত উদ্যোগ নিয়ে সব দলের সঙ্গে যোগাযোগ করেছে ও অংশগ্রহণমূলক নির্বাচনে উৎসাহ দিয়েছে। এবার ভারতের অবস্থান কী?

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের অবস্থান আমরা অব্যাহতভাবে তুলে ধরছি। বাংলাদেশের নির্বাচনের বিষয়ে দেশটির জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, বিরোধীদের (বিএনপি ও তার সমমনা জোট) তফসিল বর্জন বিষয়ে আমার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া নেই। এ নিয়ে প্রতিক্রিয়া জানানোও যথার্থ হবে বলে আমি মনে করি না।

তফসিল বর্জন প্রসঙ্গে অরিন্দম বাগচী বলেন, এটি বাংলাদেশের জনগণ ও গণতান্ত্রিক ব্যবস্থার বিষয়। অতীতে কী হয়েছে সে বিষয়ে আমি নিশ্চিত নই। অতীত নিয়ে আপনি যা বলেছেন, সে বিষয়েও আমি একমত নই।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




রাজশাহী-১ আসনে বিএনএম থেকে নমিনেশন তুললেন তাজকিয়া বিনতে নাজিব #ktvbangla #ktv

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

রাজশাহী-১ আসনে বিএনএম থেকে নমিনেশন তুললেন তারকা সংবাদ উপস্থাপক তাজকিয়া বিনতে নাজিব 

I #ktvbangla #ktv


আরও খবর



তানোরে কর্মসূচির শ্রমিক প্রকল্পে কাজ না করে মহিলা ভাইস চেয়ারম্যানের পুকুরে

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর থেকে:রাজশাহীর তানোরে অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মস্থান কর্মসূচির শ্রমিক প্রকল্পে কাজ না করে মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদারের পুকুরে কাজ করছেন বলে নিশ্চিত করেন প্রকল্প সভাপতি কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপির)  সংরক্ষিত মেম্বার বেলী বেগম। উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির)  শ্রীখন্ডা পালপাড়া গ্রামে ঘটে রয়েছে এমন অলৌকিক প্রকল্পের কাজের ঘটনাটি। গত শনিবার কাজের উদ্বোধন করা হলেও তিন দিনে কোন কাজ করাননি প্রকল্প সভাপতি বেলী বেগম। এতে করে কর্মসূচির প্রকল্পে ব্যাপক অনিয়ম করছেন প্রকল্প সভাপতিরা। এছাড়াও একই ইউপির ভবানীপুর গোরস্থানে মাটি ভরাটের প্রকল্প থাকলেও এখনো কাজ শুরু করেননি প্রকল্প সভাপতি মেম্বার আনিরুল। ফলে প্রতিটি প্রকল্পে সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি তুলেছেন স্থানীয় জনসাধারণ। 

সংরক্ষিত মহিলা মেম্বার বেলী বেগম বলেন, গত শনিবার থেকে কাজ শুরু হয়েছে। শ্রমিকরা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদারের পুকুরে কাজ করছেন। আপনার প্রকল্প শ্রীখন্ডা পালপাড়া  আইয়ুব মাস্টারের বাড়ি হতে ষষ্ঠী পালের বাড়ি পর্যন্ত পুকুরে কিভাবে কাজ হয় জানতে চাইলে তিনি বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার ও চেয়ারম্যান বলেছে এজন্য সেখানে কাজ করছে। প্রকল্পের কাজ রেখে ভাইস চেয়ারম্যানের পুকুরে কাজ করার কোন অনুমতি আছে কি প্রশ্ন করা হলে উত্তরে বলেন, ভাইস চেয়ারম্যান সব অনুমতি নিয়েই কাজ করছেন, তাছাড়া কাজ কেন করবে। 

ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার বলেন, প্রকল্পের রাস্তায় ২০ দিন ও পুকুরে ২০ দিন কাজ করবে।কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপির)  চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ বলেন, আমি কাজের বিষয়ে কিছুই জানিনা। 

সরেজমিনে দুপুরের আগে দেখা যায়, কামারগাঁ ইউপির শ্রীখন্ডা পালপাড়া আইয়ুব মাস্টারের বাড়ি হতে ষষ্ঠী পালের বাড়ি পর্যন্ত প্রায় ১৫০ মিটার মাটির রাস্তায় কোন শ্রমিক দেখা যায় নি। স্থানীয় কিছু মহিলা ও বয়োজ্যেষ্ঠ পুরুষরা বলেন, গত রবিবার মহিলা মেম্বার বেলী বেগমের স্বামী আলমগীর এসে রাস্তার পাশে ছোট কুড়ি থেকে মাটি নিবে বলেছে। কিন্তু কুড়িতে পানি আছে, অন্য জায়গা থেকে মাটি এনে সংস্থার করা যাবে। সামান্য বৃষ্টি হলে রাস্তা দিয়ে হাটা যায় না। তিন দিনে কেউ আসেনি কাজ করতে। এপ্রকল্পে ২৬ জন শ্রমিকের কাজ করার কথা।এদিকে এক কুদাল মাটি পর্যন্ত ফেলা হয়নি ভবানীপুর গোরস্থানেও। কোন শ্রমিকেও দেখা যায়নি। এপ্রকল্পে শ্রমিক সংখ্যা ২৬ জন।

 প্রকল্প সভাপতি মেম্বার আনিরুল বলেন গোরস্থান যেখান থেকে মাটি ফেলা হবে সে জমির ধান কাটা হয়েছে, উত্তোলন হলে মাটি ফেলা হবে। তিনি আরো বলেন, পার্শ্বেই মাদারিপুরে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে কাজ করেছে। কোন শ্রমিক দেখা যায়নি আর আপনার প্রকল্প গোরস্থানে সেখানে কাজ করা হয়নি এবং স্বাস্থ্য কেন্দ্রেও কোন শ্রমিক দেখা যায়নি প্রশ্ন করা হলে উত্তরে বলেন, আমি বাহিরে আছি পরে কথা হবে বলে দায় সারেন। 

পিআইও এটিএম কাউসার আলী বলেন, আপনি জানালেন আমি খোঁজ নিয়ে দেখছি। তিন দিন ধরে কোন কাজ হয়নি ব্যবস্থা গ্রহণ হবে কিনা জানতে চাইলে একই ধরনের কথা বলে তিনিও দায় সারেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, কাজ না করলে টাকা পাবেনা। উপজেলার সাতটি ইউনিয়নে ১৬ প্রকল্পের বিপরীতে শ্রমিক সংখ্যা ৪৪৬ জন। প্রতিদিন একজন শ্রমিক ৪০০ টাকা করে পাবেন। সে হিসেবে ১৬ প্রকল্পে ৪৪৬ জন শ্রমিকের বিপরীতে প্রায় ৭২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি প্রকল্প প্রচুর পরিমানে অনিয়মের অভিযোগের খবর পাওয়া যাচ্ছে।

আরও খবর



মিরসরাইয়ে বিনামূল্যে ধান বীজ পেল ৯০ জন কৃষক

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:মিরসরাইয়ে বিনামূল্যে ধান বীজ পেল ৯০ জন কৃষক। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর বীজ ডিলার আই.সি কর্পোরেশনের উদ্যোগে উপজেলার কাটাছরা, দুর্গাপুর, মিরসরাই সদর ও মিঠানালা ইউনিয়নের কৃষকদের মাঝে এই ধান বীজ বিতরণ করা হয়। ধান বীজের মধ্যে ছিল ভিত্তিবীজ ব্রি ধান-৯২, ব্রি ধান-২৯, ব্রি ধান- ৮১ ও ব্রি ধান-৮৯। বুধবার মিঠাছরা বাজারের আই.সি কর্পোরেশন কার্যালয়ে কৃষকদের মাঝে ধান বীজ তুলে দেন মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়। তিনি বিনামূল্যে উন্নতমানের বীজ বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং কৃষকরা এই বীজের মাধ্যমে তাদের আশানুরুপ ফলন পাবেন বলে প্রত্যাশা করেন। ইতিপূর্বে ৩০ জন কৃষকের মাঝে বারী-৩ খেসারি বীজও বিতরণ করা হয় আই.সি কর্পোরেশনের উদ্যোগে।

দুর্গাপুুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের কৃষক আলা উদ্দিন বলেন, আমাকে ৭ একরের জন্য ৭০ কেজি ব্রি ধান-৯২ বীজ বিনামূল্যে প্রদান করে আই.সি কর্পোরেশন থেকে। আমি আশা করছি আশানুুরুপ ফলন ঘরে তুলতে পারবো। ইতিপূর্বেও আই.সি কর্পোরেশন থেকে বিনামূল্যে বীজ পেয়েছি। কাটাছরা ইউনিয়নের এছাক ড্রাইভারহাট এলাকার কৃষক রবিউল হোসেন বলেন, আই.সি কর্পোরেশনের উদ্যোগে এই বছর ৩০ একর জমির জন্য আমাকে ৪২০ কেজি বারী-৩ খেসারি বীজ প্রদান করা হয়। আমরা উৎপাদিত ফসল আই.সি কর্পোরেশনের কাছে বাজার মূল্য থেকে বেশি দামে বিক্রি করতে পারি পাশাপাশি তাদের নিজস্ব পরিবহণের মাধ্যমে আমাদের বাড়ি থেকে তারা উৎপাদিত ফসল সংগ্রহ করেন।

আই.সি কর্পোরেশনের সত্বাধিকারী ও মিরসরাই উপজেলা বীজ গ্রামের সভাপতি ইমাম উদ্দিন চৌধুরী ইমন জানান, ২০১৮ সাল থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে বিএডিসির উন্নতমানের ধান বীজ ও খেসারি বীজ প্রদান করে আসছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমরা চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে উন্নত বীজ উৎপাদন করে বিএডিসি’র কাছে হস্তান্তর করে থাকি। ধান বীজ বিতরণের পূর্বে ৩০ জন কৃষকের মাঝে বারী-৩ খেসারি ভিত্তিবীজ বিতরণ করা হয়।


আরও খবর



সিইসির সঙ্গে এসবি প্রধান মনিরুলের বৈঠক

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মনিরুল ইসলাম বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে  ।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ‍উপস্থিত ছিলেন। তবে কি বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তা জানা যায়নি।

এর আগে, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে কমিশনের সঙ্গে বৈঠক করেন আইজিপি, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিকেলে বৈঠক করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

সেদিন ডিবি প্রধান হারুন অর রশীদকেও ইসিতে দেখা যায়। এরপর সারা দেশে ওসি ও ইউএনওদের বদলির বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি জারি করে ইসি।

ইসি সূত্র জানায়, দেশের তিনজন জেলা প্রশাসককে বদলির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে কোন কোন জেলা প্রশাসককে বদলি করা হচ্ছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে, গত ৭ নভেম্বর সিইসি সাথে পৃথক পৃথকভাবে বৈঠক করেন দেশের তিন গোয়েন্দা সংস্থার প্রধান।

তারা হলেন-প্রতিরক্ষা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের এবং এসবি প্রধান মনিরুল ইসলাম।

ওই বৈঠকে সিইসি ছাড়া অন্য কেউই উপস্থিত ছিলেন না। তিন গোয়েন্দা সংস্থার প্রধান পৃথকভাবে তিন ঘণ্টা বৈঠক করেন।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩