
স্টাফ রিপোর্টার মাগুরা : মাগুরায় শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ উদ্ভোদনী, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার ৫ ফেব্রুয়ারী সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু নাসের বেগ জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া কর্মকর্তা, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক আলী আহাম্মদ আহাদ ক্রীড়ামেদী ব্যক্তিবর্গ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ।