Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫২জন দেখেছেন

Image

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল ২২মে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে।


পরে ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া‌


মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী, ভুলতা ইউপি চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল  প্রমুখ।


সভায় বক্তারা বলেন, বিএনপি নেতা চাঁদের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ। প্রধানমন্ত্রীকে হত্যা করে তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। স্বাধীনতা লুন্ঠিত করতে চায়। বাংলাদেশের অব্যাহত উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়। অবিলম্বে উষ্কানিদাতাদের সহ বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করতে হবে। উল্লেখ্য গত ১৯মে শুক্রবার ১০ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত সমাবেশে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



কক্সবাজারে তরুণীকে ধর্ষণের ঘটনায় আরেক আসামি গ্রেফতার

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারে এক তরুণীকে সড়ক থেকে তুলে নিয়ে সঙ্ঘবদ্ধ   ধর্ষনের মামলায় আরেক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। মামলায় এ নিয়ে দুজন আসামি গ্রেফতার হয়েছেন।গ্রেফতার মোঃ মনিরুল ইসলাম ওরফে হারবদল (৩৫) কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা। তিনি মামলার ২ নম্বর আসামি।কক্সবাজার র‌্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী জানান, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের একটি রাবার বাগান এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।এর আগে গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সোলায়মান শামীম (২৩) নামে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে কক্সবাজার এসেছিলেন তিন তরুণীসহ পাঁচ জন। গত রোববার (৩ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনের মেরিন প্লাজায় ওঠেন তারা। পরদিন সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সেখান থেকে দুই তরুণী বের হয়ে হেঁটে সুগন্ধা সড়কের পাশে রেস্তোরাঁয় খেতে যান।পরে হোটেলে ফেরার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় আসা পাঁচ যুবক দুই তরুণীর গতিরোধ করেন। তারা মেয়ে দুটির হাত-মুখ চেপে ধরে অস্ত্রের মুখে শহরের সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীতে রাজিউন নামে একটি কটেজে নিয়ে যায়। কটেজে প্রবেশের পরই দুই তরুণীকে আলাদা কক্ষে বন্দী করা হয়। বাদী অপর কক্ষের পরিস্থিতি জানতে না পারলেও তার ওপরে ভয়াবহ নির্যাতন চালানোর অভিযোগ করেন। নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারান তিনি।পরদিন মঙ্গলবার সকালে তাদের দুজনকে একটি বাহনে (টমটম) করে নিয়ে যাওয়া হয় বাস টার্মিনাল এলাকায়। ওখানে ঢাকাগামী একটি বাসে তাদের তুলে দেওয়া হয়। কিন্তু পথে ওই তরুণী অসুস্থতাবোধ করার কারণে বাস থেকে নেমে চিকিৎসার জন্য রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ওই হাসপাতালে তরুণীকে চিকিৎসা দেন নুরুল হুদা মজুমদার নামে এক চিকিৎসক।রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নুরুল হুদা জানান, ওই তরুণীর কাছে বিস্তারিত জানতে চাওয়া হলে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন জানিয়ে পুলিশের সহযোগিতা চান। পরে রামু থানায় বিষয়টি জানিয়ে ভুক্তভোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গত বুধবার সকালে ১৯ বছর বয়সী ভুক্তভোগী তরুণী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা করেছেন।এদিকে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানিয়েছেন, গ্রেফতার হারবদল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।তিনি আরও জানান, গ্রেফতার আসামিকে শুক্রবার সকালে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর

রাণীশংকৈলে ফেন্সিডিলসহ গ্রেফতার-৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার পথে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ রবিবার রাত ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময়) লন্ডনে পৌঁছায়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ফ্লাইটটি সকাল ১০টার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সে সময় বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রাবিরতির পর ফ্লাইটটি এদিন নিউইয়র্ক সময় রাত ১০টা ৫০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।


আরও খবর



নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

প্রেস রিলিজ:১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার পলাতক আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

২। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ বিকালে ফতুল্লা থানাধীন পাগলা বৈরাগী বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ধর্ষণ মামলার আসামী লিটন মিয়া (২৬), পিতা- কসাই, সাং- পাগলা বৈরাগী বাড়ি পূর্বপাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

৩। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গত ১৪/০৭/২০২২ ইং তারিখে ভিকটিম (১৮) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নয়ামাটি বৈরাগী বাড়ি তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। একই তারিখ রাত অনুমান ০৯.৪৫ ঘটিকার সময় ভিকটিম (১৮) তার বান্ধবীর বাসা হতে বের হয়ে দোকান থেকে খাবার কিনে পুনরায় বান্ধবীর বাসায় ফেরার পথে গ্রেফতারকৃত আসামী লিটন মিয়া (২৬) সহ অনান্য আসামীরা ভিকটিমকে ধারালো চাকুর মুখে জিম্মি করে পাগলা বৈরাগী বাড়ি এলাকার শাওন’এর এক তলা বিশিষ্ট বিন্ডিংয়ের ভিতর নিয়ে যায়। এক পর্যায়ে গ্রেফতারকৃত আসামী লিটন মিয়া (২৬)’সহ অনান্য আসামীরা ভিকটিমকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এই পাশবিক ধর্ষণের ফলে ভিকটিম জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে ভিকটিমের জ্ঞান ফিরে আসলে গ্রেফতারকৃত আসামী লিটন মিয়া (২৬) ও সঙ্গীয় আসামীরা ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে উক্ত বাড়ি হতে বের করে দেয়।

৪। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-৩৩ তারিখ ১৬ জুলাই ২০২২। উক্ত ধর্ষণের পর হতে আসামী লিটন মিয়া (২৬) কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল ধর্ষণ মামলার আসামী লিটন মিয়া (২৬)’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত গণধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

৫। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে ফতুল্লা মডেল থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।


আরও খবর

রাণীশংকৈলে ফেন্সিডিলসহ গ্রেফতার-৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




রাজধানীর রিপোর্টার্স ক্লাব ঢাকা এর উদ্যোগে ডেঙ্গু সচেতনামূলক আলোচনা ও রেলি অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃ- আজ সকাল ১০ ঘটিকায় রাজধানী কদমতলী থানাধীন রিপোর্টার্স ক্লাব ঢাকা এর উদ্যোগে চলমান ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি হওয়ার কারণে সচেতনামূলক আলোচনা ও রেলি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সানজিদা খানম ,সাবেক সংসদ সদস্য ঢাকা ৪  আসন প্রধান উপদেষ্টা রিপোর্টার্স ক্লাব ঢাকা  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কামরুল হাসান রিপন সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মামুনুর হাসান টিপু চেয়ারম্যান কে,টিভি বাংলা টেলিভিশন , এডভোকেট ফিরোজ আলম সুমন এবিএম গ্যাজুয়েট স্কুল এন্ড কলেজ এর ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জামান সুমন  ঢাকা দক্ষিণ ৫৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জনাব মোঃ কামাল হোসেন । জনাব নুরুন্নবী উপ সহকারী- পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা।

প্রলয় কুমার সাহা অফিসার ইনচার্জ কদমতলী থানা ডি এম পি ঢাকা জনাব মান্নার মিজি বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা রিপোর্টার্স ক্লাব ঢাকা। আলহাজ্ব কাজী জাকির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক  সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন  শ্রাবণ আহমেদ  সচেতনা মূলক আলোচনা সভা ও রেলি সভাপতিত্ব করেন সভাপতি রিপোর্টার্স ক্লাব ঢাকা। ও সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন  জনাব মোঃ জাকির হোসেন মাঝি  সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



কোনো রাজনৈতিক দলের সঙ্গে পুলিশের শত্রুতা নেই: ডিএমপি যুগ্ম-কমিশনার

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৬৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ভিসানীতি নয়, আমাদের চিন্তার বিষয় জনগণের নিরাপত্তা বলে মন্তব্য করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, ডিএমপি জনগণের নিরাপত্তা নিশ্চিত করে। ভিসানীতি নিয়ে ডিএমপি কোনো কাজ করে না, এটি রাষ্ট্রের বিষয়।মার্কিন ভিসানীতি প্রসঙ্গে রোববার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএমপির যুগ্ম-কমিশনার।

ডিএমপির যুগ্ম-কমিশনার বলেন, রাজনৈতিক দল রাজনীতি করবে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে পুলিশের শত্রুতা নেই। প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি আমাদের যথাযথ সম্মান রয়েছে এবং আমরা প্রত্যেককেই তাদের কার্যক্রমে যথাযথভাবে সহযোগিতা করে থাকি। যখন যে রাজনৈতিক দল আমাদের কাছে যে ধরনের সহায়তা প্রত্যাশা করে, আমরা সামর্থ্য অনুযায়ী সে কাজগুলো করে থাকি।

বিপ্লব কুমার সরকার বলেন, আমরা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ও অত্যন্ত পেশাদার সংস্থা। আমরা কাজ করি জনগণের জানমাল, পাবলিক ও প্রাইভেট প্রোপার্টিজের নিরাপত্তা নিশ্চিত করা। সুতরাং ভিসানীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

মার্কিন ভিসানীতির প্রভাব পুলিশের ওপর পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে প্রায় ৩২ হাজার জনবল রয়েছে। ৩২ হাজার জনবলের মধ্যে ভিসানীতির বিষয়ে চিন্তার কোনো অবকাশ আছে বলে মনে করি না। আমাদের চিন্তার বিষয় হচ্ছে জনগণের নিরাপত্তা।

ডিএমপি অধ্যাদেশ মনে করিয়ে দিয়ে বিপ্লব কুমার সরকার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে অধ্যাদেশ রয়েছে, সে অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন এলাকায় যে কোনো সভা-সমাবেশ করতে হলে ডিএমপি কমিশনার বরাবর আবেদন করতে হয় ও অনুমতি নিতে হয়। কাজেই ঢাকা মহানগরে দুই কোটি বাসিন্দার প্রতি আমাদের আহ্বান, যে যেই প্রোগ্রামই করুন না কেন ডিএমপি কমিশনারের কাছে অনুমতি নিয়ে করবেন।


আরও খবর