Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ৫, আহত ৩০

প্রকাশিত:শনিবার ০৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১৭৯জন দেখেছেন

Image

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামের একটি কারখানায় বিস্ফোরণে আন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

হতাহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদৎ হোসেন।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। আমরা ঝুঁকি নিয়ে কাজ করছি।

অক্সিজেন প্ল্যান্টের আশপাশের বাসিন্দারা বলছেন, অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে প্ল্যান্টের পাশের অনেক ঘরবাড়ির দরজা-জানালার কাঁচ ভেঙে পড়ে। আতঙ্কে ঘরবাড়ি থেকে বেরিয়ে পড়ে মানুষ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

এর আগে গত বছরের ৫ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলের আশপাশের অন্তত চার বর্গকিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। এ ঘটনায় বহু হতাহত হয়।


আরও খবর



১৩৩ কেন্দ্রে এগিয়ে জায়েদা খাতুন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। বেসরকারিভাবে ঘোষণা করা ১০৫ টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন এগিয়ে রয়েছেন।

৪৮০টি কেন্দ্রের মধ্যে ৫০টিতে জায়েদা খাতুন পেয়েছেন ৬৮ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন পেয়েছেন ৫৮ হাজার ২৫ ভোট।

এর আগে আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। কোনো প্রকার অনিয়ম ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হয়। সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হয়। দুই একটি কেন্দ্রে আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে দেরি হয়।

সকালে ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। ভোট দেওয়ার পর জায়েদা খাতুন বলেন, ‘ইনশাআল্লাহ! সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আমি আশাবাদী।

এদিকে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান। সকাল ৮টা ৫০ মিনিটে টঙ্গীর দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে নিজের ভোট দেন আজমত উল্লা খান। তিনি বলেছেন, ‘জয়ের বিষয়ে আমি আত্মবিশ্বাসী।

এ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮০টি এবং ভোটকক্ষ ৩৪৯৭টি। মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২, নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা ১০ হাজার ৯৭০ জন। প্রিসাইডিং অফিসার ৪৮০, সহকারী প্রিসাইডিং অফিসার ৩৪৯৭ এবং পোলিং অফিসার ৬৯৯৪ জন।


আরও খবর



কুমিল্লায় শিক্ষক হত্যা মামলায় ৬ জনের ফাঁসির আদেশ

প্রকাশিত:মঙ্গলবার ০২ মে 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা: কুমিল্লায় আলোচিত শিক্ষক হত্যা মামলায় ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। কুমিল্লা আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. নয়ন, কামাল, মিঠুন, জামাল, মো. ইলিয়াছ ও জাকির হোসেন। তারা কুমিল্লা আদর্শ সদর উপজেলার পোচাইতলী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জামাল, ইলিয়াস ও জাকির হোসেন। অন্যদিকে, নয়ন, কামাল ও মিঠুন পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৮ আগস্ট জমি নিয়ে বিরোধে বারপাড়া সিটি স্কুলের শিক্ষক জাহিদুল আজমকে হত্যা করা হয়। তিনি শহরের বারপাড়া এলাকার বাসিন্দা। এ জাহিদুলের বাবা এ কে এম ফারুক আজম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।


আরও খবর



ভারতে কারখানায় গ্যাস লিক, নিহত ৯

প্রকাশিত:রবিবার ৩০ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার গিয়াজপুর অঞ্চলে আজ রোববার একটি কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। অচেতন হয়ে পড়েছেন আরও ১১ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এ ছাড়া সেখানে চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং দমকলবাহিনীর কর্মীও মোতায়েন করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

লুধিয়ানার সাব ডিভিশনার ম্যাজিস্ট্রেট স্বতি তিওয়ানা এএনআইকে বলেন, ‘এটি অবশ্যই গ্যাস লিকের ঘটনা। জাতীয় দুর্যোগ রেসপন্স বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে আছে। তারা মানুষকে উদ্ধার ও উদ্ধার অভিযান চালাবে।

তিনি ৯ জন নিহত ও ১১ জন অসুস্থ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

স্বতি তিওয়ানা আরও বলেছেন, গ্যাসের ধরন এবং এর উৎস সম্পর্কে এখন পর্যন্ত জানা যায় নি। এ নিয়ে এনডিআরএফ টিম তদন্ত করবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে এবং এ নিয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে।

এক টুইটবার্তায় তিনি বলেছেন, লুধিয়ানার গিয়াজপুর অঞ্চলে কারখানায় গ্যাস লিকের ঘটনা দুঃখজনক। পুলিশ, সরকার এবং এনডিআরএফ ঘটনাস্থলে অবস্থান করছে।


আরও খবর



পুলিশ পরিদর্শক হত্যা: আরাভসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

প্রকাশিত:মঙ্গলবার ০২ মে 2০২3 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৮ মে দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল বিন আতিকের আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণ দিন ধার্য ছিল। তবে এদিন কোনো সাক্ষী না আসায় আদালত সাক্ষ্য গ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মো. রুহুল আমিন বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ৯ এপ্রিল আদালতে মামুনের বোন রওশন আক্তার, দুলাভাই মোশারফ হোসেন খান, বাসার কেয়ারটেকার মিরাজুল ইসলাম ও সিকিউরিটি গার্ড মানিক সাক্ষ্য দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্য দিয়ে পাঁচজনের সাক্ষ্য শেষ হয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন- সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এদের মধ্যে আরাভ ও কেয়া পলাতক রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ জুলাই বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। ঘটনার তিন দিন পরে তার ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ এ মামলায় রহমত উল্লাহ, রবিউল ইসলাম ওরফে আপনসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২০২১ সালের ২৫ নভেম্বর আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।


আরও খবর



বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৬ মে ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: মাস্টারকার্ডের সাবেক সিইও ভারতীয়-মার্কিনি অজয় বাঙ্গাই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ব্যাংকটির ২৫ সদস্যের নির্বাহী বোর্ড তাকে আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছে। খবর বিবিসির।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী ছিলেন অজয় বাঙ্গা। তিনি প্রথম ভারতীয়-আমেরিকান ও শিখ আমেরিকান হিসেবে বিশ্ব ব্যাকের শীর্ষপদে আসীন হলেন।

বিশ্বব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ জুন থেকে অজয় বাঙ্গার কার্যকাল শুরু হবে। তিনি ডেভিড ম্যালপাসে স্থলাভিষিক্ত হচ্ছেন। ম্যালপাসের শেষ কার্যদিবস ১ জুন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০১৯ সালে মনোনীত প্রার্থী ছিলেন ম্যালপাস।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে বাইডেন বিশ্বব্যাংকের নেতৃত্ব দেওয়ার জন্য অজয় বাঙ্গাকে মনোনীত করার ঘোষণা দেন। তিনি সেই সময় বলেছিলেন, ইতিহাসের এই সংকটময় মুহূর্তে বৈশ্বিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার জন্য অজয় সুসজ্জিত।

খবরে বলা হয়েছে, বিশ্বব্যাংক বোর্ড সদস্যরা গত সোমবার চার ঘণ্টা ধরে অজয় বাঙ্গার সাক্ষাৎকার নেন। এরপর তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করা হয়। জানা যায়, বোর্ড সদস্যদের ২৪ জনই অজয় বাঙ্গার পক্ষে ভোট দিয়েছে। শুধুমাত্র রাশিয়া ভোটদানে বিরত ছিল।

১৯৫৯ সালে ভারতে মহারাষ্ট্রের পুণেতে শিখ পরিবারে জন্মগ্রহণ করেন বাঙ্গা। দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করেন। এরপর আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করেন।


আরও খবর