Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

শীর্ষ ডেটা স্টোরেজ প্ল্যাটফর্মের স্বীকৃতি পেল হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিক

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি গবেষণা ও পরামর্শক সংস্থা গার্টনার সম্প্রতি হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিককে অন্যতম শীর্ষ ডেটা স্টোরেজ প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি গার্টনার প্রকাশিত ‘২০২৩ ক্রিটিক্যাল ক্যাপাবিলিটিজ ফর ডিসট্রিবিউটেড ফাইল সিস্টেমস অ্যান্ড অবজেক্ট স্টোরেজ’ রিপোর্টের মাধ্যমে এ স্বীকৃতি দেয়া হয়। এটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ের উচ্চক্ষমতার ভারসাম্যপূর্ণ স্কেল-আউট স্টোরেজ সল্যুশন। গার্টনারের রিপোর্ট অনুযায়ী, ব্যবহারিক পর্যায়ের সাতটি ক্ষেত্রের মধ্যে পাঁচটিতেই শীর্ষস্থান অর্জন করেছে ওশানস্টোর প্যাসিফিক।

এ প্রতিবেদন তৈরির জন্য গার্টনার বিভিন্ন জটিল সক্ষমতা ও সাতটি ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি স্টোরেজ প্রোডাক্টের মূল্যায়ন করেছে। এবং তারপর একটি বিস্তৃত রিপোর্ট তৈরি করেছে প্রতিষ্ঠানটি। রিপোর্টে বিভিন্ন স্টোরেজ প্রোডাক্টের সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। ফলে গ্রাহকদের জন্য এটি একটি অপরিহার্য রেফারেন্স গাইড হয়ে উঠেছে।

প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে হুয়াওয়ে সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। আর এটা হলো ওশানস্টোর প্যাসিফিকের পণ্যের সক্ষমতার ধারাবাহিক রূপান্তরের একটি মূল কারণ, যাতে করে গ্রাহকদের সব ধরণের ব্যবসায়িক চাহিদা মেটানো সম্ভব হয়।

হুয়াওয়ে স্কেল-আউট স্টোরেজ ডোমেইনের প্রেসিডেন্ট ওয়াং ইডং বলেন, “গার্টনার ক্রিটিক্যাল ক্যাপাবিলিটিজ রিপোর্টে হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিকের এ অর্জন দেখতে পারা অত্যন্ত আনন্দদায়ক। আমরা বিশ্বাস করি, গ্রাহক-কেন্দ্রিক চিন্তা করে যে উচ্চমানের প্রোডাক্ট তৈরির সক্ষমতা আমাদের রয়েছে, এ স্বীকৃতি তারই প্রমাণ। এই অর্জন আমাদের আরও বেশি কিছু করার উৎসাহ প্রদান করবে। ইয়োটাবাইট যুগে যাতে নতুন নতুন অ্যাপ গ্রহণ করা সম্ভব হয়, সে জন্য আমরা প্রোডাক্ট সক্ষমতার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এবং হুয়াওয়ে স্কেল-আউট স্টোরেজ সল্যুশনের মাধ্যমে ইন্ডাস্ট্রির পার্টনারদের জন্য আরও নির্ভরযোগ্য ও দক্ষ অবকাঠামোর উন্নয়ন ঘটাব।”

ভবিষ্যত-উপযাগী স্মার্ট সল্যুশন্স এর মাধ্যমে পুরোপুরি কানেক্টেড ও ইন্টেলিজেন্ট বিশ্ব তৈরির জন্য হুয়াওয়ে’র যে প্রতিশ্রুতি, তারই প্রমাণ হলো হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিকের এ অসাধারণ অর্জন।


আরও খবর



গাংনীতে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

গাংনী(মেহেরপুর)প্রতিনিধিঃমহিবুল ইসলাম (৩৬) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টীম হিন্দা গ্রামের কবর স্থানের সামনে থেকে তাকে ৩৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। মহিবুল ইসলাম গাংনীর উপজেলার মাইলমারী গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে মামলা রুজু সাপেক্ষে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, গাংনী উপজেলার হিন্দা গ্রামের কবর স্থানের সামনে ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে এক মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই আব্দুল মজিদের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মহিবুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। মহিবুল একজন চিহ্নিত মাদক কারবারী।


আরও খবর



জয়পুরহাটে দুটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ,তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image
জয়পুরহাট প্রতিনিধি:দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জেলার দুটি সংসদীয় আসনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই শেষে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং কাগজপত্রে ত্রুটি থাকায় তিন’জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

রবিবার বেলা ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই সম্পন্ন করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী মনোনয়ন পত্র বাতিলের এ ঘোষনা দেন।জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী  রানী রাবেয়া আসরী ও আলেয়া বেগম এবং জয়পুরহাট ২ আসনে স্বতন্ত্র প্রার্থী আতোয়ার রহমানের  এক শতাংশ ভোটারদের দেওয়া তালিকায়  তথ্য সঠিকভাবে যাচাইকালে সত্যতা না পাওয়ায় প্রার্থীতা  বাতিল করা হয়।জয়পুরহাট-১ আসনে বৈধ প্রার্থীরা হলেন সামছুল আলম দুদু (আওয়ামী লীগ), একেএম মোয়াজ্জেম হোসেন (জাতীয়পার্টি), মোঃ মাছুম (তৃণমুল বিএনপি), মোঃ রোকনুজ্জামান (ন্যাশনাল পিপলস পার্টি), আব্দুল আজিজ মোল্লা (স্বতন্ত্র), একেএম রায়হান মনু (স্বতন্ত্র), আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন (জাসদ), মোঃ জহুরুল ইসলাম (স্বতন্ত্র)।

জয়পুরহাট-২ আসনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন (আওয়ামীলীগ), আবু সাঈদ নুরুল্লা মাছুম (জাতীয় পার্টি), গোলাম মাহফুজ অবসর (স্বতন্ত্র), মোঃ নয়ন (বাংলাদেশ কংগ্রেস),
মোঃ গোলাম রসুল (জাকের পার্টি), আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন (জাসদ),
মোঃ আবু সাইদ (ন্যাশনাল পিপলস পার্টি),  আব্দুর রাজ্জাক (স্বতন্ত্র)। তবে বাদ পড়া প্রার্থীরা আপিল করতে পারবেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা  মশিউর রহমান, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান সহ সহকারী রিটানিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর



নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা জোরদার

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে নির্বাচন কমিশন (ইসি) ও এর আশপাশের এলাকায়। এছাড়া নির্বাচন কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানির কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে নির্বাচন কমিশন এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

সকালে নির্বাচন কমিশনের সামনে চারটি টিমে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। যা আগে ছিল না। এছাড়া, নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে । পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।

এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে তাই আপনারা অপেক্ষা করুন।

এদিকে, নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে বুধবার (১৫ নভেম্বর) পর্যন্ত। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পিতার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণার একটা সম্ভাবনা আছে।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস বাংলাদেশের

প্রকাশিত:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

ক্রীড়া প্রতিবেদক:বাংলাদেশ শুরু করল দুর্দান্ত এক জয়ে। চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে টাইগাররা। এর আগে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট হারালেও নিজেদের মাঠে হারাতে পারেনি বাংলাদেশ। আজ সেই আক্ষেপও শেষ হলো।

সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ দল। এই ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দলের দুই সেরা পেসার তাসকিন আহমেদ আর এবাদত হোসেন।

বলা যায় দলের সেরা খেলোয়াড়দের অনুপস্থিতিতেও তরুণ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব এক নিমেষে যেন সব ভুলিয়ে দিলো। বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনে ৪৯ ওভার ব্যাট করতেই ১১৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।

ইনিংসের প্রথম ওভারেই শরিফুলের বলে এজ হয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দেন টম ল্যাথাম। এরপর কেইন উইলিয়ামসনকে ১১ রানে ফেরান তাইজুল ইসলাম। ওপেনার ডেভন কনওয়েকে ২২ রানে ফেরান তাইজুল।

মেহেদী হাসান মিরাজের বলে হ্যানরি নিকলসের (২) ফেরায় ভেঙে পড়ে কিউইদের টপ অর্ডার। ড্যারিল মিচেল একপাশ আগলে ধরলেও বাকিরা ব্যর্থ হয়েছেন। দিন শেষে ১১৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা।

গতকাল চতুর্থ দিন শেষে ৪৪ রানে অপরাজিত থাকা মিচেলের সঙ্গে ছিলেন ইশ শোধি। আজ শেষ দিনে দুজনে খেলেছেন এক ঘণ্টারও বেশি সময়। আজ সকালে মিচেল তুলে নেন ফিফটি। তবে ৫৮ রান করে বিদায় নেন নাঈম হাসানের বল সুইপ খেলতে গিয়ে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে।

বিস্তারিত আসছে...


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




টানা ৪র্থবার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন গাজী

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:অবশেষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে টানা ৪র্থ বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি। বোরবার ২৬ নভেম্বর বিকালে তার নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জ আসনে নৌকা প্রতীকে লড়বেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এর আগে এই আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন (২০০৮,২০১৪,২০১৯)। ভিআইপি আসন হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নিখুঁতভাবে প্রার্থী বাছাই করতে হয় দলের হাই কমান্ডকে।গোলাম দস্তগীর গাজী ও তার পরিবারের বিরুদ্ধে নেই কোন অনিয়ম দুর্নীতির অভিযোগ। মন্ত্রী হওয়ার পরে তিনি রূপগঞ্জ ছেড়ে কোথাও জাননি।

বিভিন্ন অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তারা তার প্রশংসা করছে। গত ১৫ বছর যাবত তিনি রূপগঞ্জে দলমতের উর্ধ্বে  কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি মহিলা লীগকে খুব শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলেছেন। তার রয়েছে বিশাল ভোট ব্যাংক। গাজী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় রূপগঞ্জ আনন্দের জোয়ার বইছে। দলীয় নেতা কর্মীরা মিষ্টি বিতরণ করছেন। টানা ৪র্থ বার এমপি হওয়ার পথে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

রূপগঞ্জ তার শক্ত প্রতিপক্ষ লক্ষ্য করা যাচ্ছে না। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর