Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

‘সব পাখির গন্তব্য থাকে না’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচণ

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৪৯৯জন দেখেছেন

Image

দেশের শিল্প-সাহিত্যকে সমৃদ্ধ করার লক্ষ্যে দুইযুগের বেশী দিন ধরে কাজ করে যাচ্ছে নক্ষত্র সাহিত্য সংসদ। আর শিল্প-সাহিত্য নিয়ে কাজ করতে গিয়ে অর্জন করেছে নানা বৈচির্ত্রময় অভিজ্ঞতা। জাতীয় দিবস গুলোর পাশাপাশি ভূমিকা রেখেছে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

তাই প্রতি বছরের ন্যায় এবছরও ‘মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শীর্ষক আলোচনা’, স্বীকৃতি স্বরূপ ‘নক্ষত্র সাহিত্য পুরস্কার’- ২০২৩ প্রদান ও ‘সব পাখির গন্তব্য থাকে না’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচণ অনুষ্ঠান হয়ে গেলো ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, মঙ্গলবার, সময় সন্ধ্যা ৬টা, স্থান : বিশ^ সাহিত্য কেন্দ্র মিলনায়তনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন : ৯০ দশকের অন্যতম কবি রানা হোসেন। প্রধান আলোচক : ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান। অতিথিবৃন্দ হিসেবে ছিলেন: কবি শাহীন রেজা, মোঃ মামুনুর হাসান টিপু (চেয়ারম্যান, কেটিভি বাংলা)। স্বাগত বক্তব্য রাখেন গীতিকবি শান্তনা মিঠু ও জে আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন : বশিরুল আলম নান্নু। ‘নক্ষত্র সাহিত্য পুরস্কার’-২০২৩ যারা পেলেন তারা হলেন: রুবিনা খাঁন (বীরমুক্তিযোদ্ধা), এ্যাডভোকেট লতিফুর রহমান (বিজ্ঞ আইনজীবি), আমান সোবহান (গীতিকবি),জ্যোতিষ সম্্রাট জে আহমেদ (বিশিষ্ট সমাজ সেবক), মাহামুদুর রহমান ওয়াহাব (কবি), সানজিদা আক্তার (সাংবাদিক), মেহেদী হাসান (প্রতিষ্ঠাতা, গ্রেট আইটি), মোঃ মোক্তার হোসেন (সাংবাদিক), সুহেনা আক্তার হেনা (কবি), মোঃ তরিকুল ইসলাম (সাংবাদিক)।



আরও খবর



১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন সারাদেশে

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

গত ২৮ অক্টোবর এবং তার আগে ও পরে বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচি ঘিরে দেশে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তখন থেকেই পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে রয়েছেন বিজিবি সদস্যরা। তখন থেকেই দেশে একের পর এক হরতাল অবরোধ কর্মসূচি পালন করছে বিরোধী দলগুলো।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




কলারোয়ার ওফাপুরে মানব পাচারকারী জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

প্রকাশিত:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়ার ওফাপুরে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রামবাসী মানববন্ধন করেছে। সোমবার (৬নভেম্বর) দুপুরের দিকে ওফাপুর গ্রামবাসী রাস্তার পার্শ্বে ওই মানববন্ধন করে। এসময় গ্রামবাসী মানববন্ধনে উপজেলার ওফাপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিচার দাবী করেন। তারা বলেন-আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রামের অসহায় নারী রেক্সেনা খাতুন, শাহিদা খাতুন, তাসলিমা খাতুন, আনোয়ারা খাতুন, শাহনাজ বেগমসহ তাদের পরিবারের ৭জনের নামে একের পর এক মামলা দিয়ে হয়রানী করে আসছে। তার প্রতিবাদে মাববন্ধন করেছে গ্রামবাসী। রেক্সেনা খাতুন, শাহিদা খাতুন, তাসলিমা খাতুন, আনোয়ারা খাতুন, শাহনাজ বেগমের দীর্ঘ ৪৫বছর যাবৎ বসবাস করা জমি হঠাৎ আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সেই জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। বাধা দিতে গেলে সে বিভিন্ন ভাবে হামলা ও মামলা দিয়ে আসছে। এর পর থেকে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম কলারোয়া থানায় জিডি, সাতক্ষীরা কোর্টে মামলা সহ বিভিন্ন স্থানে দরখাস্ত দিয়ে ওই ৫ নারী ও গ্রামবাসীদের হয়রানী করে আসছে। এঘটনার প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন করে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিচার দাবী করেন। একই সাথে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যহারের দাবী করেন তারা।


আরও খবর



মসজিদের ভেতর যুবকের লাশ

প্রকাশিত:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

আব্দুল হান্নান, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নে নির্মাণাধীন একটি মসজিদের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।৯ অক্টোবর ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১১টার সময় এ মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, গোকর্ণ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার উসমান ফিসারিজের  নির্মাণাধীন মসজিদটি বেশ কিছুদিন ধরে বন্ধ। বৃহস্পতিবার সকাল ১১ঘটিকাে সময় মসজিদের পাশের একটি পুকুরে স্থানীয় এক ব্যক্তি কাজ করতে যান। তখন তিনি মসজিদের ভেতর ঝুলন্ত লাশ দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখেন মানুষের মরদেহ ঝুলছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। 

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোহাগ রানা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।লাশের ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



রূপগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

প্রকাশিত:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:এনডিই রেডিমিক্স কনক্রিট লিমিটেডের দখলে থাকা ১০ বিঘা জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়ে পানি উন্নয়ন বোর্ড। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।পানি উন্নয়ন বোর্ড এর এনএনআইপি এর সাবডিবিশন ইঞ্জিনিয়ার শেখ এনামুল হক জানান।

বাধা উপেক্ষা করে দীর্ঘ দিন ধরে পানি উন্নয়ন বোর্ডের অধীনে নরসিংদী- নারায়গঞ্জ সেচ প্রকল্পে খালসহ প্রায় ১০  বিঘা জমি অবৈধভাবে দখল করে এনডিই রেডিমিক্স কনক্রিট নামক একটি প্রতিষ্ঠান।  সেখানে তারা তাদের ১১ নম্বর ইউনিট কারখানা তৈরীর করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বারবার তাগাদা দেয়ার পরও ওই প্রতিষ্ঠানটি জমির দখল ছাড়ছিলেন না।

বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সিমন সরকারের নেতৃত্বে দখলকৃত জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় ভেকু দিয়ে ভেঙ্গে ফেলা হয় দখলকৃত জমির বাউন্ডারী দেয়ালের অনেকাংশ। পরে কারখানা কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে দখলকৃত জমিতে থাকা বিভিন্ন স্থাপনা ও বিভিন্ন মালামাল অন্যত্র সরিয়ে ফেলার জন্য এনডিই কর্তৃপক্ষকে  ৭ দিনের সময় দেন নির্বাহী ম্যাজিষ্ট্রট। অন্যথায় সাতদিন পর পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হবে জানান ওই কর্মকর্তা।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা সর্বদা প্রস্তুত: খসরু চৌধুরী

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ নভেম্বর 2০২3 | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৫৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের তৃতীয় দিনেও রাজধানীর অন্যতম প্রবেশদ্বার আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর সড়ক হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়ক পাহারায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ৬টা থেকে টানা ৩ দিন এই সড়কে জনগণের জান মালের নিরাপত্তা দিতে রাজধানীর বৃহত্তর উত্তরা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনের নেতৃত্বে খসরু চৌধুরীর অনুসারীদের বেশ কয়েকটি টিম মাঠে রয়েছেন। খসরু চৌধুরী নিজেই বিষয়টি মনিটরিং করছেন এবং নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা দিচ্ছেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করতে বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য করলে বিএনপিকে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, উত্তরার মাটি, আওয়ামী লীগ তথা শেখ হাসিনার ঘাটি। উত্তরায় আওয়ামী লীগ শক্তিশালী অবস্থানে আছে। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আওয়ামী লীগ সব সময় প্রস্তুত আছে। অবরোধের শুরু থেকে আমার কর্মীরা রাজপথে রয়েছে। শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় এনে আমার কর্মীরা ঘরে ফিরবে।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩