

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ায় যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে জেলা যুব মহিলা লীগ এ সভার আয়োজন করে।সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা যুক মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট লাইজিন আরা লিনা। সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আফরোজা আকতার রিমার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মাকছুদা আকতার মলি, হাসিনা খাতুন হিরা, শাহানাজ পারভীন লিথি, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সূচনা ফেরদৌস, আতিয়া বানু, সুইটি আকতার, মর্জিনা বেগম, বুলবুলি বেগমসহ প্রমুখ।
সভা শেষে এ্যাডভোকেট আরাফাত জাহান কে সভাপতি ও মোরশেদা আকতার ছায়া কে সাধারণ সম্পাদক ১১ সদস্য বিশষ্ট বগুড়া সদর উপজেলা যুব মহিলা লীগের আংশিক কমিটি ঘোষনা করেন জেলার সভাপতি লাইজিন আরা লিনা। একই সাথে উম্মে হাবিবা প্রিয়াকে সভাপতি ও কারিমা বেগম সাথি কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট বগুড়া পৌর যুব মহিলা লীগের আংশিক কমিটি ঘোষণা করেন তিনি।
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩
ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত আতাউর রহমান এর পুত্র মোঃ আমিরুল ইলসাম বিপুল (৩৫) কিডনি রোগে আক্রান্ত হয়ে ধুকছে চিকিৎসার খরচ বহন করতে না পারায় বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তথ্য নিয়ে জানা যায়, মোঃ আমিরুল ইসলাম বিপুল ভাই বোনদের মধ্যে ৩য়। তার বাবা প্রায় ৭ বছর আগে মারা যায়। অনেক কষ্টে এই পরিবারটি জীবন যাপন করে আসছে। এরই মধ্যে গত ১ বছর আগে হঠাৎ করে তার পা ও মুখ চোঁখ ফুলে যায় এর পর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে তার সুস্থ্যতায় কোন লাভ না হওয়ায় পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতাল এর ডা: মোঃ রেজওয়ানুল হক এর কাছে দীর্ঘদিন চিকিৎসা করার পর চিকিৎসক তার পরিক্ষানিরীক্ষা করে দেখেন তার দুটি কিডনি কাজ করছে না। এতে তাকে ডায়ালাইসিস করার পরামর্শ দেন। সেই অনুপাতে বর্তমান এম আব্দুর রহিম হাসপাতালে কিডনি রোগ, ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্লান বিশেষজ্ঞদের কাছে চিকিৎসা করছেন। বর্তমান তার অবস্থা অত্যন্ত খারাপ ডায়ালাইসিস না করলে তার বাঁচার কোন পথ নাই। তবে উন্নত চিকিৎসা এবং তার কিডনি ট্রান্সপ্লান করতে পারলে হয়তো সে প্রাণে বাঁচতে পারবে। কিন্তু তার এই চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। দুটি কিডনি ট্রান্সপ্লান করতে প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন। এত টাকা তার পক্ষে সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। তাই তার পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার খরচ বহন করতে সাহায্যের আবেদন করেছে। সাহায্য পাঠানোর ঠিকানা: সোনালী ব্যাংক লিঃ ফুলবাড়ী শাখা হিসাব নম্বর-১৮২৩৪০১০২১৭৮০, বিকাশ নম্বর- ০১৩৩১৯১৯১৫৪।
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
ডোমার (নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর ডোমারে জননেত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্ম দিবস উদযাপন উপলক্ষ্যে মোটর সাইকেল কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা আয়োজিত শনিবার বিকালে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে ভোগডাবুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি এ,কে,এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল এর সভাপতিত্বে ছাত্রনেতা আহসান হাবীব শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরমিন জাহান, সাবেক সহ-সভাপিত শরিফুল হক প্রামানিক, যুগ্ন সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান লিটু, ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার কবির শাওন, সাবেক সাধ্ধাসঢ়;রণ সম্পাদক তানজিরুল আহসান রিয়েল প্রমূখ বক্তব্য রাখেন। উক্ত খেলায় পঞ্চগড় ফুটবল একাদশ বনাম সৈয়দপুর ফুটবল একাদশ অংশগ্রহন করে। তাদের দুই দলের মধ্যে বাঘ সিংহের লড়াইয়ে পঞ্চগড় ফুটবল একাদশকে হারিয়ে ২/৩ গোলে সৈয়দপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। শেষে সেরা খেলোয়ার ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৯ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৭৪ জন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ১০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮১৪ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ৭৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৪ হাজার ৯৭৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৯৮ হাজার ৮১৯ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬২ হাজার ৮৪৭ জন। ঢাকায় ৭০ হাজার ৫৮৪ এবং ঢাকার বাইরে ৯২ হাজার ২৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৪৬ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩