Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম
সহিংসতার অভিযোগ

সারাদেশে র‌্যাবের হাতে গ্রেপ্তার ৫২২ জন

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১২৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বিএনপি-জামায়াতের আন্দোলন ঘিরে সহিংসতার অভিযোগে সারাদেশে ৫২২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সম্প্রতি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল হামলা এবং নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ২৮ অক্টোবর কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে নৃশংস হামলা চালানো হয়। এছাড়া গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগ করাসহ প্রধান বিচারপতির বাসভবনেও হামলা চালানো হয়। পরে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটায়।

খন্দকার আল মঈন বলেন, ফেনী সদর এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, রাজধানীর যাত্রাবাড়ী থেকে থানা আহ্বায়ক এবং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টিটু এবং খুলনার রূপসা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়ে।

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত সর্বমোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ২৮ অক্টোবর থেকে হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত সর্বমোট ৫২২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




দিনাজপুর ৫ আসনে জনগণের আস্থা ধরে রেখেছেন মোস্তাফিজুর রহমান

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর -৫ আসন (ফুলবাড়ী- পার্বতীপুর) এই আসনে দীর্ঘ ৩৫ বছর ধরে সাধারণ মানুষের আস্থা ধরে রেখেছেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ১৯৯১ সালে প্রথম এমপি নির্বাচিত হন তিনি, এরপর থেকে লাগাতার সাতবার (৩৫ বছর) এই আসনটি ধরে রেখেছেন তিনি। এই আসনে মোট ভোটার ৪লাখ ১৬ হাজার ৭০৩জন। পার্বতীপুরে মোট ভোটার ২ লাখ ৭১ হাজার ২৪৩ জন ও ফুলবাড়ীতে মোট ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৬০জন। তিনি গত জাতীয় নির্বাচনে ভোট পেয়েছিলেন ১,৮৮,৬৮০টি। বর্ষিয়ান এই রাজনৈতিক ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এরপর তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন, সর্বশেষ তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব‌ও পালন করেন ।

৩৫ বছরে তিনি ফুলবাড়ী ও পার্বতীপুরে ব্যাপক উন্নয়ন করেছেন। যার মধ্যে রয়েছে পল্লী সড়ক নির্মাণ, পল্লী সড়ক মেরামত, বৃহৎ সেতু নির্মাণ, সেতু-কালভার্ট নির্মাণ, উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ, গ্রোথ সেন্টার হাট বাজার, প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা অবকাঠামো নির্মাণ, ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন, সুইস গেট নির্মাণ,খাল খনন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, অসচ্ছল মুক্তিযোদ্ধা নিবাস নির্মাণ, স্টেডিয়াম নির্মাণসহ নানামুখী উন্নয়নমূলক কাজ করেছেন তিনি। একইভাবে পার্বতীপুর উপজেলাতেও স্কুল,কলেজ, মাদ্রাসা,রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট সহ ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। দিনাজপুর-৫ আসন (ফুলবাড়ী-পার্বতীপুর) এ অসহায় গরীব মানুষের সংখ্যায় বেশি, আর সব সময় অসহায় গরিবদের পাশে দাঁড়িয়েছেন এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। যার কারণে জনগণের আস্থা আজও ধরে রেখেছেন প্রবীণ এই রাজনৈতিক নেতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন তিনি পেয়েছেন। এই নির্বাচনেও তিনি ব্যাপক ভোটে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেছেন দুই উপজেলার আওয়ামী নেতৃবৃন্দ।

উন্নয়নের বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন জানান ফুলবাড়ীর গ্রাম গঞ্জের রাস্তা ঘাট গুলো পাকা হয়ে গেছে, স্কুলে স্কুলে ভবন নির্মাণ হয়েছে, ফুলবাড়ী বহুতল উপজেলা পরিষদের ভবন নির্মাণ হয়েছে, এই সব‌ই সম্ভব হয়েছে এই এলাকার উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপ্#ি৩৯;র অক্লান্ত প্রচেষ্টায়, তিনি পার্বতীপুর-ফুলবাড়ী বাসীকে অনেক দিয়েছেন। আমাদের উচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও তাকে ভোট দিয়ে জয়যুক্ত করা। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল জানান জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা বর্তমান প্রধান জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নৌকা প্রতীক নিয়ে এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটে বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। একইভাবে পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন জানান পার্বতীপুরের মানুষ সব সময় এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে সমর্থন দিয়ে এসেছে, আশা রাখি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট প্রদান করে জয়যুক্ত করবে ইনশাল্লাহ।


আরও খবর



নিখোঁজের ৫ দিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের খানজাহান (রহঃ) মাজার সংলগ্ন দীঘি থেকে নিখোঁজের ৫দিন পরে প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা ( ৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে দীঘির পূর্ব পাড় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরে থাকা সোয়েটার, জামা ও লুঙ্গি দেখে পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় শনাক্ত করেছে বলে জানিয়েছেন পুলিশ।

মৃত ভোলা কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের পরিতোষ কুমার দাসের ছেলে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বাড়ি থেকে ভ্যান চালানোর উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি তিনি। পরে শুক্রবার (১ ডিসেম্বর) রাতে কচুয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন স্ত্রী দিপিতা রানী দাস।

মরদেহ উদ্ধারের খবরে দীঘির পাড়ে উৎসুক জনতা ভীড় জমায়। দীঘির পূর্বপাড়ের বাসিন্দা সুমনা আক্তার জুথি বলেন, সকাল সাড়ে ৮টার দুকে থালা-বাসন ধোয়ার জন্য বাড়ির সামনে থাকা দীঘির ঘাটে যাই। তখন দীঘির মধ্যে অনেক দূরে একটি লাশ ভাসতে দেখি। পরবর্তীতে সবাইকে জানাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। মরদেহের বেশির ভাগ অংশ পচে গেছে। ধারণা করা হচ্ছে ৫-৬দিন আগে মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

ওসি আরও বলেন, নিহতের বাবা পরিতোষ কুমার দাস ও ভাই থানায় এসেছেন। শরীরের কাপড় দেখে নিহতকে ভ্যান চালক প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা হিসেবে শনাক্ত করেছেন তার বাবা পরিতোষ কুমার দাস। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরও খবর



১১টি বোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে ১১টি বোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

আজ রবিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করেন। এর পর পরীক্ষার ফলাফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসে জানা যাচ্ছে।

ফলাফলে বিশ্লেষণে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।

গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।

এর আগে সরকারপ্রধানের হাতে পরীক্ষার ফলের ‍অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানরা।

প্রধানমন্ত্রীর ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনের পরই বেলা ১১টা থেকে ফল জানতে পারছেন শিক্ষার্থীরা।দুপুর ২টায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

চলতি বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট। শেষ হয় ২৫ সেপ্টেম্বর।

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে ২৭ আগস্ট শুরু হয়। সবগুলো বোর্ডে একই দিনে পরীক্ষা শুরু না হলেও ১১টি শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশ করা হচ্ছে। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের দুই হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। তাদের মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন। যাদের মধ্যে বিজ্ঞানের ২ লাখ ৫৫ হাজার ৫১২ জন, মানবিকের ৬ লাখ ৪০ হাজার ৮৭৬ জন এবং ব্যবসায় শিক্ষার ২ লাখ ১২ হাজার ২০৬ জন।

মাদ্রাসা বোর্ড থেকে ৯৮ হাজার ৩১ জন ও কারিগরি বোর্ড থেকে ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন পরীক্ষায় অংশ নেয়।

করোনাভাইরাস মহামারি শুরুর পর এবারই পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। কেবল তথ্যপ্রযুক্তি বিষয়ে ৭৫ নম্বরে পরীক্ষা হয়েছে।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




ঠাকুরগাঁওয়ে চার কলেজের পাস করেনি কেউ

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি:২০২৩ সালের সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের শিক্ষা প্রতিষ্ঠনগুলির পাসের হার মোটামোটি ভালো থাকলেও জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের পাসের সংখ্যা শূন্য এবং চারটিতে পাস করেছে মাত্র একজন করে।

রোববার (২৬ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার একটি ফলাফলের তালিকা দেন। সেই তালিকায় দিনাজপুর বোর্ডের অধিনে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলে দেখা যায় ঠাকুরগাঁওয়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এমন ফলাফল।

১ জনও পাস করেনি যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেসব প্রতিষ্ঠান হচ্ছে-মোড়লহাট জনতা স্কুল এন্ড কলেজ, হাজীপুর কলেজ, কদমরসুল হাট স্কুল এন্ড কলেজ ও পীরগঞ্জ আদর্শ কলেজ।

১ জন করে পাস করেছে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেসব প্রতিষ্ঠান হলো- রত্নাই বগুলাবাড়ী হাই স্কুল এন্ড কলেজ, বাশগাড়া আইডিয়াল কলেজ, ঠাকুরগাঁও নিউ মডেল স্কুল এন্ড কলেজ ও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ।

এবারে ঠাকুরগাঁও জেলায় ৩৬ টি পরীক্ষা কেন্দ্রে মোট ১৪ হাজার ৭৯৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২০ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ৮ হাজার ৯৫৬ জন, ০৫ টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ১ হাজার ৩৫ জন ও ১১ টি কেন্দ্রে ভোকেশনাল ও বিএম শাখায় ৪ হাজার ৮০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

জানতে চাইলে সদর উপজেলার কদম রসুল হাট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আনোয়ার হোসেন বাবুল বলেন, ‘আমাদের কলেজ থেকে শুধু মানবিক বিভাগ থেকে মোট ৪ জন শিক্ষার্থী পরিক্ষা দিয়েছিল। কিন্তু তাদের মধ্যে কেউ পাস করতে পারেনি।

পাস না করতে পারার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘এদিকে গ্রামাঞ্চলের ছেলে মেয়ে গুলো তেমন কলেজে আসে না ও ক্লাশ করতে চায় না। শিক্ষকরা প্রতিদিন কলেজে আসলেও ক্লাশে তেমন ছাত্র-ছাত্রী আসতো না। আবার যারা আসতো তাদের মধ্যে শুধু মাত্র ৪ জন পরীক্ষা দিয়েছে। বাকি প্রায় আরও ৩০ জনের মতো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ-ই করেনি।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, ‘আমি ঠাকুরগাঁওয়ে যোগদান করেছি মাত্র কয়েকদিন হচ্ছে। তাই এ মুহুর্তে আমি তেমন কিছু বলতে পারছিনা।


আরও খবর



নৌকার প্রার্থী চূড়ান্ত হবে আজ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১১১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার আজ (২৩ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে সভায় যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এর আগে, গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, ৪ দিনে ৩০০ আসনের বিপরীতে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। যার মূল্য ১৬ কোটি ৮১ লাখ টাকা।

এর মধ্যে ঢাকায় ৭৩০টি, চট্টগ্রামে ৬৫৯টি, রাজশাহীতে ৪০৯টি, খুলনায় ৪১৬টি, রংপুরে ৩০২টি, ময়মনসিংহে ২৯৫টি, সিলেটে ১৭২টি, বরিশালে ২৫৮টি ফরম বিক্রি হয়েছে। এছাড়া অনলাইনে ১২১টি ফরম বিক্রি হয়েছে।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩