Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল শুরু

প্রকাশিত:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। রোবারর (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই হরতাল কর্মসূচি চলবে। তবে বিরোধী দলের ডাকা হরতালে যেকোনো নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র‌্যাব ও বিজিবি।।

এদিকে হরতালকে কেন্দ্র করে শনিবার (১৮ নভেম্বর) রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাস, ট্রেন ও পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীতে চারটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




আমরা এখন নির্বাচন কমিশনের অধীনে: মহিদ উদ্দিন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, বাসে আগুন ঠেকাতে ৩০টি জায়গায় আমাদের পুলিশ দায়িত্ব পালন করছে। রাজধানীতে ছোটবড় ৫০০টি মোড় রয়েছে। সব জায়গায় তো আর পুলিশ থাকতে পারবে না, তাই একেকবার একেক জায়গায় তারা দায়িত্ব পালন করছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মহিদ উদ্দিন বলেন, সংবিধান অনুযায়ী আমরা এখন নির্বাচন কমিশনের অধীনে। এখন তাদের নির্দেশ মতো আমরা কাজ করব। নির্বাচনকালীন যে ধরনের নিরাপত্তাব্যবস্থা দরকার, বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে সে কার্যক্রম চলবে। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন থেকে যে কাজগুলো করতে বলবে তা আমরা করব।

তিনি বলেন, যারা বিস্ফোরকদ্রব্য জোগাড় করতে চায় তারা ঝুঁকি নিয়েও জোগাড় করে। জনজীবনের জন্য জ্বালানি অত্যন্ত প্রয়োজনীয়। সে কারণে আমরা প্রতিটি জায়গায় তা বিক্রি বন্ধ করে দিতে পারি না। বরং সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করেছি যাতে লুজ (খোলা) বিক্রি না হয়। যারা নাশকতা করছে তারা কনডেন্স মিল্কের কৌটা নিয়ে আসে, টেপ নিয়ে আসে। এগুলো নিষিদ্ধ কোনো বস্তু নয়।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




"দেশবাসীকে বলব অগ্নি সন্ত্রাস ও দুর্বৃত্তদের ধরিয়ে দিন"

প্রকাশিত:শুক্রবার ০৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা আবারও নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, এই সন্ত্রাসী-জঙ্গিদের সঙ্গে কারা থাকে? ওদের সঙ্গে বসার কথা কারা বলে? ওদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নেই। ওরা চুরি, লুণ্ঠন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না।

বৃহস্পতিবার (২ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিএনপির সন্ত্রাসীকর্মকাণ্ড ও দুর্বৃত্তপনা রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, বাংলাদেশটাকে নিয়ে কেউ যেন খেলতে না পারে এজন্য দেশবাসীর কাছে সহায়তা চাই। দেশবাসীকে বলব অগ্নি সন্ত্রাস ও দুর্বৃত্তদের ধরিয়ে দিন। আপনার গাড়ি পোড়ালে এদের ধরে ওই আগুনে ফেলুন। যে হাত দিয়ে গাড়ি পোড়াবে সেই হাত পুড়িয়ে দিন। তাহলে ওরা থামবে। তা না হলে ওরা থামবে না। এটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে। দেশের মানুষের সহযোগিতা পেলে এদের দুর্বৃত্তপনা কমানো যাবে। মানুষকে বলবো ভয়ের কিছু নেই। এরা মুষ্টিমেয়। এদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

বিএনপির চলমান আন্দোলনের কঠোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা যখন আমরা করে যাচ্ছি। তখন কী দেখলাম? কথা নেই, বার্তা নেই নির্বাচন হতে দেবে না। আর আমাকে পদত্যাগ করাবে। ক্ষমতা থেকে হটাবে। ঘোষণা দিয়ে ২৮ অক্টোবর বিএনপি যে তাণ্ডব করছে সারা বাংলাদেশে..। এই দৃশ্যগুলো সহ্য করা যায় না। সাংবাদিকরা কী অপরাধ করেছে? আর এরাও বিএনপিরই কাজ করত। তাদেরকে যেভাবে মেরেছে! যারা ক্ষতিগ্রস্ত তার পাশে আছি। সাধ্যমত সাহায্য করে যাচ্ছি।

দেশবাসীর সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, এই দুর্বৃত্তরা সাধারণ মানুষের ওপর আক্রমণ করছে। সাংবাদিক পুলিশ থেকে শুরু করে সাধারণ জনগণ যাদের পুড়িয়ে হত্যা করছে। জনগণের সম্পদ নষ্ট করছে। শেষ অধিবেশনে আমার বক্তব্যে শেষে এইটুকু আহ্বান জানাব জনগণ হচ্ছে শক্তির উৎস। আমার একমাত্র শক্তি বাংলাদেশের জনগণ। জনগণের শক্তি নিয়েই আমরা চলছি।

এসময় প্রধানমন্ত্রী ২৮ অক্টোবরে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি ভিডিও চিত্র সংসদে প্রদর্শন করেন।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




ফুলবাড়ীতে পৌরসভা কর্তৃক ৩৫ লক্ষ টাকা ব্যায়ে ড্রেন ও রাস্তা নির্মাণ

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৫৬জন দেখেছেন

Image

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভার কাঁটাবাড়ীতে শতাধিক বছর পর ৩৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ হচ্ছে রাস্তা ও ড্রেন। ফুলবাড়ী পৌরসভা একটি মডেল পৌরসভা গড়ে তুলতে দিনরাত কাজ করছেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। তিনি নিজে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মানুষের সমস্যাগুলি চিহ্নিত করে পর্যায় ক্রমে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় নিমতলা মোড়ে সাবে ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর গলিতে অনুরূপ টাকায় ড্রেন নির্মান করছেন। একই ধারায় ফুলবাড়ী পৌরসভার কাঁটাবাড়ীতে ড্রেন ও রাস্তা নির্মাণ করছেন। রাস্তা ১৩৫ মিটার ও ড্রেন ১৬৫ মিটার। ব্যায় ধরা হয়েছে প্রায় ৩৫লক্ষ টাকা। কোভিড-১৯ এলজিসিআরআরপি এর আওতায় একই কাজ পৌরসভা সম্পন্ন করছেন। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে কাজ শুরু করতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌসরভার প্রধান প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম। বিশিষ্ট্য ঠিকাদার মোঃ সয়েব পাপু। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আনছার আলী মিন্টু। এ জন্য এলাকাবাসী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন কে ধন্যবাদ জানিয়েছেন।


আরও খবর



জয়পুরহাটে এলপিজি ফিলিং স্টেশনের টাঙ্কি বিষ্ফোরণে কর্মচারী দগ্ধ

প্রকাশিত:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image
জয়পুরহাট প্রতিনিধিঃজয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের চার মাথার মোড়র আক্কেলপুর এলপিজি ফিলিং স্টেশনের গ্যাসের টাঙ্কি বিষ্ফোরণে ওই ফিলিং স্টেশনের সাইফুল ইসলাম (৫০) নামে একজন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাঁর শরীরের ৯৯ শতাংশ পুড়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ফায়ার সাভির্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আজ রাত দশটার দিকে এ বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।আগুনে দগ্ধ ওই  সাইফুল ইসলাম আক্কেলপুর পৌরশহরের হাজিপাড়া মহল্লার বাসিন্দা।আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল হাসান জানান, সাইফুল ইসলামের শরীরের ৯৯ শতাংশ পুড়ে গেছে। তাঁকে প্রাথমিক দিয়ে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হানিফ পরিবহন বাসের চালক সুরুজ আলী  বলেন, আমি বাস টার্মিনালে বসে ছিলাম।  রাত দশটার দিকে হঠাৎ করেই আক্কেলপুর এলপিজি ফিলিং স্টেশনের ভেতর বিকট শব্দে মাটি কেঁপে উঠে। এলপিজি ফিলিং স্টেশনের ভেতর আগুন জ্বলতে থাকে।  আমরা দৌড়ে এসে দেখি একজনের শরীরে আগুন লেগেছে। আমরা তার শরীরের বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলি। আমরা তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই।

এলপিজি ফিলিং স্টেশনের কর্মচারী আজিজুল ইসলাম  বলেন, আমার রাত নয়টার সময়  ডিউটি ছিল। সাইফুল ইসলাম  দিনের বেলায় ডিউটি করছিলেন। আমি আজকে একটু দেরিতে ফিলিং এসেছি। সাইফুল ইসলাম আমাকে দায়িত্ব বুঝে দেওয়ার আগে এলপিজি স্টেশনের পাইপ পরিস্কার করছিলেন। এসময় আমি বাহিরে ছিলাম। হঠাৎ করেই  এলপিজি টাংঙ্কি বিস্ফোরিত হয়ে সাইফুলের শরীর আগুনে পুড়ে যায়।

আক্কেলপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হাবিবুর রহমান বলেন, এলপিজি ফিলিং স্টেশনের টাঙ্কি বিষ্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ফিলিং স্টেশনের কর্মচারী দগ্ধ হয়েছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি।আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মনজুরুল আলম বলেন, আমি খবর ঘটনাস্থলে গিয়েছিলাম। এলপিজির টাঙ্কি বিস্ফোরিত হয়ে ফিলিং স্টেশনের একজন কর্মচারী দগ্ধ হয়েছেন। এই ফিলিং স্টেশনের অনুমোদন আছে কি তা যাচাইয়ের ফিলিং স্টেশনের মালিককে  প্রয়োজনীয় কাগজপত্র বুধবার আনতে বলেছি। কি কারণে বিষ্ফোরণের ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হবে।

আরও খবর



সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে এই তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন এবং সারাদেশে ১৯৭ প্লাটুনসহ মোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারের সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। বুধবার তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে বিএনপিসহ কিছু রাজনৈতিক দল এ তফসিলকে প্রতিহত করেছেন।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩