Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

শরীফ আহমেদঃ

সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে ২৫ মার্চ শনিবার সকালে যাত্রাবাড়ী থানার সংস্থার মাতুয়াইল প্রশিক্ষণ ক্যাম্পাসে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জিয়াউল আহসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি ডেমরা জোনের এসি বাবু মধু সুদন দাস, যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজুল আলম, ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফিকুর রহমান পিপিএম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামসুদ্দিন ভূঁইয়া সেন্টু, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম আবু তাহের মিয়াজী, গিরিধারা জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী মোঃ নজরুল ইসলাম, জুঁইফুল ডেভেলপারর্স কোম্পানী লিঃ এর চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক আব্দুল বাতেন সরকার। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি প্রেজেন্ট টাইমস এর প্রধান সম্পাদক ওমর ফারুক জালাল, সাপ্তাহিক ঝুমু’র এর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মাসুদ আলম, এফবিজেওর ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার রিক্তা, স্থানীয় সমাজসেবক মোঃ মনির হোসেন। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিতদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপির ওয়ারী জোনের ডিসি মোঃ জিয়াউল আহসান তালুকদার বলেন, পুলিশের ওয়ারী বিভাগকে সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিংমুক্ত রাখতে পুলিশের সবকয়টি বিভাগ সব সময় তৎপর ভূমিকা পালন করছে। ইতোমধ্যে মাদক ও সন্ত্রাস আটক, তাদের বিরুদ্ধে মামলায় প্রশংশিত ভূমিকা পালন করছে ওয়ারী বিভাগ। আমরা সব সময় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, ওয়ারী বিভাগে পুলিশের দরজা সাধারণ জনগণের জন্য সব সময় খোলা। তাদের প্রয়োজনে যে কোন সময় সরাসরি অথবা ফোনে আমাদের সাথে যোগযোগ করলে আমরা সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত আছি।

সভাপতির বক্তব্যে লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া বলেন, সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে এযাবত আমার এবং সংস্থার পরিচালকদের পিতা-মাতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে প্রতি মাহে রমজানে আমরা হতদরিদ্রদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। আগামী দিনেও আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।


আরও খবর



টাঙ্গাইলের ঘাটাইলে গ্রামের একটি অংশের নাম পরিবর্তনের প্রচেষ্টা

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি ঘাটাইল (টাঙ্গাইল): টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নবগঠিত সংগ্রামপুর (বৃহত্তর সন্ধানপুর) ইউনিয়নের ১নং ওয়ার্ডের শত বছরের পুরাতন বগা গ্রামের পূর্ব   অংশের নাম পরিবর্তন করে বগা তরফদার পাড়া করার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি ১০ মে (বুধবার) গ্রামের পূর্ব অংশে তরফদার বংশের কিছু লোক একত্রিত হয়ে  গ্রামের পূর্ব অংশের নাম পরিবর্তন করে পাকুটিয়া থেকে দেওজানা রোডে ৩টি আলাদা আলাদা জায়গায়  ব্যানারে 'তরফদার পাড়া' লিখে নাম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে।

বগা গ্রামের পূর্ব অংশে তরফদার বংশের বসবাস। আগে বগা পূর্বপাড়া অথবা চটাপাড়া নামে পরিচিত ছিল। তরফদার পাড়ার পূর্ব অংশে মূলবাড়ী গ্রাম, দক্ষিণে সত্তুরবাড়ী গ্রাম, উত্তরে বগা উত্তরপাড়া  এবং পশ্চিমে বগা পুকুরচালা অবস্থিত। ২০১২ সালে স্থাপিত বগা তরফদার পাড়া বায়তুন নুর জামে মসজিদ এর বারান্দার দক্ষিণ রাস্তা মুখী একটি পোস্টার, পূর্বে মজিবর তরফদারের বাড়ীর পূর্ব পাশে ব্রিজ পাড়ে, এবং পশ্চিমে আঃ ছামাদ তরফদারের বাড়ির পশ্চিমে মোট তিনটি " স্বাগতম তরফদার পাড়া, বগা পোস্টার টানানো হয়।

মূলত উত্তরে ওয়াহেদ কারী তরফদার এর বাড়ী,  পূর্বে মজিবর তরফদার থেকে পূর্ব  দক্ষিণে জুলহাস তরফদার, দক্ষিণ পশ্চিমে কামরুল তরফদার পশ্চিম উত্তরে আঃ ছামাদ তরফদার  এর বাড়ী পর্যন্ত তরফদার পাড়া নামে পরিচিত।এ অংশে একটি মসজিদ, মসজিদের পাশেই রয়েছে গোরস্থান এবং মাদ্রাসা নির্মাণের কাজ চলিতেছে। উল্লেখ্য তরফদারদের মূলবাড়ী গোরস্থান সহ ৪টি গোরস্থান থাকলে বর্তমানে মসজিদ গোরস্থান হচ্ছে এদের কেন্দ্রীয় গোরস্থান। সজীব তরফদার সাঈম জানায়, বর্তমানে ৪৫ টির মতো পরিবারের মধ্যে মাত্র ৫/৬ টি পরিবার রয়েছে অন্য বংশের।

সকলের  সন্মতিতে ২০১২ সালে মসজিদ তৈরি করে আমরা বগা তরফদার পাড়া জামে মসজিদ নামকরণ করেছি। এখন আমরা  মহল্লার পুরো অংশের নাম পরিবর্তন করা চেষ্টা চালাচ্ছি। জানা যায়, বগা গ্রামটি শত বছরের পুরাতন একটি গ্রাম। গ্রামে বিভিন্ন বংশের লোক বসবাস করলে পূর্ব পাশের পুরো অংশে একটি বংশের লোক বসবাস করে আর তা হলো তরফদার বংশ। ১৮ শতকের শেষের দিকে গুমান তরফদার ভুয়াপুর উপজেলা থেকে ঘাটাইলের দেউলাবাড়ী ইউনিয়নের রসুলপুর গ্রামে বসবাস শুরু করে।

এবং ১৯ শতকের শুরুর দিকে তার ছেলে চানঁ তরফদার ও তার চার মেয়ে ও তিন ছেলে জুলমত তরফদার, এবার উদ্দিন তরফদার ও রেফাজ উদ্দিন তরফদার কে নিয়ে পাহাড়িয়া বগা গ্রামের পূর্ব অংশে এসে বসবাস শুরু করেন। এরপরে বড় ছেলে জুলমত তরফদার মারা যান স্বাধীনতার পূর্বে, তাকে দাফন করা হয় তার বাড়ির পশ্চিম পাশে পুরনো গোরস্তানে। তার ২ মেয়ে ও ৩ ছেলে মাজম আলী তরফদার, হোসেন আলী তরফদার, শমসের আলী তরফদার। ছোট ছেলে রেফাজ উদ্দিন তরফদার মারা যান ১৯৩৮ সালে, তাকে দাফন করা হয় তার বাড়ির পাশেই।

তার ২ ছেলে তোরাপ আলী তরফদার ও আরশেদ আলী তরফদার। মেজো ছেলে এবার উদ্দিন তরফদার মারা যান ১৯৭৭ সালের ১৭ মার্চ রোজ বুধবার, এবং তার সহধর্মিণী আহাতন নেছা মারা যান ১৯৮৬ সালের ২৩ মে রোজঃ বুধবার। তাদের  দাফন করা হয় রেফাজ উদ্দিন তরফদারের কবরের পাশে।  তাদের ৭ ছেলে আকবর আলী তরফদার, ওয়াহেদ কারী তরফদার, জাফর আলী তরফদার, বর্তমানে জীবিত আছে ছোট চার ছেলে হলো কলিম উদ্দিন তরফদার।

মজিবর রহমান তরফদার, ফজলুর রহমান তরফদার, কাজী আব্দুল আউয়াল তরফদার। তিন কবরের গোরস্থান বর্তমানে মজিবর ও ফজলুর তরফদারের বাহির বাড়িতে অবস্থিত। গুমান তরফদার থেকে শুরু করে বর্তমানে অষ্টম প্রজন্ম এখানে মিলে মিশে যুগ যুগ ধরে গ্রামের অন্য বংশের লোকজনের সাথে সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছেন। এ ছাড়াও তরফদার বংশের কিছু লোক বগা মধ্যপাড়ার মাদ্রাসার পাশে বসবাস করে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



তানোরে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধিঃঅনলাইনে খাজনা দেব, ঘরে বসেই সেবা পাব’- স্মার্ট ভূমি সেবা   প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।  সোমবার সকালের দিকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে  পরিষদ হলরুমে ভূমি সেবা সপ্তাহ’র শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।  এ উপলক্ষে হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দায়িত্বপ্রাপ্ত ইউএনওর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। সহকারী কমিশনার (ভূমি)আদিবা সিফাতের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন পিআইও তারিকুল ইসলাম, বিএমডিএর সহকারী প্রকৌশলী কামরুজ্জামান,  সার্ভেয়ার আমানত আলী  , সার্টিফিকেট সহকারী ও (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নাজির) ফিরোজ কবির তানোর ইউনিয়ন ভূমি কর্মকর্তা লুৎফর রহমান , মুন্ডমালা ইউনিয়ন ভূমি কর্মকর্তা রাবিউল ইসলাম, কামারগাঁ ইউপির ভূমি কর্মকর্তা কাউসার আলী, আরশাদ, মুনসুর, নাজিম প্রমুখ।


আরও খবর



বনানীতে পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালালেন পুলিশ কনস্টেবল

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টে পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়েছেন আশরাফুজ্জামান রনি (২২) নামের এক কনস্টেবল। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত রনির পরিচয়পত্র থেকে জানা গেছে, তার পুলিশ আইডি নম্বর- বিপি০১২০২২৯২৬২, রক্তের গ্রুপ ‘এ নেগেটিভ’। ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে তার বাড়ি।

২০২০ সালে চাকরিতে যোগদান করেছিলেন রনি। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত ছিলেন। মিরপুর পুলিশ লাইনে থাকতেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বনানী ১১ নম্বর রোডের চেকপোস্টে সকাল থেকে ডিউটি ছিল রনির। সেখানে একটি বাথরুমে গিয়ে নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকেই গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। সে সময়ে সেখানে তিনি একাই ছিলেন।

পরে গুলির শব্দ পেয়ে সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, পারিবারিক কোনো কারণে হয়তো তিনি আত্মহত্যা করেছেন। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আরও খবর



নিজেদের অধিকার নিজেদের আদায় করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে। বাইরে থেকে কেউ এসে দাবি পূরণ করে দেবে না।

আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জাগপা।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমুর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, জাগপার সাধারণ সম্পাদক এসএম শাহাদত হোসেন, এনপিপির অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, নবীউল্লাহ নবী চৌধুরী, তাঁতি দলের কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

আওয়ামী লীগকে ওয়াদা ভঙ্গকারী দল আখ্যা দিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নিজেদের অধিকার নিজেদের আদায় করতে হবে। বাইরে থেকে কেউ এসে দাবি পূরণ করে দেবে না। বর্তমান সরকার দেশের অর্থনীতিকে খুবলে খুবলে খাচ্ছে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। না হলে কারও অস্তিত্ব থাকবে না।

দেশের পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘শফিউল আলম প্রধান একটি সাম্য ও মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখতেন। কিন্তু আজও সেই দাবি বাস্তবায়ন হয়নি। মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ এই সরকার দিচ্ছে না। কারণ, তারা তাদের মাথা বিক্রি করে দিয়েছে। আমরা ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছি। তারা অন্যায়ভাবে র্যা ব, পুলিশ ও দলীয় গুণ্ডা দিয়ে জনগণের আন্দোলন দমাতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, কোনো ভালো মানুষ আওয়ামী লীগে থাকতে পারেনি। মওলানা ভাসানীকে তারা বের করে দিয়েছে। আ স ম আব্দুর রব, প্রয়াত শাহজাহান সিরাজ, প্রয়াত ওবায়দুর রহমান, প্রয়াত শাহ মোয়াজ্জেম,প্রয়াত শফিউল আলম প্রধান, মাহমুদুর রহমান মান্না সবাই বেরিয়ে গেছেন। কারণ, ওই সময় তারা দুর্নীতিপরায়ণ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এখনকার আওয়ামী লীগ আরও বেশি খারাপ। তাদের বডি কেমিস্ট্রি হলো কাউকে সহ্য করতে পারে না। দুর্নীতি, চুরি তাদের বৈশিষ্ট্য।


আরও খবর



কারামুক্ত বিএনপি নেতা আবু সাইদ চাঁদ ফুলেল শুভেচ্ছায় সিক্ত

প্রকাশিত:শনিবার ০৬ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কারামুক্ত হওয়ার পর তানোরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। চাঁদকে পবিত্র রমজান মাসে শান্তিপূর্ণ কর্মসূচী থেকে বর্তমান সরকারের পুলিশ বাহিনীর  গ্রেফতার করেন। দীর্ঘ ৩২ দিন কারাভোগের পর গত ২ মে মুক্ত হন জেলা আহবায়ক। মুক্তির পর তানোর উপজেলার বিএনপিসহ অঙ্গ সংঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে ছুটে যান বানেশ্বর সদর এলাকায় তার নিজস্ব বাস ভবনে।গত বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন পর্যায়ের নেতারা শুভেচ্ছা জানিয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পবিত্র রমজান মাসের প্রথম দিকে রাজশাহীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলা অবস্থায় জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ ৩২ দিন কারাভোগের পর ২ মে মঙ্গলবার জামিনে মুক্তি পান তিনি। এর আগে রমজান মাস জুড়ে উপজেলা বিএনপি বিভিন্ন সভায় কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানিয়ে আসছিল। 

গত বৃহস্পতিবার তানোর উপজেলা বিএনপি ও যুবদল এবং কৃষকদলের নেতাকর্মীরা চাঁদের বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আগামীর আন্দোলনের কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন।উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মালেক মন্ডল জানান, শান্তিপূর্ণ আন্দোলন থেকে জেলা বিএনপির আহবায়ককে আওয়ামী পুলিশলীগ গ্রেফতার করেন। রোজা থাকা অবস্থায় গ্রেফতার করা হয়। পবিত্র রমজান মাসের রোজা ও ঈদ কারাগারে করেন তিনি। মুক্তি পেয়ে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, ফ্যাসিষ্ট দানব সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে সে আন্দোলনের বিজয় হবেই। কারন আপামর দেশ বাসী এই সরকারকে আর দেখতে চায় না। এজন্য প্রতিটি ঘরেঘরে আন্দোলনের বার্তা পৌছে দিয়ে সাধারন জনগণকে সম্পৃক্ত করতে হবে। জেল খানা ও আদালত বাড়ি  মনে করতে হবে। যে ভাবেই হোক নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। তারা জনগণের কথা ভাবেনা, প্রতিনিয়ত নিত্যপণ্যে দাম বাড়তেই আছে। এসব চিন্ত না করে এই অবৈধ সরকার বিএনপিকে দমাতে নানা কার্যক্রম পরিচালনা করছেন। গায়েবি মামলায় শতশত নেতাকর্মীরা কারাগারে রয়েছেন। এমনকি দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দিচ্ছেন না। 

পরে জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের নেতৃত্বে শুভেচ্ছা জানানো হয়। মিজান, বলেন পুরো রমজান মাস জেলে থাকার পর তিল পরিমান ভেঙ্গে পড়েনি আবু সাইদ চাঁদ। তার একটাই কথা আন্দোলন শুরু হয়েছে জেল জুলুম নির্যাতন যতই আসুক বিজয় হবেই। দেশের মানুষ আর এই দাবনকে দেখতে চায়না। তাদের মেগা প্রকল্পে মেগা দূর্নীতি ঢাকতে বারবার বিদ্যুৎ, তেল, গ্যাস এমনকি প্রতি কেজি সারের ৫ টাকা করে দাম বাড়িয়েছে। দেশ পরিচালিত হচ্ছে আমলাদের মাধ্যমে। তাদের প্রতি নির্ভর সরকার। আগামীতে আন্দোলন বেগবান করতে এবং কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে সে মোতাবেক আন্দোলন সংগ্রাম করতে হবে। সরকার ভালো করেই জানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তাদের কি অবস্থা ঘটবে।  রাজশাহীসহ পাঁচ সিটিতে নির্বাচন হচ্ছে। তাদের দলের যারা বিদ্রোহী প্রার্থী তারাই নির্বাচনের প্রতি আস্থা নেই। ভোটের কোন আমেজ বলতে কিছুই নেই। সরকার আবারো এক তরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। সুতরাং তাদের নির্বাচন নির্বাচন খেলায় বা ফাঁদে পা বা কোনভাবে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে।  তারা অনেক লোভনীয় অফার দিবেন, কোন কর্নপাত করা যাবে না।এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর