
স্পোর্টস ডেস্ক; সংবাদ সম্মেলনের এক পর্যায়ে বেশ জোর দিয়েই চন্ডিকা হাথুরুসিংহে বললেন, ‘এখন সিরিজ নিয়ে কথা বলার আদর্শ সময়’। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুর আগে বাংলাদেশ কোচ কিছুটা বিরক্ত হয়ে জানান, ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে চিন্তার কিছু নেই।
বাংলাদেশের শীর্ষ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে বেশ অনেকদিন ধরেই টানাপোড়েন চলছে, এমন গুঞ্জনে একটি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সম্প্রতি সেটি অনেকটা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন।
তবে একদিন পর এই দ্বন্দ্বের কথা অস্বীকার করেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানান, ‘সবকিছু স্বাভাবিক আছে...’।
সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তামিমের সুরেই কথা বললেন প্রধান কোচ, প্র‘থমত আমি এখানে এসেছি ৭ দিন হয়েছে। আমি এমন দল ও ড্রেসিং রুমেও ছিলাম, যেখানে সবার সঙ্গে সবার মিলত না। কিন্তু যখন তারা মাঠে নামত, দেশের হয়ে খেলত। জাতীয় দলের হয়ে খেললে আপনি এটিই আশা করবেন। আপনাকে খুব ভালো বন্ধু হতে হবে না অথবা একসঙ্গে খাবার খেতে হবে না।’
তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত (দলের ওপর) কোনো প্রভাব পড়ছে না, আমার কোনো সমস্যা নেই এবং আমি কোনো সমস্যা দেখছিও না।’