
বিনোদন প্রতিবেদক ;সময়টা ভালো যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের। এর মধ্যে গতকাল মঙ্গলবার ছিল শাকিব-বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন। তিন পেরিয়ে চার বছরে পা রাখল বীর। এদিন বাবা-মা দু’জনেই ছেলেকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। আর শত বিতর্ক-সমালোচনার মাঝেও বীরের জন্মদিন পালন করতে ভুল করেননি তারা।
জানা গেছে, মঙ্গলবার রাতে পারিবারিক আয়োজনে একমাত্র সন্তানে জন্মদিন উদযাপন করেন শাকিব-বুবলী। এদিন রাতে শাকিবের গুলশান ২ নম্বরের বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাঁটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলী। এছাড়াও শাকিবের বাবা, মা, ভগ্নীপতি, বোনের ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মিলে মেতে ওঠেন ছোট্ট বীরের চতুর্থ জন্মদিন উদযাপনে।
সেসব ছবি ফেসবুকে দিয়ে নায়িকা লিখেছেন, ‘পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত।’ আর জন্মদিনে ছেলে বীরকে একটি লাল গাড়ি উপহারও দিয়েছেন শাকিব খান। তবে গাড়িটি চলবে না রাস্তায়, এটি বাচ্চাদের।
উল্লেখ্য, গত বছর ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগযোগমাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী। এরপর ৩ অক্টোবর বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী।
সে সময় এক ফেসবুক স্ট্যাটাসে বুবলী বলেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। এর মধ্যে ২০ জুলাই ২০১৮ সালটি হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ, আর ২১ মার্চ ২০২০ সাল হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম।’