
আজাদ হোসেনঃ
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নের মুকুট জিতলো বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার ৯ ফেব্রুযারী কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপাল নারী দলের বিপক্ষে জোড়া গোল করেন শহিদা আক্তার রিপা। একটি গোল করেন অধিনায়ক শামসুন্নাহার-জুনিয়র। নারী সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব- ১৫, ১৮, ১৯, ২০ এবং জাতীয় পর্যায়; সবখানেই শিরোপার স্বাদ নিলো বাংলাদেশ।
গত বছর কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল জাতীয় নারী দল। পাঁচ মাস পরে সেই নেপালকে হারিয়েই আরেকবার বিজয়ের মালা গলায় পরলো বাংলাদেশের মেয়েরা। নারী সাফ চ্যাম্পিয়নশিপে অবশ্য সব সময়ই শাসন করেন বাংলাদেশে মেয়েরা। বয়সভিত্তিক, জাতীয় দল মিলিয়ে দশমবারের মতো ফাইনাল খেললো বাংলাদেশ। এর মধ্যে পাঁচবার সেরার মুকুট জিতেছে তারা।
ঘরের মাঠে এবারের আসরে বাংলাদেশের পথচলা ছিল দুর্বার। দারুণ ছন্দে ও নেপালের বিপক্ষে সুখস্মৃতি থাকায় কেবল শিরোপাতেই চোখ রেখেছিল বাংলাদেশের মেয়েরা। এই আসরে আগের সাক্ষাতেও নেপালকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। ফাইনালে আরও দাপুটে ফুটবল খেলে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করলো স্বাগতিকরা। এবারের আসরে তিনটি জয় ও একটি ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। বাকি চারটি শিরোপাও অপরাজিত থেকে জিতেছিল বাংলাদেশ।
নেপালের বিপক্ষে শুরু থেকেই দাপুটে ফুটবল খেললেও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। ৪২তম মিনিটে গিয়ে জালের ঠিকানা মেলে। দারুণ গোলে দলকে এগিয়ে নেন রিপা। বল নিয়ে বক্সে ঢুকে পড়া আকলিমাকে আটকালেও নেপালের ডিফেন্ডার কুমারি তামাং দুর্বল শটে পরিষ্কার করতে পারেননি। ফাঁকা পোস্টে বল জালে জড়ান রিপা।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার। রিপার লম্বা ক্রস পরিষ্কার করতে পারেননি নেপালের দুই ডিফেন্ডার। ফাঁকায় বল পেয়ে কিছুটা এগিয়ে নিখুঁত শটে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়ান বাংলাদেশ অধিনায়ক। ৫টি গোল করেছেন শামসুন্নাহার, যা এবারের আসরের সর্বোচ্চ। টুর্নামেন্ট পুরস্কার জিতেছেন তিনি।
দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে বাংলাদেশ, চালাতে থাকে আক্রমণ। ৮৭তম মিনিটে বক্সের একটু উপর থেকে রিপার নেওয়া ফ্রি কিকে দূরের পোস্টে থাকা উন্নতি পা ছোঁয়ালে বল জালে জড়ায়। নিশ্চিত হয় বাংলাদেশের বড় জয়। ব্যবধান কম হতে পারতো। নেপালও কয়েকটি ভালো আক্রমণ সাজায়। ফিনিশারের অভাব ও বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমার বাধায় গোলের দেখা পায়নি তারা।