Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

র‌্যাব-১১, অভিযানে গাঁজা ও ফেনসিডিল’সহ ২ জন গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

প্রেস রিলিজ:১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ’এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন আষাঢ়িয়ারচর সাকিনস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৫ (পঁচিশ) কেজি গাঁজা ও ১০০ (একশত) বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১। কামাল হোসেন (৩০), পিতা- মোঃ সেলিম মিয়া, সাং- শিবপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা এবং ২। মান্নান মিয়া (২৩), পিতা- আলী আক্কাস, সাং- রামচন্দ্রপুর, থানা- সদর দক্ষিন, জেলা- কুমিল্লা। ৪। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ১। কামাল হোসেন (৩০) এবং ২। মান্নান মিয়া (২৩) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপারের ছদ্দবেশ ধারন করে কুমিল্লা হতে গাঁজা এবং ফেনসিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকা’সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর

সিরাজগঞ্জে মাদক বিক্রেতার হামলায় আহত এক যুবক

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হোমনায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




গাংনী; গৃহবধু জবার সফলতার গল্প

প্রকাশিত:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

গাংনী(মেহেরপুর) প্রতিনিধি:একযুগ আগের কথা মনে হলে গা শিউরে ওঠে গৃহবধু জবার। সংসারে অভাব যেন হা করে গিলে খাচ্ছিল। রাজমিস্ত্রী স্বামীর আয়ে সংসার চালানো ছিল একরকম অভাবের সাথে যুদ্ধ করা। সামান্য কটা টাকা দিয়ে সংসার চালানো তো দূরের কথা সন্তানের চিকিৎসা আর পড়াশোনা যেন আকাশ কুসুম চিন্তা। আজ আর সে অবস্থা নেই জবার। সেলাই মেশিনের চাকার সাথে ভাগ্যের চাকাও সচল। এখন সংসার চলছে স্বাচ্ছন্দ্যে। সেলাই কাজের পাশাপাশি দিয়েছেন মুদি দোকান। দুটি প্রতিষ্ঠান থেকে এখন তার আয় মাসিক অন্ততঃ ২০ হাজার টাকা। আর সেখানে রয়েছে প্রায় ১০ লাখ টাকার মালামাল। জবা খাতুন গাংনীর উপজেলা পরিষদ পাড়ার রাজমিস্ত্রী আব্দুস সালামের স্ত্রী। জবা জানান, তার পিতার অভাবের সংসারে মাধ্যমিকের গন্ডি পেরুনোর আগেই বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে তাকে। রাজমিস্ত্রি সালামের সংসারে হাল ধরতে হয়। যে বয়সে বান্ধবীদের সাথে পড়ালেখায় মত্ত্ব থাকার কথা সেই বয়সে রীতিমত অভাবের সাথে যুদ্ধ করতে হয়েছে তাকে। সংসারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থায় সন্তানের পড়ালেখা আর নিজেদের চিকিৎসা করানো যেন দুঃস্বাধ্য। চোখে মুখে যখন অন্ধকার দেখছিলেন জবা ঠিক সে সময় প্রতিবেশির পরামর্শে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেন সেলাই কাজের। কৃতিত্বের সাথে প্রশিক্ষণ সমাপ্ত করে একটি এনজিও থেকে ঋণ নেন ১০ হাজার টাকা। ওই টাকা সেলাই মেশিন কেনেন ও কিছু কাপড় ওঠান। শুরু হয় সেলাই কাজ। কিছু দিনের মধ্যে পরিচিত হয়ে ওঠেন জবা। দূর দূরান্ত থেকে মেয়েরা আসেন তাদের জামা কাপড় তৈরী করতে। আর পেছন ফিরে তাকাতে হয়নি তার। প্রতিমাসে সেলাই করে তার আয় হয় অন্ততঃ ২০ হাজার টাকা। এ টাকা দিয়ে সংসারের ব্যায় নির্বাহের পাশাপাশি দোকানে মালামাল কেনা হয়। সেই সাথে একটি মুদি দোকানও দেয়া হয়। দোকানে তার কাজের ও বেচা বিক্রিতে সহায়তা করেন তার স্বামি আব্দুস সালাম ও বড় মেয়ে জান্নাতুল ফেরদৌসি। এদিকে বড় মেয়েকে লেখা পড়া তেমন শেখাতে না পারলেও ছোট মেয়েকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ তৈরী করতেন চান। ছোট মেয়ে ফাতেমাতুজ্জোহরা স্থানীয় সন্ধানী স্কুল অ্যা- কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রি। দোকানে কাজের পাশাপাশি অন্যদেরকেও সেলাই প্রশিক্ষণ দেন জবা। প্রতিমাসেই বেশ কয়েকজনকে প্রশিক্ষণ দেন। এখান থেকেও মোটা অংকের টাকা আয় হয়। সেই সাথে বেকার যুবতীদের হয় কর্মসংস্থান। জবার প্রতিবেশি আরিফা জানান, একসময় জবার খুব অভাব ছিল। সেলাই কাজ শিখে এখন তিনি স্বাবলম্বী। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে সেলাই কাজ করছেন তিনি। একই কথা জানালেন প্রতিবেশি সাথি ও রাণী। তারা সকলেই সেলাই কাজ করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন। গাংনী মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন জানান, জবা সেলাই কাজ শিখে তার সংসারে যে স্বচ্ছলতা এনেছেন এটা প্রশংসার দাবীদার। তার কাজ দেখে অনেকেই মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। আবার অনেকেই জবার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে স্বামীর সংসারে স্বচ্ছলতা এনেছেন। শিক্ষিত বেকার যুবতীদের চাকরীর প্রত্যাশা না করে হাতের কাজ শিখে স্বাবলম্বী হবার আহবান জানালেন এই কর্মকর্তা।


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




সন্ধ্যা ৬টার মধ্যে ৮ জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস

প্রকাশিত:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামসহ দেশের ৮ জেলার ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে তীব্র বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে হতে পারে ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।

আজ শুক্রবার আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র-বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক-সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সন্ধ্যা পর্যন্ত দেওয়া অপর এক বার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়; রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এতে টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ফেনী, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলারসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




দেশের মানুষ আর জঙ্গীবাদ দেখতে চায়নাঃ সোহাগ

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ২৭জন দেখেছেন

Image

শেফালী আক্তার রাখি মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ সারাদেশে জামায়াত-বিএনপি জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২০ সেপ্টেম্বর) বুধবার বেলা ১১ টায় কাপুড়িয়া পট্টিতে এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, বিএনপি জোট সরাকারের আমলে সৃষ্টি বাংলা ভাই, দেশের মানুষ আর জঙ্গীবাদ চায়না। আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগন আবারও নৌকায় ভোট দিবেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান। শান্তি সমাবেশে মোরেলগঞ্জ ও শরণখোলার ২০ টি ইউনিয়ন থেকে খন্ড খন্ড বনার্ঢ্য মিছিল সহকারে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সমাবেশে যোগদান করেন। দুর্যোগপূন আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে জনসমুদ্রে পরিণত হয় শান্তি সমাবেশ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন হাওলাদার, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান আলী খান, হোগলাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বণগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রিপন দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান লাল, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমীন নাহার। এছাড়াও শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন খান, বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান রিপন তালুকদার, বণগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রিপন দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান লাল, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, সাবেক চেয়ারম্যান শিকদার মাহবুবুর রহমান, পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল কাদের, কাউন্সিলর সুজন শেখ, যুবলীগ নেতা হাসিব খান, রাসেল হাওলাদার, ছাত্রলীগ নেতা ওবায়দুল ইসলাম টিটু, মনির হোসেন রাজ্জাক প্রমূখ বক্তৃতা করেন। 


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




দেশে ফিরেছে টাইগাররা

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৫জন দেখেছেন

Image

ক্রীড়া প্রতিবেদক:বাংলাদেশ দলের এবারের এশিয়া কাপে দারুণ কিছু করার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন দুসর হয়ে গেছে। ফাইনালে খেলার আগেই আজ দেশে ফিরতে হলো বাংলাদেশ দলকে।

বেলা ১১টার দিকে ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান সাকিব-মিরাজরা। এবারের আসর বাংলাদেশ শুরু করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে। গ্রুপ পর্বের ওই ম্যাচ হেরে যাওয়ায় ক্ষীণ হয়ে গিয়েছিল সুপার ফোরে খেলার আশা।

তবে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে নিশ্চিত করে শেষ চারে খেলা। এই পর্বে পাকিস্তানের বিপক্ষে কাছে হারের পর শ্রীলঙ্কার কাছেও হারে বাংলাদেশ। তাতে শেষ হয়ে যায় ফাইনালে খেলার আশা।

ভারতের বিপক্ষে শুক্রবার ছিল নিয়ম রক্ষার ম্যাচ। এই ম্যাচে পাঁচ পরিবর্তন নিয়ে খেলতে নামলেও দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আসরে মোট পাঁচ ম্যাচ খেলে দুই জয়, বলা যায় ভালো-খারাপের মিশ্র অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেছে ঘরের ছেলেরা।

দেশে ফিরেও বিশ্রাম নেই, আবার নামতে হবে মাঠে। আগামী ২১ তারিখ থেকে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




স্মার্ট মধুপুর গড়তে নবনিযুক্ত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বিভিন্ন উদ্যোগ

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইলঃমধুপুর  উপজেলার যেকোনো এলাকায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাং প্রতিরোধ করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন মধুপুর নবনিযুক্ত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান।

তিনি মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে থানা মধু কুঞ্জ ভবনে মতো বিনিময় কালে এসব কথা বলেন। তিনি আরও জানান, পর্ষায়ক্রমে উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে  জনসাধারণকে আইন শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দেওয়া হবে।

সব ধরনের আইন শৃঙ্খলা বিষয়ে পুলিশি সেবা দিতে আমি বদ্ধপরিকর। অপরাধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

ইতিমধ্যে তিনি গত ৪  আগষ্ট রাত দেড়টার দিকে রক্তিপাড়া বাজারে উপস্থিত হয়ে দোকানদার এবং পাহারাদারদের সাথে চুরি ডাকাতি রোধে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন,  আইন মেনে চলুন, পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। অপরাধী যেই হোক না কেনো তাকে আইনের আওতায় আনতে আমাদেরকে সহযোগিতা করুন।  আমরা আপনাদের যেকোন বিপদে আইনি সেবা দিতে সবসময় প্রস্তত আছি। মধুপুরকে অপরাধ মুক্ত করতে এবং স্মার্ট মধুপুর গড়তে তিনি সাংবাদিকদের  সহযোগিতা কামনা করেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩