Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

রূপগঞ্জে উৎসব মূখর পরিবেশে উপ-নির্বাচনে প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১৮২জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:আগামী ১২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশে প্রচার-প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ডের প্রতিটি অলিতে গলিতে ও ভোটারদের ধারে ধারে ভোট চেয়ে বেড়াচ্ছেন তারা।

এ ওয়ার্ডে ১৬ প্রার্থী নির্বাচনে  অংশগ্রহণ করলেও প্রচারণায় শীর্ষে লাটিম মার্কার জয়নাল আবেদীন, ভ্যান গাড়ী প্রতীকের শাহাবুদ্দিন, হাতি প্রতীকের সমসের খান, তালা প্রতীকের শফিকুল ইসলাম ও টিউবওয়েল প্রতীকের মোঃ নূর আলম মুন। অন্যান্য প্রার্থীরা হলেন হাঁস মার্কার মোঃ রবিন মিয়া,  ঘুড়ি মার্কার ইব্রাহিম মোল্লা, ক্রিকেট বেট মার্কার আনোয়ার হোসেন, পানির পাম্প মার্কার মোঃ খলিলুর রহমান।

আপেল মার্কার জহিরুল ইসলাম, ফুটবল মার্কার আবিদ হাসান চাঁন মিয়া,  মোরগ মার্কার মোঃ ইব্রাহিম, কুমির মার্কার মোঃ জাহাঙ্গীর আলম, বাস মার্কার মোঃ নুরুল ইসলাম, টর্চ লাইট মার্কার মোঃ আল-আমিন ও বৈদ্যুতিক পাখা মার্কার মোঃ বাবুল মিয়া। রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিস জানায়, আগামী ১২ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মার্কিন রাষ্ট্রদূতকে দেশে ফিরে যেতে বললেন সিদ্দিকী নাজমুল

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ঢাকায় নিযুক্ত মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে দেশে ফিরে যেতে বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘আমরা আপনার সন্দেহজনক কর্মকাণ্ড নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এরই মধ্যে বাংলাদেশে আপনি আপনার সীমা অতিক্রম করেছেন। মনে রাখবেন, এটা ১৯৭৫ সাল নয়, এটা ২০২৩। এখন আমাদের জনগণ অনেক বেশি ঐক্যবদ্ধ এবং আপনাদের নোংরা এজেন্ডার ব্যাপারে অত্যন্ত সজাগ।

পোস্টে তিনি পিটার হাসকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘দয়া করে ইউএসএতে (যুক্তরাষ্ট্র) ফিরে যান’।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত ব্যক্তিত্ব হয়ে উঠেছেন পিটার হাস। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। এমনকী দেশের নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত কী বলছেন তা গুরুত্ব সহকারে মিডিয়াগুলো ফলো করে দেখাচ্ছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করেছে। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার কথা জানানো হয়েছে ওয়াশিংটনের তরফ থেকে।


আরও খবর



আমতলীতে গোলাম সরোয়ার টুকু গনসংযোগ ও পথসভা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৫৮জন দেখেছেন

Image

আমতলী (বরগুনা) প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের জেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু আমতলী পৌরশহরে গনসংযোগ শেষে এক পথসভা করেছেন। আজ সকাল ১০টায় আমতলী ফেরীঘাট থেকে হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের বিশাল বহর নিয়ে শুরু হওয়া গণসংযোগ পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ১১টায় বাধঘাট চৌরাস্তায় তিনি এক পথসভায় বক্তব্য রাখেন। বাংলাদের মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আমতলী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব এবিএম আসমত আলী আকন, আমতলীর উপজেলার সাবেক সাংসদ নিজাম উদ্দিন আহমেদ তালুকদার, সাবেক সাংসদ মজিবুর রহমান তালুকার,নআমতলী উপজেলা আওয়ামী লীগ নেতা মরহুম মাহাবুবুল আলম ঝন্টু তালুকদার, আবদুল মান্নান মৃধা ও আমতলী উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি জি এম দেলওয়ার হোসেনের রুহের মাগফেরাত কামনা করেন। এ সময়ে গোলাম সরোয়ার টুকু বলেন, আমি একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বড় হয়েছি। ছাএ রাজনীতি থেকে বেরে উঠেছি আমার স্কুল ও কলেজ জীবনে ছাএলীগের সভাপতি থেকে পরপর দ্#ু৩৯;বার বরগুনা কলেজের ভিপি নির্বাচিত হয়েছি। আমি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন শেষে বিশ্ববিদ্যালয়ে থাকার সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ফের যখন জেলা আওয়ামী লীগের রাজনিতীতে সমৃক্ত হয়েছি আমি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছি সর্বশেষ বিগত জেলা আওয়ামী লীগের সম্মেলনে আমাকে জেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরোও বলেন, উৎপাদন উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আবারও বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা মার্কার মনোনয়ন দেবেন আমরা তার হয়ে কাজ করব। আজকের এই কর্মসূচীতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাএলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী ও আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।


আরও খবর



তানোরে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১১৬জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মাসিক সাধারন সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, টিএইচও বার্নাবাস হাসদাক, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা বেগম, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: সুমন মিয়া, কলমা ইউপির চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, কামারগাঁ ইউপির চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, তালন্দ ইউপির চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, পৌর প্যানেল মেয়র আরব আলী প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আরও খবর



১৫ দিনের যে কর্মসূচি দিলো বিএনপি

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৬০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:এক দফা দাবিতে এবার ১৫ দিনের ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) শুরু হয়ে এ কর্মসূচি চলবে ৩ অক্টোবর পর্যন্ত। কর্মসূচির মধ্যে রোডমার্চ এবং সমাবেশ রয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন। এটি সরকার পতনের এক দফার আন্দোলনের বিএনপির সপ্তম কর্মসূচি ঘোষণা।

তিনি বলেন, আগামীকাল (১৯ সেপ্টেম্বর) ঢাকা জেলার জিনজিরা, কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ হবে; ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভৈরব- ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটে রোডমার্চ; ২২ সেপ্টেম্বর শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাদ জুমা সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১৮ সেপ্টেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আরও খবর



নরসিংদীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৩৯জন দেখেছেন

Image

নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর রায়পুরায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তার নাতি আরিয়ান (৭) ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)।

ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, রায়পুরার মরজাল থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি ভিটি মরজাল যাচ্ছিল। সিএনজিটি ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ওই সময় ঘটনাস্থলেই এক নারীসহ সিএনজিতে থাকা ৩ যাত্রী মারা যায়। আহত হয় আরও ২ জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ভৈবর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার থানায় নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে ২ জনসহ তিন জন মারা গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।


আরও খবর