
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ মোঃ আবু কাওছার মিঠু
নারয়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার পবনকুল এলাকার গৃহবধূ সোনিয়া আক্তারের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও শ্লীলতাহানী করেছে। উক্তাক্ত করার প্রতিবাদ করায় ও পূর্বশত্রুতার জের ধরে গতকাল ২৬ জুন রবিবার ৭/৮ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়।
মামলার বিবরণ থেকে জানা যায়, গৃহবধূ সোনিয়া আক্তারের স্বামী আবুল হোসেন নারায়ণগঞ্জের মদনপুরের একটি স্টীল মিলে চাকরি করেন। সোনিয়া আক্তার বাবার বাড়ির পাশে বসতঘর নির্মাণ করে সেখানে তিনি একাই বসবাস করেন।
সুযোগ পেয়ে পবনকুল গ্রামের বখাটে সুজন মিয়া প্রায়ই সোনিয়া আক্তারকে উক্তাক্ত করে আসছিল। প্রতিবাদ করায় গত ১৫ জুন সোনিয়াকে সুজন মিয়া ভয়ভীতি ও হুমকি দেয়। তখন এ নিয়ে তাদের মধ্যে বাক্বিতন্ডা হয় । সুজন ও তার সহযোগিরা এর জের ধরেই গতকাল ২৬ জুন রবিবার জোরপূর্বক বসতঘরে ঢুকে ভাংচুর ও লুটপাট চালায়।
এসময় গৃহবধূর ডাক চিৎকারে তার বাবার বাড়ীর লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা বাড়ির মহিলাদের শ্লীলতাহানী ও বেদম প্রহার করে স¦র্ণালংকার ও নগদ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় গূহবধূ সোনিয়া আক্তার (৩০), তার মা তাছলিমা বেগম (৬৫), বোন সফুরা খাতুন (৪০), ভাই নাসির উদ্দিন (৩৪) ও বশির উদ্দিন (২৮) আহত হয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে গৃহবধূ সোনিয়া আক্তার বাদী হয়ে পবনকুল গ্রামের সুজন মিয়া (২৮) ও ইদ্্িরস আলীসহ ৫ জনকে আসামী করে নারায়ণগঞ্জ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-৩ এ মামলা দায়ের করেছেন।