Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

রূপগঞ্জে ২৪ প্রহর ব্যাপী কীর্ত্তন উৎসব মহাপ্রসাদ বিতরণ

প্রকাশিত:সোমবার ২৭ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১৫৩জন দেখেছেন

Image

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: মোঃআবু কাওছার মিঠু 

নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নয়ামাটি মহানামযজ্ঞের একনাম কমিটির উদ্যোগে  ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম নাম সংকীর্ত্তন, শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তন ও শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ ও মাহপ্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৭ ফেব্রয়ারি সোমবার প্রসাধ বিতরণীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়া মাটি মহানামযজ্ঞের একনাম  কমিটির সভাপতি শ্রী রবি রায়।

সভায় বক্তব্য রাখেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ জাহেদ আলী, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, কায়েতপাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান, আওয়ামীলীগ নেতা নুর আহম্মদ, নয়া মাটি মহানামযজ্ঞের একনাম কমিটির সাধারণ সম্পাদক শ্রী নেপাল রায়, সহ সভাপতি গৌতম রায়, শ্রী শংকর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সুনীল রাজবংশি, শ্রী অঞ্জন রায়সহ আরো অনেকে। 

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



আলোচনার কথা বলে আওয়ামী লীগ বিশ্বাসঘাতকতা করে: মির্জা ফখরুল

প্রকাশিত:বুধবার ০৩ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর বিদেশ সফরের ফলাফল ‍শূন্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াঁজো কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের মিথ্যাচার থেকে দেশ বাঁচাতে হবে। আলোচনার কথা বলে আওয়ামী লীগ বিশ্বাসঘাতকতা করে। তাই আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। ১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে বিএনপি লিয়াঁজো কমিটি ও এলডিপির বৈঠক হয়।

প্রধানমন্ত্রীর চলমান বিদেশ সফরের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সফরে অর্জন একদম জিরো। মিথ্যা বলে মানুষকে এক-আধদিন বোকা বানিয়ে রাখা যায়। বেশিদিন যায় না। আওয়ামী লীগ সেই কাজটিই করে যাচ্ছে। এইবার তারা ব্যর্থ হবে। এইবার জনগণ তাদের মিথ্যাচার বুঝে গেছে, জারিজুরি বুঝে গেছে। জনগণ এইবার তাদের সরিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করবে।

দ্রব্যমূল্যের দাম অসহনীয় পর্যায়ে পৌঁছছে দাবি করে তিনি বলেন, ‘ব্যাংকগুলো পুরোপুরিভাবে খালি করে দেওয়াসহ দেশের অর্থ বিদেশে পাচার করে দিয়ে অর্থব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যখাত, শিক্ষাখাত সবকিছুতেই একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ন্যূনতম যে অধিকার- ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার, স্বাধীন মতপ্রকাশের অধিকার; তা কেড়ে নেওয়া হয়েছে। ১৯৭১ সালে যুদ্ধের মধ্য দিয়ে যে অধিকারগুলো অর্জন করেছিলাম, সেই অধিকারগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তাদের একটি মাত্র উদ্দেশ্য, একদলীয় শাসন ব্যবস্থা আবারও প্রতিষ্ঠা করতে চায়। যেটা তারা করতে চেয়েছিল ১৯৭৫ সালে।

এ সময় এলডিপি প্রেসিডেন্ট ড. অলি আহমদ বলেন, ‘এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এই আন্দোলন মন্ত্রী হওয়ার জন্য নয়, এই আন্দোলন বাংলাদেশের ১৮ কোটি মানুষকে মুক্ত করার আন্দোলন।

ড. অলি বলেন, ‘রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারছে না। সাংবাদিকরাও লিখতে পারে না, কারণ আইন করে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এজন্য দেশকে স্বাধীনতা করা হয়নি। মুক্তিযুদ্ধ করি নাই। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে বসবাস করবে এবং তারা ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবে। নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।


আরও খবর



গোবিন্দগঞ্জে অচেতন করে অটোভ্যান ও মোবাইল ছিনতাই,মুলহোতা গ্রেফতার

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৬ মে ২০২৩ | ৬১জন দেখেছেন

Image
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চেতনা নাশক খাইয়ে অটোভ্যান ও মোবাইল ছিনতাইয়ের সাথে জড়িত রাব্বী মিয়া নামের একজন আটক করেছে পুলিশ। সে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মজনু মিয়ার পুত্র। ঘটনার সাথে জড়িত অপর একজন পলাতক রয়েছে। রোববার  স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান, গত বৃহস্পতিবার আত্নীয়র বাড়ী যাওয়ার কথা বলে মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামের হাবিবুর রহমানের পুত্র ইউসুফ আলীর কাছে ভ্যানটি ভাড়া করে। এরপর ভ্যান নিয়ে মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রীজের কাছে এলে। ভ্যানচালককে চেতনানাশক  প্রয়োগ করে তাকে সংজ্ঞাহীণ করে  অটোভ্যান ও তার কাছে থাকা মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়।পরে স্থানীয়রা সংজ্ঞাহীন ভ্যানচালক ইউসুফকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরদিন সুস্থ হয়ে  ইউসুফ আলী তার একমাত্র উর্পাজনের ভ্যানটি ফেরত পাওয়ার জন্য থানায় অভিযোগ দেয়।

 বিষয়টি সম্পর্কে গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন জানতে পারলে তিনি দ্রুত ভ্যানটি উদ্ধারে গোবিন্দগঞ্জ থানাকে নির্দেশ দেন। এরপর তার নির্দেশে থানার অফিসার ইজার উদ্দীনের সাথে পরামর্শ করে এসআই প্রলয় বর্মা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার মূল আসামী রাব্বীকে গ্রেফতার করেন এবং তার স্বীকারোক্তিতে  ভ্যানচালক ইউসুফ মিয়ার মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

এস আই প্রলয় জানান,ছিনতাই করা ভ্যানটি ভাংরি দোকানে বিক্রির করায় সেটি টুকরা টুকরা করে ভেঙ্গে ফেলায় উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও খবর



নবীনগরে ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানের আত্মীয়ের ড্রেজার ও ভেকু মেশিন জব্দ

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের লাউরফতেহপুর ইউনিয়নের টানচারা আশ্রয়ণ ও গুচ্ছগ্রামের পাশে অবৈধভাবে ড্রেজার মেশিন ও ভেকু দিয়ে ফসলি জমি ও সরকারি খাল থেকে মাটি উত্তোলন করে বিক্রির অভিযোগে রাতের আধাঁরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা সহ মাটি খেকুদের জেল জরিমানা করেন উপজেলা নির্বাহী  অফিসার একরামুল ছিদ্দিক।  

১৬ মে মঙ্গলবার  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থল থেকে ০৪ (চার) জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এঅভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন  নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার সহ থানা প্রশাসনের সঙ্গীয় ফোর্স  ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারিগণ।এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের নির্দেশে কাজ করার কথা স্বীকার করা তার চাচাতো ভাই ঐ ইউনিয়ন বাশারুক গ্রামের আব্দুর রহমানের  ০৪ টি ড্রেজার, বিপুল সংখ্যক পাইপ ও সরঞ্জামাদি  এবং লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ভাগিনা পরিচয় দেয়া মুরাদনগর উপজেলার গাঙ্গেরকোট গ্রামের মোমেনের ০২ টি এক্সকাভেটর মেশিন জব্দ করা হয়।

উল্লেখ্য ১৫ মে সোমবার বিভিন্ন পত্র পত্রিকায় সরকারি খালের মাটি অর্ধকোটি টাকা অন্যত্রে বিক্রির অভিযোগে এলাকাবাসী ও মাটি খেকুদের মধ্যে সংঘর্ষের আশংকা শিরোনামে সংবাদ প্রকাশ হওয়া সহ স্থানীয় ওয়াড মেম্বার ও এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। 

এবিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক জানান, ফসলি জমি ও সরকারি খাল থেকে অবৈধভাবে ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা সহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। কৃষিজমি ও কৃষকের স্বার্থ রক্ষার্থে এধরনের অভিযান চলমান থাকবে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



গাজীপুরে গণতন্ত্রের বিজয় হয়েছে: ওবায়দুর কাদের

প্রকাশিত:শুক্রবার ২৬ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হলে দেশের মানুষ যতটা খুশি হতো, তার চেয়ে বেশি খুশি হয়েছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়াতে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গাজীপুরের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে। দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। আওয়ামী লীগ জোর করে নিজেদের প্রার্থীকে জয়ী করতে যায়নি। নির্বাচন নিয়ে বিএনপির মিথ্যাচার প্রমাণিত হয়েছে। গাজীপুরের মতো আরও চার সিটিসহ আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

তিনি বলেন,  ‘শেখ হাসিনাকে হত্যার হুমকি কোনো এটা স্লিপ অব টাং নয়। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে আওয়ামী লীগের  লক্ষ লক্ষ ভোট বেড়ে গেছে। আর বিএনপির ভোট কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকবে। শেখ হাসিনার উন্নয়ন, আর আমাদের ভালো আচরণ - এই দুই নিয়ে আমাদের আগামী নির্বাচন।

মার্কিন ভিসানীতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে আমরা বাধা দেব কেন? আমাদের দেখা দরকার কারা নির্বাচনে বাধা দিচ্ছে। যারা নির্বাচন চায় না, তত্ত্বাবধায়ক চায় তারা নির্বাচনে বাধা দিচ্ছে। এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। কোনো বিদেশি বন্ধু একবারও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা  বলেননি। যারা নির্বাচনে বাধা দেয় তাদের বিরুদ্ধে এ ভিসানীতি কার্যকর হয় কী না সেটা দেখার বিষয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়েছিল নিষেধাজ্ঞা, এসেছে ভিসাপলিসি। এ ভিসাপলিসি দেখে বিএনপির ঘুম হারাম। ফখরুলের মুখ শুকিয়ে গেছে।

দণ্ডিত তারেক রহমান প্রতিনিয়ত অনলাইনে বক্তব্য দিয়ে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দণ্ডিত ব্যক্তি কি করে প্রতিদিন রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছে? আদালতের আদেশ কেন মানছে না তারেক? মনের মত না হলে তারা আদালত-আইন মানে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।


আরও খবর



ইসলামাবাদ পুলিশ পিটিআই নেতার গাড়ি চুরি করেছে

প্রকাশিত:রবিবার ২৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৪৭জন দেখেছেন

Image
আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের দলের নতুন সাধারণ সম্পাদক ইসলামাবাদ পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। আজ রোববার ওমর আইয়ুব খান অভিযোগ করেছেন, ইসলামাবাদ পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়েছে এবং গাড়ি চুরি করেছে। খবর এনডিটিভির। 

পুলিশকে একহাত নিয়ে তিনি প্রশ্ন করেছেন, চোরদের ধরতে তিনি চোরদের ডাকবেন কি না। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ওমর বলেন, শামিলার পুলিশ স্টেশন থেকে ইসলামাবাদ পুলিশ ২৮ তারিখ রাত সাড়ে ১২ টায় আবার তল্লাশি ওয়ারেন্ট ছাড়াই অভিযান চালিয়েছে। এ সময় তারা পার্ক করা টয়োটা হাই লাক্স টুইন কেবিন মডেল ২০১১ চুরি করেছে। তিনি টুইটারে ইসলামাবাদ পুলিশকে গাড়ি চোর হিসেবে উল্লেখ করেছেন।


টুইটবার্তায় ওমর আরও লিখেন, বিচার বিভাগের সদস্য, সিভিল সার্ভেন্টস এবং কূটনীতিকদের তাদের যানবাহনের খেয়াল রাখা উচিত কারণ এই অতি উচ্চ মূল্যস্ফীতির সময়ে পুলিশ তাদের বেতন বাড়াতে যানবাহন চুরির আশ্রয় নিয়েছে!! কোথায় আমি আমার গাড়ি চুরির বিষয়ে এফআইআর করবো। আমি কী চোরকেই চোর ধরতে বলব?

গতকাল শনিবার ইমরান খান ওমরকে দলের সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করেন। গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে আকস্মিকভাবে গ্রেপ্তার করা হয়। যদিও দুই দিনের মধ্যে জামিনে তিনি মুক্তি পান। তবে ইমরানের গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়।


আরও খবর