Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

রোনালদোর অভিষেক যেমন হলো আল নাসরে

প্রকাশিত:সোমবার ২৩ জানুয়ারী 20২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ২৮১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের ক্লাব আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেক হয়ে গেল। যদিও গত সপ্তাহে পিএসজির বিপক্ষে প্রদর্শনী ম্যাচে দেশটিতে প্রথমবার মাঠে নেমেছিলেন পর্তুগিজ অধিনায়ক। তবে এবার তার নিজ দলের হয়েই খেলতে নামলেন। যেখানে ইত্তিফাকের বিপক্ষে ১-০ গোলে জয় পায় আল নাসর।

যদিও রোনালদোর অভিষেকটা সাদামাটাই হয়ে থাকবে। কেননা আল নাসরের মাঠ মরশুল পার্কের এ ম্যাচে পুরো নব্বই মিনিট খেললেও চারটি শট নিয়ে কোনোটি লক্ষ্যে রাখতে পারেননি। কিন্তু ৩১তম মিনিটে দলের একমাত্র গোলটি তার হলেও হতে পারতো। তবে বল নাগালে পাননি এই তারকা। বাঁ দিক থেকে বক্সে ক্রস বাড়িয়েছিলেন আবদুলমাজিদ আর সুলাইহিম। হেড নিতে লাফ দেন রোনালদো, নাগাল পাননি। তার পেছনে থাকা অ্যান্ডারসন তালিসকা হেডে গোল করেন।

সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় এ জয়ে শীর্ষে ফিরেছে আল নাসর। ১৪ ম্যাচ ৩৩ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলা আল হিলালের পয়েন্ট ৩২।

এদিকে গোল করতে না পারলেও রোনালদো খুশি ছিলেন বলে জানান আল নাসর কোচ রুডি গার্সিয়া। তিনি বলেন, ‘সবাই জানে ক্রিস্টিয়ানো পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী। ফুটবল–ইতিহাসের অন্যতম সেরা। আমাদের দায়িত্ব ও যেন নিজের সেরা অবস্থায় থাকতে পারে। আমি চাই সে উপভোগ করুক। আজ প্রথমবারের মতো খেলতে নেমে ও খুশি।

আগামী বৃহস্পতিবার রাতে নিজেদের পরের ম্যাচ খেলবে আল নাসর। আল-ইত্তিহাদের বিপক্ষে মাঠে নামবে তারা।


আরও খবর



মধুপুর-ধনবাড়ী আসনে পঞ্চমবারের মতো নৌকার মাঝি হলেন কৃষি মন্ত্রী

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) সংসদীয় আসনে ৫ম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। রোববার (২৬নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।এবার টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৪টি আসনে বর্তমান এমপিদের কপাল পুড়েছে। গোয়েন্দা (ডিএসবি ও এনএসআই) একাধিক সংস্থার গোপনে চূড়ান্ত জরিপ শেষে শেখ হাসিনা টাঙ্গাইলের তালিকা তৈরি করেন।

তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন বাংলাদেশ  আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও সফল কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।এবার দিয়ে  তিনি টানা পঞ্চম বারের মতো দলীয় মনোনয়ন পেলেন। ২০০১ সালে ড. আব্দুর রাজ্জাক এই আসনে বিজয়ী হওয়ার পর থেকে আসনটি আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।তিনি বিগত দিনে মধুপুর ও ধনবাড়ি উপজেলাকে একটি আধুনিক ও যুগোপযোগী শহর হিসেবে গড়ে তুলেছেন।

ইতিমধ্যে তিনি মধুপুরে স্টিল রাইস সাইলো, বহুল আলোচিত ইকো পার্ক, ম্যাটস্ সহ আরও অনেক প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন।তিনি মধুপুরবাসীকে ফিলিপাইন থেকে উন্নত জাতের আনারস এমডি-২ উপহার দিয়েছেন যা বর্তমানে কৃষক আবাদ করে ব্যাপক লাভবান হচ্ছে। কৃষকের ধান আবাদে খরচ কমাতে তিনি অর্ধেক দামে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছেন। তিনি উন্নত ও বেশি ফলনশীল জাতের ধানের বীজ কৃষকের মাঝে বিতরণ করেছেন।

মধুপুর ধনবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট তিনি পাকা করে দিয়ে  মানুষকে জনদূর্ভোগ থেকে রক্ষা করেছেন।এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মধুপুর ধনবাড়ীবাসী আবারও ড.আব্দুর রাজ্জাক এমপিকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পেয়েছেন। আগামী ৭জানুয়ারী  মধুপুর ধনবাড়ীবাসী  বিপুল ভোটের মাধ্যমে তাকে জয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন এমনটাই প্রত্যাশা সকলের।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;রাজনৈতিক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ গোটা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফার অবরোধ চলছে আজ। শুক্রবার ভোর ৬টা পর্যন্ত কর্মসূচি চলবে। এরই মধ্যে রাজধানীসহ সারাদেশে কয়েকটি জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ধারণা করা হচ্ছে, অবরোধের সমর্থনে এই আগুন দেয়া হয়েছে। এর আগে বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে এই কর্মসূচি শুরু হয়।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকার পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল দেয় বিএনপি-জামায়াত ও শরিকরা। পরে ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর অবরোধ কর্মসূচি পালন করে তারা।

৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি দেয় দলগুলো। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা এবং ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকে বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলো।


আরও খবর



বিএনপি নেতা আমীর খসরু গ্রেপ্তার

প্রকাশিত:শুক্রবার ০৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশান ৮১ নম্বর রোডের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ডিবি প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি তিনি।

ডিবি সূত্র জানায়, নাশকতার মামলায় খসরুকে গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতে তার গুলশানের বাসা ঘিরে ফেলে ডিবি। এরপর তাকে ভেতর থেকে ধরে নিয়ে আসা হয়।

জানা যায়, সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা হয়েছে। এসব মামলার এজাহারনামীয় আসামি ১ হাজার ৫৪৪ জন। প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ ঢাকা শহরে নাশকতার মামলায় আমির খসরুকে আসামি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর শহীদবাগে অভিযান চালিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এরও আগে রোববার (২৯ অক্টোবর) সকালে গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে নিয়ে যায় পুলিশ। সরকার পতনের একদফা দাবি আদায়ে ওইদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি।

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।


আরও খবর



দশ কোটি টাকার রাস্তায় লাল নিশানা!

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:বছর না যেতেই প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নতুন ভাবে কার্পেটিং  রাস্তা বসেও গেছে এবং ব্যাপক হারে ফেটে যাওয়ার স্থানে লাল নিশানা দেয়া হয়েছে।   রাজশাহীর তানোর টু চৌবাড়িয়া রাস্তার ধানতৈড় মোড়ে সম্প্রতি এনিশানা দেন এলজিইডি কর্তৃপক্ষ ও ঠিকাদার ওয়াসিম।  তবে  মাদারিপুর বাজারসহ  বিভিন্ন জায়গায় ব্যাপক ফাটল দেখা দিয়েছে।  কাজ শুরুর সময় একেবারেই নিম্নমানের সামগ্রী দেয়ার কারনেই এভাবে দেবে ও ফেটেছে বলে মনে করছেন স্থানীয়রা। এতে করে দ্রুত দেবে যাওয়া রাস্তটি জরুরি ভিত্তিতে মেরামতের দাবি করলেও লাল নিশানা মেরে দায় সারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নচেৎ জায়গাটিতে যানবাহন যাওয়া মাত্রই ভয়াবহ গর্তের সৃষ্টি হয়ে দূর্ঘটনা ঘটবে বলে মনে করছেন চলাচল কারীরা। 

জানা গেছে, গত বছরের শেষের দিকে তানোর উপজেলা পরিষদ থেকে চৌবাড়িয়া পর্যন্ত ১০.১৪ কিলোমিটার রাস্তাটি নতুন ভাবে কার্পেটিং করা হয়। যদিও চাপড় থেকে চৌবাড়িয়া পর্যন্ত এজিং ডাবলু, বিএম ও প্রাইম বোর্ড করে কার্পেটিং করা হয়। কিন্তু উপজেলা পরিষদ থেকে চাপড় পর্যন্ত হ্যারো ট্যাক্টর দিয়ে পুরাতন রাস্তা উল্টিয়ে কয়েকদিন রাখার পরে পিচ দিয়ে কার্পেটিং করা হয়। যার কারনেই অল্প সময়ের মধ্যে রাস্তার অবস্থা বেগতিক হয়ে পড়েছে। মুলত নতুন ভাবে না করার জন্যই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে

সুত্রে জানা যায়, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট (আরসিআইপি)। অর্থায়নে এডিবি এন্ড গোভোর্মেন অফ বাংলাদেশ (জিওবি)। রোর্ড আইডি ১৮১৯৪২০০২। কাজের ওয়ারকাডার দেয়া হয় ২০২০ সালের ৩০ আগস্টে। ঠিকাদারের নাম দেয়া আছে মইনদ্দিন বাসী লিমিটেড, মানেজিং ডিরেক্টর মইনদ্দিন ( বাসী)। ঠিকানা দেয়া আছে ০৭ এইচএমএম রোড, ডোরটানা, যশোর ৭৪০০ যশোর।কাজের বরাদ্দ  ৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৩৪৬ টাকা।কার্যাদেশ মইনদ্দিন পেলেও রাস্তার কাজ করেন রাজশাহী শহরের ঠিকাদার ওয়াসিম। স্থানীয় ঠিকাদারেরা জানান, কাজটি মইনদ্দিন পেলেও অগ্রিম লাভ দিয়ে ওয়াসিম কিনে করেছেন। যে কোন কাজ কিনে করলে প্রচুর অনিয়ম করতে হয়। তাছাড়া কোন ভাবেই কাজ করতে পারবেনা। রাস্তার দু'ধারে ঘাস লাগাতে হবে। কিন্তু ওয়াসিম কোন ধরনের ঘাষ লাগায়নি। মাঝে মাঝে উর্ধ্বতন কর্মকতারা রাস্তা পরিদর্শনে এলে যে সব জায়গা ভালো আছে সেগুলো দেখিয়ে এবং ভালো মানের আপ্যায়ন করে বিদায় দিয়ে থাকেন ঠিকাদার ও এলজিইডি কর্তৃপক্ষ। কার্যাদেশ ২০২০ সালে পেলেও করোনার দোহায়ে অনেক দেরিতে কাজ করেন। যখন কাজ শুরু করেন তখন কাজের মালামালের দাম অনেক বাড়তি। এমন খোড়া অজুহাতে প্রতিটি রাস্তার কাজ অনিয়ম করে করা হয়েছে।

ধানতৈড় মোড়ের ব্যবসায়ীরা জানান, পুরাতন রাস্তা উল্টিয়ে রোলার মেরে কার্পেটিং করা হয়েছে। কোন ধরনের খোয়া বালু কিছুই দেয়া হয়নি।সরেজমিনে দেখা যায়, ধানতৈড় মোড়ের জসিমের বালাইনাশকের দোকানের সামনে ও রাস্তার পশ্চিমে ৪/৫ হাত জায়গা দেবে গেছে এবং ব্যাপকহারে ফেটে চৌচির হয়ে পড়েছে । পশ্চিম দিকের দেবে যাওয়া জায়গাই উঁচু হয়ে আছে। সে জায়গায় মেরামত না করে দায় সারা বিপদ জনক চিহ্ন দেয়া হয়েছে।ব্যবসায়ীরা বলেন, রাস্তা নির্মানের শুরুতে ব্যাপক অনিয়ম করে। কোন ধরনের নতুন মালামাল দেয়া হয়নি। ওই জায়গা খনন করে বালু খোয়া দেয়ার কথা আমরা বলেছিলাম। কিন্তু তারা সাব জানিয়ে দিয়েছিল রাস্তা হচ্ছে শুকরিয়া আদায় করেন। জায়গাটি থেকে পিচ পাথর খোয়া উত্তোলন করে নতুন ভাবে করা দরকার ছিল। কারন ভারি যানবাহন উঠা মাত্রই ভেঙ্গে একাকার হয়ে পড়বে।কাজ করা ঠিকাদার ওয়াসিম বলেন, রাস্তার কাজ শেষ করতে পেরেছি এটাই অনেক কিছু। রাস্তা তো সারা জীবন  টিকসই হবে কি। ওই জায়গায় লাল নিশানা দেয়া হয়েছে বরাদ্দ পেলে নতুন ভাবে করা হবে বলে এড়িয়ে যান তিনি।   

উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, দেবে যাওয়া জায়গায় লাল নিশানা দেয়া হয়েছে। যাতে করে সাবধানতা অবলম্বন করতে পারেন চলাচল কারীরা। তবে অল্প সময়ের মধ্যে জায়গাটি সংস্কার করা হবে।

আরও খবর



বালিয়াঘাট সীমান্তের চোরাচালান ও চাঁদাবাজি দেখার কেউ নাই

প্রকাশিত:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের বালিয়াঘাট সীমান্তে সোর্স পরিচয়ধারী একাধিক মামলার আসামী ইয়াবা কালামের নেতৃত্বে রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালান ও চাঁদাবাজি বাণিজ্য চলছে জমজমাট। আজ রবিবার (১৯ নভেম্বর) ভোর প্রায় ৩০০মেঃটন কয়লা পাচাঁর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়- গতকাল শনিবার (১৮ নভেম্বর) রাত ১টার পর জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের সোর্স পরিচয়ধারী একাধিক মামলার আসামী ইয়াবা কালাম ও তার সহযোগীরা ১বস্তা (৫০ কেজি) চোরাই কয়লা থেকে দুই বিজিবি ক্যাম্পের নাম ভাংগিয়ে ২শ টাকা, থানা- পুলিশের নাম ভাংগিয়ে ১শ টাকা ও সাংবাদিকদের নামে ১শ টাকাসহ মোট ৪৫০টাকা করে চাঁদা নিয়ে লাকমা পশ্চিমপাড় ও লালঘাট এলাকা দিয়ে প্রায় ৩০০মেঃটন কয়লা পাচাঁর করে সীমান্তে বিভিন্ন বসতবাড়ির ভিতরে লুকিয়ে রাখে।

পরে আজ রবিবার (১৯ নভেম্বর) ভোরে পাচাঁরকৃত সেই অবৈধ কয়লার মধ্যে ১২০মেঃটন কয়লা ১২টি মাহিন্দ্র লড়িগাড়ি বোঝাই টেকেরঘাট পুলিশ ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে বিজিবি ক্যাম্প সংলগ্ন নীলাদ্রী লেকপাড়ে অবস্থিত একাধিক ডিপুতে নিয়ে ওপেন বিক্রি করে সোর্স ইয়াবা কালাম, মানিক মিয়া, কানা বাবুল ও তাদের গডফাদার। কিন্তু এব্যাপারে কেউ কোন পদক্ষেপ না নেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে ইয়াবা কালাম ও তার বাহিনী, চোরাই কয়লার বস্তার ভিতরে করে পাচাঁর করছে নানান প্রকার মাদকদ্রব্য। তবে বালিয়াঘাট ক্যাম্পের সাবেক হাবিলদার শাজাহান, সোর্স কালামকে ইয়াবাসহ গ্রেফতার করে মামলা দিয়েছিলেন। এছাড়াও সোর্স কালাম ও কানা বাবুলসহ তার বাহিনীর অনেকের বিরুদ্ধে রয়েছে কয়লা, মাদক, হুন্ডি ও বিজিবির ওপর হামলার মামলা। তাদের গডফাদার চাঁদাবাজি জন্য ও ইয়াবাসহ একাধিক বার হয়েছে গণধৌলাইয়ের শিকার। গত সোমবার (১৩ নভেম্বর) ভোর রাতে একই ভাবে প্রায় ১শ মেঃটন কয়লা পাচাঁর করে সোর্স ইয়াবা কালাম। তার নেতৃত্বে কয়লা পাচাঁর করতে গিয়ে গত রবিবার (১২ নভেম্বর) বালিয়াঘাট সীমান্তে অবস্থিত চোরাই কয়লার গুহায় মাটি চাপা পড়ে কিশোর নুরুল হক (২০), গত ১৩ই অক্টোবর কিশোর সুমন মিয়া (১৭) ও ৫ই আগস্ট কিশোর আক্তার হোসেন (১৬) এর মর্মান্তিক মৃত্যু হয়। তাই এব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগী জরুরী প্রয়োজন।

এব্যাপারে বালিয়াঘাট সীমান্তের লাকমা গ্রামের সোর্স পরিচয়ধারী হোসেন আলী বলেন- আমি একজন শ্রমিক হিসেবে বিজিবি সোর্স কালামের অধিনে কাজ করি। তার নির্দেশে ভারত থেকে পাচাঁরকৃত কয়লার বস্তার হিসাব রাখি। চাঁদা উত্তোলন করে কালাম মিয়া নিজেই। সোর্স ইয়াবা কালাম বলেন- লোক মারা যাওয়ার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। হোসেন আলী সব দেখাশুনা করে। বর্তমানে আমার নামে ১টা মামলা আছে।

এব্যাপারে জানতে বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের সরকারী মোবাইল ০১৭৬৯- ৬১৩১২৭ নাম্বারে বারবার কল করার পরও কেউ ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, তবে টেকেরঘাট বিজিবি ক্যাম্পের মোবাইল নাম্বারে কল করলে সিপাহী আজিজ ফোন রিসিভ করে বলেন- কোম্পানী কমান্ডার আনোয়ার হোসেন স্যার বাহিরে আছেন, কখন ক্যাম্পে আসবেন বলতে পারবনা। তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন বলেন- সোর্স কালামকে আমি চিনিনা, এব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের টেকেরঘাট ক্যাম্প ইনর্চাজকে বলে দিচ্ছি।


আরও খবর