Logo
আজঃ বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩
শিরোনাম

রোমান্টিক প্রস্তাবে সাড়া মেষের, পরধন প্রাপ্তির সম্ভাবনা মকরের

প্রকাশিত:মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ | ১৭৪জন দেখেছেন

Image

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজের মনোভাব স্পষ্ট ভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। মনের গভীরে লালিত কোনো ইচ্ছা পূরণ হতে পারে। বিলাস দ্রব্য ক্রয় করতে পারেন। আবেগ সংযত রাখুন।

মিথুন (২১ মে-২০ জুন)

প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পড়াশোনা আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় করার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো  পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। শারীরিক অসুস্থ তাকে অবহেলা করা ঠিক হবে না। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো থাকতে পারে। শ্রেষ্ঠ ভাই-বোনদের কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক কাজে অংশ নিতে পারেন। পিতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ মেনে চলুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো সদ্গুরুর পরামর্শ কাজে লাগতে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহবোধ করতে পারেন। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। জৈবিক-কামনা বাসনাকে সংযত রাখুন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু সহযোগিতা পেতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্ম পরিবেশ খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।


আরও খবর

২৮ মার্চ রাশিফল

মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩

২৫ মার্চ রাশিফল

শনিবার ২৫ মার্চ ২০২৩




আর্জেন্টিনার দল ঘোষণা

প্রকাশিত:শনিবার ০৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

 স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ জয়ের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। চলতি মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলবেন লিওনেল মেসিরা। আর এই ম্যাচ দুটির জন্য ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

আগামী ২৩ মার্চ পানামার বিপক্ষে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে খেলবে আর্জেন্টিনা। আরপরের ম্যাচ ফিফা র‌্যাংকিংয়ের ১৩৯ নম্বরে থাকা সুরিনামের বিপক্ষে ২৮ মার্চ।

এই দলে বিশ্বকাপের ২৬ ফুটবলারই আছেন। সঙ্গে যোগ করা হয়েছে আরও ৮ ফুটবলার। যেখানে ডাক পেয়েছেন ছন্দে থাকা ১৮ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো। দলে ফিরেছেন চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়া জিওভান্নি লো সেলসো।

আর্জেন্টিনার ৩৪ জনের প্রাথমিক দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, লাওতারো ব্লাঙ্কো, নেহুয়ান পেরেজ।

মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরনি, ফাকুন্দো বুয়োনানত্তি, এমিলিয়ানো বুয়েনদিয়া, ভ্যালেন্টাইন কার্বনি।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো।


আরও খবর



আইপিএল নয়, দেশের খেলা আগে: বাংলাদেশ কোচ

প্রকাশিত:রবিবার ২৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজ শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এরপর দুদল একটি টেস্টও খেলবে। এই সিরিজ দুটির মাঝে ভারতে আইপিএল শুরু হবে। যেই আসরে আবার বাংলাদেশের তিন তারকা সাকিব আল হাসান, লিটন দাস ও মোস্তাফিজুর রহমান খেলার সুযোগ পেয়েছেন। তবে ঘরের মাঠের সিরিজের মাঝে এই তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির সঙ্গে সুর মেলালেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি সাফ জানিয়ে দিলেন, দেশের হয়ে খেলাই বেশি গুরুত্বপূর্ণ।

আগামী শুক্রবার আইপিএলের নতুন মৌসুম শুরু হবে।যেখানে সাকিব-লিটনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর পুরোনো ঠিকানা দিল্লি ক্যাপিট্যালস ধরে রেখেছে মোস্তাফিজকে। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান বেশ আগেই বলেছিলেন, দেশের খেলা থাকলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য ছাড়া হবে না কোনো ক্রিকেটারকে। নিলামের আগে আইপিএল কর্তৃপক্ষকেও বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের খেলা কখন কোন সময়ে আছে। সেটা জেনেই তারা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়েছেন।

মোস্তাফিজ অবশ্য বিসিবির টেস্ট দলের চুক্তিতে নেই। লাল বলের ক্রিকেটে তার থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তিনি আইপিএল দলে যোগ দিতে পারবেন আগেই। আলোচনাটা মূলত সাকিব-লিটনের ছাড়পত্র নিয়ে।

এই প্রসঙ্গ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনেও উঠল। যেখানে প্রধান কোচের কাছে জানতে চাওয়া হয়, বোর্ডের সিদ্ধান্তে তার কোনো ভূমিকা ছিল কি না।  প্রশ্নের জবাব অবশ্য সরাসরি না দিয়ে হাথুরু সমর্থন জানান বোর্ডের সিদ্ধান্তে।

হাথুরুসিংহে বলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত হলো, দেশের হয়ে আগে খেলতে হবে। তারা অনাপত্তিপত্র পাওয়ার আগে বোর্ড তাদেরকে এই বার্তাই দিয়েছে, এমনকি নিলামে তাদের নাম তোলার আগেও। সেটি আগের মতোই আছে।’

ক্রিকেট বিশ্বের বর্তমান বাস্তবতায় আইপিএল এখন পৌঁছে গেছে অনন্য উচ্চতায়। এটির প্রভাব এতটাই যে, বড় ক্রিকেট খেলুড়ে দেশগুলো আইপিএলের সময় সাধারণত কোনো সিরিজ রাখে না এখন। খেলা রাখলেও আইপিএলের জন্য ক্রিকেটারদের ছেড়ে দেয় তারা।

আইপিএলের চেয়ে দেশের হয়ে খেলাকেই অগ্রাধিকার দিচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ। ‘হ্যাঁ… আইপিএল খেললে তাদের (ক্রিকেটারদের) স্কিলের উন্নতি হয়, এটা নিশ্চিত। এটা নিয়ে সন্দেহ নেই, কারণ এটা শীর্ষমানের টুর্নামেন্ট। তবে সব কিছুর আগে প্রাধান্য পাবে নিজ দেশের হয়ে খেলা।


আরও খবর



ইভিএম নির্ভরযোগ্য, এখন পর্যন্ত অভিযোগ আসেনি: সিইসি

প্রকাশিত:শনিবার ১১ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক : ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে এখন পর্যন্ত তথ্যনির্ভর কোনো অভিযোগ আসেনি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ শনিবার সকালে কক্সবাজারের একটি হোটেলে ‘নির্বাচনী ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের প্রধানতম কাজ ভোটাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া। ভোটাররা কে, কোন দলকে ভোট দিয়েছে; সেটা কমিশনের দেখার বিষয় নয়। ভোটাররা যদি ভোট দিতে না পারেন, তাদেরকে যদি প্রতিহত করা হয়; ভোট কেন্দ্রে যদি তাদের অধিকার খর্ব করা হয়- তাহলে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমাদের ব্যর্থতার দায় নিতে হবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করেই ব্যাপকভাবে আস্থাভাজন হয়ে ইসি ইভিএমের পক্ষে অবস্থান নিয়েছে। ইতোপূর্বে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে এখন পর্যন্ত তথ্য নির্ভর কোনো অভিযোগ আসেনি। তাই ইসির যে সক্ষমতা রয়েছে- তাতে আগামী সংসদ নির্বাচনে ৫০ থেকে ৮০টি আসনে নির্বাচন করা সম্ভব হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম প্রমুখ।


আরও খবর



মাহে রমজান সিন্ডিকেট সবজির বাজারে আগুন পুড়ছে ভোক্তার পকেট

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিটি পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি। রমজান মাস এলে বিশ্বে মুসলিম দেশ গুলো বিনামূল্যে বা নিত্যপণ্যের দাম কিভাবে কমানো যায় সে চিন্তা করেন। কিন্তু উল্টোচিত্র বাংলাদেশে। এখানকার ব্যবসায়ীরা অধিক মোনাফার জন্য রমজান মাসকে টার্গেট করে থাকেন। বাদ নেই কৃষি নির্ভর এলাকা রাজশাহীর তানোরেও। প্রথম রোজাতে আকাশ ছোয়া দাম উঠে কলা, পটল ও বেগুন, খেজুর বয়লার মুরগি সহ বেশ কিছু পণ্যের। বিশেষ করে এক লাফি ৫ টাকা পিচ কলা ১২ টাকা উঠে। হতবাক হয়ে পড়ছে জনসাধারন। বাজারের প্রতিটি সবজি, মাছ মাংস ও মসলায় যেন আগুন ধরেছে। হাত দিলেই পুড়ছে ভোক্তার পকেট। বাজারে নেই সংশ্লিষ্ট প্রশাসনের তীল পরিমান নিয়ন্তন। অথচ উৎপাদন কারী পা ফাটা কৃষক পাচ্ছে ঊর্ধ্বগতির বাজার মুল্য। যেই বেগুন ছিল মাত্র ২০ টাকা কেজি সেই বেগুন গত শুক্রবার হাটে একলাফে ৭০-৮০ কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন। কলা বেগুন সাধারন মানুষের নাগালের বাহিরে। এতে করে বাজার মনিটরিং ও নিয়োমিত অভিযান দিতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

পৌর সদর এলাকার তসলিম জানান, পবিত্র রমজান মাস এলেই কিভাবে অধিক টাকা লাভ করা যায় এজন্য বছর ধরে অপেক্ষা করে অসাধু ব্যবসায়ীরা। গত শুক্রবার প্রথম রোজা ও গোল্লাপাড়া হাটের দিন। বৃহস্পতিবারে যে কলার পিচ ছিল ৪-৫ টাকা করে। শুক্রবারে সেই কলা অদৃশ্য ক্ষমতায় সিন্ডিকেটে ১০-১২ টাকা পিচ বিক্রি হচ্ছে। দেশে যে কোন সরকার আছে সেটা বোঝায় যাচ্ছেনা। সবাই লুটেপুটে খেতে মরিয়া। জনগন মরলেই কি বাঁচলেই কি। বেগুন ছিল ২০ টাকা কেজি সিন্ডিকেটে রাতের ব্যবধানে ৬০-৭০ টাকা কেজি হয়ে গেল। এসব সবজি এখানেই উৎপাদন হয়। এখানেই উৎপাদন তারপরও এত বাড়তি দাম, আমদানি হলে এক টুকরো কিনা যেত না।

গোল্লাপাড়া হাটে গত শুক্রবার কথা হয় ডলার নামের এক ব্যক্তির সাথে তিনি জানান, কি বলার আছে, সব কিছুতে বাড়তি দাম। এক কেজি আলু বিক্রি করে একটি কলা মিলছে। এক রাতের ব্যবধানে বেগুনের কেজিপ্রতি ৫০ টাকা বাড়তি। গরীবের বয়লার মুরগিও ২৬০-২৭০ টাকা কেজি। খেয়ে পড়ে বেচে থাকায় কষ্টকর। আর প্রশাসনও নির্বিকার। যেন ব্যবসায়ীরাই সব নিয়ন্ত্রণ করছেন। কারো কিছুই করনীয় নাই। সরকারও জিম্মি ব্যবসায়ীর কাছে।

হান্নান নামের আরেক দিন মজুর জানান, ইফতার কিনব বলে বাজারে এসে দাম শুনে অবাক হয়ে পড়ি। রাতের ব্যবধানে বাজারের এই অবস্থা কল্পনাতীত। কিছুই বলার নাই। আরেক হাটে আসা মুস্তফা জানান, কাজ করে খায়। দিনে ৪০০ টাকা মিলছে। সবজি কিনব না চাল ডাল কিনব, কোন কিনারা পাচ্ছিনা। 

জানা গেছে, রোজার একদিন আগে বৃহস্পতিবার বেগুন ছিল ২০ টাকা কেজি প্রথম রোজা শুক্রবারে ৬০ টাক শনিবারে ৭০-৭৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। শশা ছিল ৩৫ টাকা বর্তমানে ৬০-৭০ টাকা কেজি, পটল ৭০ টাকা কেজি ছিল এখন ১০০-১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, ঢেরশ ৫০ টাকা কেছি ছিল এখন ১০০ টাকা কেজি,, আদা ৮০ টাকা এক পোয়া এখন ১২০ টাকা, সিলভর কাপ মাছ ১৮০-২০০ টাকা কেজি ছিল বেড়ে ২৫০-২৬০ টাকা কেজি, রুই কাতলা ৩৫০- ৩৬০ টাকা, দেশি কাট মাছ ৬৫০-৭০০ টাকা কেজি, দেশি মুরগী ৭২০ টাকা, খেজুর কেজি প্রতি ৭০-৮০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে মিস্টি কুমড়া লাউয়ের দাম অপরিবর্তিত আছে। করলা এক পোয়া ২০ টাকা বেড়ে ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে তরমুজ, বাগ্গিসহ বিভিন্ন ফলের দামও বাড়তি।

সাধারনরা জানান, বছরের একটি মাস গুনাহ মাপের মাস, এমাস থেকে শিক্ষা নিয়ে বছরের বাকি ১১ মাস নৈতিকতা ইনসাব নিয়ে চলবে। কিন্তু সবকিছুই উলোট পালট হয়ে যাচ্ছে। রমজান মাসকেই যেন সিন্ডিকেটের মাস করে ফেলছে অসাধু ব্যবসায়ীরা। এখান থেকে এবং  এই মানসিকতা থেকে বেরিয়ে না আসলে সিন্ডিকেট থামবে না। উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ জানান, ২৬ মার্চের পর নিয়োমিত বাজার মনিটরিং চলবে। শুধু ৃমনিটরিংয়ে থামবেনা, অনিয়ম বাড়তি দাম নিলেই জেল জরিমানা, এক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন এই কর্মকর্তা।


আরও খবর



আজ সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর

প্রকাশিত:সোমবার ১৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

কাতার সফর নিয়ে আজ সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে গত ৪ মার্চ কাতার যান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি এলডিসি ৫-এর উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে বৈঠক করেন। এ সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি, কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখা মোজা বিনতে নাসেরের সঙ্গেও বৈঠক করেন তিনি। এ ছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাপ্রধানদের সঙ্গে বৈঠক হয়। সফর শেষে গত বুধবার প্রধানমন্ত্রী দেশে ফেরেন।


আরও খবর