Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

রোহিঙ্গাদের নিয়ে যান সব দেশকে বলেছি: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

কূটনৈতিক প্রতিবেদক:পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘রোহিঙ্গাদের ফেরত দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মিয়ানমারের সঙ্গে আলাপ করছি। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীকে আমাদের বক্তব্য বলেছি। আমাদের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো। আমরা সব দেশকে বলেছি রোহিঙ্গাদের নিয়ে যান।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে পাইলট প্রকল্প কবে নাগাদ শুরু হবে- এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাও আমরা বলতে পারবো না। মিয়ানমার দু-দুবার তারিখ নির্ধারণ করেছে রোহিঙ্গাদের ফেরত নিতে, কিন্তু তা কোনো কাজে আসেনি। আর এখনো আন্তরিকতা না থাকলে কাজ হয় না। ওদের মধ্যে আন্তরিকতার অভাব আছে, না হলে এতদিন শুরু হয়ে যেত।

চীন এ ক্ষেত্রে কী আশা দিয়েছে-জানতে চাইলে তিনি বলেন, ‘চীনের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক ভালো। যে কারণে আমাদের পক্ষ হয়ে মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে চীন, আলাপ করছে। তারা বোঝে যে আমরা এগুলোকে বেশিদিন রাখতে পারব না। কিন্তু এ ক্ষেত্রে চীনের কাছ থেকে কোনো নির্দিষ্ট সময়সীমা পাওয়া যায়নি। এরই মধ্যে মিয়ানমারের দুটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, রোহিঙ্গাদের প্রতিনিধিরাও মিয়ানমারে গেছে।

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী আলাপ হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, তিনি বছর দশেক আগেও বাংলাদেশে এসেছিলেন। এতদিন পর এসে দেশের অভাবনীয় উন্নয়ন দেখেছেন, সেই গল্পটিই বলেছেন। তখন এসে তিনি বাংলাদেশের এমন উন্নয়ন দেখেননি। তিনি পদ্মা সেতু দেখতে গিয়েছিলেন। কারণ তাদের ঠিকাদাররাই এটিতে কাজ করেছিলেন। সেটা এবং রাস্তাঘাট দেখে তার খুব পছন্দ হয়েছে। বললেন যে ১০ বছরের মধ্যে বাংলাদেশে এক অসম্ভবকে সম্ভব করেছে।

রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতেই চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন, রোহিঙ্গাদের ফেরত দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মিয়ানমারের সঙ্গে আলাপ করছি। চীন-মিয়ানমার ও বাংলাদেশ মিলে ত্রিপক্ষীয় আলাপ করছি। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীকে আমাদের বক্তব্য বলেছি। আমাদের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো। সম্প্রতি আরেকটি সমস্যা হচ্ছে, যারা রোহিঙ্গাদের জন্য তহবিল দিতেন, তারা টাকা পয়সা কমিয়ে দিয়েছে। অনেকে অনেক বেশি কমিয়ে দিয়েছে। যেমন, আগে যুক্তরাজ্য ১২৬ মিলিয়ন (১২ কোটি ৬০ লাখ) মার্কিন ডলার দিত, কিন্তু এ বছরে তারা ৫.৪ মিলিয়ন (৫৪ লাখ) ডলার দিয়েছে। আমাদের দেননি, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারকে (ইউএনএইচআর) দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘চীনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী সেপ্টেম্বরে বেইজিং সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ওই সময়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার শিডিউল থাকায় সরকারপ্রধান চলতি বছরই বেইজিং যাবেন কি না, সে বিষয়ে নিশ্চয়তা নেই।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ক্যানসারের সঙ্গে লড়ে শেষ পর্যন্ত হেরে গেলেন হিথ স্ট্রিক

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক এবার সত্যিই মারা গেছেন। স্ট্রিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী নাদিনে স্ট্রিক। দেশটির সংবাদ মাধ্যম হেরাল্ডকেও হিথের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ডেনিস।

এর আগে গত ২৩ আগস্ট হিথ স্ট্রিকের সতীর্থ হ্যানরি ওলোঙ্গা টুইট করে জানান, হিথ স্ট্রিক মারা গেছেন। তবে কয়েক ঘণ্টা পরে ওলোঙ্গা নিজেই আবার জানান স্ট্রিক মারা জাননি। এমন গুজবে বেশ বিব্রত ও খুব্দ হয়েছিলেন হিথ স্ট্রিক। 

তবে দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ে শেষ পর্যন্ত হেরে গেলেন মাত্র ৪৯ বছর বয়সে। চলতি বছরের মে মাসে জানা গিয়েছিল তিনি মরণ ব্যাধি রোগে আক্রান্ত। এরপর উন্নত চিকিৎসার জন্য স্ট্রিককে নিয়ে যাওয়া হয় দক্ষিণ আফ্রিকাতে।১৯৯৩ সালের ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্ট্রিকের। দেশের হয়ে খেলেছেন ১৮৯টি ওয়ানডে ম্যাচ এবং ৬৫টি টেস্ট । 

টেস্ট ক্রিকেটে ১ হাজার ৯৯০ রানের সঙ্গে নেন ২১৬টি উইকেট। সাদা বলের ক্রিকেটে ২ হাজার ৯৪৩ রান ছাড়াও নিয়েছেন ২৩৯টি উইকেট। স্ট্রিক সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০০৫। জিম্বাবুয়েকে ২১টি টেস্ট এবং ৬৮টি এক দিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।

জিম্বাবুয়ের ক্রিকেটে উত্থান আর পতনের সাক্ষী হিথ স্ট্রিক দুর্নীতিতে জড়িয়ে পড়ায় আইসিসি তাকে ২০২১ সালে আট বছরের জন্যে নির্বাসিত করে। যদিও পরে ক্ষমা চান এবং জানান ম্যাচ গড়াপেটার সঙ্গে কোনও দিনই তিনি যুক্ত ছিলেন না।

২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ছিলেন জিম্বাবুয়ের সাবেক তারকা পেসার হিথ স্ট্রিক। তার সময়ে তিনি যা করেছেন বাংলাদেশ দলের জন্য, এখনও তাকে ধরা হয় টাইগারদের সেরা বোলিং কোচ হিসেবে।

বাংলাদেশ দল ছাড়াও বেশ কয়েকটি দলের বোলিং কোচ ছিলেন ৪৭ বছর বয়সী সাবেক এ তারকা। ২০১৬ সালের অক্টোবরে জিম্বাবুয়ে কোচের দায়িত্ব নেন তিনি। ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ের কোচের দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু জিম্বাবুয়ে ২০১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়। ২০১৮ সালের আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব পালন করেন।


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




চট্টগ্রামে এক ঘণ্টা পিছিয়ে শুরু এইচএসসি পরীক্ষা

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১৪২জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ভারি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে চট্টগ্রামে এক ঘণ্টা পিছিয়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। মহানগরী এলাকার ২৭টি কেন্দ্র ছাড়াও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন জলাবদ্ধতার সমস্যায় পড়া পরীক্ষাকেন্দ্রগুলোতেও এক ঘণ্টা পর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বোর্ড। 

রোববার (২৭ আগস্ট) প্রথম দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্রনাথ বলেন, ভারি বৃষ্টিপাতের কারণে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে না পারা শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের পরামর্শে প্রথম দিনের পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষাবোর্ডের সবগুলো পরীক্ষাকেন্দ্রে একযোগে একই বিষয়ে পরীক্ষা সকাল ১০টায় শুরু হলেও চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এক ঘণ্টা পিছিয়ে পড়লে কোনো সমস্যা হবে না বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

তিনি বলেন, অন্য পরীক্ষাকেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা কেন্দ্রের ভেতরে থাকবে। এতে নগরীর কেন্দ্রগুলোতে এক ঘণ্টা পিছিয়ে পড়লেও কোনো সমস্যা হওয়ার কথা নয়।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, ২৬ আগস্ট ২০২৩ তারিখ দিবাগত রাতের অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম শহরে সৃষ্ট জলাবদ্ধতায়, আজ ২৭ আগস্ট ২০২৩ তারিখ হতে শুরু হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের চলাচলের সুবিধার্তে, সিটি করপোরেশন এলাকার ২৭টি পরীক্ষা কেন্দ্র ও হাটহাজারী ও ফতেয়াবাদ কলেজ কেন্দ্রে, পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে শুরু করার নির্দেশনা দেয়া হয়েছে। যে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীদের পৌঁছাতে সমস্যা হচ্ছে সেগুলোতেও অনুরূপ নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে বিলম্ব হলেও, পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ নিশ্চিত করার জন্যে কেন্দ্র প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরেও সকল কেন্দ্রের সাথে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যোগাযোগ অব্যাহত আছে।

২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এক লাখ দুই হাজার ৪৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ১১৩টি কেন্দ্রে ২৭৯টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসকের সাথে মধুপুরে মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের মধুপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.কায়ছারুল ইসলামের সাথে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসাইন সহ আরও অনেকে। 

নবাগত জেলা প্রশাসক মধুপুর উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকবৃন্দ, সুধী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষিজীবি ও ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেন।

অনুষ্ঠান শেষে ২২/২৩ অর্থ বছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা(পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র ছাত্রীদের মাঝে ৬০টি বাইসাইকেল ও ৩০০জনের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

অনুষ্ঠান আয়োজনে ছিলেন মধুপুর উপজেলা প্রশাসন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




গোদাগাড়ী পৌরসভায় পানি শৌধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮০জন দেখেছেন

Image

গোদাগাড়ী রাজশাহী:রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় ভূউপরিস্থ পানি শৌধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় সুলতানগঞ্জে প্রকল্পের ভিত্তিপ্রস্থার করেন রাজশাহী-১ সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন,গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজউদ্দীন বিশ্বাস,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ,জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি,পৌর আওয়ামীলীগ সভাপতি রবিউল আলম,সাধারন সম্পাদক নাসিমুল ইসলাম প্রমূখ। ২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তাবায়ন করছে জনস্বাস্থ্য অধিদপ্তর। পদ্মা নদী থেকে পানি উত্তোলন করে শোধনাগারের মাধ্যমে পৌরসভায় বিশুদ্ধ পানি সরবাবরহ করা হবে।প্রধান অতিথি সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন,পৌর বাসীর পানির চাহিদা পূরনে যুগান্তকারী পদক্ষেপ হিসাবে এ ওয়াটার ট্রীটমেন্ট প্লান্ট নির্মাণ করা হচ্ছে যা শোধনের মাধ্যমে পানি সরবরাহে মানুষের দোড় গোড়ায় পৌছে যাবে। আর এ জন্য বর্তমান সরকার একের পর এক শহর থেকে গ্রাম পর্যন্ত দৃশ্যমান কাজ করে যাচ্ছে। এদিকে ভূপুষ্ঠস্থ পানি শোধনাগারের সার সংক্ষেপ তুলে ধরেন গোদাগাড়ী পৌর মেয়র অয়েজউদ্দীন বিশ্বাস বলেন, বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২২ কোটি টাকা ব্যয়ে ভিত্তি প্রস্তর স্থাপন হলো। কাজটি শেষ হলে বিশুদ্ধ পানি পাবে পৌরবাসী। এই প্রকল্পের আওতায় পানির পাইপ লাইন স্থাপন করা হবে। সমগ্র পৌরবাসীকে আরও বিশুদ্ধ পানি সেবাসহ নানা উন্নয়ন প্রকল্পে চলমান আছে।


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




স্ত্রী'র মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যু

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৮জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃবাংলাদেশের বরেণ্য চলচ্চিত্র পরিচালক ও নতুন মুখের কারিগর  সোহানুর রহমান সোহান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উল্লেখ্য, স্ত্রীর মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে তিনিও ইহলোক ত্যাগ করেছেন।

গতকাল (মঙ্গলবার) ব্রেণ স্ট্রোকে স্ত্রী মারা যাবার পর তাঁকে টাঙ্গাইলে দাফন করে আজ (বুধবার)তিনি ঢাকায় উত্তরার বাসায় ফিরে আসেন। দুপুরের দিকে তিনি ঘুমিয়ে পড়েন। সন্ধ্যায় তাঁকে ডাকতে গেলে কোন সাড়াশব্দ না দেয়ায় সাথে সাথে তাকে উত্তরাস্থ ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার মৃত্যুতে সিনেমা পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩