Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

রাতে ব্যালট পাঠানোর কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে: ইসি আনিছুর

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ২০২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, গত নির্বাচনে আগের রাতে ব্যালট পাঠানোর কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। যার কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম এলাকা ছাড়া অন্যান্য কেন্দ্রে নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান বলেন, কোন দল নির্বাচনে আসবে, কারা আসবে না সেটা আমাদের দেখার বিষয় না। সংবিধান অনুযায়ী সঠিক সময়েই নির্বাচন সম্পন্ন হবে।

মার্কিন ভিসা নীতি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে আনিছুর রহমান বলেন, ভিসানীতির বিষয়ে আমাদের কিছু করার নেই, এমনকি কোনো বক্তব্যও নেই। কারণ এটা সরকারের বিষয়। আমরা সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

নির্বাচন কমিশনার বলেন, বিএনপির সঙ্গে সংলাপের আর সুযোগ নেই। তবে সুষ্ঠু  নির্বাচনের জন্য আলোচনার পথ খোলা রয়েছে। তাছাড়া সব দলের অংশগ্রহণ কিন্তু নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না। নির্বাচনে অংশগ্রহণ করা সেটা নির্ভর করে দলের সিদ্ধান্ত এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

আনিছুর বলেন, আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। গত দেড় বছরে সকল দলকে আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি এখনও আমরা আহ্বান জানাচ্ছি তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে।

তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। এছাড়া জানুয়ারির শুরুতে ভোটগ্রহণ করা হবে বলেন তিনি।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩

৫১ জন আজ প্রার্থিতা ফিরে পেলেন

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাব্বী গ্রেপ্তার

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজিবুল ইসলাম রাব্বী (৪২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক দলের নেতা রাজিবুল ইসলাম রাব্বী উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের মৃত নাছিমুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর রাতে রাণীনগর উপজেলা সদরের রেলগেট-ঝিনা সড়কের বিষ্ণপুর এলাকায় আ’লীগের ৬জন নেতাকর্মীকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এতে উপজেলা আ’লীগ ও যুবলীগের ৩জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় রাতেই রাণীনগর থানায় নাশকতা মামলা দায়ের করা হয়। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবু ওবায়েদ বলেন, নাশকতা সৃষ্টি করার ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজিবুল ইসলাম রাব্বীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরও খবর



পুনরায় নৌকার মাঝি হলেন ফারুক চৌধুরী, উৎসবে ভাসছে তানোর

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৬৭জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর থেকে:রাজশাহী-১( তানোর-গোদাগাড়ী) আসনে পুনরায় নৌকার মাঝি হলেন এমপি ওমর ফারুক চৌধুরী।রবিবার বিকেলের দিকে দলীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ২৯৮ আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে সকালের দিকে দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন। 

এমপি ফারুক চৌধুরী কে পুনরায় মনোনায়ন দেয়ায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তানোর উপজেলা আ"লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা লীগ সভাপতি সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান কৃষক লীগ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, তানোর পৌর সভাপতি আসলাম উদ্দিন, সম্পাদক আবুল বাসার সুজন, মুন্ডুমালা পৌর আ"লীগ সভাপতি আমির হোসেন আমিন, সম্পাদক হোসেন মোহাম্মাদ মুন্টু, 

বাধাইড় ইউনিয়ন পরিষদ (ইউপির)  চেয়ারম্যান ইউপি সভাপতি আতাউর রহমান, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউপি সভাপতি মজিবর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ইউপি উত্তর শাখার সভাপতি আব্দুল মতিন,  কামারগাঁ দক্ষিণের সভাপতি প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট,  কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা সহ আ"লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতারা জানান, তানোর গোদাগাড়ী তে উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই এমপি ফারুক চৌধুরীকে পুনরায় নৌকার মাঝি করেছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক চৌধুরী বিগত ২০০৮ সাল থেকে তিনি সংসদ সদস্য হয়ে আছেন।  শিল্পপ্রতি মন্ত্রী  হিসেবে দায়িত্ব পালন করে নিজের যোগ্যতার প্রমান দেন বরেন্দ্র ভূমির পোড়া মাটির শহীদ পরিবারের সন্তান ফারুক চৌধুরী।  এর আগে ২০০১ সালে নৌকা প্রতীক পেয়ে বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হকের সাথে হাড্ডাহাড্ডি লড়ায়ে সামান্য ভোটে পরাজিত হন ফারুক চৌধুরী। পরাজিত হলেও রাজনীতির মাঠ ছাড়েন নি তিনি। দুই উপজেলার প্রতিটি গ্রাম ও প্রতিটি ঘরে ঘরে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে সক্ষম হন এই নেতা। যার ফলে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির হেভিওয়েট নেতা প্রয়াত ব্যারিস্টার আমিনুল হককে পরাজিত করে প্রথমবারের মত তানোরের কৃতি সন্তান ফারুক চৌধুরী সংসদ সদস্য হন।

এদিকে মনোনয়নের খবর পেয়ে কামারগাঁ ইউনিয়ন আ"লীগের উত্তর ও দক্ষিণের সভাপতি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ এবং আলাউদ্দিন প্রামানিকের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা মিষ্টি খাওয়া খায়ি করেন।উপজেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ উৎসব লক্ষ করা গেছে।

সিনিয়র নেতারা বলেন, অনেকে মনোনয়ন চেয়েছিলেন। যেহেতু নৌকা প্রতীক দিবেন দলের প্রধান ও মনোনয়ন বোর্ড। এখানে কারো কিছুই করার থাকেনা। দেশরত্ন যাকে ভালো মনে করেছেন বৃহত্তর স্বার্থে  তাকে নৌকা প্রতীক দিয়েছেন। কারন রাজশাহী জেলায় অনেক পরিবর্তন হয়েছে।  সুতরাং সকল ভেদাভেদ ভূলে আগামী নির্বাচনে ফারুক চৌধুরীকে চতুর্থ বারের মত এমপি করে মন্ত্রীর দাবি করায় মুল লক্ষ হওয়া উচিত বলে মনে করেন নেতারা।

আরও খবর



সারাদেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতাল কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সারাদেশে ১৬১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২২ প্লাটুন বিজিবি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারাদেশে বিএনপিসহ বিরোধী দলগুলোর ২৪ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। এর আগে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা দলগুলো।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি এবং হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




লঞ্চ চলাচল শুরু বরিশালে

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১০৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:২০ ঘণ্টা বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল বৈরি আবহাওয়ার কারণে । শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। সন্ধ্যায় ঢাকা রুটের লঞ্চ চলাচল করবে।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল বিআইডব্লিউটিএ।

বরিশাল বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মো আব্দুর রাজ্জাক জানান, পরিস্থিতি ভালো হওয়ায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে বাংলাদেশের উপকূল স্পর্শ করে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির অগ্রভাগ। সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির মূল অংশ উপকূলে আঘাত হানে।সে কারণেই সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে কর্তৃৃপক্ষ।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা জোরদার

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে নির্বাচন কমিশন (ইসি) ও এর আশপাশের এলাকায়। এছাড়া নির্বাচন কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানির কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে নির্বাচন কমিশন এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

সকালে নির্বাচন কমিশনের সামনে চারটি টিমে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। যা আগে ছিল না। এছাড়া, নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে । পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।

এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে তাই আপনারা অপেক্ষা করুন।

এদিকে, নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে বুধবার (১৫ নভেম্বর) পর্যন্ত। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পিতার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণার একটা সম্ভাবনা আছে।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩