Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

রাশমিকার বিকৃত ভিডিও প্রকাশের অভিযোগে কিশোর গ্রেপ্তার

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:দিল্লি পুলিশ রাশমিকা মান্দানার বিকৃত ভিডিওর উৎস খুঁজতে মাঠে নেমেছে। চিরুনি তল্লাশি চালিয়ে শেষমেশ তাদের জালে বিহারের এক কিশোর। পুলিশের ধারণা, ১৯ বছর বয়সি ওই কিশোরই প্রথম অভিনেত্রীর ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে দিয়েছে।

দিন কয়েক ধরেই রাশমিকা মান্দানার বিকৃত ভিডিও নিয়ে তুলকালাম সোশাল মিডিয়া। দিল্লি মহিলা কমিশনের নোটিশ পাঠানোর পরই ভারতীয় দণ্ডবিধির ৪৬৫ ও ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় দায়ের করা হয় এফআইআর। সেই সূত্র ধরেই এগোতে থাকে দিল্লি পুলিশ। তারপরই বিহারের এক কিশোরের কথা উঠে আসে। 

জিজ্ঞাসাবাদে দিল্লি পুলিশের কাছে ওই কিশোর স্বীকার করে যে, আমি শুধু ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করেছিলাম মাত্র। তবে বিহারের কিশোরের এমন উত্তরে সন্তুষ্ট নয় পুলিশ। তাই সংশ্লিষ্ট বিষয়ে জানতে তাকে কড়া জেরা করার পরিকল্পনা রয়েছে।

নেটদুনিয়ায় দাবানল গতিতে ছড়িয়ে পড়া ওই বিকৃত ভিডিও নিয়ে রাশমিকা নিজে তো বিরক্তি প্রকাশ করেইছেন। পাশাপাশি এমন কাজের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন খোদ অমিতাভ বচ্চনও। এ ছাড়া সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন রাশমিকার চর্চিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডা এবং বন্ধু ম্রুণাল ঠাকুরও।


আরও খবর



দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৫১জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় দেশজুড়ে ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সকালে বাহিনীটির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে।


আরও খবর



যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের নিচে যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৪৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের নিচে কাজলা এলাকায় মৌমিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৬ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছে পোস্তগোলা ফায়ার স্টেশন। ফায়ার সার্ভিস থেকে জানানো হয় দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সঙ্গে রয়েছে পুলিশি নিরাপত্তা।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রুজিনা আখতার বলেন, পোস্তগোলার কাজলা ফ্লাইওভারে একটি বাসে আগুনের খবর পেয়েছি। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনে থেকে আগুন নিয়ন্ত্রণে ইউনিট পাঠানো হয়েছে।


আরও খবর



বিএনপি ও সমমনা দলগুলো ফের ৪৮ ঘণ্টার অবরোধ

প্রকাশিত:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সরকারের পদত্যাগে এক দফা দাবিসহ বিভিন্ন দাবিতে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো।

একদিন বিরতি দিয়ে বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে তারা।

সোমবার (৬ নভেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২৮ অক্টোবর রাজনৈতিক সংঘাতের পর এটি বিএনপি ও সমমনা দলগুলোর তৃতীয় বারের মতো অবরোধ কর্মসূচির ঘোষণা।

এর আগে প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ দিয়েছিল বিএনপি ও সমমনা দলগুলো। পরে গত ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ দেয় তারা।


আরও খবর



আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ২৩১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালে যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বিজিবি সদস্যরা।

সোমবার (২০ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় বিএনপি।


আরও খবর



মধুপুর থানার চৌকস পুলিশ টিমের বিশাল সাফল্য অর্জন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুর থানাধীন কাকরাইদ এলাকা থেকে ৮০গ্রাম হেরোইন সহ ৪জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করায় টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার মধুপুর থানা টিমকে অক্টোবরের মাসিক সভায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করেন। পুলিশসূত্রে জানা যায়, মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌকস পুলিশ অফিসার মোল্লা আজিজুর রহমানের দিকনির্দেশনায় এসআই হুমায়ুন ফরিদীর নেতৃত্বে ।

পুলিশের একটি আভিধানিক দল গত ২৫শে অক্টোবর বুধবার রাতে টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন চাড়ালজানী খান পেট্রোল পাম্পের পূর্ব পাশে একটি মাদক অভিযান পরিচালনা করে ৮০গ্রাম হেরোইন সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। যাহার মূল্য ৮লক্ষ টাকা। দীর্ঘদিন পর উত্তর টাঙ্গাইলে এটাই ছিলো সব চেয়ে বড় মাদকের চালান।টাঙ্গাইল পুলিশ সুপারের কাছ থেকে এই পুরস্কার অর্জনের মাধ্যমে মধুপুর থানা তথা উপজেলাবাসী গর্বিত। এই পুরস্কার মধুপুর থানা টিমকে তাদের দায়িত্ব পালনে আরও বেগবান ও উৎসাহ দিবে এমনটাই বলছেন বিশিষ্টজনেরা।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর