Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

রাশিফল ২০ মার্চ: মিলিয়ে নিন কী আছে ভাগ্যে আজ

প্রকাশিত:সোমবার ২০ মার্চ ২০23 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১২৯জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;সাধারণত রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

এ রাশি নিয়ে নানা ভাবনা, নানা মত রয়েছে। কেউ এটাকে বিশ্বাস করেন, আবার কেউ এসব মানতে চান না। কেউ আবার না মানলেও লুুকিয়ে দেখে নেন কি আছে ভাগ্যে। যা হোক; সেই তর্ক-বিতর্ক দূরে থাক, বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন না করে- দিনের শুরুতে চলুন মিলিয়ে নেয়া যাক- কেমন যাবে আজকের দিনটি?

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য।

আজ ২০ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ, সোমবার। আজকের দিনটি ​মীন রাশির। মীন রাশিরা শৃঙ্খলা বজায় রাখবে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল):
অনেক রকম কাজে ব্যস্ততা বাড়তে পারে। চেষ্টা করেও সময়মতো প্রতিশ্রুতিপূরণ করা সম্ভব নাও হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):
নিজের চিন্তায় ও কাজে অহংবোধের প্রভাব পড়তে পারে। ক্ষমতাবান মানুষের দিকে তাকিয়ে কথা বলতেও অসুবিধা হতে পারে এজন্য।

​মিথুন রাশি (২১ মে-২০ জুন):
সামাজিক যোগাযোগ আরও বাড়ানো প্রয়োজন। যাঁরা সম্মান নষ্টের চেষ্টা করছে তাঁদের সঙ্গে লড়তে হবে। নিজের যত্নও নিতে হবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই):
যে কোনও কঠিন বা জটিল কাজের সমাধান সহজে হবে। নিজের ইচ্ছাশক্তির দ্বারা যে কোনও বাধা জয় করা যাবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):
জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। সততার সঙ্গে সব কাজ করা দরকার। কাজের যেকোনও খুঁটিনাটির দিকে লক্ষ্য রাখতে হবে।

​কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):
অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। কোনও বিতর্ক না জড়িয়ে খোলাখুলি নিজের মত প্রকাশ করা যেতে পারে।

​তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):
সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। সব কাজ ঠিকঠাক হবে। যে কোনও দিকেই সাফল্য মিলবে। ঝুঁকির প্রবণতা সামলে চলতে হবে।

​বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর):
অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১ ৷ কোনও প্রিয়বন্ধু বা ঘনিষ্ঠজনের কাছে মন খুলে কথা বলা যেতে পারে। রাগ হতাশা থেকে মুক্তি পেতে আলোচনা করা যেতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):
একটু সাহস দেখানো যেতেই পারে যে কোনও কাজে। বিনিয়োগ করার ভাল সময়, কারণ ভাগ্য সুপ্রসন্ন থাকবে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):
নিজের নীতি আদর্শের বিষয়গুলি আরও একবার মূল্যয়ন করে দেখতে হবে। অতীতের সিদ্ধান্তের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
প্রতিদ্বন্দ্বীদের থেকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের যত্ন প্রয়োজন।

​মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
কাছের কোনও মানুষকে খুশি করা সম্ভব হবে। এতে সৌভাগ্যের পথ খুলে যেতে পারে। এসময় কাউকে টাকা ধার দেওয়া যাবে না।


আরও খবর

বিশ্ব যক্ষ্মা দিবস আজ

শুক্রবার ২৪ মার্চ ২০২৩




টেকনাফ-সেন্টমার্টিনে ব্যাপক ক্ষয়ক্ষতি মোখার তাণ্ডবে

প্রকাশিত:রবিবার ১৪ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে সেন্টমার্টিন ও টেকনাফের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া দুই এলাকায় বেশ কয়েকজনের আহত হওয়ার কথা জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী মো. কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান। 

আজ রোববার বিকেল ৩টার দিকে প্রচণ্ড গতির বাতাস নিয়ে কক্সবাজার ও মিয়ানমার উপকূল আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা।

খোঁজ নিয়ে দেখা গেছে, বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিন, টেকনাফ সদর, পৌর এলাকা, সাবরাং, ডেইলপাড়া, জাদিমুড়া এলাকায় প্রচুর গাছপালা ভেঙে পড়ে আছে। উড়ে গেছে ঘরের চালা। বিভিন্ন এলাকায় স্থানীয় লোকজনকে সড়কে পড়ে থাকা গাছ সরাতে দেখা গেছে। ঘূর্ণিঝড়ে দ্বীপের মাঝরপাড়া, কোনারপাড়া, গলাচিপা, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, উত্তরপাড়ার অন্তত ৩৪০টি ঘরবাড়ি ভেঙে গেছে। কয়েক শ গাছপালা ভেঙে পড়েছে। সামুদ্রিক জলোচ্ছ্বাসে উত্তরপাড়া, পশ্চিমপাড়া ও পূর্বদিকের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে। তিনটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৩৭টির বেশি হোটেল রিসোর্ট ও কটেজে অবস্থান করছেন স্থানীয় প্রায় ৬ হাজার মানুষ। বেশির ভাগই নারী ও শিশু।

টেকনাফের ইউএনও মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘ঝড়ের কারণে টেকনাফ ও সেন্টমার্টিনে ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যাচ্ছে। কিছু এলাকায় গাছ ও ঘরবাড়ি ভেঙে গেছে। দুই এলাকায় বেশ কয়েকজনের আহত হওয়ার সংবাদ পেয়েছি।’

সেন্টমার্টিনের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিনের অনেক ঘরবাড়ি উড়ে নিয়ে গেছে। কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি।

বিকেল ৪টায় আবহাওয়া অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, সেন্টমার্টিনে দুপুর ১টার দিকে ১০০ কিলোমিটার বেগে, ২টার দিকে ১২১ কিলোমিটার বেগে, ২টা ২০ মিনিটের দিকে ১৫১ কিলোমিটার বেগে এবং ২টা ৩০ মিনিটে ১৪৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে।

এদিকে বেলা ১টা থেকেই ঘূর্ণিঝড় মোখার প্রভাব বাড়তে শুরু করে টেকনাফের উপকূলীয় অঞ্চলগুলোতে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে পুরা টেকনাফ উপজেলায়।

আবহাওয়া অধিদপ্তরের মতে, ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ যদি ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার হয়, তাকে ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। গতিবেগ যদি ৮৯ থেকে ১১৭ কিলোমিটার হয়, তখন তাকে তীব্র ঘূর্ণিঝড় বা ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ বলা হয়। আর বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৮ থেকে ২১৯ কিলোমিটার হয়, তখন সেটিকে হ্যারিকেন গতিসম্পন্ন ঘূর্ণিঝড় বা ‘ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ বলা হয়। গতিবেগ ২২০ কিলোমিটার বা তার বেশি হলে তাকে ‘সুপার সাইক্লোন’ বলা হয়।


আরও খবর



কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

আজাদ হোসেন:কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২ এর বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে লিটন, সাবিনা ও নাসরিনদের নাম।এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৯জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে।

থাকবে অর্থ পুরস্কারও। আজ (১৮ মে) বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি সনৎ বাবলা।

এবারের অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রীড়াবীদ বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২২-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার লিটন দাস, ফুটবলার সাবিনা খাতুন ও আর্চার নাসরিন আক্তার। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২২-এর সংক্ষিপ্ত তালিকায় লিটন দাস, সাবিনা খাতুনের সঙ্গে আছেন স্প্রিন্টার ইমরানুর রহমান।

এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে।  এর মধ্যেই শুরু হয়ে গেছে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের ভোটিং। ২৬ মে ২০২৩ পর্যন্ত বিএসপিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে কেউ ভোট দিতে পারবেন।
উল্লেখ্য বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় এবার আগামী ২৮ মে ২০২৩, রোববার বেলা সাড়ে ৩টায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় আসর ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২’। 

আজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির কো-চেয়ারম্যান মাহবুব সরকার ও সদস্য সচিব সামীউর রহমান। উল্লেখ্য, এই নিয়ে অষ্টমবারের মতো দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে। মনোনীতদের ট্রফি, সার্টিফিকেটের পাশাপাশি প্রথমবারের মতো অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান।

মনোনীতদের তালিকা-

১.    বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২২ (মনোনীত)

    লিটন দাস (ক্রিকেট)
    সাবিনা খাতুন (ফুটবল)
    নাসরিন আক্তার (আর্চারি)

২.     পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২২ (মনোনীত)

    লিটন দাস (ক্রিকেট)
    সাবিনা খাতুন (ফুটবল)
    ইমরানুর রহমান (অ্যাথলেটিক্স)

৩.    বর্ষসেরা ক্রিকেটার ২০২২ (পুরুষ)

    লিটন দাস

৪.    বর্ষসেরা ক্রিকেটার ২০২২ (নারী)
    নিগার সুলতানা জ্যোতি

৫.    বর্ষসেরা ফুটবলার ২০২২ (পুরুষ)
    রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল)

৬.    বর্ষসেরা ফুটবলার ২০২২ (নারী)
    সাবিনা খাতুন

৭.    বর্ষসেরা আরচার ২০২২
    নাসরিন আক্তার

৮.    বর্ষসেরা হকি খেলোয়াড়
    আশরাফুল ইসলাম

৯.    বর্ষসেরা অ্যাথলেট
    ইমরানুর রহমান

১০.    বর্ষসেরা কোচ ২০২২
    গোলাম রব্বানী (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল)

১১.    উদীয়মান ক্রীড়াবিদ ২০২২
    নাফিজ ইকবাল  (টেবিল টেনিস)
    সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন)

১২.    তৃণমূলের সংগঠক ২০২২
    আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ)

১৩.    সেরা দলগত সাফল্য
    সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল
    ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল

১৪.    বিশেষ সম্মাননা ২০২২
    সুমিতা রানী (হার্ডলার)

১৫.     সেরা সংস্থা
    বাংলাদেশ কাবাডি ফেডারেশন


আরও খবর



হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাটকে ব্যক্তিগত এবং সুরক্ষিত রাখতে নতুন চ্যাট লক চালু করছে। নতুন বৈশিষ্টটি ব্যবহারকারীদের ‘গোপন চ্যাট’কে সুরক্ষার একটি অতিরিক্ত স্তরে আড়াল করে রাখবে।

এই ‘লকড চ্যাট’-এর সঙ্গে সম্পর্কিত যেকোনো নতুন বিজ্ঞপ্তি লুকানো থাকবে এবং ব্যবহারকারীদের তাদের ডিভাইসের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক তথ্য (যেমন, ফিঙ্গারপ্রিন্ট চাট বা ফেসিয়াল রিকগনিশন) ভেরিফাই করতে হবে।

একটি ব্লগ পোস্টের মাধ্যমে নতুন বৈশিষ্টটি চালু করার সময়, হোয়াটসঅ্যাপ বলেছে, ‘আমরা মনে করি এই বৈশিষ্টটি সেই সমস্ত ইউজারদের জন্য দুর্দান্ত হবে যাদের পরিবারের সদস্যদের সঙ্গে মাঝে মধ্যেই তাদের ফোনটি শেয়ার করতে হয়। এই বৈশিষ্টের সাহায্যে আপনি ফোন শেয়ার করলেও আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট গোপনই থাকবে।

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি নতুন বৈশিষ্ট্য ঘোষণা করে এবং এটি কীভাবে কাজ করবে তা দেখানোর জন্য একটি ভিডিও প্রকাশ করেছে। হোয়াটসঅ্যাপ আগামী কয়েক মাসে চ্যাট লকের আরও বিকল্প যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে আপনার ডিভাইসে চ্যাট লক করার ক্ষমতা এবং আপনার লক করা চ্যাটের জন্য একটি পাসওয়ার্ড তৈরি করার ক্ষমতা অন্তর্ভুক্ত থাকবে যা আপনার ফোনের পাসওয়ার্ড থেকে আলাদা হবে৷ নতুন চ্যাট লক বৈশিষ্টটি iOS এবং Android উভয় ক্ষেত্রেই পাওয়া যাবে।


আরও খবর

সেই টাইটানিক, যা আগে দেখেনি কেউ

বৃহস্পতিবার ১৮ মে ২০২৩




বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা

প্রকাশিত:শনিবার ১৩ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৬ মে ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: বায়ুদূষণ ঢাকার নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবেই দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আসছে না। বায়ুদূষণের কারণে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে আছে রাজধানী ঢাকা।

আজ শনিবার সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৬ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হয়ে পড়েছে। বায়ুর মান বিচারে এ পরিস্থিতি খুবই ‘অস্বাস্থ্যকর’। গতকালও এ সময় ১৯৪ স্কোর নিয়ে বায়ুদূষণের দিক থেকে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়।

একইসময়ে ১৭৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু স্কোর ১৭২। চতুর্থ স্থানে ১৭১ স্কোর নিয়ে চীনের সাংহাই এবং ১৫৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কাজাখস্তানের আস্তানা।

এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৩০ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে চীনের উহান। ১২৯ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে ঘানার আকরা। ১২৮ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১১৬ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১১৪ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে ভারতের মুম্বাই।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

তথ্যমতে, বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি।


আরও খবর



পিএসজিতে নিষিদ্ধ মেসি?

প্রকাশিত:বুধবার ০৩ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: কোচ ক্রিস্তোফ গালতিয়েরের অনুমতি ছাড়াই গত সোমবার অনুশীলন না করে সৌদি আরব যাওয়ায় বড় ধরনের শাস্তি পেলেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা লিওনেল মেসি। দুই সপ্তাহের জন্য তাকে বরখাস্ত করেছে ক্লাবটি।

এই সময়ে দলের সঙ্গে কোনো অনুশীলন অথবা প্রধান দলের হয়ে খেলতে পারবেন না মেসি। পাবেন না দুই সপ্তাহের বেতনও। খবর জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম ইএসপিএনের।

পিএসজি কোচ গালতিয়ের বলেছিলেন, তার দল যদি লরিয়েন্টের বিপক্ষে জেতে তাহলে সোমবার ও মঙ্গলবার খেলোয়াড়দের ছুটি দেওয়া হবে। কিন্তু রোববারের সেই খেলায় ৩-১ গোলে হেরে যায় পিএসজি।

লিওনেল মেসি আগেই কোচের কাছে সৌদি আরবে শুভেচ্ছাদূত হিসেবে যাবেন, এজন্য ছুটি চেয়েছিলেন। কোচ ও দলের স্পোর্টিং ডিরেক্টর তখন বলেছিলেন, দল জয় অথবা ড্র পেলে তাকে যেতে দেওয়া হবে। তাই দল হারায় ছুটিও পাননি বেশি। পরে অবশ্য আর ছুটির জন্য তাদের কাছে যাননি আর্জেন্টাইন তারকা। তাদের দুজনকে ডিঙিয়ে ক্লাবের বোর্ড থেকে অনুমতি নিয়ে আসেন মেসি।

সৌদি আরবের পর্যটন খাতের শুভেচ্ছাদূত মেসি। সেটির প্রচারেই মেসির সৌদি আরব যাত্রা। সেখানে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি পোস্ট করেন, ‘কে ভেবেছিল সৌদি আরব এত সবুজ? আমি যখনই পারি এর অবিশ্বাস্য বিস্ময়গুলো খুঁজতে পছন্দ করি।


আরও খবর