Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

রাজধানীতে সমাবেশের অনুমতি পেল জামায়াত

প্রকাশিত:শনিবার ১০ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দীর্ঘ ১০ বছরের বেশি সময় পর রাজধানীতে সমাবেশ করার অনুমতি পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দ্রব্যমূল্যের উর্ধগতিরোধ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার এই সমাবেশ করবে দলটি।

গতকাল শুক্রবার দিবাগত রাতে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার অনুমতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে। তবে এখনো লিখিত কোনো অনুমতি পত্র দেওয়া হয়নি।

জামাতের প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, ‘আমাদেরকে মৌখিকভাবে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ করার জন্য, তারা বলেছে আগামীকাল সকালে লিখিতভাবে অনুমতি দিবে।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ বলেন, এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সর্বশেষ সমাবেশ করেছিল। তারপর সরকার তাদের সভা-সমাবেশ করার অনুমতি দেয়নি। যদিও তারা অনুমতি ছাড়াই রাজধানীতে বিভিন্ন সময় কর্মসূচি তারা করেছেন।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের পরিচালক আশরাফুল আলম ইমন জানান, ‘শনিবার দুপুর ২টায় রমানা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এর আগে গতকাল শুক্রবার রাজধানীতে জামায়াত সমাবেশের অনুমতি পেলে নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘জামায়াতকে অনুমতি দেওয়ার ক্ষেত্রে পুলিশেরও কিছু প্রস্তুতির বিষয় রয়েছে। তাই সিদ্ধান্তের আলোকে ব্যবস্থা নিতে আমরাও প্রস্তুতি নিচ্ছি।

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য চেয়েছি জামায়াত শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে কিনা। আমরা তথ্য পেয়েছি। যদি তাদের সমাবেশের অনুমতি দিই তাহলে সেটা কীভাবে দিতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু ঠিক থাকবে সে বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে।


আরও খবর



সিরাজগঞ্জে মূল্য তালিকা ও টেস্ট ফি দৃশ্যমান না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image

রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও টেস্ট ফি দৃশ্যমান না থাকায় ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৭ সেপ্টেম্বর) বিকালে বনবাড়িয়া বাজার, কাশিয়াহাটা বাজার ও কড্ডার মোড় এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কাজ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ। এ সময় কাশিয়াহাটা বাজার এলাকায় খালেক সবজি ভাণ্ডারকে আলু, ডিম পিঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার, সুমাইয়া ষ্টোরকে আলু, ডিম, পিঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে কড্ডার মোড় এলাকায় ইস্কয়ার হাসপাতালে ডেঙ্গু টেস্টের ফি দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমারা করা হয়। এছাড়াও মূল্য তালিকা আছে কিনা, ক্রয়- বিক্রয় ভাউচার সংরক্ষণ করছেন কিনা ইত্যাদি তদারকি করা হয়েছে এবং সরকার নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ, ডিম বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়েছে এবং মাইকিং করে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। পুলিশ লাইন সিরাজগঞ্জ ও সদর থানার সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।


আরও খবর



ধর্ষণের পর হত্যার যশোর রেললাইনে লাশ ফেলে যায় আঁখির সৎ বাবা

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৫৬জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান : যশোরের বারীনগরে আফিল ফিলিং স্টেশনের পেছনের রেললাইন থেকে উদ্ধার হওয়া যুবতীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে যায় তার সৎ বাবা। মেয়েটির নাম আঁখি। নিহত আখির বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার দড়িয়াপাড়া গ্রামে। ডিবি পুলিশের জালে তার সৎ পিতা মিন্টু আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে লাশ উদ্ধার হয়।

ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, এ ঘটনার সাথে জড়িত সৎ বাবাকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, সোমবার সকালে যশোর সদর উপজেলার বারীনগর বাজারের আফিল ফিলিং স্টেশনের পেছনের রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ শনাক্তের পর ঘাতক সৎ বাবা মিন্টুকে পুলিশ আটক করেছে।


আরও খবর



ফুলবাড়ীতে সামাজিক ফান্ডের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক ফান্ডের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে সামাজিক ফান্ডের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার, চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল আলম, ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী বাবুল। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুজাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস আকন্দ, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু অবিনাশ চন্দ্র রায়।

সামাজিক ফান্ড ফুলবাড়ীর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়ী মোঃ রুবেল হোসেন, এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের সাইক্রেটিস বিভাগের চিকিৎসক ডা. মোঃ নাজমুল হোসেন শাহ্ধসঢ়;, সামাজিক ফান্ড ফুলবাড়ীর অন্যতম সদস্য মোঃ সাদরুল ইসলাম শিমুল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ শামীমা সুমি। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে একজনকে হুইল চেয়ার প্রদান করেন, শিক্ষা খাতে একজনকে ও চিকিৎসা খাতে একজনকে নগদ অর্থ প্রদান করেন। উল্লেখ্য যে, এসএসসি ব্যাচ ২০০৩ এর শিক্ষার্থীবৃন্দর অক্লান্ত প্রচেষ্টায় সামাজিক ফান্ড ফুলবাড়ী ২০২১ সালে স্থাপিত হওয়ার পর থেকে ১৪ জন সদস্য নিয়ে পদযাত্রা শুরু হয়। যা বর্তমানে সংগঠনে এখন ৫৩ জন সদস্য। তারা সকলে এই সংগঠনে নিজের অর্থায়নে সাধারণ অসহায় মানুষদের পাশে থেকে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও এই সংগঠন সমাজে বিশেষ অবদান রাখবে বলে আশা ব্যক্ত করেছেন সামাজিক ফান্ড ফুলবাড়ীর সকল সদস্যবৃন্দ।


আরও খবর



রৌমারীর কৃষকরা ডিজিটাল যন্ত্রের সাহায্যে রোপন করছেন রোপা আমন

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৮জন দেখেছেন

Image

মাজহারুল ইসলাম,রেীমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ ডিজিটাল যন্ত্রের সাহায্যে রোপা আমন চাষ করছেন কুড়িগ্রামের রৌমারীর কৃষির উপর নির্ভরশীল কৃষকরা। অপরদিকে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাঠে রয়েছে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা,এবং সঙ্গে রয়েছে উপসহকারী কর্তারাও। রাইচ ট্রান্সপ্লান্টার এই ডিজিটাল যন্ত্রের দ্বারা রোপা আমন রোপনে প্রতি বিঘায় খরচ কমে অর্ধেকে নেমেছে বলে জানিয়েছে চাষিরা। রাইস ট্রা¯œপ্লান্টার দ্বারা শুধু রোপা আমনই চাষ করা যায় তা কিন্ত নয় আপনি বোরো রোপনেও এই ডিজিটাল যন্ত্রটি ব্যবহার করে স্বালম্বী হতে পারেন। এমনটি জানিয়েছেন রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধরী। তিনি রৌমারী উপজেলায় কর্মস্থলে জয়েন্ট করার পর থেকেই পাল্টে গেছে কৃষি অফিসের সকল কার্যকলাপ। এই কর্মকর্তা সকাল থেকে সারাক্ষণ মাঠে গিয়ে নিজেই কৃষকদের সঙ্গে কথা বলে কৃষকের সমস্যা সমাধানে ব্যসন্ত সময় পার করছেন তিনি। শুধু তাই নয় সকল বিষয়েই তিনি নীতিতে অটল ভূমিকা পালন করার ফলে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি উজ্জ¦ল হচ্ছে। বাংলাদেশ সরকারের যে মিশন ৪১ সালের মধ্যেই এই দেশটিকে দারিদ্র্যমুক্ত উন্নত দেশের সারিতে অবস্থান করবে এই দেশ। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার কৃষকদের নানাভাবে সহযোগিতা করে যাওয়ার ফলে দেশ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। কৃষক রোকুজ্জামান, আবেদ আলী, জহুরুল ইসলামসহ আরও অনেকেই বলেন রাইস ট্রা¯œপ্লান্টার দ্বারা ধান রোপনে খরচ অর্ধেকে কমে যায়। এসময় কৃষি কর্মকর্তার সঙ্গে ছিলেন উপসহকারী কর্মকর্তা সুমন মিয়া আফছার আলী আঙ্গুর। এবিষয় রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধরীর সঙ্গে কথা হলে তিনি রৌমারী উপজেলার কৃষকদের ব্যাপারে বলেন চলতি মৌসুমে ৮হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষমাত্র ছিলো, কিন্ত তা ছাড়িয়ে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে রোপা আমনের চাষ হবে এমনটি ধারনা করা হচ্ছে। তিনি আরও বলেন রৌমারী উপজেলায় কৃষির উপর নির্ভরশীল কৃষকের সংখ্যা প্রায় মানুষ গুলোই এদের সবসময়ই সহযোগিতা করা হচ্ছে যাতে কৃষকদের কোন সমস্যা না হয় সেদিকে সুনজর দেওয়া হচ্ছে।


আরও খবর

সৈয়দপুরে আগাম শীতকালীন সবজি চাষের ধুম

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩




আমার তো স্বামী চাই

প্রকাশিত:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ৪৭ বছর বয়সী এ অভিনেত্রী এখনো অবিবাহিত। কিন্তু কেন তিনি বিয়ে করেননি তা সবারই অজানা।তবে কয়েক মাস আগেই সুস্মিতা সেনের প্রেম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ঝড় উঠেছিল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বর্তমানে বিয়ে করতে চাইছেন এই অভিনেত্রী। কিন্তু তার মেয়েরা চাচ্ছে না সাবেক এই মিস ইউনিভার্স বিয়ে করুক। এবার প্রকাশ্যে আনলেন মেয়েদের নামে এমন গুরুতর অভিযোগ!

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই নায়িকা। সুস্মিতা বলেন, ‘ওদের জীবনে যেহেতু কোনোদিন বাবা ছিল না, তাই ওদের বাবার প্রয়োজনীয়তা নেই। আমি যদি এখন ওদের বলি, যে বিয়ে করতে চাই তাহলে ওরা চোখ বড় বড় করে জিজ্ঞেস করে যে কেন? কী দরকার? আমাদের বাবা চাই না। কিন্তু আমার তো স্বামী চাই। তাতে ওদের কিচ্ছু যায় আসে না। ওদের কাছে আমার বাবাই সব। নানা আছে, তার মানে একজন বাবার মতো ফিগার রয়েছে তাদের কাছে।

তবে মেয়েদের নিয়ে যতই আদুরে অভিযোগ থাকুক, ওদের ঘিরেই ভালো আছেন লাস্যময়ী এই অভিনেত্রী। এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ২৪ বছর বয়সে জীবনের সবথেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মা হওয়ার পরে সবকিছুই কেমন বদলে গেছে তার জীবনে। ২৪ বছর বয়সে প্রথম সন্তান রেনেকে দত্তক নেন তিনি। এরপর ২০১০ সালে দ্বিতীয় সন্তান আলিশাকে তার জীবনে নিয়ে আসেন।

অসুস্থতা পেরিয়ে বর্তমানে কাজে মনোযোগ দিয়েছেন সুস্মিতা সেন। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘তালি’। এতে ভারতীয় সমাজকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমাতে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন অঙ্কুর ভাটিয়া, ঐশ্বরিয়া নরকার, হেমাঙ্গী কবি, সুব্রত জোশী, কৃত্তিকা দেও, নীতীশ রাঠোর, মীনাক্ষী চুগ, শান কক্কর প্রমুখ। এটি পরিচালনা করেছেন রবি যাদব।


আরও খবর

জিনাত বরকতুল্লাহ আর নেই

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23