Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১৬৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (৭ জুন) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৮২৮ পিস ইয়াবা, ১৩ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ৮০ দশমিক পাঁচ গ্রাম হেরোইন ও ২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আরও খবর



ভিন্নমাত্রা সাহিত্য সংসদ এর পিরোজপুর জেলা আহবায়ক কমিটি ঘোষণা

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৮জন দেখেছেন

Image

খন্দকার আমিনুর রহমানঃ "সৃজনশীলতায় ভিন্নতা" এই স্লোগানকে ধারণ করে ভিন্নমাত্রা সাহিত্য সংসদ এর পিরোজপুর জেলা আহবায়ক কমিটি ঘোষণা করেন সংগঠন এর কেন্দ্রীয় সভাপতি - বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ভিন্নমাত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ। বিশিষ্ট গুণী লেখক ডাক্তার কবি এস দাশ এর সভাপতিত্বে ও বিশিষ্ট কবি ও সংগঠক মোহাম্মদ শামসুদ্দিন এর সঞ্চালনায় আজ ৮ সেপ্টেম্বর পিরোজপুর উপজেলা পরিষদ চত্বরে কবি ও সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়।

উপস্থিত প্রায় সকলে ছড়া, কবিতা আবৃত্তি ও গল্প পাঠ করেন। সাহিত্যের নানাদিক নিয়ে আলোচনা করেন অতিথিগণ।

প্রধান অতিথি কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ডা. কবি এস দাশকে আহবায়ক ও কবি মোহাম্মদ শামসুদ্দিনকে সদস্য সচিব করে পিরোজপুর জেলা আহবায়ক কমিটি ঘোষণা করেন। আগামী ৩ মাসের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে দিক নির্দেশনা দিয়ে এবং আপ্যায়ন ও সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্ত করা হয়।

এতে উপস্থিত ছিলেন যথাক্রমে -- কবি মো. মাসুম খান, কবি এ কে এম মোস্তফা, কবি বিকাশ চন্দ্র হালদার, কবি মো. আবুল হোসেন, কবি উজ্জ্বল কুমার গুহ, কবি মানিক লাল পাল, কবি অনির্বাণ চক্রবর্তী,  কবি সালেহা পারভীন হীরা, কবি কামরুল হাসান,  কবি দিলীপ কুমার মিস্ত্রী, কবি মো. দেলোয়ার হোসেন আলম, কবি ফোরকান, ডা. কবি এস দাশ, কবি মোহাম্মদ শামসুদ্দিন ও কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।


আরও খবর



রাজধানীতে অর্থ আত্মসাৎ প্রতারনার অভিযোগে দুজনের নামে মামলা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃ- রাজধানীতে অর্থ আত্মসাৎ প্রতারনার অভিযোগে দুজনের নামে মামলা করেছেন রূপকথা কন্সট্রাকশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তফা নওশাদ জাকী।মামলার আসামীরা হলেন, রূপকথা কন্সট্রাকশন লিঃ এর পরিচালক এস এম শামীম ইকবাল ও কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক মিসেস হাসিনা ইকবাল।

জানা যায়, ডঃ মোস্তফা নওশাদ জাকী ব্যবসায়িক শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর একজন মেম্বার। এছাড়া বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী সহ দেশে ও বিদেশে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং ময়মনসিংহ আয়ুর্বেদ মেডিক্যাল কলেজের দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্বে আছেন। তিনি একজন উচ্চশিক্ষিত ও বাংলাদেশ আয়ুর্বেদ ঔষধ শিল্পের নীতি নির্ধারণ পর্যায়ের নেতৃত্বে আছেন। তার স্ত্রী ডাঃ ফারহানা ফেরদৌসী দোলন গুলশানে  ডেন্টাল স্টুডিও নামে স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে ডেন্টিস্ট হিসাবে প্রায় ২০ বৎসর যাবৎ চিকিৎসা পেশায় নিয়োজিত। মোস্তফা নওশাদের এক বন্ধুর মাধ্যমে অভিযুক্ত শামীম ইকবালের সাথে রূপকথা কন্সট্রাকশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তফা নওশাদ জাকী'র পরিচয় হয়। আসামিরা খুব ধৃত হওয়ায় তাদের সাথে খুব দ্রুত বন্ধুত্বর সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিন তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক চলতে থাকে।

ডাঃ নওশাদ জানান, আসামীরা অর্থ আত্মসাৎ এর উদ্দেশ্যে আমার সঙ্গে ব্যবসায়ী পার্টনার হওয়ার আগ্রহ প্রকাশ করে। পরে শামীম ইকবাল রূপকথা কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালকের দায়িত্ব গ্রহন করেন । কিছুদিন পরে শামীম ইকবাল ব্যাক্তিগত প্রয়োজনে মোস্তফা নওশাদের কাছে ১ কোটি টাকা লোন চায়। মোস্তফা ব্যবসায়ী বন্ধু হওয়ায় সরলতার বিশ্বাসে প্রথমে ৭৫ লক্ষ ও পরে আরো ১০ লক্ষ টাকা লোন দেয়। মোস্তফা টাকা ফেরৎ চাইলে শামীম ইকবাল একাধিক বার টাকা ফেরৎ দেওয়ার প্রতিশ্রুতি করলেও টাকা ফেরত দেয় না। এতে মোস্তফার সাথে ইকবালের সম্পর্কের অবনতি হয়। পরে টাকা ফেরত দিতে চাপ প্রয়োগ করলে ওই দম্পতি মোস্তফা নওশাদের নামে বিভিন্ন গনমাধ্যমে  মিথ্যা তথ্য প্রচার করেন। সেই সাথে রূপকথা কন্সট্রাকশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তফা নওশাদ জাকী'র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে ডাঃ মোস্তফা উচ্চ আদালত থেকে আগাম  জামিনে আছেন। ।

ডাঃ মোস্তফা নওশাদ জাকী বলেন, এস এম শামীমকে আমি রূপকথা কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক করি। কিন্তু সে ও মিসেস হাসিনা ইকবাল আমার বন্ধুত্বের সরলতা সুযোগ নিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে। পাওনা টাকা চাইতে গেলে শামীম একাধিকবার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টালবাহানা করেন। এক পর্যায়ে টাকা ফেরত না দিয়ে সে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে। সেই সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার নামে কুৎসা রটনা  ও অপপ্রচার চালায়। 

পরে ডাঃ মোস্তফা নওশাদ জাকী বাদী হয়ে এস এম শামীম ও মিসেস হাসিনা ইকবালকে আসামী করে আদালতে দুটি মামলা দায়ের করেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



আত্রাইয়ে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image

নওগাঁ:নওগাঁর আত্রাইয়ে সাবিনা বিবি (৩২) ও আফরোজা খাতুন (৯) নামে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে থানা পুলিশ মা মেয়ের লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার জামগ্রাম বাঁধপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে  ।নিহত সাবিনা ওই গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী এবং আফরোজা আরিফুলের মেয়ে ও স্থানীয় জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী । এঘটনায় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

সাবিনা বিবির ভাবী ফিরোজা বিবি সাংবাদিকদের জানান,গত বুধবার ছাগলে গাছ খাওয়ার তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশি আবুল হোসেনের স্ত্রী রেখা বিবির সাথে ঝগড়ার এক পর্যায়ে সাবিনাকে বেদম মারপিট করেন। পরে স্থানীয়রা সাবিনাকে আহত অবস্থায় আত্রাই হাসপাতালে ভর্তি করে দেয়। এঘটনা সমাধান করতে সাবিনাকে হাসপাতাল থেকে শুক্রবার বিকেলে বাড়িতে নিয়ে আসেন। রাতে স্থানীয় মেম্বার রুহুল আমিনের নেতৃত্বে এক সালিশ বৈঠক বসে। বৈঠকে ঘটনাটি হাত ধরে ক্ষমার মাধ্যমে সমাধান করা হয়। এর পর শনিবার সকালে সাবিনা ভাত রান্না করে পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া শেষে আরিফুল ভ্যান নিয়ে বের হয়ে চলে যায়।সকাল সাড়ে ৮টার দিকে আরিফুল বাড়িতে এসে দেখে এক রশিতে মা-মেয়ে ঘরের তীরের সাথে ঝুলছিল। খবর পেয়ে দুপুরে থানা পুলিশ এসে মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের পাঠায়। ফিরোজা দাবি করে বলেন,প্রতিবেশি রেখারাই সাবিনা ও তার মেয়েকে হত্যা করেছে।

প্রতিবেশি রেখা বলেন,সাবিনার সাথে আমাদের যে দ্বন্দ্ব হয়েছিল তা রাতে বসে মিমাংশা হয়েছে। সাবিনার মৃত্যুর ব্যাপারে আমাদের কিছু জানা নেই। তারা আমাদের উপর অন্যায়ভাবে দোষ চাপাচ্ছে।

স্থানীয় মেম্বার রুহুল আমিন জানান, প্রতিবেশির সাথে মারপিটের ঘটনাটি আমরা স্থানীয়ভাবে সমাধান করে দিয়েছি। কিন্তু সকাল ৯টায় জানতে পারি সাবিনা এবং তার মেয়ে মারা গেছে। তবে তারা আত্মহত্যা করেছে নাকি কেউ তাদের হত্যা করেছে এটা আমরা বলতে পারছিনা।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন,মা-মেয়ের মৃত্যুর খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে তারা আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনা জানতে সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।

এঘটনায় নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস্) আহসানুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আরও খবর



তালা-কলারোয়া-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফিরোজ আহম্মেদ স্বপন

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image

কলারোয়া প্রতিনিধি:আসন্ন সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১০৫,(তালা-কলারোয়া-১) আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।আওয়ামীলীগের ত্যাগী এই নেতা উপজেলা পরিষদ নির্বাচনে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নৌকার মনোনয়ন নিয়ে ভোট করেছিলেন। তাই তিনি উন্নয়ন এর জয়ধ্বনী বজায় রাখতে প্রধানমন্ত্রীর কাছে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন উপহার চান এবং সেই সাথে তিনি তালা-কলারোয়া-১ আসনের সকলের সহায়তা কামনা করেন। ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, তালা-কলারোয়ায় আরো কিছু উন্নয়নমূলক কাজ দরকার, তাই সমস্ত উন্নয়নমূলক কাজে সকলকে তার পাশে থাকার আহবান জানান। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতিতে গ্রাম হবে শহর, স্বপ্নপূরণে কাজ করতে চান ত্যাগী এই নেতা। এ লক্ষ্যে তিনি তালা-কলারোয়া-১ আসনের বিভিন্ন হাট-বাজার ও গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন ও বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন। এছাড়া শেখ হাসিনার স্বপ্ন গ্রামকে শহরে পরিণত করতে আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে একজন নিরলস প্রার্থী হিসাবে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছেন। তিনি মানবিকতার দৃষ্টিকে প্রসারিত করে, সবার হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় তালা-কলারোয়াকে মডেল উপজেলা গঠন করার স্বপ্ন বাস্তবায়ন করতে চান। সংসদ সদস্য পদ প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন জানান, মাদক আর সামাজিক অবক্ষয় রোধ সহ সকল, বৈষম্য, দুর্নীতি, নির্মূল করে অবহেলিত অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী পুরুষ ও নারীর সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রæতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। এছাড়া সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ গ্রামকে শহরে পরিণত করে জনগণের প্রকৃত সেবক হতে বাংলাদেশের মমতাময়ী মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দোয়া ও সহযোগীতা কামনা করছি।


আরও খবর



সাকিব কবে মাঠে ফিরবেন, জানা গেল

প্রকাশিত:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:আফগানিস্তানের বিপক্ষে আগামী ৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে মূল আসর শুরু হওয়ার আগে ধাক্কা খায় টাইগাররা। হালকা ইনজুরিতে পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল শুক্রবার আসামের গুয়াহাটিতে শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ছিলেন না সাকিব। অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ।

প্রথমদিনের অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। পরে পা ফুলে যায় বাংলাদেশ অধিনায়কের। তাই সাকিবকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। যদিও এরপর গুঞ্জন উঠেছিল আফগানদের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হবে। তবে এবার স্বস্তির খবর দিয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

একটি অনলাইন সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিব অবশ্যই খেলবে। তার ইনজুরি মোটেও গুরুতর কিছু না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘সাকিবের কিছুটা অস্বস্তি ছিল। এ কারণে সতর্কতা হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। যদিও শুনছি সাকিবের ইনজুরি নিয়ে দেশে তোলপাড়। আসলে তেমন গুরুতর কোনো ইনজুরি না এটা। আমি বলছি, সাকিব ৭ অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে।

এদিকে শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে নাজমুল হোসেন শান্ত এবং মোস্তাফিজুর রহমান কেন খেলেননি তা নিয়ে সুজন বলেন, ‘এ দু’জনকে বিশ্রাম দেওয়া হয়েছিলো। তবে প্রয়োজন হলে শান্ত ব্যাট করতে নামতো। প্রয়োজন হয়নি, তাই তার ব্যাট করতেও নামা হয়নি। এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছিলো মোস্তাফিজকে।’


আরও খবর