খন্দকার আমিনুর রহমানঃ "সৃজনশীলতায় ভিন্নতা" এই স্লোগানকে ধারণ করে ভিন্নমাত্রা সাহিত্য সংসদ এর পিরোজপুর জেলা আহবায়ক কমিটি ঘোষণা করেন সংগঠন এর কেন্দ্রীয় সভাপতি - বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ভিন্নমাত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ। বিশিষ্ট গুণী লেখক ডাক্তার কবি এস দাশ এর সভাপতিত্বে ও বিশিষ্ট কবি ও সংগঠক মোহাম্মদ শামসুদ্দিন এর সঞ্চালনায় আজ ৮ সেপ্টেম্বর পিরোজপুর উপজেলা পরিষদ চত্বরে কবি ও সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়।
উপস্থিত প্রায় সকলে ছড়া, কবিতা আবৃত্তি ও গল্প পাঠ করেন। সাহিত্যের নানাদিক নিয়ে আলোচনা করেন অতিথিগণ।
প্রধান অতিথি কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ডা. কবি এস দাশকে আহবায়ক ও কবি মোহাম্মদ শামসুদ্দিনকে সদস্য সচিব করে পিরোজপুর জেলা আহবায়ক কমিটি ঘোষণা করেন। আগামী ৩ মাসের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে দিক নির্দেশনা দিয়ে এবং আপ্যায়ন ও সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্ত করা হয়।
এতে উপস্থিত ছিলেন যথাক্রমে -- কবি মো. মাসুম খান, কবি এ কে এম মোস্তফা, কবি বিকাশ চন্দ্র হালদার, কবি মো. আবুল হোসেন, কবি উজ্জ্বল কুমার গুহ, কবি মানিক লাল পাল, কবি অনির্বাণ চক্রবর্তী, কবি সালেহা পারভীন হীরা, কবি কামরুল হাসান, কবি দিলীপ কুমার মিস্ত্রী, কবি মো. দেলোয়ার হোসেন আলম, কবি ফোরকান, ডা. কবি এস দাশ, কবি মোহাম্মদ শামসুদ্দিন ও কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।