Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

রাজধানীতে ৩ থানায় নতুন ওসি

প্রকাশিত:শুক্রবার ২৬ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী, শাহজাহানপুর ও খিলগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

অফিস আদেশে বলা হয়, গোয়েন্দা-মিরপুর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহা. মাহফুজুর রহমান মিয়াকে পল্লবী থানার ওসি, খিলগাঁও থানার ওসি মো. ফারুকুল আলমকে শাহজাহানপুর থানার ওসি এবং শাহজাহানপুর থানার ওসি মনির হোসেন মোল্লাকে খিলগাঁও থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে পল্লবী থানার ওসি মো. পারভেজ ইসলামকে গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।


আরও খবর



কুড়িগ্রামের রৌমারী স্বামীর নির্যাতনে স্ত্রীর আত্মহত্যায় সন্দেহে লাশ মর্গে

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৪০জন দেখেছেন

Image

মাজহারুল ইসলাম,রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ স্বামীর নির্যাতনে স্ত্রীর বিষ পানে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের কলাবাড়ী গ্রামে। এলাকা সুত্রে জানা গেছে মৃত্যু আমেনা খাতুনের মা কয়েকদিন আমেই মৃত্যুবরণ করেছেন। মায়ের মৃত্যুর খবরে মেয়ে আমেনা মাকে শেষ দেখাটা দেখতে যাবে। এসম আমেনার পাষন্ড স্বামী সোনা মিয়া তার স্ত্রীকে যেতে দেবেন না মায়ের লাশ দেখতে। এমন বাধার মুখে স্ত্রী পাষন্ড স্বামীর কাছে। এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছিল প্রায় ২০ দিন ধরেই। এমতাবস্থায় স্ত্রীর উপর স্বামীর নির্যাতন ধারাবাহিকভাবে চলতে থাকায় অবশেষে আত্মহত্যার পথ বেচে নিয়েছে আমেনা খাতুন। বৃহুস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে স্বামী স্ত্রীর উপর নির্যাতন চালালে সইতে না পেড়ে বিষ পান করেছে বলে সুত্রে জানা গেছে। বিষ খাওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী জীবিত অবস্থায় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্র এনে ভর্তি করেন। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে চিকিৎসা দেয়ার চেষ্টোকালেই কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু ঘোষনা করেন। মায়ের মৃত্যুর খবরে মেয়ে আমেনা মাকে দেখতে না দেওয়ায় এমন ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসীর দাবি। পাষন্ড স্বামীর অমানবিক কর্মকান্ডের নির্যাতন সইতে না পেড়েই বিষ পান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানা গেছে। বিষ পানের ঘটনাটি ঘটেছে সকাল ১০ টার দিকে আমেনার স্বামীর বাড়িতে। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় পাঠানো হচ্ছে। এবিষয় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্রের আবাসিক ডাঃ দুলাল জানান কলাবাড়ী গ্রামের সোনা মিয়ার স্ত্রী আমেনা খাতুনকে হাসপাতালে আনার কয়েক মিনিট বেচে ছিলো আমরা চিকিৎসা দেয়ার সময়ই পাইনি তার আগেই মারা যায়। পরে খবর পেয়ে রৌমারী থানা পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়। এবিষয় রৌমারী থানার তদন্ত ইনর্চাজ মোসাহেদ খান বলেন আমরা লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করছি।


আরও খবর



বাংলাদেশ সিরিজ হারল নিউজিল্যান্ডের কাছে

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

ক্রীড়া প্রতিবেদক:বিশ্বকাপের আগে বলা যায় প্রস্তুতির অংশ হিসেবেই ধরা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের সিরিজটা। তবে দলের একাধিক নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রেখে লিটন দাসের নেতৃত্বে খেলতে নামে নামে টাইগাররা।

তবে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হারে ৮৬ রানের ব্যবধানে। তৃতীয় ম্যাচের আগে বিশ্রাম নেন অধিনায়ক লিটন দাস ও তামিম ইকবাল। 

আজ তৃতীয় ও শেষ ম্যাচের একাদশেও আসে বেশ কিছু পরিবর্তন। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে একাদশে ফেরানো হয় মুশফিকুর রহিম, জাকির হাসান ও শরিফুল ইসলামকে। বলা যায় আগের দুই ম্যাচের তুলনায় বেশ শক্তিশালী একাদশ। তাতেও হেরেছে ৭ উইকেটের ব্যবধানে।

মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৭১ রান তুলে বাংলাদেশ।

ব্যাট করতে নেমে ব্যর্থ হন অভিষিক্ত জাকির হাসান, ১ রান করে সাজঘরে ফিরেন দ্বিতীয় ওভারে অ্যাডাম মিলনের করা তৃতীয় বলে বোল্ড হয়ে। 

জাকিরের পর তানজিদ হাসান তামিমকে ৫ রানে ফেরান ট্রেন্ট বোল্ট। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে লোড়াই করেন নাজমুল হোসেন শান্ত। তবে থিতু হতে পারেননি হৃদয়। মাত্র ১৮ রান করে ফার্গুসনের বলে ক্যাচ দেন উইল ইয়াংয়ের বলে। 

শেষ ম্যাচের দলে ডাক পাওয়া মুশফিকুর রহিম এই ম্যাচ খেলতে নামলেও বড় করতে পারেননি ইনিংস। মাত্র ১৮ রান করে সাজঘরে ফেরেন লকি ফার্গুসনের বলে বোল্ড হয়ে।

এরপর বাকি ব্যাটাররা একের পর এক ব্যর্থ হয়ে ফিরলেও ব্যাট হাতে একা লড়েছেন নেতৃত্ব পাওয়া শান্ত। একপাশ আগলে রেখে খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস। 

এছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে। শেখ মেহেদী করেন ১৩ রান।

নিউজিল্যান্ডের পক্ষে ৪ উইকেট নেন অ্যাডাম মিলনে। ২টি করে উইকেট নেন বোল্ট ও ম্যাককইনি। ১টি করে উইকেট নেন লকি ফার্গুসন ও রাচিন রবীন্দ্র।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ংয়ের জুটি যোগ করে ৪৯ রান। ফিন অ্যালেনের উইকেট নিয়ে জুটি ভাঙেন শরিফুল ইসলাম। এরপর ৭০ রান করা ইয়ংকে বোল্ড করে ফেরান নাসুম আহমেদ। 

দলীয় ১৩০ রানে দুই ওপেনারকে হারানোর পর অভিষিক্ত ডেন ফক্সক্রফটকে ০ রানে ফেরান শরিফুল। এরপর আর উইকেট দিতে হয়নি নিউজিল্যান্ডকে। অপরাজিত ব্যাটার হ্যানরি নিকলসের ৫০ (৮৬) ও টম ব্লান্ডেল ২৩ রানে ভর করে ৩৪.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত্য করে।


আরও খবর



মিরাজ-শান্তর জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১২৮জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। এদিন ওপেনিংয়ে নাঈম শেখের সঙ্গে ব্যাট করতে নামেন মেহেদী হাসান মিরাজ। নাঈমের ব্যাটে শুরুটা দুর্দান্ত হলেও ২৮ (৩২) রানের বেশি বড় করতে পারেননি ইনিংস। তিন নম্বরে ব্যাট করতে নেমে এদিন তাওহীদ হৃদয়ও হতাশ করেন রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে।

ওপেনিংয়ে ব্যাট করতে নেমে মেহেদী মিরাজ খেলেন বেশ দেখে শুনে। হৃদয়ের বিদায়ের পর নামেন শান্ত। এরপর শান্ত-মিরাজ জুটি আভাস দিচ্ছে দারুণ কিছুর। শুরুতে ধীর ব্যাটিং করলেও সময়ের সঙ্গে মিরাজ রানে ফিরেছেন দ্রুতই। 

৬৫ বলে ফিফটি করতে মিরাজ হাঁকান ৪টি চার ও ১টি ছক্কা। শান্তও হাঁটছেন অর্ধশতকের পথে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরাজ-শান্তর জুটি থেকে এসেছে ১০৮ বলে ৮৮ রান। মিরাজ অপরাজিত আছেন ৬৫ (৮৪) আর শান্ত ৪৪ (৫৫) রানে। বাংলাদেশ সংগ্রহ করেছে ২৯ ওভারে ২ উইকেটে ১৫৬ রান।

এর আগে ওপেনিং জুটিতে মিরাজ-নাঈম জুটি ভাঙ্গে ৬০ বলে ৬০ রান যোগ করে। নাঈমকে বোল্ড করে জুটি ভাঙেন মুজিব উর রহমান। তাওহীদ হৃদয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন গুলবাদিন নাঈবের বলে।


আরও খবর



‘শেখ হাসিনা আজ বিশ্ব নেতায় পরিণত হয়েছেন’

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:শেখ হাসিনা আজ বিশ্ব নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। তিনি বলেন, নিজের পরিবারের সবাইকে হারিয়েও প্রধানমন্ত্রী এদেশের মানুষের জন্য চিন্তা করে বিদেশ থেকে ফিরে এসেছেন। গত ৪২ বছর ধরে সংগ্রামী নেতায় পরিণত হয়েছেন তিনি।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সেলিম মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ রাষ্ট্রকে টেকসই এবং স্থায়ী করার জন্য যা যা দরকার, তা তিনি করেছিলেন। আজ তারই কন্যা শেখ হাসিনা পিতার নেতৃত্বের হাল ধরেছেন। দেশকে উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতায় পরিণত হয়েছেন।

তিনি বলেন, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশের জাতীয় স্বার্থের জন্য কাজ করেছেন। এ দেশের জনগণের মঙ্গল একমাত্র আওয়ামী লীগই চায়। এখন সাধারণ মানুষ অপপ্রচার, মিথ্যাচারকে বিশ্বাস করে না।


আরও খবর



প্রধানমন্ত্রী‌কে জন্ম‌দি‌নের শু‌ভেচ্ছা জানা‌লেন নরেন্দ্র মো‌দি

প্রকাশিত:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৭জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্প‌তিবার (২৮ সেপ্টেম্বর) সরকারপ্রধান‌কে এক বার্তায় জন্ম‌দি‌নের শু‌ভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী।

ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুকে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্প‌তিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তি‌নি বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা ক‌রে‌ছেন। 

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।   

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান।


আরও খবর