Logo
আজঃ শুক্রবার ০৯ জুন ২০২৩
শিরোনাম

রাজধানীকে জলমগ্নতা রক্ষায় পূর্ণ প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে : ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ১৪৬জন দেখেছেন

Image

শফিক আহমেদ চৌধুরী:

ঢাকাবাসীকে জলমগ্নতার দুর্দশা হতে রক্ষা করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পূর্ণ প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 


আজ বুধবার (২২ মার্চ) দুপুরে নগরীর যাত্রাবাড়ীস্থ ধলপুর আউটফল এলাকায় কেন্দ্রীয় যানবাহন বিরামাগার (মটর গ্যারেজ) এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানান।


ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "আমরা নর্দমাগুলো পরিষ্কার করছি। ঢাকা ওয়াসার কাছ থেকে খাল ও নর্দমাগুলো পাওয়ার পর হতে আমরা সূচি অনুযায়ী বছরের প্রথম থেকেই এগুলো পরিষ্কার আরম্ভ করি। যাতে করে জলাবাদ্ধতা না হয়। আপনারা দেখেছেন, এরই মাঝে বৃষ্টি হয়েছে কয়েক পসলা। তাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোথাও কোনও জলমগ্নতা হয়নি। এজন্য আমাদের যে প্রস্তুতিমূলক কার্যক্রম সেগুলো আমরা করে চলেছি। যাতে করে আগামী বর্ষা মৌসুমে আমরা পূর্ণভাবে প্রস্তুত থাকতে পারি। আমাদের লক্ষ্য, ঢাকা শহরে অতিবৃষ্টি হলেও আমরা ১৫ মিনিটের মধ্যেই জলমগ্নতা বা জলবদ্ধতা নিরসন করতে পারি, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি।"


কেন্দ্রীয় মোটর গ্যারেজ বিরামাগার সম্পর্কে অবগত করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "এই জায়গাটায় ১৫ একর জমি দীর্ঘদিন ধরে বহিরাগতরা দখল করে রেখেছিল। আমরা সেটা পূর্ণভাবে দখলমুক্ত করেছি। এর মধ্যে পাঁচ একর জমিতে আমাদের যারা কর্মচারী তাদেরকে এবং তেলেগু সম্প্রদায়ের ১২৬টি পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। বাকি ১০ একর সাত শতাংশ জমিতে আমাদের সকল যান-যন্ত্রপাতি, গাড়ি রাখার জন্য একটি আধুনিক বিরামাগার স্থাপনের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এটা একটি প্রকল্পের মাধ্যমে করা হবে। এখানে সর্বমোট ৩৩৩ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে।"


এই প্রকল্প বাস্তবায়নের ফলে দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি ও যান-যন্ত্রপাতি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "এর মাধ্যমে টাকা দক্ষিণ সিটি করপোরেশনের সকল গাড়ি, যান-যন্ত্রপাতি রাখতে আর কোনও অসুবিধা হবে না। মেরামত, ধোয়ামোছার জন্য আধুনিক সকল সুযোগ সুবিধা এখানে থাকবে। এখন আমাদেরকে অনেক গাড়িই বাইরে রাখতে হচ্ছে, রাস্তার উপর রাখতে হচ্ছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখতে হচ্ছে। (কেন্দ্রীয় মোটর গ্যারেজ নির্মাণ সম্পন্ন হলে) এটা আর হবে না। এককভাবে একটি কেন্দ্রীয় বিরামাগারে গাড়ি রাখার সংস্থান হবে এবং এর মাধ্যমে শৃঙ্খলা ফিরে আসবে।"


এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "এখানে যে তেলেগু সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে যদিও ১২৬টি পরিবার আমাদের কর্মচারী না। তারপরও মানবিক দিক বিবেচনা করে আমরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। এছাড়াও আমাদের প্রায় ৮০০ মতো কর্মচারী আছে, তাদেরকেও আমরা এই পাঁচ একরে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। আপনারা দেখবেন, এখানে অনেকগুলো ভবন করা হয়েছে। পরিচ্ছন্নকর্মীদের জন্য এখানে আধুনিক আবাসন ব্যবস্থা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান ও নির্দেশনার প্রেক্ষিতে ৫ একর জমিতে নতুন আবাসিক ভবন হবে। সেখানে আমাদের পরিচ্ছন্নকর্মীদের বরাদ্দ দিব।" 


এরপরে ঢাদসিক মেয়র ধলপুর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র সংলগ্ন সড়কের নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন এবং রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও শহিদ শামসুন্নেসা আরজু মণি স্মৃতি ট্রাস্ট কর্তৃক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 


এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৫ আসেনর সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, কাউন্সিলদের মধ্যে ৪৮ নম্বর ওয়ার্ডের মো আবুল কালাম অনু, ৪৯ নম্বর ওয়ার্ডের বাদল সরদার ও সংরক্ষিত আসনের লাভলী চৌধুরী, করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিছুর রহমান, অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জয় প্রমুখ উপস্থিত ছিলেন।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



ইমরান খানের গ্রেপ্তারে অগ্নিগর্ভ খাইবার পাখতুনখোয়া, নিহত ৪

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিক--ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে রাস্তায় নেমেছে তার কর্মী সমর্থকরা পাকিস্তানজুড়েই পুলিশের সঙ্গে পিটিআই কর্মীদের তুমুল সংঘর্ষের খবর আসছে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া অগ্নিগর্ভ হয়ে উঠেছে

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, বিক্ষোভে অন্তত চারজন নিহত হয়েছে। পেশাওয়ারের লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) বরাত দিয়ে সংবাদমাধ্যমটি তথ্য জানিয়েছে

এলআরএইচের মুখপাত্র মুহাম্মদ আসিম এক বিবৃতিতে বলেন, মরদেহের শরীরে গুলির আঘাত পাওয়া গেছে। সংঘাতে আরও ২৫ জন আহত হয়েছে বলে জানান তিনি। এলআরএইচের জরুরি বিভাগ উচ্চ সতর্কতায় আছে

প্রদেশটির পরিস্থিতি সামাল দিতে সেখানে সেনা নামানো হচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে, বিক্ষোভকারীদের দমনে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) আজ বুধবার বলেছে, ‘আমরা কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেব না।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশের বৃহত্তর স্বার্থে সেনাবাহিনী ধৈর্য সংযম দেখিয়েছে এবং চরম সহনশীলতা প্রদর্শন করেছে। এমনকি সুনামকেও পাত্তা দেয়নি সেনাবাহিনী। সেনাবাহিনীসহ যেকোন আইনশৃঙ্খলার বাহিনীর  ওপর এবং সামরিক সরকারি স্থাপনা সম্পত্তির ওপর আর কোনো ধরনের হামলা হলে ভয়াবহভাবে প্রতিশোধ নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। পরে জানানো হয়, দুর্নীতির অভিযোগ তাকে গ্রেপ্তার করেছে এনএবি

আজ বুধবার ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বিকেলে আল-কাদির ট্রাস্ট মামলায় রিমান্ড আদেশ দেন দেশটির ইসলামাবাদ হাইকোর্ট 


আরও খবর



কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন সুজন নামে আরও একজন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। শফিকুলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের চাকলায়।

শফিকুলের সহকর্মী সাগর বলেন, সকালে শফিকুল সাদ্দাম মার্কেটের পাশের একটি পাঁচ তলা নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় সাটারিং খুলছিলেন। তখন একটি রড ভবনের পাশে বৈদুতিক তারের সঙ্গে লেগে শফিকুল ও সুজন বিদুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে শফিকুলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানায় জানানো হয়েছে।


আরও খবর



মেসির আগমনের ঘোষণায় টিকিটের দাম বাড়ল ১০৩৪ শতাংশ!

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ২২জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:যুক্তরাষ্ট্রের ফুটবলে তোলপাড় শুরু হয়ে গেছে! এর একটিই কারণ, মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের আগমনে টিকিটের দামও ১ হাজার শতাংশের বেশি বেড়ে গেছে!

অনলাইন মার্কেটপ্লেস ‘টিকপিক’ জানাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত বাজারে সেই টিকিটের দাম ছিল ২৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩১৩৩ টাকা। বুধবার মেসির এক ঘোষণায় টিকিটের দাম হয়েছে ৩২৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩৫,৫৪৪ টাকা। ম্যাচের টিকিটের দাম বেড়েছে ১০৩৪ শতাংশ! এর দাম আরও বাড়তে পারে বলে জানানো হয়।

মেসির আগামী ২১ জুলাই নতুন ক্লাবের হয়ে অভিষেক হতে পারে। ইন্টার মায়ামি সেদিনই লিগ কাপের প্রথম ম্যাচ খেলবে।

রয়টার্সকে টিকপিক-এর ব্র্যান্ড ম্যানেজার কাইল জর্ন বলেন, ‘ইন্টার মায়ামির হয়ে মেসির ম্যাচে মেজর লিগ সকারের ইতিহাসে সবচেয়ে বেশি দামে টিকিট বিক্রি হতে পারে।

তিনি আরও বলেন, ‘মেসি এই ক্লাবে যোগ দিতে যাচ্ছেন, এই কথাটি শোনার পর তাৎক্ষণিকভাবেই ইন্টার মায়ামির টিকিটের দাম তরতর করে বাড়তে দেখি আমরা। তর্কযুক্তভাবে বিশ্বের সেরা ফুটবলার তিনি। ইন্টার মায়ামির হয়ে তিনি যতবার সফরে খেলতে যাবেন, ততবারই টিকিট বিক্রির রেকর্ড দেখতে পারব আমরা।


আরও খবর



পলাশবাড়ীতে ২য় বারের মত শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন ভুঞা

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা সংবাদদাতা:গাইবান্ধার পলাশবাড়ীতে ২য় বারের মত শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম ভুঞা।জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে সম্মানিত বিচারকমণ্ডলীর রায়ে তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন।জাহাঙ্গীর হোসেন ভূঞা ১৯৬৯ সালের ১ জুন গাজিপুর জেলার কাপাসিয়া উপজেলার চরখামের গ্রামে জম্ন গ্রহণ করেন।তার পিতা,মৃত ডা: ইমাম উদ্দিন ভূঞা ও মাতা মোছাঃ লূৎফা বেগম। চার বোন ও চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।

চাকুরী জনিত কারণে বর্তমানে তিনি পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করছেন।তিনি ১৯৯৮ সালে প্রভাষক পদে পলাশবাড়ী পৌর এলাকার ঐতিহ্যবাহী পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজে যোগদান করেন।  বর্তমানে সহকারী অধ্যাপক (পরিসংখ্যান)পদে কর্মরত আছেন। পারিবারিক জীবনে তিনি স্ত্রী,এক মেয়ে ও এক ছেলের জনক।ব্যাক্তিগত জীবনে তিনি নম্র, ভদ্র, বিনয়ী, সদাহাস্যজ্বল একজন মানুষএই কৃতিত্ব অর্জনের জন্য তিনি অত্র কলেজের অধ্যক্ষ, শিক্ষক, ছাত্র ছাত্রী অভিভাবক,গনমাধ্যমকর্মী শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে দোয়া ও আশির্বাদ চেয়েছেন।

আরও খবর

এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩




দেশে যারাই অন্যায় করে, তাদেরই গ্রেপ্তার করা হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৫৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:দেশে যারাই অন্যায় করে তাদের বিরুদ্ধে মামলা করার পর গ্রেপ্তারও করা হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাগো হিন্দু পরিষদ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  

বিএনপির আন্দোলন বন্ধে সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছে দলটি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘যেকোনো অবস্থায় আমরা শান্তি–শৃঙ্খলা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। যারা অন্যায় করেন, যারা গাড়ি ভাঙচুর করেন, তাদের বিরুদ্ধে মামলা হয়। তারাই গ্রেপ্তার হন।

আগামী ৫ জুন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটক থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। এ বিক্ষোভ কর্মসূচি পালনে সহযোগিতা চাইতে গত সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে যান জামায়াতের চার নেতা। ডিএমপি কার্যালয়ের ফটক থেকে তাদের আটক করা হয়। কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়। জামায়াতের ৫ জুনের কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছে কি না, জাননতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘জামায়াতের ৫ তারিখের কর্মসূচি বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, বিষয়টি দেখছি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল। জাগো হিন্দু পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সুব্রত পাল।


আরও খবর