Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে ‘টয়লেট পেপার’ বলল রাশিয়া

প্রকাশিত:শনিবার ১৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৮৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ‘আইনত মূল্যহীন’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

শুক্রবার পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

মারিয়া জাখারোভা বলেন, ‘রাশিয়া রোম সংবিধির আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো সদস্য নয় এবং এর নির্দেশ মানার জন্য বাধ্য নয়। রাশিয়া এ আদালতকে কোনো সহযোগিতা করে না। আন্তর্জাতিক আদালত থেকে আসা গ্রেপ্তারি পরোয়ানা আইনগতভাবে আমাদের কাছে ‘টয়লেট পেপার’-এর মতো মূল্যহীন।

এর আগে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

শুক্রবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসি এক বিবৃতিতে বলেছে, জোরপূর্বক ইউক্রনের নাগরিকদের (শিশুদের) নিয়ে যাওয়া এবং রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের অঞ্চলগুলো থেকে জোরপূর্বক নাগরিকদের (শিশুদের) রাশিয়ার নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে। উপরেল্লিখিত অপরাধের সঙ্গে পুতিনের সংশ্লিষ্টতা থাকার বিষয়টি বিশ্বাস করার পর্যাপ্ত কারণ রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের বিরুদ্ধে বেশ কয়েকটি বিষয়ে যুদ্ধাপরাদের অভিযোগ তুলেছে আইসিসি। এর মধ্যে রয়েছে বেআইনিভাবে ইউক্রেন থেকে শিশুদের রাশিয়ায় নির্বাসন। একই অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া আলেক্সেভনা লোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার পর থেকেই দেশটিতে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগ ওঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে মস্কো।

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্টিন আইসিসির প্রশংসা করে বলেছেন, ‘বিশ্ব একটি সংকেত পেয়েছে— রাশিয়া হলো একটি অপরাধী দেশ ও এর নেতারা এবং তাদের সহায়তাকারীদের তাদের সংঘটিত অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে। এটি ইউক্রেন এবং আন্তর্জাতিক আইনের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।’


আরও খবর



ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

প্রকাশিত:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৪১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ১৩ জন মারা গেছেন। চলতি বছর এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৯৩ জন মারা গেলেন।

শনিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮০১ জনে পৌঁছেছে।

দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে মোট ৬ হাজার ৬৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়। এটি একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ছিল। এর আগেও গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।


আরও খবর



ভোলায় পুলিশি বাঁধায় পন্ড ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও কর্মসূচি

প্রকাশিত:মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ১০২জন দেখেছেন

Image
ভোলা বিশেষ প্রতিনিধি:ভোলায় ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায় দক্ষিনাঞ্চলীয় নাগরিক আন্দোলন কমিটির কর্মসূচি। ২৮ বছর ধরে দক্ষিণাঞ্চলকে গ্যাস বঞ্চিত রেখে অন্যত্র গ্যাস সরবরাহ করার উদ্দেশ্যে ইন্ট্রাকোর সাথে করা অপচুক্তি বাতিল এবং ভোলার গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে ভোলাসহ দক্ষিণাঞ্চলের শিল্প কারখানায় ও আবাসিক খাতে, গ্যাস সংযোগের দাবীতে দির্ঘদিন আন্দোলন করে আসছে এ কমিটি। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ইন্ট্রাকো কোম্পানির অফিস ঘেরাও কর্মসূচি উপলক্ষে ভোলা বাংলা স্কুল মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।দক্ষিণাঞ্চলের গ্যাস রক্ষা নাগরিক আন্দোলন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ভোলার প্রবীণ সাংবাদিক, মুক্তিযুদ্ধা, সাপ্তাহিক দ্বীপবাণী পত্রিকার সম্পাদক এম এ তাহের, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোবাশ্বের উল্লাহ চৌধুরী, সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, বরিশাল মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি বিজয় রায়, বরিশাল মহানগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুজন আহাম্মেদ, ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিন, ছাত্র ইউনিয়ন ভোলা সম্পাদক আরিফ, বাসদ সমন্বয়ক পটুয়াখালি, ব-দ্বীপ ছাত্র কল্যাণ সংসদের আহবায়ক ইয়ামিন হাওলাদার, বাসদ গোপালগঞ্জের মোশারেফ হোসেন ঢালী, ওবায়দুল হক মহাবিদ্যালয়ের কামরুল আহসান হিরণ, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন বাসদ ফরিদপুরের সজল বারই, জহিরুল আলম স্বপন।


এ সময় বক্তারা বলেন, ভোলাসহ দক্ষিনাঞ্চলকে গ্যাস বঞ্চিত রেখে অন্যত্র গ্যাস সরবরাহের উদ্দেশ্যে ইন্ট্রাকো কোম্পানির সাথে করা অপচুক্তি দ্রুত বাতিল করতে হবে।অবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে ভোলাসহ দক্ষিণাঞ্চলের শিল্পাঞ্চলগুলোতে ও আবাসিক খাতে ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করার দাবী জানান তারা। পরে সমাবেশ শেষে ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও কর্মসূচিতে যাওয়ার সময় পুলিশ বাঁধা দেয়, এতে পুলিশের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে ঘেরাও কর্মসূচি পন্ড হয়ে গেলে ঘেরাওকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন।


আরও খবর



রামগড় পার্বত্য চট্টগ্রামের প্রথম স্থলবন্দর উদ্বোধন করলেন.প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:দীর্ঘ প্রতীক্ষার পর দেশের ১৫তম ও পার্বত্য চট্টগ্রামের প্রথম স্থলবন্দর হিসেবে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালের দিকে গণভবন থেকে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাহাড়ের প্রথম স্থলবন্দর উদ্বোধন করেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এসময় খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত নারী আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী,  খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান,খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব)নাজমুন আরা সুলতানা,খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,  খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শানে আলম,রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদ্বীপ কারবারি,   সহ সরকারি পদস্থ কর্মকর্তা,  জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,  গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৬ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রামগড়ের মহামুনী এলাকায় ফেনী নদীর ওপর ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ২০২১ সালের ৯ মার্চ ১৩৩ কোটি টাকা ব্যয়ে ৪১২ মিটার দৈর্ঘ্য এবং ১৪. ৮০ মিটার প্রস্থ সেতুটির উদ্বোধন করেন।

রামগড় স্থলবন্দরটি পুরোপুরি চালু হলে চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ১১২ কিলোমিটার দূরত্বের এই স্থলবন্দর ব্যবহার করে মাত্র তিন ঘণ্টায় চট্টগ্রাম বন্দর থেকে ট্রান্সশিপমেন্টের পণ্য যেতে পারবে ভারতে। দেশটির সেভেন সিস্টার্স খ্যাত উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যসহ মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হবে এই বন্দর দিয়েই। একইসঙ্গে রামগড় স্থলবন্দর ব্যবহার করে চট্টগ্রাম বন্দর হয়ে পণ্য পরিবহন করতে পারবেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ব্যাবসা-বানিজ্য, শিক্ষা, চিকিৎসাসহ পর্যটনে ব্যাপক পরিবর্তন ও উন্নতি হবে ।

ইতোমধ্যে রামগড় স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম চালুর লক্ষ্যে টার্মিনাল শেড, ব্যাংক, কাস্টমস, বিজিবি ও পুলিশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আরও খবর



নাসিরনগরে (বাসক) নামক এক মানবাধিকার সংস্থার সভাপতি সম্পাদক সহ চার জনের বিরোদ্ধে মামলা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৫৩জন দেখেছেন

Image

আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের  নুরপুরে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) নামক একটি মানবাধিকার  সংস্থার  সভাপতি সম্পাদকের বিরুদ্ধে খালি ষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। জানা গেছে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) এর সভাপতি নুরপুর গ্রামের মোঃআবুল কাশেম ও সম্পাদক মো: রফিক চিশতী,সদস্য কায়েশ রাজা ও বিলকিছ বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি দায়ের করেন একই গ্রামের মোঃ আছমত আলীর স্ত্রী রাবিয়া বেগম।মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে রাবিয়া বেগমের ছেলে রাসেল মিয়া বিলকিছের ছেলেকে এক বছর পূর্বে সৌদি আরব পাঠায়। সেখানে ওই ছেলে অশান্তিতে রয়েছে বলে বাংলাদেশ আইন সহায়তা  কার্যালয়ে নুরপুর এলাকায় অভিযোগ করেন বিলকিস বেগম।পরে এ নিয়ে  বাসক এর সভাপতি আবুল কাশেম, সম্পাদক মো: রফিক চিশতী, স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে রাবিয়া বেগম কে তাদের কার্যালয়ে ডেকে আনা হয়।

বিষয়টি সমাধানের চেষ্টা চলে।ওই দিন সমাধান হয়নি।পরবর্তী তারিখে রাবিয়া বেগম আসমত আলী, রুপালী বেগম, রিনা বেগম  বাসক কার্যালয়ে যায়। সেখানে বিষয় টি নিষ্পত্তি করার জন্য রফিক চিশতি,  রাবিয়া বেগম ও আসমত আলী কাছ থেক  ১০০ টাকার ৩টি ননজুডিশিয়া খালি  ষ্ট্যাম্পে স্বাক্ষর করতে বলেন। তারা স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করলে তাদের প্রাণে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক  স্বাক্ষর আদায় করে নেয়া হয়।এই ঘটনায় গত ১৫ নভেম্বর  ব্রাহ্মণবাড়িয়া আদালতে ফৌঃ কার্যবিধির ৯৮ ধারাএকটি মামলা দায়ের করেন যার নম্বর ১৫৯৬/২৩।

মাননীয় আদালত বিবাদীগণকে আদালতে তলব করেন সেই সাথে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বাসকের কার্যক্রমের বৈধতার বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীনি  বলেন আমি আদারতের মাধ্যমে এর সুষ্ঠ সমাধান চাই।বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)এর নাসিরনগর উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম বলেন আমরা উনাকে নোটিশ করেছি তবে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



সুন্দরগঞ্জে পাটবীজ উৎপাদনের চাষিপর্যায়ে মাঠদিবস অনুষ্টিত

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃবাংলাদেশ পাট ও বস্ত্র মন্ত্রানালয়ের অধিনস্ত পাট অধিদপ্তরের সুন্দরগঞ্জ উপজেলা পাট অফিস কতৃক আয়োজিত পাটবীজ উৎপাদন কারি কৃষকদের নিয়ে মাঠদিবস উৎযাপনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ধোপাডাঙ্গা ইন্দ্রিরার পাড় জামে মসজিদের সামনে পাটবীজ চাষি আদম আলীর সভাপতিত্বে  মাঠদিবস অনুষটানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন --গাইবান্ধা জেলা পাটউন্নয়ন অফিসার মাইদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মূখ্যপাট কর্মকর্তা,,মকবুল হোসেন পাটোয়ারি সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ+-সভাপতি ও পাট বীজ চাষি একেএম শামছুল হক,উপ সহকারি কৃর্ষি অফিসার আলী আজম,ফুলছড়ি উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাইদুল হক বীর,ও সুন্দরগঞ্জ উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা শরমিন আক্তার পাপ্পী প্রমুখ।মাঠ দিবস অনুষ্টানে ৫০শের অধিক চাষি উপস্হিত ছিলেন।আলোচনা পর্ব শেষে আদম আলীর নাভীপাট বীজ ক্ষেত পরিদর্শন করেন জেলা পাট উন্নয়ন অফিসার মাইদুল ইসলাম।, 


আরও খবর