Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

পটল চাষবাদ করে লাভবান সৈয়দপুরের কৃষক

প্রকাশিত:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৫০জন দেখেছেন

Image

জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:সৈয়দপুর উপজেলার উচু জমিতে পটলের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের আবাদকৃত পটল ফলনের ক্ষেত দেখে মন ভড়িয়ে যায়। আগাম জাতের এ সবজি চাষ বাদ কৃত ক্ষেত থেকে পটল তোলার মহৎসব চলছে। কৃষি অধিদপ্তরের পরামর্শ মতে চলতি মৌসুমে পর্যাপ্ত ফলন আর দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি আর ধরছে না।

সরেজমিন গিয়ে দেখা যায়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন ও বাংগালীপুর ইউনিয়ন এর লক্ষনপুর বালাপাড়া গ্রামের পটলের চাষাবাদের ক্ষেত দেখে মন জুড়ে যায়। আগাম চাষাবাদকৃত পটলের ক্ষেত থেকে কৃষকরা বাজারজাত করার জন্য পটল উত্তোলন করছেন উপজেলার বাংগালীপুর ইউনিয়ন এর কৃষক জহুরুল হক জানান,তিনি তার ক্ষেত থেকে প্রতিদিন প্রায় ১০ /১৫ মন পটল উত্তোলন করে বাজারজাত করছেন।আর বর্তমানে প্রতিমন পটল বিক্রি করছেন ১৪০০ টাকা মন দরে।তিনি বলেন, ১০/১২ দিন আগে এই পটল ২ হাজার টাকা মন দরে বিক্রি করেছেন।

দেড় বিঘা জমিতে পটল চাষবাস করে মোট কত খরচ হয়েছে জানতে চাইলে তিনি বলেন,পটল আবাদের শুরু থেকে আজ পর্যন্ত মোট ৬০/৬৫ হাজার টাকা খরচ হয়েছে। আর এযাবৎ তিনি ২/৩ মাসের ব্যবধানে প্রায় ৭ লাখ টাকার পটল বিক্রি করছেন। তিনি আরো বলেন সরকার যদি সুদ মুক্ত রিন দিতেন তাহলে সৈয়দপুরের কৃষকরা সবজি চাষ করে সৈয়দপুর সহ নীলফামারী জেলার চাহিদা মিটিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চলে রফতানি করতে পারতো। ওই এলাকার কৃষক রাসেদুল ও রবিউল বলেন, তারা মাত্র ৩৬ শতক জমিতে পটলের চাষাবাদ করে এযাবৎ  ৪ লাখ টাকার ও বেশি বিক্রি করেছেন। অপর এক কৃষক জয়নুল প্রামানিক বলেন,  জহুরুল হককে দেখে তিনি ও তার ২৪ শতক জমিতে পটলের চাষাবাদ করে এযাবৎ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন। কৃষি অধিদপ্তরের পরামর্শ মতে যদি কৃষকরা পটল সহ অন্যান্য সবজি চাষাবাদ করেন তাহলে অর্থনৈতিক ভাবে সব কৃষকই স্বাবলম্বী হবেন। 

এবিষয়ে জানতে চাইলে সৈয়দপুর উপজেলার কৃষি অধিদপ্তরের কর্মকর্তা ধীমান ভুষন রায় বলেন, যে জমিতে বালুর পরিমান বেশি ও উচু, সে জমিতে পটলের বাম্পার ফলন হবেই হবে। কৃষি অধিদপ্তরের পরামর্শে কৃষকরা আগাম  চাষাবাদ করলে সব কৃষকই তাদের জমিতে একদিকে  ভালো ফলন পাবেন অন্যদিকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবেন তাতে কোন সন্দেহ নেই বলে জানান তিনি। 

আরও খবর



স্মার্ট বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের ভুমিকা অপরিহার্য: ইকবালুর রহিম

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৬৫জন দেখেছেন

Image

রিয়াজুল ইসলাম,দিনাজপুর প্রতিনিধি:প্রকৌশলীরাই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধান সৈনিক উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, আগামী ২০৪১সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রকৌশলীদের ভুমিকা অপরিহার্য। জনগন, প্রশাসন ও প্রকৌশলী সমন্বয়ে এই বাংলাদেশ একদিন বিশ্বের যে কোন উন্নয়নকৃত দেশের চেয়েও কম থাকবে না। আর এই প্রত্যয় ও অঙ্গিকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৮ সাল থেকে অগ্রযাত্রা শুরু করেছেন।বিগত ১৪বছরে ঢাকার রাজধানীতে মেট্রোরেল,উড়াল সড়কসহ এমনকি সারাদেশে রাস্তা, ব্রীজ, কালভার্ট নেই যে উন্নয়নের ছোয়া লাগে নি। যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে যাওয়ায় মানুষের সময়ে লাঘব হয়েছে। ফলে আয় বেড়েছে মানুষের। আর এই যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত সম্পন্ন করার নায়কই হল প্রকৌশলীরা। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্কুল কলেজে বিল্ডিং নির্মানসহ নানাবিধ কার্যক্রম। তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে আরও বেশি কর্মদক্ষতায় উজ্জীবিত হওয়ার আহবান জানান প্রকৌশলীদের।

বুধবার“উন্নয়নের জন্য উদ্বাবন ও উদ্যোক্তা নীতি”প্রণয়ন ও বাস্তবায়নের আহবানে গণপ্রকৌশল দিবস-২০২৩ ও আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর শাখার আয়োজনে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গন হতে বর্নাঢ্য র‌্যালী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমি, আইডিইবি জেলা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান, সহ-সভাপতি মোঃ মিনারুল ইসলাম খান, আইডিইবির জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কয়লা খনির উপ-ব্যবস্থাপক মোঃ সাজিউল ইসলাম সাজু, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আরমান হোসেন প্রমুখ।

“উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালীতে অংশ নেয় উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ- বাকাছাপ (পলিটেকনিক ইনস্টিটিউট শাখা) সহ দিনাজপুরের বিভিন্ন বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এরপরে বুধবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে “এ্যাফেরেসিস মেশিন” ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন, কোভিড- ১৯ ইমার্জেন্সি রেসপন্স এন্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস” শীর্ষক প্রকল্পের আওতায় ২০ শয্যা বিশিষ্ট ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার সেন্টার (ও.এস.ই.সি) নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, ১০ শয্যা বিশিষ্ট পেডিয়াট্রিক আইসিইউ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

এর পর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপ-সচিব মোরারজী দেশাই বর্মন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরে আলম, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ এফ এম নুরুল্লাহ, উপাধ্যক্ষ আলহাজ্ব ডাঃ সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম নুরুজ্জামান, উপ- পরিচালক ডাঃ নবীউর রহমান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগী প্রধান সহকারী অধ্যাপক ডাঃ এবিএম কামরুল হাসান প্রমুখ।


আরও খবর



আ.লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করবে যেসব দল

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোটে অংশগ্রহণ করতে একমত হয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল।

শনিবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) জোটবদ্ধ নির্বাচন করতে কয়েকটি দল আবেদন করেছে।

দলগুলো হলো, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জেপি) ও ওয়ার্কাস পার্টি।

এর আগে বুধবার সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এবার সংসদ নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।


আরও খবর



হাতীবান্ধায় ওয়াশ ব্লক নির্মাণে অনিয়ম অধিদপ্তরের মাঠে ঠিকাদারের নির্মান সামগ্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৪১জন দেখেছেন

Image
লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায়- ১ কোটি ৭ হাজার ২শ' ২ টাকা ব্যয়ে ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ভাঙ্গতে শুরু করেছে পিলার, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মাঠে ঠিকাদারের নির্মান সামগ্রী।

জানাগেছে, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ঠিকাদারের সাথে যোগসাজসে নিম্নমানের কাজ করে এবং তড়িঘড়ি করে নির্মান কাজ শেষ করার চেস্টা করছে। কাজ করছেন মেসার্স নূর ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারের বাড়ি কুড়িগ্রাম ও ওই ঠিকাদারের নাম জানা নেই জনস্বাস্থ্য প্রকৌশলীর। হাতীবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশলীর কর্মচারী কদম আলীরও বাড়ি কুড়িগ্রামে। ওই কর্মচারীর যোগসাজসে ও প্রকৌশলী রাসেল মিয়ার সহযোগিতায় ঠিকাদার এ ধরনের নিম্নমানের কাজ করছেন। যার ফলে ঠিকাদার কোনদিনও আসেনি। লেবারও মিস্ত্রি তাদের মনমতো কাজ করছেন। ফলে ঘরে বসে নিম্নমানের কাজ করতে কোন চিন্তা ও ঝামেলায় পড়তে হয়না ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে। এতে করে কোন রকম নয়ছয় কাজ শেষ করে বিলের অর্থ উত্তোলন করার জোর তৎপরতা চালানো হচ্ছে বলেও জানা গেছে। ইত্যেমধ্যে উপজেলার খানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের কারণে নির্মাণ কাজ বন্ধ করেদেন প্রতিষ্ঠানের সভাপতি রমজান আলী। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মাঠে রাখা হয়েছে ঠিকাদারের নির্মান সামগ্রী। ফলে অফিসের বাউন্ডারি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। অপরদিকে নোংরা ও ময়লায় পরিবেশ হারিয়েছে দপ্তরটির উপজেলা কার্যালয়।

ভোলারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এমনেই তথ্য পাওয়া গেছে। ভোলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম বলেন, ওয়াশ ব্লকের কাজে ঠিকাদার কোনদিনও আসেনি, মিস্ত্রি ও লেবার তাদের মনমতো কাজ করছে। নির্মাণ কাজে নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করা, কখনো কখনো জনস্বাস্থ্য প্রকৌশলীর অনুপস্থিতে বেইজ ও ভাঙ্গাপিলার দিয়ে ও ছাদ ঢালাই করা হচ্ছে নকশা ফাঁকি দিয়ে। নির্মান কাজে ছাকুনি ব্যবহার না করে অপরিস্কার বালু ব্যবহার করে কাজ করার অভিযোগ রয়েছে। এছাড়াও কিউরিং করানো হয়নি বলে শিক্ষক ও স্থানীয়রা জানান। লেবার, মিস্ত্রী এমনকি জনস্বাস্থ্য প্রকৌশলীর নিকট ঠিকাদারের ব্যক্তিগত মোবাইল নম্বর চেয়ে না পাওয়ায় ওই ঠিকাদারের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বুধবার সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল জানান, ঠিকাদারের নামও জানেন না তিনি। তাঁর কথাবার্তা,  চাল চলনে মনে হলো, তিনি প্রকৌশলী নন, যেন, তিনিই ঠিকাদার। ওয়াশ ব্লকের নির্মান কাজের অনিয়মের বিষয় জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজাজ হারিয়ে ফেলে বলেন, সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবনা। এসব অনিয়মের বিষয়ে কতৃপক্ষের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী স্থানীয়দের।

আরও খবর



যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থী গুলিবিদ্ধ

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় ভার্মন্ট অঙ্গরাজ্যের বার্লিংটনে একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করেছে এক বন্দুকধারী। স্থানীয় সময় গত শনিবার (২৫ নশ্বের) ওই হামলার ঘটনা ঘটে। খবর-সিএনএন।

গুলিবিদ্ধ তিন শিক্ষার্থী হলেন- হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিন্নান আবদালহামিদ।

এদিকে ওই হামলাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন হামলার শিকার শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা।

বার্লিংটন পুলিশ জানিয়েছে, ইউনিভার্সিটি অব ভার্মন্ট ক্যাম্পাসের কাছে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়।হামলার ওই শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী কেফিয়েহ স্কার্ফ পরা ছিলেন এবং আরবি ভাষায় কথা বলছিলেন।

এদিকে ঘটনার পরপরই পুলিশ কর্মকর্তারা হামলার সম্ভাব্য উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত শুরু করেছেন। তাদের ধারণা, হামলাকারী পায়ে হেঁটেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বার্লিংটনের পুলিশ প্রধান জন মুরা জানিয়েছেন, হামলায় আহত দুই শিক্ষার্থীর অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তৃতীয় শিক্ষার্থীর আঘাত বেশ গুরুতর।

এদিকে ওই শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলাকে ঘৃণামূলক অপরাধ হিসাবে বিবেচনাসহ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য আমরা আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানাই। হামলাকারীকে বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা স্বস্তি পাবো না।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে হিংসাত্মক হামলা ও অনলাইনে হয়রানিসহ ইসলামভীতির মতো ঘটনাগুলো বৃদ্ধি পেয়েছে।


আরও খবর



নাসিরনগর মডেল মাদ্রাসার তিন ছাত্রের সাফল্য একজন স্বর্ণপদকে ভূষিত

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

আব্দুল হান্নানঃব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে গার্লস স্কুলে রোডে অবস্থিত মডেল মাদ্রাসার তিন ছাত্র প্রতিযোগিতায় সফলতা অর্জন করেছে।তারা প্রতিযোগিতায় অংশগ্রহন করে প্রথম,পঞ্চম ও সপ্তমস্থান অধিকার করেছেন।গতকাল ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে হোটেল লালসালুকে খেদমতে ইনসাফ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত  জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় নাসিরনগর মডেল হিফজ  মাদ্রাসার তিনজন ছাত্র অংশগ্রহণ করে।

তাদের মাঝে একজন প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।অন্যদুইজন পঞ্চম ও সপ্তম স্থান অধিকার করে সমগ্র বাংদেশে মাদ্রাসার  নাম সুনাম তুলে ধরেছেন।স্বর্ণপদক ও পুরুস্কার প্রাপ্ত হাফেজরা হলেন।হাফেজ মোঃ মুবিনুল ইসলাম পিতা আব্দুল লতিফ প্রথম স্থান ও স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন হাফেজ গোলাম রাব্বি পিতা আশিক মিয়া তৃতীয় ও ইমাদ উদ্দিন খান পিতা নিজাম উদ্দিন খাঁন সপ্তম স্থান অধিকার করেছেন।অভিনন্দন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্বারী  হাফেজ জাকারিয়া হক কে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর