রিয়াজুল ইসলাম,দিনাজপুর প্রতিনিধি:প্রকৌশলীরাই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধান সৈনিক উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, আগামী ২০৪১সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রকৌশলীদের ভুমিকা অপরিহার্য। জনগন, প্রশাসন ও প্রকৌশলী সমন্বয়ে এই বাংলাদেশ একদিন বিশ্বের যে কোন উন্নয়নকৃত দেশের চেয়েও কম থাকবে না। আর এই প্রত্যয় ও অঙ্গিকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৮ সাল থেকে অগ্রযাত্রা শুরু করেছেন।বিগত ১৪বছরে ঢাকার রাজধানীতে মেট্রোরেল,উড়াল সড়কসহ এমনকি সারাদেশে রাস্তা, ব্রীজ, কালভার্ট নেই যে উন্নয়নের ছোয়া লাগে নি। যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে যাওয়ায় মানুষের সময়ে লাঘব হয়েছে। ফলে আয় বেড়েছে মানুষের। আর এই যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত সম্পন্ন করার নায়কই হল প্রকৌশলীরা। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্কুল কলেজে বিল্ডিং নির্মানসহ নানাবিধ কার্যক্রম। তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে আরও বেশি কর্মদক্ষতায় উজ্জীবিত হওয়ার আহবান জানান প্রকৌশলীদের।
বুধবার“উন্নয়নের জন্য উদ্বাবন ও উদ্যোক্তা নীতি”প্রণয়ন ও বাস্তবায়নের আহবানে গণপ্রকৌশল দিবস-২০২৩ ও আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর শাখার আয়োজনে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গন হতে বর্নাঢ্য র্যালী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমি, আইডিইবি জেলা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান, সহ-সভাপতি মোঃ মিনারুল ইসলাম খান, আইডিইবির জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কয়লা খনির উপ-ব্যবস্থাপক মোঃ সাজিউল ইসলাম সাজু, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আরমান হোসেন প্রমুখ।
“উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালীতে অংশ নেয় উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ- বাকাছাপ (পলিটেকনিক ইনস্টিটিউট শাখা) সহ দিনাজপুরের বিভিন্ন বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এরপরে বুধবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে “এ্যাফেরেসিস মেশিন” ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন, কোভিড- ১৯ ইমার্জেন্সি রেসপন্স এন্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস” শীর্ষক প্রকল্পের আওতায় ২০ শয্যা বিশিষ্ট ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার সেন্টার (ও.এস.ই.সি) নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, ১০ শয্যা বিশিষ্ট পেডিয়াট্রিক আইসিইউ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
এর পর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপ-সচিব মোরারজী দেশাই বর্মন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরে আলম, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ এফ এম নুরুল্লাহ, উপাধ্যক্ষ আলহাজ্ব ডাঃ সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম নুরুজ্জামান, উপ- পরিচালক ডাঃ নবীউর রহমান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগী প্রধান সহকারী অধ্যাপক ডাঃ এবিএম কামরুল হাসান প্রমুখ।