Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

প্রযোজকের বিরুদ্ধে শাকিব খানের মামলা, সমন জারি

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১৫৫জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক: চিত্রনায়ক শাকিব খানের করা মানহানির মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব শুনানির পর এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার সোয়া ১১টায় তিনি সিএমএম আদালতে উপস্থিত হন। আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। এরপর বিচারক আদেশ দেন।

শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামের প্রযোজক। ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতে গত ১৮ মার্চ শনিবার রাতে শাকিব গুলশান থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেয় পুলিশ। এরপর গত ১৯ মার্চ রোববার দুপুরে তিনি যান ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে। রাতে ডিবি কার্যালয় ত্যাগ করেন।

থানা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমাকে থানা থেকে পরামর্শ দেওয়া হয়েছে আদালতে মামলা করার জন্য। আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কিনা আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। উনি কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন।

প্রযোজক রহমত উল্লাহ (বায়ে) ও চিত্রনায়ক শাকিব খান

শাকিব খান বলেন, ‘অস্ট্রেলিয়ার আইন কি এতই দুর্বল যে আমার বিরুদ্ধে সেখানে মামলা হলে বিচার ছাড়াই আমি বাংলাদেশে চলে আসতে পারব? আপনারা খোঁজ নিয়ে দেখুন, যে মামলা নম্বর উনি উল্লেখ করেছেন সেটি ভুয়া।’

এর আগে গত ১৫ মার্চ বিকালে সশরীরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে হাজির হয়ে শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ। অভিযোগে বলা হয়, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের সময় এক নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। পরে তিনি দেশে পালিয়ে আসেন। এ অভিযোগের পরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় বিনোদনপাড়ায়।

এদিকে চাঁদাবাজির অভিযোগে মানহানি মামলা দায়েরের পর শাকিব খান রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে যান ঢাকার সাইবার ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে সাইবার ট্রাইব্যুনালে যান তিনি।


আরও খবর



মার্কিন ভিসা নীতির ফলে বিদেশে অর্থপাচার কমবে

প্রকাশিত:শনিবার ২৭ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

নিজস্বপ্রতিবেদক:বিদেশি কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূতদের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই, কখনো ছিল না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে।

কোনো দেশেই বাংলাদেশের রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয় না জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিদেশি কূটনীতিকরা তাদের খরচে এসকর্ট হায়ার (ভাড়া) করতে পারবেন। সে ক্ষেত্রে টাকা দিয়ে আনসার ব্যাটালিয়নের এসকর্ট নিতে পারবেন।

মার্কিন নতুন ভিসা নীতি প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, মার্কিন ভিসা নীতির ফলে বিদেশে অর্থপাচার কমবে। যারা দেশে জ্বালাও পোড়াও করে, তারা সাবধান হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, নতুন ভিসা নীতি নিয়ে সাধারণ মানুষের চিহ্নিত হওয়ার কিছু নেই। বরং কতিপয় সরকারি কর্মচারি, ব্যবসায়ী, আমলা যাদের যুক্তরাষ্ট্রে সম্পদ আছে, তারা চিন্তিত হবেন।

এ সময় দুটি দেশের রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তা আবারও ফেরত দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে আব্দুল মোমেন জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।


আরও খবর



তানোরে মিমপেক্স কোম্পানির শত কার্টুন কীটনাশক জব্দ, মারপিট আহত ১

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৫১জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে চোরাই পথে মিমটেক্স কোম্পানির প্রায় শত কার্টুন কীটনাশক জব্দ করেছেন ওই কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তানোর পৌর ও কামারগাঁ ইউপির বিক্রয় প্রতিনিধি সিরাজুল ইসলামকে বেধড়ক পিটিয়েছেন পাচার কারী মোহনপুর উপজেলার শ্যামপুর বাজারের কৃষি ঘরের মালিক মহসিন ও তার বাহিনী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে তানোর টু মুন্ডুমালা রাস্তার যোগীশো মোড়ে ঘটে আটকের ঘটনা ও দেবিপুর মোড়ে মারপিট হয়। এঘটনায় কোম্পানির জেলা ও উপজেলা বিক্রয় প্রতিনিধিদের পাল্টাপাল্টি বক্তব্য  পাওয়া গেছে। ওই দিন সন্ধ্যার দিকে আহত বিক্রয় কর্মী সিরাজুলের পিতা আজিজুল হক বাদি হয়ে মহাসিনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখবর ছড়িয়ে পড়লে কোম্পানি ও মহাসিনের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। এদিকে আহত সিরাজুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা ধীন রয়েছেন। তার অবস্থা আশংকা জনক বলেও জানা গেছে।

জানা গেছে, জেলার মোহনপুর উপজেলার শ্যামপুর বাজারের কৃষি ঘর নামক প্রতিষ্ঠানের মালিক মহাসিন চোরাই পথে তানোর মুন্ডুমালা রাস্তা দিয়ে দুই মোটা চাকার ভ্যানে গোদাগাড়ীতে শত কার্টুন কীটনাশক পাচার করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে যোগীশো মোড়ে স্থানীয় লোকজন,  উপজেলা টেরিটরি অফিসার রেজাউল করিম ও পৌরসভা এবং  কামারগাঁ ইউপির বিক্রয় প্রতিনিধি সিরাজুলসহ কোম্পানির লোকজন আটক করে।সিরাজুল জানান, আটককৃত  দু ভ্যান বা ৮৭ কার্টুন মালামাল নিয়ে আসার সময় দেবিপুর নামকস্থানে মহাসিনসহ আট দশজন অতর্কিত হামলা করে বেধড়ক পেটায় আমাকে। আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়।হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর জ্ঞান ফিরে পায়। মাথায়  ও শরীরে   প্রচন্ড  আঘাতের কারনে বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করা লাগবে।

তার শ্বশুর মকলেস জানান, চিকিৎসকরা পরিক্ষা ও সিটি স্ক্যান করার জন্য শহরে নেওয়ার কথা বলছেন । তার পিতা অভিযোগ কারী আজিজুল হক জানান, যে ভাবে মেরেছে কোন মানুষ সহ্য করতে পারবে না। মোহনপুর থেকে গুন্ডা বাহিনী এনে ফিল্মি কায়দায় পেটানো হয়েছে। ভালো ভাবে কথা বলতে পারছেন না আমার ছেলে। মিমপেক্স কোম্পানির জেলা প্রতিনিধি  শামসুল জানান, এক এরিয়ার মালামাল অন্য এরিয়ায় নেওয়া যাবে না। আর শ্যামপুর বাজারের কৃষি ঘরের মালিক মহাসিন আমাদের ডিলার না। সকল মালামাল অবৈধ বা ভেজাল। নাতাহলে আমাদের লোকজন জব্দ করত না। আপনার কোম্পানির মোড়কে অবৈধ মালামাল পাচারের জন্য কি ব্যবস্থা গ্রহন করা হবে জানতে চাইলে তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে বিষয়টি অবহিত করা হয়েছে এবং  কৃষি দপ্তর তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন।

কৃষি ঘরের মালিক মহাসিনের মোবাইলে যোগাযোগ করা হলে তার ভাই আলি হোসেন জানান, কোন ভেজাল বা দুই নম্বর মাল না। এক এরিয়া েথেকে আরেক এরিয়াতে নেওয়ার জন্য এমন ঘটনার সুত্রপাত হয়েছে। আপনার ভাই কোথায় জানতে চাইলে তিনি জানাব দোকানে ছিল একটু বাহিরে গেছে।উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, কীটনাশক জব্দ করা হয়েছে, পরিক্ষা করার পর ভেজাল হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। মেমপেক্সের ৮৭ কার্টুন ও ভ্যালেন্ট্যাক নামের কোম্পানির ১০ কার্টুনের মত মাল জব্দ আছে।থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।কোম্পানির জেলা প্রতিনিধি ও আহত বিক্রয় প্রতিনিধির ভিডিও বক্তব্য সংরক্ষিত আছে এই প্রতিবেদকের কাছে।

আরও খবর



ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতার মধ্যেই বিস্ফোরণ

প্রকাশিত:শুক্রবার ১৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতার মধ্যেই দেশটির কিছু এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোররাতের দিকে বিমান হামলার সাইরেন এবং বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর পর দেশটির বিমান বিধ্বংসী ইউনিটগুলো বেশ কয়েকটি অঞ্চলে সক্রিয় করা হয়। 

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টা থেকে প্রায় এক ঘণ্টার জন্য ইউক্রেনের সমস্ত অঞ্চলে বিমান হামলার সতর্কতা প্রসারিত করা হয়। কিন্তু অবকাঠামো বা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার কোনো খবর পাওয়া যায়নি।

এ ছাড়া কিয়েভ, মধ্য ও দক্ষিণ অঞ্চলে হামলার সতর্কতা প্রত্যাহার হওয়ায় হতাহতের কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি। তবে পূর্বাঞ্চলের কিছু এলাকায় এবং পশ্চিম ইউক্রেনজুড়ে শুক্রবার ভোররাত পর্যন্ত বিমান হামলার সতর্কতা বলবৎ ছিল।

ইউক্রেনের সামরিক বাহিনী টেলিগ্রামে বলেছে, রাশিয়ান বিমান আকাশে রয়েছে এবং হাইপারসনিক কিনজল ক্ষেপণাস্ত্র থেকে হামলার হুমকি রয়েছে। আরও বলা হয়েছে, ইউক্রেনের কেন্দ্রীয় অঞ্চলগুলো ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে। মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ, পশ্চিমে রিভনে এবং লুতস্কসহ বেশ কয়েকটি অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রাজধানীতে বিমান বিধ্বংসী ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন কিয়েভের কর্মকর্তারা। তারা জানান, অন্যান্য শহর একই ধরনের বিমান বিধ্বংসী ইউনিটও সক্রিয় থাকার বিষয়ে রিপোর্ট করেছে।

মস্কো-নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের রুশ-নিয়ন্ত্রিত কর্মকর্তাদের উদ্ধৃত করে রাশিয়ার তাস নিউজ এজেন্সি বলেছে, ইউক্রেনীয় বাহিনী মধ্যরাতের পর রুশ-নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরে আটটি গ্রেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অবশ্য ওই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো বিবরণ পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে এসব তথ্য বা সামরিক কার্যকলাপের বিস্তারিত তথ্য যাচাই করতে পারেনি রয়টার্স।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। কিয়েভ ছাড়াও কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওডেসায়ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ বাহিনী। এতে অন্তত একজন নিহত হন।

তবে কিয়েভে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো ঠেকিয়ে দেওয়ার দাবি করে ইউক্রেনের সেনাবাহিনী। যদিও ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি বহুতল ভবনে আছড়ে পড়লে সেখানে আগুন লেগে যায়।

চলতি মাসেই এ পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন শহরে ৯ বারের মতো অতর্কিত সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বাহিনীর যখন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রস্তুতি শেষ পর্যায়ে তখনই একের পর এক অতর্কিত হামলা চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া গেছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।


আরও খবর



বায়ুদূষণে ঢাকার স্থান দ্বিতীয়

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ২৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:বিশ্বের ১০০টি শহরের মধ্যে বায়ুদূষণে আজ সোমবার ঢাকার স্থান দ্বিতীয়। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর আজ সকাল সাড়ে ৬টায় ১৭৬ ছিল। এ বায়ু অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এদিকে ১৯০ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। তৃতীয় অবস্থানে আছে ইরাকের বাগদাদ, স্কোর ১৬৪। চতুর্থ অবস্থানে আছে চিলির সান্তিয়াগো, স্কোর ১৬৩।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়।

একিউআই ইনডেক্সে স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

একিউআই ইনডেক্সে স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ হিসেবে বিবেচনা করা হয়। ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০ হয়ে থাকে।

ঢাকার জন্য বায়ুদূষণ বড় একটি সমস্যা। এ জন্য তিনটি কারণ চিহ্নিত করা হয়। এগুলো হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলা। পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে এই তিন কারণের কথা বলা হয়েছে।

নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি—বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান সবচেয়ে বেশি খারাপ থাকে।

ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছেন নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।


আরও খবর



নবীনগরে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন ইব্রাহীম খলিল।

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ প্রতিযোগিতায় মাদ্রাসা ক‍্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার জেষ্ঠ্য প্রভাষক মোঃ ইব্রাহীম খলিল।আজ ১৬ মে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর স্বাক্ষরিত এক ফলাফল বিবরণীতে এ তথ্য জানা যায়।

জানা যায়, এ গুণী শিক্ষক কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের কৃতিসন্তান। তিনি নবীনগর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও একজন সংস্কৃতিকর্মী। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া কামনা করেছেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন জানান, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, প্রশিক্ষণ ও সৃজনশীল প্রশ্ন তৈরির দক্ষতা, ডিজিটাল কন্টেন্ট তৈরি ও শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার ব‍্যবহার, গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা, শ্রেণি পাঠদানে সক্ষমতাসহ বিভিন্ন কৃতিত্ব মূল‍্যায়নে এ শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর