Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

প্রিগোজিনকে কঠোর নিরাপত্তায় সমাহিত

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৭৯জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:বিমান বিধ্বস্তে নিহত ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিজের শহর সেন্ট পিটার্সবার্গে তাকে সমাহিত করা হয়।

ভাগনারের জনসংযোগ শাখা বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে সংক্ষিপ্ত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, কেউ প্রিগোজিনকে শেষ বিদায় জানাতে চাইলে যেন পোরোখোভসকোয়ি সমাধিস্থলে যান।

বাবার সমাধির পাশে প্রিগোজিনকে সমাহিত করা হয়। এ সময় তার নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। সেখানে ভাগনার গ্রুপের পতাকা উড়তে দেখা গেছে।

সমাহিত করার সময় বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। জোরদার করা হয় নিরাপত্তা-ব্যবস্থা। সমাধিস্থলের প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর বসানো হয়। প্রিগোজিনের সমাধি দেখতে মানুষের ঢল নামতে পারে, এই আশঙ্কায় স্থানীয় কর্তৃপক্ষ এ ব্যবস্থা করে।

গত বুধবার বিমান বিধ্বস্ত হয়ে মারা যান পুতিনের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী ও পরবর্তী সময়ের প্রতিপক্ষ প্রিগোজিন। অনেকে রাজনৈতিক বিশ্লেষক বলছেন পুতিনের বিরোধিতা করায় প্রাণ হারাতে হয়েছে তার।

ওয়াগনার গ্রুপের টেলিগ্রাম চ্যানেল গ্রে জোনের দাবি, বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর পেছনে রাশিয়ার হাত রয়েছে। তবে ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করেছে। অবশ্য বিমান বিধ্বস্ত হওয়ার কোনো কারণও তারা এখনো জানায়নি।


আরও খবর



গাংনী র‌্যাবের অভিযানে ৩জন গ্রেপ্তার ॥ ফেন্সিডিল উদ্ধার

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

মেহেরপুর প্রতিনিধিঃমেহেরপুরের গাংনী র‌্যাব ক্যাম্পের সদস্যরা শনিবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে মাদক পাচারকারীসহ ৩জনকে গ্রেপ্তার করেছে। দুই মাদক পাচারকারীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬৬ বোতল ফেন্সিডিল। এদেরকে গাংনী থানায় হস্তার করা হয়েছে। অপর দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তারকৃত একজন আসামীকে রাজশাহীর বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, মেহেরপুর জেলার গাংনী থানাধীন নওদাপাড়া এলাকায় দুজন মাদক পাচারকারী ফেন্সিডিল নিয়ে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৬৬ বোতল ফেন্সিডিলসহ ০২ জনকে গ্রেপ্তার করা হয়। এরা হচ্ছে- গাংনীর কাজিপুর বর্ডার পাড়ার মৃত নৈমুদ্দিন শেখের ছেলে মোঃ মালেক শেখ(৫৫) ও মৃত আতর আলী শেখের ছেলে মোঃ কুদ্দুস শেখ(৫৬)। এদেরকে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে মেহেরপুর সদরের কলেজ মোড় এলাকা থেকে মোঃ আবু রায়হান(২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা রয়েছে। যার নং-০৬, তারিখ-১০/১১/২৩ ইং। মোঃ আবু রায়হান রাজশাহীর বাগমারা উপজেলার লাউবাড়িয়া গ্রামের মোঃ ওয়াজেদ প্রামানিকের ছেলে। তাকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর



কারাগারে বন্দীদের পরিবারের পাশে জাকির

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১৬৬জন দেখেছেন

Image

নিজস্ব সংবাদদাতা:জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী  জাকির  ভাই  নগদ অর্থ প্রদান করেছে  জাসাস। মাগুরা জেলা  সদস্য সচিব  ফেরদৌস রেজা জেলখানায়  বন্দী  থাকায়  উনার স্ত্রীর হাতে। টাকা টা পৌঁছে দেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য  চলচ্চিত্র নির্মাতা মো: তারিকুল ইসলাম ভুঁইয়া (সায়মন তারিক) এর স্ত্রী  চলচ্চিত্র পরিচালক জেসমিন  আক্তার  নদী।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



আমরা দেখতে চাই গ্রহণযোগ্য ভোট: সিইসি

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক : নির্বাচন নিয়ে দেশ সংকটে। ফলে গণতন্ত্র বাঁচাতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ, হয় সফল না হয় ব্যর্থ হব। বিতর্ক হবে না, এমন ফলাফল চায় নির্বাচন কমিশন। তবে আমরা অবশ্যই সফল হব। আমরা দেখতে চাই গ্রহণযোগ্য ভোট। বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (২৭ নভেম্বর) সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনি অনুসন্ধান কমিটির সদস্যের নির্বাচনি আইন বিধি ও কর্মপদ্ধতি বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন নিয়ে দেশ একটা সংকটে আছে, বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে আছে বলে মন্তব্য করেছেন সিইসি। তিনি বলেন, এখান থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। সবাইকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে।

সিইসি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবে। পোলিংয়ে ১০ গুণ বেশি নজর রাখবেন। পোলিং হচ্ছে কাস্ট অব ভোট। বাক্সগুলো ওপেন করা হবে, সবাই প্রতিটি কেন্দ্রে চোখ রাখবেন।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




সুন্দরগঞ্জে হানাদার মুক্ত দিবস উদযাপন

প্রকাশিত:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ২৩জন দেখেছেন

Image

একেএম,শামছুল হকঃ  সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:১৯৭১ সালের ১০ ডিসেম্বর আজকের এই দিনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়। এ দিনে সূর্যোদয়ের সাথে সাথে সুন্দরগঞ্জের মাটিতে স্বাধীন বাংলাদেশের বিজয় পতাকা উড়তে থাকে। রক্তক্ষয়ী সংঘর্ষে হেরে গিয়ে রাতের আঁধারে পাক হানাদার বাহিনী পালিয়ে যায়।তাই স্বাধীনতার ৫২বছর পরেও আজকের এই দিনটি স্বরণ রাখতে যথাযোগ্য মর্যাদায় সুন্দরগঞ্জে হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু। 

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি বাবলু খন্দকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আবুল হোসেন, গাওছুল আযম, সুন্দরগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সদস্য শিপুল মিয়া, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুরজিত সরকার রাঙা প্রমুখ।বক্তারা বলেন---স্বাধীনতা সংগ্রামে ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর আজকের দিনে সুন্দরগঞ্জ শত্রু মুক্ত হলে ‘বিজয় উল্লাস’ আর ‘জয় বাংলা’ ধ্বনিতে প্রকম্পতি হয়েছিল  আকাশ বাতাস।

যুদ্ধে অংশগ্রহণকারী কয়েকজন বীর মুক্তিযোদ্ধা জানান, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর প্রত্যুষে পাক হানাদার বাহিনী দখলদারীদের হাত  থেকে এ উপজেলাকে মুক্ত করা হয়। ভারতের র্দাজিলিং এ ট্রেনিং শেষে ৬নং সেক্টর কমান্ডার মরহুম এয়ার ভাইস র্মাশাল খাদেমুল বাঁশার ও কোম্পানি কমান্ডার শাহ নেওয়াজ এবং গাইবান্ধার দায়িত্বে নিয়োজিত ক্যাপ্টেন আজিজের নেতৃত্বে তারা দেশ স্বাধীনের জন্য ভারত সীমানা অতিক্রম করে পাটগ্রাম, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী এলাকার রণক্ষেত্রে সাহসী ভূমিকা রেখে সুন্দরগঞ্জ থানার চিন্নিহীত এলাকাগুলোকে শত্রুমুক্ত করতে সক্ষম হন।দিবসটি উৎযাপনের শুরুতেই সুন্দরগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল‍্য অর্পণ সহ একটি বিজয় র‌্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আরও খবর



এইচএসসিতে ডেমরায় সামসুল হক খান স্কুল এন্ড কলেজের ঈর্ষনীয় সাফল্য

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১৭৩জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃএইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ।ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ বলে বোর্ড সূত্রে জানা গেছে।২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় ৮৯৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে রেকর্ড গড়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এইচএসসিতে মোট অংশ নেয় ১০৯৮ জন। এবার পাশের হার ৯৯.৮২ শতাংশ। এর মধ্যে ১০৯৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছে ৭২৭ জন।  কৃতকার্য হয়েছে ৭২৭ জন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৬৯৬ জন। ব্যবসায় শিক্ষায় মোট ২২৮ জন শিক্ষার্থী অংশ নেয় এবং  জিপিএ-৫ পেয়েছে ১৩৫ জন। মানবিক শাখায় ১৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং । তার মধ্যে জিপিএ পেয়েছে ৬৮ জন।

প্রতিষ্ঠানের চোখ ধাঁধানো ধারাবাহিক অর্জন এইচএসসিসহ সকল পর্যায়ে। গৌরবোজ্জ্বল সাফল্যে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ঢাকাসহ সারা দেশে শিক্ষার্থী-অভিভাবকদের কাছে ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠেছে।  আনন্দঘন সাফল্যে শিক্ষার্থী-অভিভাবক সকলেই উচ্ছ্বসিত ও আবেগাপ্লুত।

ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।

গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ মো. সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে বলেন, শিক্ষকদের আপ্রাণ চেষ্টা ও অভিভাবকদের নিয়মিত তদারকির ফলেই ছেলে-মেয়েরা এইচএসসি পরীক্ষায় আশাব্যাঞ্জক ফল অর্জন করেছে।

এসএসসি ও এইচএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বারবার গৌরবোজ্জ্বল ফল অর্জন করে। ২০১৫ সালে এসএসসিতে ঢাকা বোর্ডে প্রথম হয়েছে, ২০১২ সালে হয়েছে দ্বিতীয়। ২০০৭ সালে শতকরা পাসের ভিত্তিতে এইচএসসিতে ঢাকা বোর্ডে এ প্রতিষ্ঠান প্রথম হয়। কেবল শ্রেণিকক্ষের লেখাপড়া নিয়েই এ প্রতিষ্ঠান সীমাবদ্ধ নয়, একটা বিস্তৃত সাংস্কৃতিক পরিমণ্ডলও রয়েছে।


আরও খবর