Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

পরীমণিকে নিয়ে যা বললেন রাজ

প্রকাশিত:রবিবার ০৪ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১৭০জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক ;চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের সংসার ভেঙে যাচ্ছে-এমন খবর কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়ে আসছে। এরই মাঝে আজ রাত সাড়ে ৮টার দিকে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যের লাইভে আসেন অভিনেতা শরিফুল রাজ।

রাজ লাইভে এসে তার সংসারে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যক্তি জীবনের অনেক কিছু খোলামেলা আলোচনা করেন। লাইভের শুরুতে রাজকে প্রশ্ন করা হয় আপনার আইডি থেকে যেসব ছবি ও ভিডিও আপলোড করা হয়ছে সেগুলো কে করেছে? প্রশ্নের জবাবে রাজ বলেন আমি জানি না। তবে আমার আমার আইডি হ্যাক হয়নি।

কিছুক্ষণ একই প্রশ্নের জবারের সূত্র ধরে রাজ বলেন, আমার আইডি হ্যাক হয়ে থাকলেও যারা হ্যাক করেছে তারা এগুলো আপলোড করে আবার আইডি ফেরত দিয়েছে।

শরিফুল রাজের এই জবাবের রেশ টেনে তাকে পুনার প্রশ্ন করা হয়, তাহলে কী আপনার পাসওয়ার্ড কেউ জানে? জবাবে রাজ বলেন, আমার পাসওয়ার্ডের অ্যাকসেস নেওয়ার মতো মানুষ আছে। তবে কার কাছে আমার এই পাসওয়ার্ড আছে তার নাম বলতে চাই না।

রাজের অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া ভিডিও প্রসঙ্গে তিনি আরও বলেন, এগুলো আসলে আমার পাঁচ ছয়-বছর আগের করা ভিডিও। এগুলো ফাঁস করে কে অথবা কারা কী বুঝাতে চেয়েছে সে সম্পর্কে আমি কিছু জানি বুঝতে পারছি না। ভিডিওগুলো আমার কাছেই ছিল। হয়তো কোনো হোয়াসআপ গ্রুপ অথবা ম্যাসেঞ্জার গ্রুপ থেকে এগুলো থাকে পারে। ৫ বছর আগের আগে এ ভিডিওগুলো করা, তাই এ সম্পর্কে আমার পরিষ্কার ধারণা নেই। তবে ভিডিওগুলো কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হয়নি। জাস্ট আমরা বন্ধুরা ফান করার জন্য করেছি।

প্রায় ৩৭ মিনিটের লাইভে আরও বলেন, আমাদের একটি সন্তান আছে। সুতরাং এই সন্তানের কথা চিন্তা করে হলেও আমাদের সব সমস্যা মিটিয়ে ফেলা উচিত। রাজকে আরও প্রশ্ন করা হয়- কয়েকদিন আগে পরীমণি বলেছিল রাজ ২০ দিন ধরে বাসায় নেই। এ সময় আমি কোথায় ছিলেন? জবাবে রাজ বলেন, পরী সত্যি বলেছে। এসময় আমি আমার গ্রামের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ছিলাম।

লাইভে অপর এক প্রশ্নের জবাবে রাজ বলেন, ‘আমি ও পরী সেপারেশনে (আলাদা) আছি। আর আমি এই বিষয় নিয়ে দ্বিতীয়বার ভাবতে চাই না।’

এর আগে রাজ আরও বলেন, আমরা আলাদা হলেও আমাদের বেবির টেককেয়ার আমরা দুইজনই করবো।

এরপর রাজকে প্রশ্ন করা হয় আপনি কী ডিভোর্সের দিকে আগাতে চান? জাবাবে রাজ বলেন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আমার আরও অনেক সময় লাগবে।


আরও খবর



রাজধানীতে অর্থ আত্মসাৎ প্রতারনার অভিযোগে দুজনের নামে মামলা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃ- রাজধানীতে অর্থ আত্মসাৎ প্রতারনার অভিযোগে দুজনের নামে মামলা করেছেন রূপকথা কন্সট্রাকশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তফা নওশাদ জাকী।মামলার আসামীরা হলেন, রূপকথা কন্সট্রাকশন লিঃ এর পরিচালক এস এম শামীম ইকবাল ও কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক মিসেস হাসিনা ইকবাল।

জানা যায়, ডঃ মোস্তফা নওশাদ জাকী ব্যবসায়িক শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর একজন মেম্বার। এছাড়া বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী সহ দেশে ও বিদেশে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং ময়মনসিংহ আয়ুর্বেদ মেডিক্যাল কলেজের দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্বে আছেন। তিনি একজন উচ্চশিক্ষিত ও বাংলাদেশ আয়ুর্বেদ ঔষধ শিল্পের নীতি নির্ধারণ পর্যায়ের নেতৃত্বে আছেন। তার স্ত্রী ডাঃ ফারহানা ফেরদৌসী দোলন গুলশানে  ডেন্টাল স্টুডিও নামে স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে ডেন্টিস্ট হিসাবে প্রায় ২০ বৎসর যাবৎ চিকিৎসা পেশায় নিয়োজিত। মোস্তফা নওশাদের এক বন্ধুর মাধ্যমে অভিযুক্ত শামীম ইকবালের সাথে রূপকথা কন্সট্রাকশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তফা নওশাদ জাকী'র পরিচয় হয়। আসামিরা খুব ধৃত হওয়ায় তাদের সাথে খুব দ্রুত বন্ধুত্বর সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিন তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক চলতে থাকে।

ডাঃ নওশাদ জানান, আসামীরা অর্থ আত্মসাৎ এর উদ্দেশ্যে আমার সঙ্গে ব্যবসায়ী পার্টনার হওয়ার আগ্রহ প্রকাশ করে। পরে শামীম ইকবাল রূপকথা কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালকের দায়িত্ব গ্রহন করেন । কিছুদিন পরে শামীম ইকবাল ব্যাক্তিগত প্রয়োজনে মোস্তফা নওশাদের কাছে ১ কোটি টাকা লোন চায়। মোস্তফা ব্যবসায়ী বন্ধু হওয়ায় সরলতার বিশ্বাসে প্রথমে ৭৫ লক্ষ ও পরে আরো ১০ লক্ষ টাকা লোন দেয়। মোস্তফা টাকা ফেরৎ চাইলে শামীম ইকবাল একাধিক বার টাকা ফেরৎ দেওয়ার প্রতিশ্রুতি করলেও টাকা ফেরত দেয় না। এতে মোস্তফার সাথে ইকবালের সম্পর্কের অবনতি হয়। পরে টাকা ফেরত দিতে চাপ প্রয়োগ করলে ওই দম্পতি মোস্তফা নওশাদের নামে বিভিন্ন গনমাধ্যমে  মিথ্যা তথ্য প্রচার করেন। সেই সাথে রূপকথা কন্সট্রাকশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তফা নওশাদ জাকী'র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে ডাঃ মোস্তফা উচ্চ আদালত থেকে আগাম  জামিনে আছেন। ।

ডাঃ মোস্তফা নওশাদ জাকী বলেন, এস এম শামীমকে আমি রূপকথা কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক করি। কিন্তু সে ও মিসেস হাসিনা ইকবাল আমার বন্ধুত্বের সরলতা সুযোগ নিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে। পাওনা টাকা চাইতে গেলে শামীম একাধিকবার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টালবাহানা করেন। এক পর্যায়ে টাকা ফেরত না দিয়ে সে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে। সেই সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার নামে কুৎসা রটনা  ও অপপ্রচার চালায়। 

পরে ডাঃ মোস্তফা নওশাদ জাকী বাদী হয়ে এস এম শামীম ও মিসেস হাসিনা ইকবালকে আসামী করে আদালতে দুটি মামলা দায়ের করেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৬৩জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। এক পুত্রের পর এবার কন্যা সন্তানের মুখ দেখলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

সোমবার (১১ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাবা হওয়ার খবরটি জানিয়েছেন মুশফিক নিজেই।মুশফিক তার ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের কন্যা সন্তান উপহার দিয়েছেন। মা এবং সন্তান দুজনেই পর্যবেক্ষণে রয়েছে। পোস্টে নিজ পরিবারের জন্য দোয়াও চেয়েছেন মুশফিক।

এর আগে এশিয়া কাপ চলাকালীন সময়ে দেশে ফিরে আসেন মুশফিকুর রহিম।উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুশফিক। এই দম্পতির ঘর আলো করে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি পৃথিবীতে আসে ছেলে শাহরোজ রহিম মায়ান।


আরও খবর

সাকিব কবে মাঠে ফিরবেন, জানা গেল

রবিবার ০১ অক্টোবর ২০২৩




ডেমরায় শ্মশান মন্দিরের দান বাক্স ও প্রতিমার স্বর্ণালংকার চুরি

প্রকাশিত:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃডেমরা থানার চিশতিয়া রোডের শ্মশানের মন্দিরের দান বাক্স ভেঙে টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত চোরেরা মন্দিরের দান বাক্সে রক্ষিত ৭০ থেকে ৮০ হাজার নগদ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন পাডগার শ্মশান মন্দির কমিটির  সভাপতি বাবুনির্মল কান্তি সরকার।

এ বিষয়ে মন্দিরের ব্যবস্থাপনা কমিটি ডেমরা থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্তের কাজও শুরু করেছে পুলিশ।পাড়াডগার শ্মশান  মন্দিরটি ডেমরা থানার সিরাজ উদ্দিন রোড ও চিস্তিয়া রোড মধ্যবর্তী স্থানে অবস্থিত। মন্দিরের নিরাপত্তার জন্য কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় প্রাথমিকভাবে চোর শনাক্ত করা যায়নি।

মন্দিরের সভাপতি বাবু নির্মল কান্তি সরকার জানান,মন্দিরের প্রধান ভবনের লোহার দান বাক্স রাখা ছিল সেটি নেই। সকালে মায়া রানী দেব নামে মন্দিরের পরিচ্ছন্নকর্মী দান বাক্স না দেখে কমিটিকে জানান। সকাল সাড়ে ছয়টার দিকে মন্দিরের সামনে এসে দেখি দান বাক্সের স্থানে হ্যাক্সো ব্লেড দিয়ে কাঁটা তালা পড়ে আছে। দান বাক্সটা উধাও।

পাড়াডগার শ্মশান মন্দিরের সাধারণ সম্পাদক  বলেন, মন্দিরের ভক্তরা বিভিন্ন সময় টাকা-পয়সা দান করে থাকে। এই দানের ৭০-৮০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল, এবং প্রতিমার হাতের বালা

কানের দুল গলার চেইন সহ তিন ভরি ওজনের স্বর্ণালংকারও নিয়ে গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

ডেমরা থানার ইন্সপেক্টর (ওসি) অপারেশন সুব্রত কুমার পোদ্দার বলেন, আশেপাশের সিসিটিভির ফুটেজ দেখে আমরা চোর শনাক্ত করার চেষ্টা করছি। আশা করি অচিরেই আমরা চোরকে ধরতে সক্ষম হব। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আরও খবর



দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর উঠে গেলো বাস, নিহত ১১

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:তেল ফুরিয়ে গিয়েছিল বাসের।তাই বাস থেকে নেমে জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। এসময় হঠাৎ একটি ট্রাক এসে পড়ে তাদের ওপর। চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জন বাসযাত্রীর। আহত হয়েছেন আরও অন্তত ১২জন। ভারতের রাজস্থানের ভরতপুরে স্থানীয় সময় ভোর সাড়ে ৪টা দিকে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, রাজস্থানের পুষ্কর থেকে যাত্রীবোঝাই বাসটি যাচ্ছিল উত্তরপ্রদেশের বৃন্দাবনে। জয়পুর-আগরা জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে লক্ষণপুরের অন্তরা উড়ালপুলের ওপর বাসটির তেল ফুরিয়ে যায়। সেখানেই দাঁড়িয়ে পড়ে বাসটি।

তেল ফুরিয়ে যাওয়ার পর বাসের চালক, সহকারী এবং বেশ কয়েক জন যাত্রী বাস থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তাদের সামনে দাঁড়িয়েছিল বাসটি। এমন সময় পেছন থেকে একটি ট্রাক সজোরে ধেয়ে এসে তাদের ধাক্কা মারে। তারপর ট্রাকটি সোজা গিয়ে ধাক্কা মারে থেমে থাকা বাসে।

দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। গুরুতরভাবে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। নিহতদের মধ্যে পাঁচজন পুরষ ও বাকি ছয়জন নারী। তারা সবাই গুজরাটের ভাবনগরের বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক উদ্ধারকাজ শেষ হওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্র:এনডিটিভি


আরও খবর



আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের জন্য নীতিমালা সংশোধন করল ইসি

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নীতিমালা অনুযায়ী নির্বাচনী কাজ, সুশাসন, গণতন্ত্র, শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার সম্পর্কিত কার্যক্রমের পূর্ব অভিজ্ঞতা আছে এমন সংস্থাই পর্যবেক্ষক হিসেবে অনুমতি পাবে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশে যথাযথ কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত হতে হবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এই সংশোধিত নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। 

নীতিমালায় আরও বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার ক্ষেত্রে ওই সংস্থাকে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত হতে হবে।

আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সম্প্রতি জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে ৬৬টি দেশীয় সংস্থাকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দিয়েছে ইসি। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে আরও ১৫০ টির বেশি দেশি বেসরকারি সংস্থা ইসিতে আবেদন করেছে বলে জানা গেছে।


আরও খবর