Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

প্রার্থীর ছাড়াছাড়ি দ্বন্দ্বও প্রকট নব্যদের দাপটে কোনঠাসা প্রবীনরা

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৩০৮জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে রাজশাহী-১ ( তানোর-গোদাগাড়ী) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগে প্রার্থীর ছড়াছড়ি, একাধিক সম্ভাব্য প্রার্থী রাজনীতির মাঠে প্রচার প্রচারনা চালিয়ে জানান দিচ্ছেন। এছাড়াও নব্য আ"লীগদের বেপরোয়া দাপটে চরম ভাবে কোনঠাসা সাবেক প্রবীন ও জনপ্রিয় নেতাকর্মীরা। বৃহত্তর আওয়ামী লীগ বর্তমান এমপি বিরোধী। যার কারনে কিছুটা হলেও অস্বস্তি এমপি শিবিরে। নব্যদের বেশি প্রধান্য দেয়ার কারনে এক প্রকার কর্মী সংকটেও ভূগছে বলা চলে। বিশেষ করে দরদাম করে নিয়োগ বানিজ্য, বেশি টাকা পেলে সে হোক বিএনপি জামাত পন্থী মোটা টাকার বিনিময়ে নির্বাচনী নিয়োগ বানিজ্যের কারনে ক্ষোদ এমপি শিবিরেই বিভক্তের শেষ নেই। অতীতে যারা মাঠে থেকে দলের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন তাদের তীল পরিমান মূল্যায়ন না থাকার কারনেই গ্রুপিং লবিংয়ের শেষ নেই। অপর দিকে বিএনপিতেও রয়েছে লবিং গ্রুপিং। তবে দুভাগে বিভক্ত হলেও আন্দোলন সংগ্রামে একই পথে চলছে বিএনপি।জানা গেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে আওয়ামী লীগের বর্তমান এমপি ফারুক চৌধুরী কে ঠেকাতে একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। যা জাতীয় শোক দিবসের মাসে এর প্রকাশ পায় ব্যাপক ভাবে।  হয়েছে পাল্টা পাল্টি সভা। গত ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সভা করে গোল্লাপাড়া ফুটবল মাঠে উপজেলা আওয়ামী লীগ। একই সময়ে গোল্লাপাড়া কাঠ পট্রিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল করেন মনোনায়ন প্রত্যাশী গোলাম রাব্বানী।  তিনি দেবিপুর মোড়ে ও দুবইল গ্রামেও শোক দিবসের সভা করেন। এছাড়াও আরেক মনোনায়ন প্রত্যাশী আয়েশা আক্তার ডালিয়াও শোক দিবসের সভা ও খাবার বিতরণ করেন সরনজাই ইউনিয়ন পরিষদ চত্বরে। এছাড়াও সাবেক অতিরিক্ত আইজি মতিউর রহমান মনোনয়ন না চাইলেও তাঁকে নৌকা প্রতীক দিলে তিনি ভোট করবেন বলে জানান। তবে মাঠে তৎপর রয়েছেন গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা গোদাগাড়ীর দেওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান আকতার। গত বছরে মনোনায়নের দাবি তুলে মাঠে ছিলেন চিত্র নায়িকা মাহিয়া মাহি। তবে তাকে চলতি বছরে কোন সভা সমাবেশ করতে দেখা যায় নি। অবশ্য নির্বাচন কে সামনে রেখে বর্তমান এমপি ফারুক চৌধুরী কোমর বেঁধে মাঠে কাজ করছেন। উপজেলার ৮১ টি ওয়ার্ডে শোক সভা করে জানান দিয়েছেন। রাজনীতির মাঠে ফারুক চৌধুরীর জয়জয়কার অবস্থা।  প্রতিটি ওয়ার্ডে সভা করার কারনে তৃণমূলের নেতাকর্মীরাও চাঙ্গা হয়েছেন। তবে তার বিরুদ্ধে একাধিক প্রার্থী মাঠে থাকলেও রাব্বানীই মুল প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তৃনমুলের ভাষ্য,, গত বছরের জুলাই মাসে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিদ্রোহীর তকমা লাগিয়ে ওই সময়ের সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক মামুন কে ছিটকে ফেলা হয়। কিন্তু গত ইউনিয়ন ও পৌরসভা ভোটে বিদ্রোহী প্রার্থী দিয়ে দলীয় প্রার্থী দের চরম বেকায়দায় ফেলে দিয়েছিলেন রাব্বানী ও মামুন। ইউনিয়ন ভোটে সফল না হলেও উপজেলার দুই পৌরসভার মেয়র হয়েছেন রাব্বানী অনুসারীরা। বিশেষ করে মুন্ডুমালা পৌরসভা ভোটে চমক লাগিয়ে রাব্বানী অনুসারী স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান নির্বাচিত হন।

রাব্বানী অনুসারীরা বলেন, বিগত ২০১৮ সালে জাতীয় নির্বাচনে এমপির টিকিট চেয়েছিলেন গোলাম রাব্বানী। কিন্তু তিনি মুন্ডুমালা পৌর মেয়র থাকার কারনে বঞ্চিত হয়েছেন। এজন্য তিনি পৌরসভার ভোটে অংশগ্রহণ করেননি। এদিকে কিছু মৌসুমি নব্য আমিলীগের দাপটে ত্যাগী নিবেদিত প্রান আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম কোনঠাসা হয়ে পড়েছেন। কোন সভা সমাবেশে ডাক পায়না রাব্বানী ও মামুন অনুসারীরা।গত এক বছর আগে উপজেলায় আওয়ামী লীগ দুভাগে বিভক্ত হয়েছিল। কিন্তু বর্তমানে গ্রুপিং লবিংয়ের শেষ নেই।  মৌসুমী এক নেতার হাতে অর্থনৈতিক ক্ষমতা দেওয়ার কারনে ক্ষোোদ এমপি শিবিরেই আলোচনা সমালোচনার শেষ নেই।তার ইচ্ছায় গঠনতন্ত্র বিরোধী একমঞ্চে একাধিক কমিটি ঘোষনা করছেন এমপি। শুধু তাই না এতই নেতার আবির্ভাব ঘটেছে যে কলমা, কামারগাঁ ইউনিয়ন কে দুভাগে বিভক্ত করে কমিটি দেওয়া হয়েছে। এসব কমিটি নিয়েও বিতর্কের শেষ নেই। বিশেষ করে কলমা ইউনিয়ন পূর্ব পশ্চিম ভাগে বিভক্ত করে বিএনপি পন্থী দের সভাপতি সম্পাদকের মত পদ দেওয়া হয়েছে। ওই ইউপির ত্যাগী নেতারা এসব কমিটি কোন ভাবেই মেনে নিতে পারছেন না।

 এদিকে তালন্দ ইউপির কমিটিকে অকেজো বলে আখ্যায়িত করেছেন সিনিয়র নেতারা। ইউপি সভাপতি করা হয়েছে মোহর গ্রামের আব্দুল করিমকে। তাকে কোনদিন আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে দেখেননি কেউ। সম্পাদক করা হয়েছে নারী লোভী  ও কৃষকদের রক্তচোষা হিসেবে পরিচিত ওয়ার্ড যুবলীগের সভাপতি মেম্বার আবুল হাসানকে। অথচ ওই ইউপির সভাপতি ছিলেন স্বতন্ত্র চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু। তালন্দ ইউপির সাবেক দুবারের চেয়ারম্যান বর্ষিয়ান আওয়ামিলীগ নেতা আবুল কাশেমকে কোন পদে রাখেননি। সরনজাই ইউপির সভাপতি করা হয়েছে সরনজাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান কে। তাকেও অতীতে আওয়ামী লীগের সভা সমাবেশ ও মিছিলে দেখেননি কেউ। তিনি বিএনপি নেতা সরনজাই ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক খাঁনের একান্ত অনুসারী বলে মাঠে প্রচার রয়েছে । সম্পাদক করা হয়েছে মুহুরী আতাউর রহমান কে। যার কোন গ্রহন যোগ্যতা নেই। একই মঞ্চে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও মহিলা যুবলীগের কমিটি ঘোষনা করা হচ্ছে, যা দলীয় গঠনতন্ত্রের বাহিরে বলেও জেলার নেতারা বিবৃতি দিয়েছেন। 

সিনিয়র কিছু নেতারা জানান, এমপি ফারুক চৌধুরী কিভাবে এমন আজব কমিটি করছেন। তিনি হয়তো আগামী নির্বাচন কে সামনে রেখে নিজের বলায় তৈরি ও কোন কমিটি যেন বিপক্ষে না বলে এজন্য এসব কমিটি করেই যাচ্ছেন। যার কারনে দলে গ্রুপিং লবিংয়ের শেষ নেই।সাবেক সভাপতি গোলাম রাব্বানী বলেন, এমপি মনোনায়নের জন্য কেন্দ্রের নির্দেশে পৌরসভা ভোটে অংশগ্রহণ করিনি। আগামী নির্বাচন বড় চ্যালেঞ্জিং। যে সব এমপিদের বিরুদ্ধে দেশরত্নের কাছে অভিযোগ গেছে তারা অবশ্যই মনোনায়ন পাবেন না বলে আমার ধারনা। কারন যে ভাবে বহিরাগতদের দিয়ে নিয়োগ বানিজ্য, প্রকল্প বানিজ্য, কমিটি বানিজ্য করেছেন এবং প্রবীন ত্যাগীদের তিল পরিমান মূল্য নেই বর্তমান এমপির কাছে। আপনি মনোনয়নের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে তিনি জানান আমি আশাবাদী, তবে আমি না পেলেও  আমার বিশ্বাস এমপি ফারুক চৌধুরী মনোনায়ন পাবেন না।উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার বলেন, এমপি ফারুক চৌধুরী এমন একজন নেতা তিনি মনোনয়ন নিয়ে ভাবেন না। তারমত এমপি পেয়ে আমরা তথা তানোরবাসী গর্বিত। আওয়ামী লীগ বৃহত্তর দল, দীর্ঘ সময় ক্ষমতায় আছে মান অভিমান থাকবেই। তবে আমাদের দৃড় বিশ্বাস ফারুক চৌধুরীর বিকল্প নেতা এখনো তৈরি হয়নি। মনোনায়ন চাইতে পারে, এটা এমপির নেতৃত্ব তৈরির এক অন্য রকম দৃষ্টান্ত। কারন বিএনপিতে ব্যারিস্টারের পরিবার ছাড়া নেই,আর আওয়ামী লীগে অনেকেই মনোনায়নের দাবি তুলেছেন।  তাহলে বুঝতে হবে ফারুক চৌধুরী নেতৃত্ব তৈরির কারিগর। নির্বাচনের আগে বড় দলে এরকম থাকবে।তবে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে থাকবে ইনশাআল্লাহ।এদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই সাবেক মেজর জেনারেল ও বেগম জিয়ার সাবেক সামরিক সচিব শরিফ উদ্দিন। তিনি একক প্রার্থী থাকলেও তানোর উপজেলা বিএনপির বৃহত্তর একাংশ শরিফ কে প্রার্থী হিসেবে চাচ্ছেন না। তিনি সভা সমাবেশ করলেই হামলা মারপিট শুরু হয়ে যাচ্ছে।এছাড়াও জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপজেলা জুড়ে পোষ্টার লাগিয়ে নির্চানের জন্য জানান দিচ্ছেন।অবশ্য বিএনপি ও জামায়াতের উপজেলার শীর্ষ নেতারা বলেন, আমরা নির্বাচন নিয়ে ভাবছিনা। কারন বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব।  আমাদের আন্দোলন চলছে নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচন তো দূরে থাক, হতেও দেয়া হবে না। আগে সরকারের পদত্যাগ, তারপর নির্বাচনের বিষয়ে কথা বলা হবে। 

আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




আগামী পাঁচদিন সারা দেশেই বৃষ্টি থাকবে

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৭৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: সারা দেশেই বৃষ্টি থাকবে আগামী পাঁচদিন। গত কয়েক দিনের অসহ্য তাপমাত্রা আজকের মধ্যেই কমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজ (সোমবার) এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে তাপপ্রবাহ ছিল। এছাড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, যশোর চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল জেলায় তাপপ্রবাহ ছিল। 

তবে আজকে এখান থেকে বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ কমে যাবে। বিশেষ করে রাজশাহী ও রংপুরের কোথা কোথাও তাপপ্রবাহ থাকলেও বেশিরভাগ জায়গায় কমে যাবে। তার মানে আগামী পাঁচদিন সারাদেশসহ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর বা মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে সেটি তুলনামূলক দুর্বল হবে। কারণ, লঘুচাপের থেকে এটির বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই। আজ বিকেলে অথবা আগামীকাল সকালে এটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা এখনও এই তথ্য প্রকাশ করিনি। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ৯৭ মিলিমিটার এবং চট্টগ্রামের আরও অন্যান্য জায়গায় বৃষ্টিপাত হয়েছে।

১৮ সেপ্টেম্বর কোথায় কোথায় বৃষ্টি হবে- খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

১৯ সেপ্টেম্বর দেশের যেসব জায়গায় বৃষ্টি হবে-ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




মধুপুরে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৩

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৯৪জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া বাগবাড়ী মোড়ে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ ৩জন মারাত্মক ভাবে আহত হয়েছে।রবিবার (১৭সেপ্টেম্বর)বিকাল ৪টার দিকে মধুপুর দিক থেকে ছেড়ে আসা সিএনজি কুড়ালিয়া বাগবাড়ী মোড়ে এসে পৌঁছালে কুড়ালিয়া বাজার থেকে ছেড়ে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় সিএনজি চালক সহ সামনে বসা দুই যাত্রী মারাত্মক ভাবে আহত হয় এবং অটোরিকশায় বসা কুড়ালিয়া বি.কে উচ্চ বিদ্যালয়ের ৭/৮জন ছাত্র ছাত্রী অল্পের জন্য মারাত্মক র্দুঘটনা থেকে প্রানে বেঁচে যায়।স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন এবং অন্যজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুস সাত্তার জানান, মধুপুর থেকে ছেড়ে আসা সিএনজি খুব দ্রুত গতিতে এসে অটোরিকশার সাথে লাগিয়ে দিলে এই মর্মান্তিক র্দুঘটনাটি ঘটে। অটোরিকশায় থাকা ছাত্র ছাত্রীরা লাফিয়ে রাস্তার নিচে পরে যায়। প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন জানান, আমি বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখতে পাই, সিএনজির সামনে বসা দুই যাত্রী সহ চালক চাপা পড়ে আছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে কেটে অঝরে রক্ত পড়ছে। আমি স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।ঘটনার কিছুক্ষনের মধ্যে লাউফুলা ফাঁড়ির এসআই আজহার আলী এসে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমানের পরামর্শ ক্রমে সিএনজি ও অটোরিকশা আটক করে ফাঁড়িতে নিয়ে যান।

বলাবাহুল্য গত জানুয়ারি ২০২৩ সাল হতে সেপ্টেম্বর পর্যন্ত এই ৯ মাসে কুড়ালিয়া বাগবাড়ী মোড়ে ৭টি  ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে এবং এই সড়ক দুর্ঘটনায় ১জনে মৃত্যু সহ অনেকেই পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ সব সড়ক দুর্ঘটনার জন্য গারো বাজার, সাগরদীঘি, সখিপুর ও ভালুকা এলাকার সিএনজির বেপরোয়া চালকদের দায়ী করছেন এলাকাবাসী।তারা বলছেন, এখানে তিন রাস্তার সংযোগস্থল থাকার সত্বেও সিএনজি চালকগন এদিক ওদিক না দেখেই খুব দ্রুতগতিতে এই মোড় পাড়ি দিয়ে থাকে যে কারণে প্রায়ই মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রী ও সাধারণ পথচারী।

বিশিষ্টজনেরা বলছেন, বাহিরের উপজেলার সিএনজি কি ভাবে মধুপুর থেকে যাত্রী আনা নেওয়া করে তা আমাদের বোধগম্য নয়। প্রায় শতশত  সিএনজি এই ব্যস্ততম রোডে প্রতিদিন যাতায়াত করছে যার কোনো বৈধ কাগজপত্র নেই এমনকি চালকদের নাম পরিচয়ের কোনো তথ্য কারো কাছে নেই। বিভিন্ন উপজেলা থেকে আসা সিএনজি গুলো প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটিয়ে চলে যাচ্ছে পরবর্তীতে তাদের কোনো নাম পরিচয় পাওয়া যায় না।

এলাকাবাসী ও ভুক্তভোগীগন এই কুড়ালিয়া বাগবাড়ী মোড়ে খুব দ্রুত সময়ের মধ্যে একটি স্পিড ব্যাকার সহ মোবাইল কোর্টের মাধ্যমে সিএনজি চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ভারতে জি-২০ সম্মেলনে আসছেন না পুতিন

প্রকাশিত:শনিবার ২৬ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়দিল্লিতে বসছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর সংগঠন জি-২০ এর শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেবেন না বলে জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্থানীয় সময় শুক্রবার (২৫ আগস্ট) গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, বর্তমানে পুতিনের এজেন্ডায় সফর নেই। কারণ তিনি বিশেষ সামরিক অভিযানের দিকে মনোনিবেশ করছেন।

পুতিনের সফর না করার আরেকটি কারণ হতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এর মানে, তিনি বিদেশ ভ্রমণের সময় গ্রেপ্তারের ঝুঁকিতে রয়েছেন। যদিও ক্রেমলিন তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

গত বছরও ইন্দোনেশিয়ায় জি-২০ গ্রুপের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাননি পুতিন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেননি তিনি। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হয়েছিলেন তিনি।

এদিকে এক প্রশ্নের জবাবে জি-২০ শীর্ষ সম্মেলনের আলোচক অমিতাভ কান্ত বলেন, এ সম্মেলনে ভারত ভূ-রাজনৈতিক ইস্যুগুলোর সৌহার্দ্যপূর্ণ সমাধান খুঁজতে সদস্যদের রাজি করানোর আশা করছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্নের জবাবে কান্ট বলেন, জি-২০ প্রবৃদ্ধি চায়। কিন্তু যুদ্ধের ফলে খাদ্য, জ্বালানি ও সার নিয়ে চ্যালেঞ্জ এসেছে, যা অর্থনীতির দিক থেকে বিশাল প্রভাব সৃষ্টি করেছে। যুদ্ধ আমাদের সৃষ্টি নয়। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে উন্নয়নের বিষয়গুলোকে সামনে রাখা। সূত্র: আলজাজিরা।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে তুলে ফেলতে হবে: ওবায়দুল কাদের

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১৫২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ থেকে সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষকে সমূলে উৎপাটনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সাম্প্রদায়িকতা এখনো আমাদের এই স্বাধীন দেশে অগ্রগতির পথে, স্বাধীন দেশের বিকাশের ধারার অন্তরায় রয়ে গেছে।

আজ রোববার সকালে জাতীয় কবি নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এই দিনে আজকে আমাদের অঙ্গীকার করতে হবে যে, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে তুলে ফেলতে হবে। আজকে আমরা এই শপথ করি। বাংলাদেশের যারা সত্যিকারের বাঙালি তাদের কাছে আমরা এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

সেতুমন্ত্রী বলেন, ‘আগস্ট মাস এখনো শেষ হয়নি, এই আগস্ট মাস বাঙালি জাতির জন্যে ট্র্যাজিডির মাস, এ মাসে বঙ্গবন্ধুকে হারিয়েছি আমরা, কাজী নজরুল ইসলামকেও হারিয়েছি। নজরুল আগেও প্রাসঙ্গিক ছিলেন এখনো আছেন, তিনি আমাদের যেকোনো সংগ্রামে অপূরণীয়, তিনি চিরদিন আমাদের হৃদয়ে থাকবেন।

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং পরে আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




বাংলাদেশের নির্বাচন নিয়ে যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে চায় না; বরং নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সে বিষয়ে গুরুত্ব দেবে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

পিটার হাস আরও বলেন, ‘এই নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো লক্ষ্য যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের জনগণকে অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা। এর মাধ্যমে জনগণ তাঁদের নেতা নির্বাচন করতে পারবেন।’ নির্বাচনে গণমাধ্যম যাতে ভয়ডরহীনভাবে কাজ করতে পারে, সেদিকও খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্র সারা বিশ্বে পাঁচটি লক্ষ্য নিয়ে কাজ করে। এর মধ্যে একটি হলো—অবাধ ও সুষ্ঠুভাবে যেকোনো দেশের জনগণ যেন তাঁদের নেতা নির্বাচন করতে পারেন তা নিশ্চিত করা। বাংলাদেশে কয়েক মাস পরেই নির্বাচন। সেই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে বিষয়ে যুক্তরাষ্ট্র নজর রাখবে।

শান্তি দিবস প্রসঙ্গে পিটার হাস বলেন, ‘আন্তর্জাতিক শান্তি দিবস বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়।’ এ সময় তিনি জানান, প্রতিটি রাষ্ট্র যেন সার্বভৌমভাবে তাঁদের সিদ্ধান্ত নিতে পারেন, সে বিষয়ে কাজ করছে তাঁর সরকার। নিরাপত্তা শান্তির পূর্বশর্ত জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলা শান্তি নষ্ট করছে।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩