Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

পলখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের অবসরোত্তর বিদায় সংবর্ধনা

প্রকাশিত:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৪০৪জন দেখেছেন

Image

মুশফিকুর রহমানঃনারায়নগঞ্জ জেলা রুপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের পলখান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের অবসরোত্তর  বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। 

শনিবার (১১ নভেম্বর)পলখান উচ্চ  বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করে ম্যানজিং কমিটির সদস্য, শিক্ষক মন্ডলী প্রাক্তন শিক্ষার্থী,ছাত্র-ছাত্রী,ও গ্রামবাসীগন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলখান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাছিমা আক্তার সীমা, পলখান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সম্পাদক মোঃ মামুন ভূঁইয়া। ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোলাইমান মিয়া, আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় ও হাজী রজ্জব উদ্দিন ভূঁইয়া বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বদিউল আলম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন, প্রগতি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ করিম মিয়া, পুর্বাচল নিঝুম পল্লী রিসোর্ট এর চেয়ারম্যান পলখান উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবুল হোসেন, নবাব আস্কর আলী উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীম ভূঁইয়া, মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয় গাজীপুরের মোহাম্মদ বোরহান উদ্দিন মোল্লা, ভাঙ্গুন উচ্চ বিদ্যালয় পুবাইলের সহকারী প্রধান শিক্ষক এ আর এম শামীম রেজা, বাগদী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ মোখলেসুর রহমান আকন্দ, পলখান উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য এ.কে এমন সাত্তার সরকার, সলিম উদ্দিন চৌধুরী কলেজের জাহাঙ্গীর মালুম, পুুটিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,ফজলুল হক,কাজল সহ নাগরি ও দাউদ পুর ইউনিয়ন পরিষদের সকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ।

পলখান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সেকান্দার আলী স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে  দীর্ঘ ৩১ বছর শিক্ষকতা করেছেন, উনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। 

পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান কে,সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 


আরও খবর



অবরোধের প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

প্রকাশিত:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

মাসুদুল হক রুবেল হিলি প্রতিনিধি:সরকারের পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের দাবীতে বিএনপি’র ডাকে ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনেও কোন প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি স্থলবন্দরে। সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে ভারত থেকে কাঁচা পণ্য বোঝাই ট্রাকগুলো প্রবেশ করছে হিলি পানামা পোর্টে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসর্পোট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

ভারত থেকে কাঁচা পণ্যসহ বিভিন্ন প্রকার পণ্য আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে। এদিকে হিলি পানামা পোর্টে ভারত পণ্য বোঝাই ট্রাকগুলো প্রবেশ করছে। পণ্যের লোড- আনলোডের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে পানামা পোর্টে। অবরোধের কারনে পণ্য বোঝাই কোন লোড ট্রাক বন্দর ছেড়ে যায়নি। সকল প্রকার ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রংপুর,আন্তঃ জেলা ও বগুড়া গামী দুরপাল্লার ও লোকাল বাস, মিনিবাস এবং ট্রাকসহ কোন যানবাহন চলাচল না করলেও সিএনজি, ব্যাটারীচালিত আটোরিকসাসহ বিভিন্ন পরিবহন চলছে। এদিকে আইনশৃংখলা রক্ষায় চারমাথা, বাসষ্ট্যান্ড, পোর্ট এলাকাসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




মহানবীর রওজা মোবারক জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :সৌদি আববের মদিনায় মহানবী হযরত মুহাম্মদের (সা.) রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন তিনি।

রওজা জিয়ারতের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদে নববীতে আসর এবং মাগরিবের সালাত আদায় করেন।

ইসলামে নারীবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তাকে বহনকারী বিমান মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সৌদি আরব সফরের শুরুতে মহানবীর (সা.) রওজা জিয়ারত করতে মদিনায় আসেন শেখ হাসিনা।

মহানবীর রওজা জিয়ারত এবং মসজিদে নববীতে সালাত আদায় শেষে রাতে প্রধানমন্ত্রী উড়োজাহাজে মদিনা থেকে জেদ্দায় যাবেন। রাতেই তিনি জেদ্দা থেকে সড়ক পথে মক্কা যাবেন। সেখানে প্রধানমন্ত্রী ওমরাহ পালন ও মসজিদে হারামে নামাজ আদায় করবেন।

এর আগে সকাল ৯টা ১৪ মিনিটে প্রধানমন্ত্রীকে বহন করা বিমান ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সৌদি আরবের জেদ্দায় আগামী ৬-৮ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে সেমিতে আর্জেন্টিনা

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৫২জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল মানেই বাড়তি উন্মাদনা। গত বুধবার (২২ নভেম্বর) জাতীয় দলের জয়ের পর আজ শুক্রবার (২৪ নভেম্বর) আরও একবার ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। ‘নতুন মেসি’ খ্যাত ক্লদিও এচেভেরির হ্যাটট্রিকে বর্তমান চ্যাম্পিয়ন সেলেসাও যুবাদের ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় লাতিনের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। শুরু থেকেই ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেললেও লড়াই ছিল সমানে সমান। ১৫ মিনিট পর্যন্ত দুই দলই একে অন্যের গোলে অন্তত দুবার আক্রমণ সাজায়। তবে পোস্টে শট রাখতে পারেনি কেউই। দুই দলের সামনেই সুযোগ ছিল গোলের। আর্জেন্টিনার সিয়ারো ফাঁকা পোস্ট পেয়েও ফিনিশিং করতে পারেনি। আর ব্রাজিলের হায়ানের শট অল্পের জন্য বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।

ম্যাচের ২৮তম মিনিটে অবশ্য আর হতাশ হতে হয়নি আর্জেন্টিনাকে। নিজ অর্ধে বল পেয়েছিলেন আর্জেন্টিনার এচেভেরি। এরপর একাই ছুটে গেলেন প্রতিপক্ষের ডিবক্স পর্যন্ত। ডিবক্সের কিছুটা বাইরে থেকে নিয়েছিলেন নিচু শট। তবে সেটা ব্রাজিল অধিনায়ক ভিটর রেয়েসের পায়ে লেগে খানিক দিক পরিবর্তন করে। তাতেই পরাস্ত হন ব্রাজিলের গোলরক্ষক। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনার যুবারা।

দ্বিতীয়ার্ধে যেন রুদ্র মূর্তি ধারণ করেই মাঠে নামেন ক্লদিও এচেভেরি। ম্যাচের ৫৮ ও ৭১ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করে রিভার প্লেটের এই ফরোয়ার্ড। টুর্নামেন্টে এ নিয়ে ৫ গোল করে এচেভেরি।

আগামী ২৮ নভেম্বর (মঙ্গলবার) সেমিফাইনাল জার্মান যুবাদের মুখোমুখি হবে আর্জেন্টাইন যুবারা।


আরও খবর



অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ২১৭জন দেখেছেন

Image

মুশফিকুর রহমানঃরাজধানীর যাত্রাবাড়ী থানার  সুনামধন্য পাড়াডগাড় মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুর ২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান শুরু  হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ শিমলার সঞ্চালনায় এবং পাড়াডগাড় মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এসএম সোহেল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা শিক্ষা অফিসার মোঃ মঈনুল হোসেন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরাইয়া ইসলাম ইন্সট্রাক্টর টি আর সি,ডেমরা,শাফিয়া বেগম এটিও ডেমরা,জাকিয়া সুলতানা এটিও ডেমরা,মোসাঃ নাহিদা খাতুন এটিও ডেমরা সহ প্রতিষ্টানের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে স্কুলের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উপহার সামগ্রী হিসেবে ক্রেষ্ট তুলে দেয়া হয়। এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




রাণীশংকৈলে হাল চাষ করার সময় ট্রাক্টর চালকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৬৭জন দেখেছেন

Image
রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় ট্রাকটরের নিচে পড়ে গিয়ে তাজু ইসলাম (১৫) নামে চালকের মার্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (১১নভেম্বর) বিকালে উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দন চহট ভাবকী নামক এলাকায় এই ঘটনা ঘটে।নিহত চালক তাজুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশুয়া বাদামবাড়ী এলাকার আব্বাস আলীর ছেলে। 

স্হানীয় ও বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শফিউল্লাহ বসু মিয়া সূত্রে জানা যায়,তাজু আজ সকাল থেকে চন্দন চহট ভাবকী এলাকার খলিলুর রহমানের ছেলে হারুনের ট্রাক্টরটি চালাচ্ছিল। হাল চাষ করার সময় কোন এক সময় নিজেই ট্রাক্টরের নিচে পড়ে যায় সে। এতে ফালসেটে ঢুকে তার মর্মান্তিক হয়। পড়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশকে খবর দেয়।

থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।

আরও খবর