Logo
আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

Peace is elusive in Myanmar; the international community must act now

প্রকাশিত:মঙ্গলবার ৩১ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

NORTH SOUTH UNIVERSITY

Public Relations Office

Press Release

 


Date: 31 January 2023

 

Peace is elusive in Myanmar; the international community must act now

 

Dhaka, 31 January 2023: Two years after a military coup in Myanmar, prospects for a return to peace remain bleak as the military has shown no sign of relenting and has instead doubled down on its efforts to continue its rule. “Unless the international community can pressure the military to relinquish power, the prospects for peace and democracy in Myanmar remain dim” it was observed duringthe seminar.

 

Held at Syndicate Hall of North South University, the seminar on ‘Restoring Peace in Myanmar: Two Years after the Military Coup’ was organized by the Center for Peace Studies (CPS) of the South Asian Institute of Policy and Governance, NSU. Moderated by Dr. IshratZakia Sultana,  Assistant Professor of Political Science and Sociology Department, the seminar was addressed by Ambassador and former Foreign Secretary, ShahidulHaque, Professorial Fellow at SIPG, SIPG Senior Fellow and former Election Commissioner Brig. Gen. Dr. M. SakhawatHussain, a Faculty of the University of Sultan ZainalAbidin (UniSZA), Malaysia Dr. MahbubulHaque, and President of Rohingya Intellectual Community Australia and Chair of Foreign Affairs of ArakanRohingya National Organization Dr. HlaMyint.Prof. Dr. ZawWaiSoe, Minister of Health and Education, NUG of Myanmar has joined the program.

 

Brig. Gen. Dr. M. SakhawatHussain said that Rohingya crisis is already creating internal security threats and Bangladesh could become a hotbed in the future if the situation turns into a regional conflict involving India-China-the USA.

 

Observing that the country never experienced democracy in the past, Professor Shahidul urged for concerted efforts of international agencies to help various groups fighting for democracy in Myanmar.

 

Dr. MahbubulHaque suggested Myanmar democracy activists to include Rohingya issue in their ongoing movement.

 

Dr. Zaw, addressing the issue of Rohingya crisis said, “Rohingya is our people.” He further added the National Unity Government (NUG) will solve the Rohingya conflict.

 

Dr. HlaMyint said, “We the Rohingya, are the most persecuted people in the world. Leaders of the Rohingya community determine a point that it will be in the best interest of the Rohingya community to solve the Rohingya issue by unity. Therefore we have formed ArakanRohingya Alliance. The primary objective of it is to seek the right to self-determination and reach out to international actors for the interest of the Rohingya people globally and locally.”

 

Speakers accused the Myanmar military of committing human rights abuses, including extrajudicial killings, arbitrary arrests, and the use of torture. In addition, the military imposed an internet shutdown, curtailed press freedom, and conducted mass arrests of political dissidents.

 

With no end to the military’s rule, the people of Myanmar are facing an uncertain future; the discussants observed and urged the international community to take urgent action to ensure that the country can return to democracy and the rule of law and that human rights of its citizens are respected.

 

Professor Sk. Tawfique M. Haque, Director, South Asian Institute of Policy and Governance (SIPG), NSU delivered the concluding speech.

 

 

Contact:

Public Relations Office, North South University (NSU)

Dr. S.M RezwanUlAlam, Associate Professor &Director, PR Office. Phone: +8801713065012, [email protected]

Asif Bin Ali, Lecturer &Deputy Director, PR Office. Phone: +8801317531410, [email protected]

Farzana Haque, Public Relations Officer, PR Office. Phone: +8801816390519, [email protected]

 =


আরও খবর

German award nomination for Bangladeshi film for eco-friendly filmmaking

রবিবার ১৯ ফেব্রুয়ারী ২০২৩

GP Stars will enjoy exclusive perks at Gloria Jean’s Coffees every Friday

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৩




ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত:রবিবার ১২ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image

বাসস: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার এক অভিনন্দন বার্তায় তিনি খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।  

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।

আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার উইকেটে হারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজে ২-০-তে এগিয়ে গেল টাইগাররা।

 বিশ্ব চ্যাম্পিয়নদের সিরিজ হারিয়ে টাইগারদের ইতিহাস


আরও খবর



‌‘বিএনপি যতই নালিশ করুক, মানুষ ভোট দেবে না’

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

 নিজস্ব প্রতিবেদক ;বিএনপি যতই নালিশ করুক, বিদেশিদের কথায় বাংলাদেশের মানুষ তাদের ভোট দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বংশালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের বংশাল ও কোতোয়ালি থানার পাঁচটি ওয়ার্ড ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিদেশিদের মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পৃথিবীর কোনো দেশের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। যারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে তাদের দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও ভোট চুরির অপবাদ দিয়েছেন। প্রতি মাসে সেদেশে গণগুলি বর্ষণের ঘটনা ঘটে। যা গণতন্ত্রের ওপর আঘাত।’

অন্যের সমালোচনা করার আগে নিজের দেশের ভেতরের চিত্রটা দেখা উচিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রমান্বয়ে ত্রুটিমুক্ত নির্বাচন করতে শেখ হাসিনার সরকার কাজ করছে। গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকীকরণে আইনগতভাবে নির্বাচন কমিশন গঠন করেছে।’

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে, লবিস্ট নিয়োগ করেছে বলে জানান সেতুমন্ত্রী। তিনি আরও বলেন, ‘বিএনপির আন্দোলন কাঁদায় আটকে গেছে। আন্দোলনের এ গাড়ি আর উঠবে না। তাদের আন্দোলনে জনগণ নেই। নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ। তাই তাদের এখন অবলম্বন ষড়যন্ত্র, নাশকতা ও চোরাগোপ্তার পথ। সেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি।’

এ সময় শেখ হাসিনার মতো দেশে এত উন্নয়ন অর্জন কোনো নেতা করতে পারেনি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দীন রানার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ যুবলীগের নেতৃবৃন্দ।


আরও খবর



ভবন ঝুঁকিপূর্ণ যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরবর্তী কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:বুধবার ০৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৭০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভবনের বেসমেন্ট এবং নিচতলা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই যথেষ্ট প্রিপারেশন (প্রস্তুতি) নিয়ে পরবর্তী কার্যক্রম করা হয়েছে।

আজ বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা করে বিস্ফোরণের মূল কারণ জানা যাবে। ঘটনাস্থলে কাজ শুরু করেছে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ, আর্মি ও রাজউকের বিশেষজ্ঞরা।

ভবন নির্মাণের ক্ষেত্রে সব ধরনের নিয়ম মানতে এবং ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেওয়ার জন্য জনসাধারণের উদ্দেশে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী। 

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলা বিধ্বস্ত হয়েছে।

বিস্ফোরণে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

এদিকে ঘটনায় তদন্তে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে  চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আরও খবর



তানোরে গণহত্যা দিবস পালন

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ২৯জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে গণহত্যা দিবস পালন করা হয়েছে। এউপলক্ষে শনিবার সন্ধ্যার পরে উপজেলা পরিষদ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী, ও মোমবাতি প্রজ্জলন করা হয়।  উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেলের দিকে আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন টিএচএ বার্নাবাস হাসদা, ওসি কামরুজ্জামান মিয়া, পিআইও প্রকৌশলী তারিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম, মৎস্য কর্মকর্তা বাবুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার মুক্তিযোদ্ধা,  পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

আরও খবর



হেনস্থার শিকার তাপসী

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেত্রী তাপসী পান্নু কেরিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। ২০১০ সালে আসেন অভিনয় জগতে। তার দু’বছর আগে ২০০৮ সালে ভারতের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। তখন তিনি ছাত্রী। প্রতিযোগিতায় হেনস্থার শিকার হয়েছিলেন বলে জানালেন অভিনেত্রী। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, তাপসী জানান, প্রবল পক্ষপাতিত্ব হয়েছিল বাছাই পর্বে। প্রশ্ন উঠেছিল সেখানে তার থাকার যোগ্যতা নিয়ে। চরম অপমানিত হতে হয়েছিল তাকে।

দিল্লি থেকে বেছে নেওয়া তিনজনের মধ্যে একজন ছিলেন তিনি। তাকে লড়াই করতে হয়েছিল পেশাদার মডেলদের সঙ্গে। তাদের তুলনায় তিনি ছিলেন অপেশাদার, অনভিজ্ঞ। তখনও পর্যন্ত তিনি শুধু ফটোশ্যুট করেছিলেন। টিভির কোনো বিজ্ঞাপনে তার মুখ দেখা যায়নি, র‌্যাম্পে হাঁটার অভিজ্ঞতাও তার ছিল না।

তিনি জানান, গ্রুমিং পর্বে বুঝেছিলাম, এটা আমি করতে পারব না। আমাদের হাঁটা শেখানো হত, কীভাবে হাসব তাও শেখানো হত। হেমন্ত ত্রিবেদী তখন ছিলেন শিক্ষক হিসেবে। তিনি বলেছিলেন, ‘আমার হাতে থাকলে কখনোই তুমি প্রথম আটাশজনের মধ্যে জায়গা পেতে না।’

শ্যুটিং শেষের পার্টির পরে তাপসী বুঝতে পারেন, কতটা ঝুঁকিপূর্ণ এবং খারাপ পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে। সেই কাহিনী তুলে ধরে অভিনেত্রী বলেন, নানা রকম পক্ষপাতিত্বের ঘটনা ঘটত সেখানে। প্রতিযোগীদের নানা চুক্তিতে সই করানো হয়েছিল। শর্ত ছিল যে, প্রতিযোগীদের উপার্জনের তিরিশ শতাংশ তিন বছরের জন্য অনুষ্ঠান কর্তৃপক্ষকে দিতে হবে।

সেই প্রতিযোগিতা থেকে দুটি খেতাব পেয়েছিলেন তাপসী। সেরা নতুন মুখের পুরস্কার (মিস ফ্রেশ ফেস) এবং সুন্দর ত্বকের পুরস্কার (মিস বিউটিফুল স্কিন)।

উল্লেখ্য, ২০১০ সালে তেলুগু সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তাপসী। ২০১৩ সালে ‘চশমে বদ্দুর’ দিয়ে বলিউডে অভিষেক হয় তার। আশির দশকের বিখ্যাত হিন্দি সিনেমার এই রিমেকটির পরিচালক ছিলেন ডেভিড ধাওয়ান।


আরও খবর