Logo
আজঃ বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩
শিরোনাম

পবিত্র শবেবরাত আজ

প্রকাশিত:মঙ্গলবার ০৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ১৪৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: আরবি ‘শাবান’ মাস একটি মোবারক মাস। হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। রমজানের প্রস্তুতির মাস হিসেবে তিনি এ মাসকে পালন করতেন। এ মাসের একটি রাতকে মুসলমানরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন, মধ্য শাবানের এই রাত আমাদের এই জনপদে ‘শবেবরাত’ হিসেবে পরিচিত। আজ সেই মহিমান্বিত রাত।

পবিত্র শবেবরাত উপলক্ষে আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পবিত্র শবেবরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমীন। রাত ৮টা ৫০ মিনিটে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় নিয়ে ওয়াজ করবেন মহাখালী গাউসুল আজম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রাজ্জাক আযহারী। রাত সাড়ে ১২টায় নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত নিয়ে ওয়াজ করবেন রাজধানীর বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাসেমী। রাত সোয়া ৩টায় তাহাজ্জদ নামাজের গুরুত্ব ও ফজিলত নিয়ে ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মিজানুর রহমান। ভোর সাড়ে ৫টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ সৌভাগ্য। এ দুটি শব্দ নিয়ে ‘শবেবরাত’, অর্থাৎ সৌভাগ্যের রজনী। আরবিতে একে বলে ‘লাইলাতুল বরাত’। আজ ১৪ শাবান মঙ্গলবার দিবাগত রাতটিই পবিত্র শবেবরাত। আল্লাহতায়ালা এ রাতে বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুলভ্রান্তি ও পাপতাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে সকাতরে ক্ষমা প্রার্থনা করেন। ভারতীয় উপমহাদেশ বিশেষ করে বাংলাদেশে শবেবরাতকে ‘ভাগ্যরজনী’ হিসেবেও অভিহিত করা হয়।

মুসলমানরা শবেবরাতে নফল নামাজ, জিকির-আসকার, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিনিদ্র রাত কাটায় ও আল্লাহতায়ালার কাছে বিনম্র প্রার্থনা করেন ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য। একই সঙ্গে মৃত আত্মীয়স্বজনের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। পাড়া-মহল্লার মসজিদগুলোতে সন্ধ্যার পর থেকেই ওয়াজ-নসিহত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনেকে গভীর রাত অবধি ইবাদত-বন্দেগিতে মশগুল থেকে শেষ রাতে সেহরি খেয়ে পরদিন নফল রোজা রাখেন।

বাঙালি মুসলিম সমাজে শবেবরাতের একটি আনন্দঘন সামাজিক দিকও রয়েছে। এদিন মুসলমানদের বাড়িতে সাধ্যানুযায়ী হালুয়া, পায়েস, রুটিসহ নানা উপাদেয় খাবার রান্না করা হয়। এসব খাবার আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর বাড়িতে পাঠানো এবং গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করা হয়। অনেকে মুক্ত হস্তে দান-খয়রাতও করে থাকেন। বরাবরের মতোই শবেবরাতের পরদিন অর্থাৎ কাল বুধবার সরকারি ছুটি থাকবে।

শবেবরাতের বরকত, ফজিলত ও মর্যাদা হাদিস দ্বারা প্রমাণিত। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, ‘আল্লাহতায়ালা মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরেক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। 

আটজন সাহাবির সূত্রে বিভিন্ন সনদে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এ হাদিস থেকে প্রমাণ হয় যে, শবেবরাত ফজিলতময় এবং এ রাতে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করে থাকেন। তবে ক্ষমা পাওয়ার শর্ত হলো- শিরক ও বিদ্বেষ থেকে মুক্ত থাকা। এ দুটি বিষয় থেকে যারা মুক্ত থাকবেন তারা কোনো অতিরিক্ত আমল ছাড়াই এ রাতের বরকত ও ক্ষমা লাভ করবেন। কিন্তু শিরক ও বিদ্বেষ থেকে মুক্ত হতে না পারলে অন্য আমল দিয়ে ওই রাতের বরকত ও ক্ষমা লাভ করা যাবে না। দুঃখের বিষয় হলো, শবেবরাতে আমরা অনেক নফল আমল করলেও ওই দুটি শর্ত পূরণের চেষ্টা খুব কম মানুষই করে থাকি।

আল্লাহতায়ালা যে কোনো সময় তার বান্দার দোয়া-প্রার্থনা কবুল করতে পারেন। তার পরও বছরের এমন কিছু বিশেষ সময়-ক্ষণ রয়েছে, যে সময়গুলোর মর্যাদা ও ফজিলত অন্য সময়ের তুলনায় বেশি। সেসব দিন-ক্ষণে কৃত ইবাদত, দোয়া-মোনাজাতের মর্যাদা বেশি ও সওয়াবের মাত্রা অপরিসীম। এ বিষয়গুলো মুসলমানদের মনে শবেবরাতে ইবাদত-বন্দেগি ও বেশি বেশি নেক কাজ করার স্পৃহাকে জাগিয়ে তোলে। ফলে দেশব্যাপী শবেবরাত উপলক্ষে সৃষ্টি হয় এক ধর্মীয় আবহ। এ রাত কাতর ফরিয়াদ মিশ্রিত দোয়া-মোনাজাতসহ বিভিন্ন নফল ইবাদত-বন্দেগিতে কাটানোর রাত।


আরও খবর



গাবতলীতে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনার লক্ষে উপজেলা কমিটির সভা

প্রকাশিত:রবিবার ০৪ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৭২জন দেখেছেন

Image

আল আমিন মন্ডল (বগুড়া) :রবিবার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বগুড়ার ‘গাবতলী উপজেলা’কে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষনার লক্ষে ইছামতি হলরুমে উপজেলা যৌথ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াছমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফতাবুজ্জামান- আল-ইমরান এর সভাতিত্ত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা আকাতার, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার হুমায়ুন আলম চান্দু, এমআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনু, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বুলবুল আহম্মেদ, ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম, আব্দুল গফুর, ফারুক আহম্মেদ, শহিদুল ইমসলাম বাবু, ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন, আব্দুল মজিদ মন্ডল, আব্দুল ওহাব মন্ডল, আব্দুল রশিদ মোল্লা, মজিবুর রহমান, ইউনুছ আলী, শাহীদুল ইসলাম টনি। এসময় উস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সাজেদুর রহমান, সৈয়দ আহম্মেদ কলেজ অধ্যক্ষ সাইদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা আলিফা খাতুন, সমাজসেবা কর্মকর্তা নাইম হোসেন, সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রানি সম্পদ দপ্তরের এলইও ডাঃ লিটন আহম্মেদ, উপজেলা সহঃ ইন্সট্রাক্টর টি এম হাসানুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা এবং ইউপি সচিবগন প্রমূখ।


আরও খবর



হোমনা উপজেলা প্রেসক্লাব উন্নয়নে এলজিআরডি উপ-সচিব

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৪৮জন দেখেছেন

Image

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাবের অবকাঠামোগত সার্বিক উন্নয়নে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এসএম নজরুল ইসলাম। তিনি গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে উপজেলায় এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নিতে গিয়ে উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে এসে এ আশ্বাস দেন। উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক মোরশিদ আলম, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মইনুল ইসলাম মিশুক তাকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে তিনি হোমনা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরাধীন (এলজিইডি) উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে স্থাপিত ১ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপির উদ্বোধন করা উপজেলা মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি, অফিসার্স ক্লাব, উপজেলা পরিষদের সীমানা পরে হোমনা থানা, পৌরসভা এবং নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন এবং আলোচনা করেন। ইতোমধ্যে চলতি অর্থ বছরের এডিপির আওতায় জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাতের অধীনে হোমনা উপজেলা প্রেসক্লাব ও হোমনা প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে এক লাখ করে দুই লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এ জন্য প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা তাকে আন্তরিক ধন্যবাদ জানান। উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে উপ-সচিব এসএম নজরুল ইসলাম প্রেসক্লাবের উন্নয়নে আরও সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. কবীর হোসেন, হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুছ ছালাম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোশারফ হোসেন, আসাদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিব্বির আহমেদ, ইউপি সদস্য হাফিজ উদ্দিন, সাংবাদিক কবি দেলোয়ার, মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা তছলিম সরকার প্রমুখ।


আরও খবর



তানোরে নারীর প্রতি সহিংসতা রোধে র্যালী, সভা ও মঞ্চ নাটক

প্রকাশিত:শুক্রবার ১৯ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে প্রচার,, "আসুন নারীর প্রতি সকল নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়াই প্রতিবাদ ও প্রতিরোধ করি,, নারীর প্রতি সকল প্রকার নির্যাতনের অবসান চাই এখনই,, সইবো নাকো আমরা আর নারীর প্রতি অত্যাচার,,এই হোক অঙ্গিকার নারী নির্যাতন আর নয়,, এই সব স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা, র্যালী ও মঞ্চ নাটক স্বাক্ষর গ্রহন এবং ভয়েস রেকর্ড প্রচারনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দিকে  উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য সামাজিক অংশিদারিত্বের উন্নয়ন( প্রসপেক্ট) প্রকল্প -বে সরকারী দাতা সংস্থা ডাসকোর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাগরিক সমাজ সংগঠন তালন্দ ইউনিয়ন( ইউপির) সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ"লীগের সাধারন সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, পারিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা, প্রকল্প ব্যাপস্থাপক আব্দুর রাজ্জাক, এডভোকেশিয়ান ট্রেনিং অফিসার ইনজাউল হক প্রমুখ। এর আগে  গোল্লাপাড়া থেকে বিশাল র্যালী বের হয়ে  থানা মোড় দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়ে শিক্ষার্থীরা মঞ্চ নাটক প্রদর্শন করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন মোড়ে স্বাক্ষর  ও ভয়েস রেকর্ড প্রচার করা হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকার প্রকল্পের নানা বয়সের নারী পুরুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর



কোন ষড়যন্ত্রে কাজ হবেনা তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে সরে পড়ুন: আব্দুল আওয়াল মিন্টু

প্রকাশিত:শুক্রবার ১৯ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: এখনো সময় আছে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেশের মানুষকে মুক্তি দিয়ে সরে পড়ুন।  দেশের জনগন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গন আন্দোললনের মাধ্যমে তানেক জিয়াকে দেশের মাটিতে এনে এ সরকারের পতন ঘটিয়ে জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনবে আর গনতান্ত্রীক সরকার প্রতিষ্ঠা করবে কেন ষড়যন্ত্রে কাজ হবেনা।  চলমান আন্দোলনে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিএনপি ঘোষিত ১০দফা দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে মাগুরা জেলা বিএনপি আয়োজিত  গন সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এ কথা বলেন। তিনি বলেন দেশের জনগন আর দেরি করবেনা তারা রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দাবি আদায় করে ঘরে ফিরবে। সময় হয়ে গেছে স্বৈরাচার সরকারের পতনের ঘন্টা বেজে গেছে, শুধু সময়ের ব্যাপার এ সরকারের বিদায় তরান্বিত করতে তিনি দেশ প্রেমিক জনগনকে সামনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামার আহবান জানান। দেশ বিদেশ আর এ সরকারকে দেখতে চায়না। জোর করে আর ক্ষমতায় থাকা যাবেনা বুঝতে পেরে তারা আবোল তাবোল বকছে। তাদের আর কোন সুয়োগ দেয়া যাবেনা। শান্তিপূর্ণ আন্দোলনেই তাদের পতন হবে।

১৯ মে শুক্রবার বিকেল তিনটায় জেলা বিএনপির ইসলামপুর পাড়া কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সমাবেশে মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ সভাপতিত্ব করেন।জেলা বিএনপি সদস্য সচিব মোঃ আখতার হোসেনের সঞ্চালনায় বিশাল এ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য নেওয়াজ হালিমা আরলী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ওবায়দুল হক চান্দ, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান সম্রাট,  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবাক আহসান হাবীব কিশোর, যুগ্ম আহবায়ক , খান হাসান ইমাম সুজা, ফারুকুজ্জামান ফারুক,  মিঠুন রায় চৌধুরী এড রোনুজ্জামান খান,, সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মাসুদ খান কিজিল, বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষার, জেলার শ্রীপুর,মহম্মদপুর,শালিখা উপজেলা বিএনপির,নেতৃবুন্দ, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, জেলা যুব দলের সভাপতি এড, ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।


আরও খবর



নির্বাচনকালীন সরকার কখন হবে, জানালেন আইনমন্ত্রী

প্রকাশিত:রবিবার ০৪ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকালীন সরকার কখন গঠন করা হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যখন মনে করবেন, তখন তিনি নির্বাচনকালীন সরকার গঠন করবেন। নির্বাচনকালীন সরকার গঠনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় না। তবে তিনি প্রয়োজনমতো ক্যাবিনেট গঠন করতে পারেন।

এ ব্যাপারে কোনো অস্পষ্টতার সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার হবে।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আনিসুল হক বলেন, বিদেশি সংস্থা মতামত দেওয়ার আগেই ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করার প্রয়োজন হলে সরকার করবে। এ সময় অপব্যবহার ঠেকাতে সেপ্টেম্বর নাগাদ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে বলেও জানান আইনমন্ত্রী।

প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলরুমে দুর্নীতির মামলা বিচারকার্যের সঙ্গে সম্পৃক্ত বিচারকদের জন্য আয়োজিত ‘১৫০তম রিফ্রেশার কোর্স’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা। এ সময় মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।


আরও খবর