

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বুধবার ২০ সেপ্টেম্বর ২০23
সায়মন তারিক:চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার রাত ১১ টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে সৈয়দ সালাহউদ্দিন জাকীর বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৪৬ সালের ২৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন।
চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকী কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। ২০২১ সালে একুশে পদক লাভ করেন।
সম্প্রতি তিনি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেন। একটি 'অপরাজেয় একা' অন্যটি 'ক্রান্তিকাল'। উনার মৃত্যুতে চলচ্চিত্র পরিচালক সমিতি শোক বিবৃতি দিয়েছেন।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বুধবার ২০ সেপ্টেম্বর ২০23
নিজস্ব প্রতিবেদক:দেশের নতুন অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে কর্মরত আছেন।
আজ বুধবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, আগামী ২৮ আগস্ট থেকে তার নিয়োগ কার্যকর হবে।
খায়েরুজ্জামান মজুমদার বর্তমান অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হচ্ছেন। অন্যদিকে, খায়েরুজ্জামান মজুমদারের জায়গায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হচ্ছেন মো. নুরুল আলম। তিনি বর্তমানে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব পদে কর্মরত আছেন।
খায়েরুজ্জামান মজুমদার ১৯৯৩ সালের এপ্রিলে ১১তম ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বিসিএস (শুল্ক ও আবগারি) কর্মকর্তা হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
খায়েরুজ্জামান মজুমদার যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে সরকার (রাজনৈতিক অর্থনীতি) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক অর্থনীতিতে এমএ ডিগ্রি সম্পন্ন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করে এমএসএস ডিগ্রি এবং প্রথম স্থান অর্জন করে একই বিষয়ে বিএসএস (সম্মান) ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ পেশাগত কর্মজীবনে তিনি রাজস্ব, অর্থ, বাণিজ্য এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়ে দেশ-বিদেশে অসংখ্য প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। গত বৃহস্পতিবারও আমাদের রোগীর সংখ্যা ৭০-এর নিচে চলে এসেছে। কিন্তু সেখানে আমরা কোনো সন্তুষ্টির ঢেকুর নিতে চাই না।
আজ শনিবার দুপুর ১২টায় বাসাবো কালিমন্দির সংলগ্ন এলাকায় ডেঙ্গু রোগ বিস্তাররোধে মশক নিধনে জনসম্পৃক্ততা কার্যক্রমে অংশগ্রহণ পরবর্তী গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এ মন্তব্য করেন।
তাপস বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপেরেশনের ৭৫টা ওয়ার্ডের মধ্যে যেসব ওয়ার্ডে ১০ জনের বেশি রোগী পেয়েছি, সেসব ওয়ার্ডকে আমরা “লাল চিহ্নিত” করেছি। লাল চিহ্নিত মানে “বিপজ্জনক”। সেখানে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। এ আশঙ্কা থেকেই আমরা লাল চিহ্নিত করেছি এবং এলাকাবাসীকে সম্পৃক্ত করেছি। বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, বাড়ির মালিক, সকল স্থাপনার মালিক, সকল সামাজিক সংগঠন, রেড ক্রিসেন্ট, স্কাউটস সবাইকে সম্পৃক্ত করে এই ওয়ার্ডগুলোতে আমরা দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সকালে লার্ভিসাইডিং ও বিকেলে এডাল্টিসাইডিংসহ চিরুনি অভিযান পরিচালনা করব। যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কার্যক্রমে এগিয়ে এসেছে এবং অংশগ্রহণ করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাই।
এ কার্যক্রমের লক্ষ্য উল্লেখ করে মেয়র তাপস বলেন, ‘এটা ভরা মৌসুম। এখানো বর্ষা শেষ হয়নি। গতকালও বৃষ্টি হয়েছে। সুতরাং পানি কিন্তু কিছুক্ষণ পরপরই জমবে। যেহেতু ভাদ্র মাস ভরা মৌসুম সুতরাং মাঠ পর্যায়ের কার্যক্রম আমরা আরও বেগবান করেছি। যেহেতু আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি সেহেতু এই সুযোগে আমরা যদি একদম নির্মূলের পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে সামনের দিনে আর বাড়তে পারবে না। আমাদের লক্ষ্য হলো মশক প্রজননের আধার বিনষ্ট করা। আমরা যতই সোর্স রিডাকশন করতে পারব আমাদের কার্যক্রম ততই ফলপ্রসূ হবে। এজন্য জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে আমরা এই কার্যক্রম নিয়েছি।
মার্শাল এগ্রোভেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘আমরা কারও মাধ্যমে (কীটনাশক) আমদানি করি না। ২০১৯ সালের পর থেকে আমরা সরকারি নীতিমালা অনুযায়ী উৎপাদনকারীর কাছ হতে সরাসরি আমদানি করি। সে প্রতিষ্ঠানও কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত। সেখানে সকল অনুমতি যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুমতি, কীটনাশক যারা নিয়ন্ত্রণ করেন তাদের অনুমতি নেওয়া রয়েছে এবং আমাদের কীটনাশক কমিটি আমাদের যে কীটনাশক নির্ধারণ করে দেয় এর বাইরে আমরা কোনো কীটনাশক ব্যবহার করি না। আমরা শুধু (আমদানিকৃত কীটনাশকের) মিশ্রণটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করে থাকি। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে যথাযথভাবে এবং আমাদের নির্ধারিত মূল্যের চাইতে কম মূল্যে তারা কাজ পেয়েছে। আমাদের সঙ্গে তাদের যে চুক্তি এখন পর্যন্ত আমরা সেটির কোনো ব্যত্যয় লক্ষ্য করিনি। সুতরাং অন্য কোথাও ঘটনা ঘটলেও আমাদের এখানে এ ধরনের (ঘটনা ঘটানোর) কোনো সুযোগ নেই।
যথাসময়ে স্বাস্থ্য অধিদপ্তরকে জরিপের ফলাফল জানানোর আহ্বান জানিয়ে তাপস আরও বলেন, ‘আমরা স্বাস্থ্য অধিদপ্তরের জরিপের ওপরই নির্ভর করি। প্রাক-মৌসুম যে জরিপ হয়েছে, সে জরিপ অনুযায়ী আমরা ইতোমধ্যে কাজ সম্পন্ন করেছি। এখন মৌসুমের যে জরিপ সেটার জন্য আমরা অপেক্ষায় আছি। এখানে একটি বিষয়, প্রাক-মৌসুম জরিপটা অনেক বিলম্বিত হয়েছিল। আমরা আশা করব যে, ভরা মৌসুমের জরিপটা যেন আমরা যথাসময়ে পায়। তাহলে আমাদের কার্যক্রমটা আরও কার্যকরভাবে নিতে পারব।
এ ছাড়া মেয়র তাপস হাজারীবাগের ৫ নম্বর ওয়ার্ড এবং কদমতলীর ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ডেও ডেঙ্গু রোগ বিস্তাররোধে মশক নিধনে জনসম্পৃক্ততা কার্যক্রমে অংশ নেন।
এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, ২ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাসসহ সংশ্লিষ্ট অঞ্চল ও ওয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলররা অংশ নেন।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরা জেলা বাংলাদেশ জাতীয় সমাজতান্তিক দল বাংলাদেশ জাসদ নির্বাচন কমিশনের সংস্কারসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে। রবিবার. ২৭ আগস্ট সকাল সাড়ে ১১ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা জাসদের সভাপতি এটিএম মহব্বত আলী, জাসদ নেতা বাশারুল হায়দার বাচ্চু, শফিকুল ইসলাম পিকুল প্রমুখ বক্তব্য রাখেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে এক কঠিন রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মুখোমুখী এসে দাড়িয়েছে। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচন দেশের নির্বাচনী ব্যবস্থার উপর যে আস্থার সংকট তৈরী করেছিল ২০২৩ সালে এসে তা স্পষ্ঠ হয়ে উঠেছে। তারা বলেন, সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা, গনতন্ত্র এবং জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা এখন জনগনের দাবিতে পরিনত হয়েছে। দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, লুটপাট, টাকা পাচারের যে চিত্র দেশবাসীর সামনে স্পষ্ট হচ্ছে তা থেকে মানুষ পরিত্রানের পথ খুজছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাসদ ৮ দফা দাবি জাতির সামনে উপস্থাপন করছে যার মাধ্যমে জাতি এ সংকটময় পরিস্থিতি থেকে বের হওয়ার একটি পথ খুজে পাবে বলে জাসদ মনে করে।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:সংরক্ষিত নারী কাউন্সিলরকে নির্দেশ দিয়ে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নাসিক ৫ নং ওয়ার্ডে মশার ওষুধ দেন, এটা ডেঙ্গুর রেড জোন এলাকা হয়ে গেছে। টাকা বা মেশিন লাগলে আমার থেকে নেন, আমি দেব।
তিনি বলেন, মেশিন দরকার হলে নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, কাউন্সিলর আনোয়ার চাচা, কাউন্সিলর বাদল থেকে নেন। সব মেশিন নিয়ে এসে এখানে লাগান।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের মিলাদ ও দোয়ার আয়োজনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, বাংলাদেশের কোনো জায়গায় এতো ডেঙ্গুতে আক্রান্ত হয়নি, এখানকার মতো। তাই কোনো প্রকার গাফিলতি করবেন না।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩