
নাজমুল হাসানঃ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে জায়গা পেতে পদপ্রত্যাশীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে শীঘ্রই। শীঘ্রই কমিটি ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলের একাধিক সূত্র।ওয়ার্ডের আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পেতে নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের কাছে দিনরাত ছুটে বেড়াচ্ছেন। পদপ্রত্যাশীরা নিজেদের অবস্থান ঠিক রাখতে তাদের পছন্দের নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন। প্রত্যেকেই নানামুখী তদবিরে ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে। লবিং, তদবিরের পাশাপাশি কেউ কেউ ত্যাগী নেতাদের চরিত্র হননে বেছে নিয়েছেন ষড়যন্ত্রের পথ। প্রতিপক্ষ প্রার্থীদের কে কোন ঠাসা করতে গণমাধ্যম কর্মীদের ব্যাবহার করে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছেন।ওয়ার্ডগুলোতে নয়া কমিটি গঠনকে ঘিরে চায়ের কাপে রীতিমতো ঝড় বইছে। পদ-পদবি পেতে দলের প্রতি নিজেদের আত্মত্যাগের কথা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ জানাচ্ছেন। পদ পেতে পুরনোদের পাশাপাশি নতুনরাও মাঠে নেমেছেন।
রাজধানীর কদমতলী থানার ৫৩ নং ওয়ার্ড কমিটি গঠনে শীর্ষ পদে বিতর্কিত ব্যক্তিদের নাম প্রস্তাবের খবর পাওয়া গেছে। ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি গঠনে যাদের সভাপতি করার কথাশোনা যাচ্ছে তার মধ্যে তরিকুল ইসলাম মানিক প্রধানিয়া। তিনি ৫৩ নং ওয়ার্ডের বিএনপি কাউন্সিলর এর আপন শ্যালক তার আপন ছোট ভাই বিএনপি রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। তার আরেক বোনের জামাই অত্র ওয়ার্ডের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিনি যুবলীগ সংগঠন করতে ব্যর্থ হয়েছেন অভিযোগ রয়েছে। এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তার এলাকায় গিয়ে তাকে পাওয়া যায়নি। অপরদিকে সাধারণ সম্পাদক হিসেবে যুবলীগের কাওছার হালদারের নাম শোনা যাচ্ছে। তার বিরুদ্ধে অন্যের বউ ভাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা বলছেন, দেশের বৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম আরো গতিশীল করে তুলতে মাঠ পর্যায়ের তুখোর ও ত্যাগী কর্মীরা ওয়ার্ড কমিটির শীর্ষপদ পাবেন। তাছাড়া অন্যদল থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া, হাইব্রিড নেতাকর্মীদের দলে ঠাঁই না দিতে একাট্টা হয়েছেন আওয়ামী লীগের দলীয় হাইকমান্ড। এমন খবরে তৃণমূলে স্বস্তি ফিরছে।
ওয়ার্ডবাসীর সাথে কথা বলে জানা গেছে, ৬৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রবীণ নেতা শাহাবুদ্দিন খাঁন ও গত নির্বাচনে কাউন্সিলর পদে নৌকার মনোনীত প্রার্থী হানিফ তালুকদার সভাপতি পদে প্রার্থী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে সিভি জমা দিয়েছেন জাফর আহম্মেদ বাবু।
৬৮ নম্বর ওয়ার্ডে সারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে দুলাল খান ও সাধারণ সম্পাদক পদে ডেমরা থানা ছাত্রলীগের সাবেক পাঠচক্র বিষয়ক সম্পাদক ফিরোজ আহম্মেদ প্রার্থী হিসেবে রয়েছেন।
৬৯ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক পদে যুবলীগ নেতা মনির হোসেন লিটন ছুটছেন।
৭০ নম্বর ওয়ার্ডে সভাপতি প্রার্থী সালিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মামুন খাঁন ও সাধারণ সম্পাদক পদে এরশাদ হোসেন, আনোয়ার হোসেন সিভি জমা দিয়েছেন।
৭০ নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেন জানান, আওয়ামী লীগের রাজনীতির সাথে দীর্ঘদিন আছি। দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের আগামী দিনের কমিটিতে যাতে কোনো হাইব্রিড নেতাদের স্থান না দিয়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে এমনটাই প্রত্যাশা দলের হাইকমান্ডের কাছে।
দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নতুন করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তবে দলীয় নেতৃত্বে যাতে করে হাইব্রিড ও 'উড়ে এসে জুড়ে বসা' নেতাদের স্থান দেওয়া না হয় সেই দাবি জানান তারা। দলীয় নেতৃত্বে আওয়ামী লীগের পোড় খাওয়া, জেল জুলুম ও রাজপদের লড়াকু সৈনিকদের দিয়ে কমিটি গঠন করার দাবি জানান তারা।