Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি নিয়ে লবিং তদবির আর ষড়যন্ত্রের মধ্য দিয়েই চূড়ান্ত হচ্ছে তালিকা

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১৬৯জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃ 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড আওয়ামী লীগের  কমিটিতে জায়গা পেতে পদপ্রত্যাশীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে শীঘ্রই। শীঘ্রই কমিটি ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলের একাধিক সূত্র।ওয়ার্ডের আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পেতে নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের কাছে দিনরাত ছুটে বেড়াচ্ছেন।  পদপ্রত্যাশীরা নিজেদের অবস্থান ঠিক রাখতে তাদের পছন্দের নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন। প্রত্যেকেই নানামুখী তদবিরে ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে। লবিং, তদবিরের পাশাপাশি কেউ কেউ ত্যাগী নেতাদের চরিত্র হননে বেছে নিয়েছেন ষড়যন্ত্রের পথ। প্রতিপক্ষ প্রার্থীদের কে কোন ঠাসা করতে গণমাধ্যম কর্মীদের ব্যাবহার করে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছেন।ওয়ার্ডগুলোতে নয়া কমিটি গঠনকে ঘিরে চায়ের কাপে রীতিমতো ঝড় বইছে।  পদ-পদবি পেতে দলের প্রতি নিজেদের আত্মত্যাগের কথা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ জানাচ্ছেন। পদ পেতে পুরনোদের পাশাপাশি নতুনরাও মাঠে নেমেছেন। 


রাজধানীর কদমতলী থানার ৫৩ নং ওয়ার্ড কমিটি গঠনে শীর্ষ পদে বিতর্কিত ব্যক্তিদের নাম প্রস্তাবের খবর পাওয়া গেছে। ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি গঠনে যাদের সভাপতি করার কথাশোনা যাচ্ছে তার মধ্যে তরিকুল ইসলাম মানিক প্রধানিয়া। তিনি ৫৩ নং ওয়ার্ডের বিএনপি কাউন্সিলর এর আপন শ্যালক তার আপন ছোট ভাই বিএনপি রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। তার আরেক বোনের জামাই অত্র ওয়ার্ডের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিনি যুবলীগ সংগঠন করতে ব্যর্থ হয়েছেন অভিযোগ রয়েছে। এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তার এলাকায় গিয়ে তাকে পাওয়া যায়নি। অপরদিকে সাধারণ সম্পাদক হিসেবে যুবলীগের কাওছার হালদারের নাম শোনা যাচ্ছে। তার বিরুদ্ধে অন্যের বউ ভাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।


 স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা বলছেন, দেশের বৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম আরো গতিশীল করে তুলতে মাঠ পর্যায়ের তুখোর ও ত্যাগী কর্মীরা ওয়ার্ড কমিটির শীর্ষপদ পাবেন। তাছাড়া অন্যদল থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া, হাইব্রিড নেতাকর্মীদের দলে ঠাঁই না দিতে একাট্টা হয়েছেন আওয়ামী লীগের দলীয় হাইকমান্ড। এমন খবরে তৃণমূলে স্বস্তি ফিরছে। 


ওয়ার্ডবাসীর সাথে কথা বলে জানা গেছে, ৬৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রবীণ নেতা শাহাবুদ্দিন খাঁন ও গত নির্বাচনে কাউন্সিলর পদে নৌকার মনোনীত প্রার্থী হানিফ তালুকদার সভাপতি পদে প্রার্থী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে সিভি জমা দিয়েছেন জাফর আহম্মেদ বাবু। 



৬৮ নম্বর ওয়ার্ডে সারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে দুলাল খান ও সাধারণ সম্পাদক পদে ডেমরা থানা ছাত্রলীগের সাবেক পাঠচক্র বিষয়ক সম্পাদক ফিরোজ আহম্মেদ প্রার্থী হিসেবে রয়েছেন। 


৬৯ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক পদে যুবলীগ নেতা মনির হোসেন লিটন ছুটছেন। 


৭০ নম্বর ওয়ার্ডে সভাপতি প্রার্থী সালিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মামুন খাঁন ও সাধারণ সম্পাদক পদে এরশাদ হোসেন, আনোয়ার হোসেন সিভি জমা দিয়েছেন।


৭০ নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেন জানান, আওয়ামী লীগের রাজনীতির সাথে দীর্ঘদিন আছি। দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের আগামী দিনের কমিটিতে যাতে কোনো হাইব্রিড নেতাদের স্থান না দিয়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে এমনটাই প্রত্যাশা দলের হাইকমান্ডের কাছে। 



দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নতুন করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তবে দলীয় নেতৃত্বে যাতে করে হাইব্রিড ও 'উড়ে এসে জুড়ে বসা' নেতাদের স্থান দেওয়া না হয় সেই দাবি জানান তারা। দলীয় নেতৃত্বে আওয়ামী লীগের পোড় খাওয়া, জেল জুলুম ও রাজপদের লড়াকু সৈনিকদের দিয়ে কমিটি গঠন করার দাবি জানান তারা। 



আরও খবর



সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ৯৮ বার পেছাল

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:৯৮ বারের মতো পেছাল সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামী ২২ জুন প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

আজ সোমবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন ।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আট জন। অপর আসামিরা হলেন, বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।


আরও খবর



ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৩

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫১ জন।  

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ২২ জনই ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১১ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ১২৫ জন ঢাকার এবং ২৬ জন ঢাকার বাইরে।

প্রসঙ্গত, দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর ১ লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ১৪৮ জন। পরের বছর ডেঙ্গু রোগের বিস্তার ঘটেনি। ২০২১ সালের মাঝামাঝি ও ২০২২ সালে এসে উদ্বেগজনকহারে বাড়তে থাকে ডেঙ্গু রোগী।


আরও খবর



‘গ্রামীণ ইউনিক্লো’ বন্ধ ঘোষণা

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৫২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: বন্ধ হয়ে যাচ্ছে লাইফস্টাইল ব্রান্ড ‘গ্রামীণ ইউনিক্লো’। আগামী জুনের মধ্যেই প্রতিষ্ঠানটির ঢাকায় অবস্থিত সব বিক্রয়কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে।‘গ্রামীণ ইউনিক্লো’ বাংলাদেশের গ্রামীণ ব্যাংক গ্রুপ ও জাপানের ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণ ইউনিক্লো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, গ্রামীণ ইউনিক্লোর ১০টি স্টোর আগামী জুন ১৮, ২০২৩-এর মধ্যে আমরা বন্ধ করব এবং এর সঙ্গে সঙ্গে গ্রামীণ ইউনিক্লোর ব্যবসায় কার্যক্রমও বন্ধ হবে।

এতে বলা হয়েছে, ‘২০১০ সালে আমাদের মূল কোম্পানি ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেড, গ্রামীণ ব্যাংক গ্রুপের সঙ্গে যৌথভাবে পোশাক ব্যবসার মাধ্যমে সামাজিক সমস্যা যেমন দারিদ্র্য, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে সামাজিক ব্যবসায় শুরু করে। ২০১৩ সালে আমরা মূলত রাজধানী ঢাকাতে স্টোর চালু করেছি এবং দৈনন্দিন ব্যবহারের জন্য পোশাক সরবারহ ও নিরাপদ পরিবেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছি।

গ্রামীণ ইউনিক্লো তাদের বিজ্ঞপ্তিতে বলে, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন ও সেইসঙ্গে ব্যবসায়িক পরিবেশের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে, আমাদের ব্যবসায় একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করতে সফল হয়েছে এবং এই প্রেক্ষিতে আমরা আমাদের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

এতে আরও বলা হয়, ‘অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশে ফাস্ট রিটেইলিং এর কার্যক্রম চলমান থাকবে। ২০০৮ সালে বাংলাদেশে প্রডাকশন অফিস শুরুর মাধ্যমে টেক্সটাইল ইন্ডাস্ট্রির উন্নয়নে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে এবং সহযোগী কারখানাগুলো ইউনিক্লোসহ ফাস্ট রিটেইলিংয়ের পোশাক উৎপাদন আগামীতে অব্যাহত থাকবে।


আরও খবর



সেলফির আবদার বিমানবন্দরে, টাকা চাইলেন উরফি

প্রকাশিত:রবিবার ০৭ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | ৭১জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য ভাইরাল ভারতের ব্যতিক্রমী মডেল উরফি জাভেদ। নিত্য নতুন স্টাইলে খোলামেলা পোশাকের কারণে তিনি নিয়মিত আলোচনায় থাকেন। যদিও এই পোশাকের কারণেই নানান সমস্যায় পড়েছেন অভিনেত্রী। অদ্ভুত সব পোশাক পরার কারণে ধর্ষণ, এমনকি খুনেরও হুমকি পেয়েছেন তিনি। তারপরেও উরফিকে দেখলে তার সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায় ভক্তদের। এ ব্যপারে অবশ্য ভক্তদের নিরাশ করেন না উরফি। এবার মজা করে ছবি তোলার জন্য টাকা চেয়ে বসলেন বিতর্কিত এ তারকা।

কখনো দড়ি, কখনো লতাপাতা আবার কখনো নামমাত্র কাপড় দিয়ে নিজের লজ্জা নিবারণ করে প্রকাশ্যে এসেছেন উরফি। এজন্য বহুবার তাকে বয়কটের দাবি এসেছে নেটিজেনদের থেকে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে উরফি বিমানবন্দরে ঢুকছেন। পরনে হলুদ কুর্তি। উরফিকে দেখে বিমানবন্দরে থাকা সকলেই চমকে যান। মুহূর্তের মধ্যে অভিনেত্রীকে ঘিরে ধরেন অনেকে। সেলফি তোলার আবদার করেন তারা। বেশ কয়েকজনের সঙ্গে ছবিও তোলেন উরফি। তবে শেষে মজার ছলে যারা সেলফি তুলছেন তাদের টাকা বের করতেও বলেন তিনি।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্প পোশাকের হট উরফিকে আচমকা দেখে সেখানে উপস্থিত নেটিজনেরা ছবি তোলার প্রতিযোগিতায় নেমে পড়েন।

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ওটিটি’ শো-তে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। যদিও সেসব এখন অতীত। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি।


আরও খবর



মেষ দূরের যাত্রায় সতর্ক থাকুন, পাওনা আদায়ে কুশলী হোন তুলা

প্রকাশিত:সোমবার ০১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ব্যর্থ প্রেমে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।

মিথুন (২২ মে-২১ জুন)

শিল্পকলা কিংবা সাহিত্যে অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমে সফল হওয়ার সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। কেনাকাটায় বাড়তি ক্রয়ের চিন্তা পরিহার করুন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রিয়জনের মন পেতে হলে পছন্দ অনুযায়ী উপহার দিন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। দূরের যাত্রা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

বিদেশ যাত্রায় হাতছাড়া হওয়া সুযোগ ফিরে আসতে পারে। কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকা-পয়সা চলে আসতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চললে আপনারই ভালো। কেনাকাটায় সতর্ক থাকুন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। যাবতীয় কেনাকাটায় সতর্ক থাকুন। দূরের যাত্রায় না যাওয়ায় ভালো।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। জমিসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হবে। পাওনা আদায়ে কুশলী হোন। স্বাস্থের প্রতি যত্ন নিন। কেনাকাটায় বাড়তি কিছু ক্রয়ের প্রবণতা পরিহার করুন। জনসমাগম এড়িয়ে চলা উচিত।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ফেসবুক দেখুনÑ কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। কেনাকাটায় সতর্ক থাকলে আপনার ভালো হবে। তীর্থ ভ্রমণ শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। দূরের যাত্রায় না যাওয়ায় ভালো।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

বেকারদের কেউ কেউ প্রত্যাশার চাইতে ভালো চাকরি পেতে পারেন। ফেসবুকে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পাবেন। কেনাকাটা করুন ভেবেচিন্তে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য স্বীকৃতি পাবেন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। দূরের যাত্রায় যাওয়া ঠিক হবে না।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শিক্ষার্থীদের কেউ কেউ প্রত্যাশার চেয়ে ভালো চাকরি পেতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। জনসমাগম এড়িয়ে চললে আপনারই ভালো। কেনাকাটায় বাড়তি কিছু কিনবেন না।


আরও খবর