
আজাদ হোসেনঃবাংলাদেশ রাগবি ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ওয়ালটন স্মার্ট ফ্রিজ ষষ্ঠ জাতীয় নারী রাগবি প্রতিযোগিতা ২০২৩ (২৫-২৮ মে) আসরে বাংলাদেশ আনসার এবং ঢাকা জেলার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ঢাকা জেলাকে পরাজিত করে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে। সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ আনসার ৬০-০ পয়েন্টে ঢাকা জেলাকে পরাজিত করে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার এই গৌরব অর্জন করে। পল্টন আউটার স্টেডিয়ামে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।অপর দিকে বাংলাদেশ আনসার এর কাছে পরাজিত হয়ে ঢাকা জেলা রানারআপ হয়েছে।
প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি এর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মোঃ জিয়াউল হাসান বিডিএমএস, পিএএম এস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর (সিনিয়র এডিশনাল ডাইরেক্টর মার্কেটিং এন্ড কমিউনিকেশন) মোঃ মেহরাব হোসেন, ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌস আলম, বাংলাদেশ আনসার ও ভিডিপির সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্মসম্পাদক সাঈদ আহমেদ, কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ সরোয়ার রকিব, সিরাজুল ইসলাম ও টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি মোঃ তারিকুজ্জামান, টুর্নামেন্ট কমিটির সম্পাদক পারভিন পুতুল, সহকারী সম্পাদক নুর ই আফরোজ এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।