Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

চীন থেকে বাংলাদেশে আসা এক নাগরিকের বিএফ.৭ শনাক্ত

প্রকাশিত:রবিবার ০১ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৬১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; দেশে করোনাভাইরাসের ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে। চীন থেকে আসা কোয়ারেন্টিনে থাকা একজন চীনা নাগরিকের নমুনায় করোনার এই নতুন উপধরন শনাক্ত হয়েছে।

আজ রোববার দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার (চীনা নাগরিক) নমুনার জিনোম সিকোয়েন্স করে এই নতুন ধরন চিহ্নিত করা হয়েছে। তবে আক্রান্ত নাগরিক সুস্থ আছেন

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, মহাখালীর ডিএনসিসি হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা চার চীনা নাগরিকের নমুনার জিনোম সিকোয়েন্স করে একজনের শরীরে বিএফ.৭ শনাক্ত হয়েছে। বাকি তিনজনের মধ্যে দুজনের ওমিক্রন বিএ ৫.২ উপধরন এবং আরেকজনের বিএ ৫.২.১ উপধরন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, বিএফ.৭ আক্রান্ত একজনসহ করোনা আক্রান্ত চীনা নাগরিকের প্রত্যেকেই সুস্থ আছেন।

নতুন ধরন প্রসঙ্গে নাজমুল ইসলাম বলেন, ‘নতুন উপধরন নিয়ে আমরা ভীত নই। আমরা চাই না কেউ করোনা সংক্রমণ নিয়ে প্যানিক হয়ে যাক, কারণ আমাদের সংক্রমণের হার বর্তমানে ১ শতাংশেরও কম। তবে নতুন উপধরনকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি, সংক্রমণের হার যেন কোনোভাবেই বাড়তে না পারে, আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বিএফ.৭ না ছড়ানোর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর এখন কী করছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন উপধরনকে আমরা খুব ক্লোজলি মনিটর করছি। সংক্রমিত দেশগুলো থেকে যারা আসছেন, তাদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষায় যাদের নমুনা পজিটিভ পাচ্ছি তাদের আইসোলেটেড করছি, আরটিপিসিআর করছি। এই কার্যক্রমগুলো আমাদের নিয়মিত চলছে।’


আরও খবর



কবি নজরুল কলেজের ছাত্রলীগ সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৩৮জন দেখেছেন

Image

ঢামেক প্রতিবেদক:রাজধানীর সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানা তাহসানের (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে ছাত্রলীগ সভাপতিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওয়াসিম রানা তাহসান কবি নজরুল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়। বর্তমানে রাজধানীর নিমতলীর চানখাঁরপুর এলাকায় থাকতেন।

তার বন্ধু ইমরান হোসেন বাবু বলেন, শুক্রবার দিবাগত রাতে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করেন তারা। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত আনুমানিক সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘কয়েক দিন যাবৎ ওয়াসিম রানা তাহসানের খুব মন খারাপ ছিল। একাকি থাকতে চাইতো, চুপচাপ থাকতো। তাই আমি তাকে বলেছিলাম, বন্ধু তুমি কিছু দিনের জন্য কক্সবাজার ঘুরে আস। তবে কী চিন্তা করতো সে ব্যাপারে কিছু বলতো না।

ওয়াসিম রানা তাহসান গত ছয় মাস যাবৎ কবি নজরুল কলেজের ছাত্রলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করছিলেন বলেও জানান ইমরান হোসেন বাবু।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।


আরও খবর



কক্সবাজারে ১২ই জুন পৌরসভা নির্বাচনে আচরণ বিধি লংঘন করলে প্রার্থিতা বাতিল হবে-নির্বাচন কমিশনার

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image

আমান উল্লাহ, কক্সবাজার:আসন্ন ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে কোন প্রকার ম্যাকানিজম, ইঞ্জিনিয়ারিং এর কোন সুযোগ নাই। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে কমিশনের সদিচ্ছার  কোন অভাব নেই, নির্বাচনে কমিশন কোন পক্ষপাতিত্ব করবেনা। ইলেকশন কাকে বলে, কত প্রকার ও কি কি, তা কক্সবাজার পৌরসভা নির্বাচনে দেখিয়ে দেয়া হবে। সর্বোপুরি আগামী প্রজন্মের জন্য কক্সবাজার পৌরসভায় একটি দৃষ্টান্তমূলক সুন্দর নির্বাচন উপহার দেয়া হবে।নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) মোঃ আহসান হাবিব খাঁন গতকাল শনিবার (৩ জুন) কক্সবাজার পাবলিক লাইব্রেরী ও ইনস্টিটিউটের শহীদ সুভাষ হলে কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দৃঢ়তার সাথে এ আশ্বাস দেন।তিনি বলেন, কক্সবাজার পৌরসভায় পক্ষপাতহীন, অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, স্বচ্ছ, সুষ্ঠু, কালোটাকা ও পেশীশক্তিমুক্ত নির্বাচন হবে। তিনি আরো বলেন, নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করা নির্বাচন কমিশন ও প্রশাসনের একার দায়িত্ব নয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও এ বিষয়ে সহযোগিতা করতে হবে। কোন অভিযোগ থাকলে তা সরাসরি রিটার্নিং অফিসারের নজরে আনতে হবে।কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খাঁন (অব:) প্রার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, সর্বোচ্চ সতর্কতা ও সচেতনার সাথে সকলকে আচরণ বিধি মানতে হবে। মাঠে সাদা পোশাকধারী গোয়েন্দা, এমনকি প্রাইভেট গোয়েন্দা দিয়ে বিদেশীরাও নির্বাচন পর্যবেক্ষন করছে। আচরণ বিধি লংঘন করায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের আগের দিন একজন প্রভাবশালী কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে। আচরণ বিধি লংঘন করলে কক্সবাজারেও প্রার্থীতা বাতিল করতে দ্বিধা করা হবেনা। এ বিষয়ে কমিশন কঠোর পদক্ষেপ ও “জিরো টলারেন্স” নীতি অবলম্বন করবে। এজন্য তিনি কক্সবাজার পৌরসভা নির্বাচনের সকল আপডেট রিপোর্ট নির্বাচন কমিশনের সদরদপ্তরে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।কমিশনার মোঃ আহসান হাবিব খাঁন বলেন, বিগত ৩৫/৪০ বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে কোন উপরে আল্লাহ, নীচে আমার বিবেকের কাছে দায়বদ্ধ থেকে পেশাদারিত্বের সাথে কর্তব্য পালন করেছি। কক্সবাজার পৌরসভা নির্বাচনের ক্ষেত্রেও তার কোন ব্যত্যয় হবেনা।তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন মানেই কমিশন, প্রশাসন সহ সবার সাফল্য। যেহেতু কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রের প্রত্যেক বুথে সিসি ক্যামেরা থাকবে, সুতরাং সিসি ক্যামেরা ফুটেজ, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের রিপোর্ট পর্যালোচনা করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার), জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এস.এম শাহাদাত হোসেন।কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শিমুল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী, নারিকেল গাছ প্রতীকের নাগরিক কমিটি মনোনীত স্বতন্ত্র মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ, হেলামেট প্রতীকের জগদীশ বড়ুয়া পার্থ, হাতপাখা প্রতীকের জাহেদুর রহমান, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা নানা অভিযোগ ও প্রশ্ন তুলে ধরেন।কমিশনার মোঃ আহসান হাবিব খাঁঁন, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) প্রার্থীদের অভিযোগ ও প্রশ্নের জবাব দেন। পরে কমিশনার মোঃ আহসান হাবিব খাঁন দর্শক গ্যালারীতে গিয়ে ৫ জন মেয়র প্রার্থীর সকলের হাতের উপর হাত রেখে নির্বাচনে আচরণ বিধি মেনে চলতে, পরিবেশ সুষ্ঠু রাখার জন্য ওয়াদা করান।কমিশনার মোঃ আহসান হাবিব খাঁন শনিবার দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কক্সবাজার পৌরসভা নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে পৃথক আরেকটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন।কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খাঁন (অব:) ২ দিনের কক্সবাজার সফর শেষে আজ শনিবার সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে কমিশনারের একান্ত সচিব আসমা দিলারা জান্নাত প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।প্রসঙ্গত, আগামী ১২ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। কক্সবাজার পৌরসভায় মোট ৪৩ টি ভোট কেন্দ্রে ২৪৪ টি বুথ রয়েছে। এছাড়া অস্থায়ী আরো ১৪ টি বুথ রয়েছে। ২০২৩ সালের ১৭ এপ্রিল পর্যন্ত হালনাগাদ করা ভোটার তালিকায় কক্সবাজার পৌরসভায় মোট ৯৫ হাজার ৩৮৬ জন ভোটার রয়েছে। তারমধ্যে, ৫০ হাজার ১৮৪ জন পুরুষ ভোটার এবং ৪৫ হাজার ২০২ জন মহিলা ভোটার।কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৪৩ ভোট কেন্দ্রের ২৪৪ টি বুথে সিসি ক্যামেরা বসানো হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সে উদ্যোগ নিয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে জানান-রিটার্নিং অফিসার এস.এম শাহাদাত হোসেন।


আরও খবর



কক্সবাজার পৌর এলাকায় ময়লা আবর্জনার দুর্গন্ধে জনজীবন দুর্বিষহ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image

আমান উল্লাহ, কক্সবাজার:কক্সবাজার পৌরসভার গোলদিঘী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান,  সরকারি-বেসরকারি অফিস, হাসপাতাল, স্টেডিয়ামসহ বেশ কিছু  গুরুত্বপূর্ণ  প্রতিষ্ঠান রয়েছে। যার কারনে বিভিন্ন কাজে কর্মে হাজার হাজার জনসাধারণ উক্ত এলাকায় চলাচল করে থাকে। অথচ গোলদিঘীর  চারিপাশে বৈদ্যঘোনা, ঘোনাপাড়া, কিয়াংপাড়া বৌদ্ধমন্দির, বিকেপাল,হাসপাতাল সড়ক ও মোহাজের পাড়া সড়কের ময়লা আবর্জনার স্তূপ যেনতেন ভাবে পড়ে থাকার কারণে  জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে।এসব এলাকার স্থায়ী বাসিন্দাদের অভিযোগ, জনপ্রতিনিধিরা সবাই ব্যস্ত নির্বাচনের প্রচার-প্রচারণা নিয়ে। তাই কারো  এসব ময়লা-আবর্জনা সরানোর তদারকি করার দিকে নজর নেই। ময়লা-আবর্জনার বিষয়ে জানতে চাইলে মেয়র মুজিবুর রহমান জানান, প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী শহরের প্রধান সড়কসহ অলিগলির আবর্জনা পরিষ্কার করছেন। এরপরও যদি  কোন সড়কে ময়লা  আবর্জনা থাকে সেগুলো পরিষ্কার করা হবে। উক্ত এলাকায়  পরিদর্শনকালে  দেখা গেছে, সড়কের উপর  আবর্জনার স্তূপে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছ। ওই সড়কে  পথচারীরা নাকে রুমাল দিয়ে চলাচল করছে।ময়লা আবর্জন স্তূপের আশ-পাশের  ব্যবসায়ীরা নাকে রুমাল দিয়ে  দুর্গন্ধ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে।এলাকায় বসবাসকারী সঞ্জিত জানা, গোলদিঘী এলাকায়  সড়কের কোথাও ডাস্টবিন নেই। বাসাবাড়ির ময়লা ফেলা হচ্ছে রাস্তায়, নয়তো পাশের ড্রেনে। সবাই ব্যস্ত নির্বাচনী প্রচারণায়। ময়লা-আবর্জনা সরানোর লোক নেই। দিনে চারবার এ সড়কে দিয়ে যাতায়াত করতে হয়। প্রচণ্ড তাপপ্রবাহে নাক চেপে ধরে হাঁটাচলা করতে হচ্ছে।গোলদিঘি এলাকাটি পড়েছে ৮ নম্বর ওয়ার্ডে। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রাজবিহারী দাশ এবারও কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। নির্বাচনী প্রচারণা নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন ।এ বিষয়ে জানতে চাইলে রাজবিহারী জানান, ময়লা-আবর্জনা ফেলার জন্য মোড়ে মোড়ে ডাস্টবিন দেয়া আছে। কিন্তু লোকজন ডাস্টবিনে ময়লা না ফেলে রাস্তার ওপরে স্তূপ করে রাখে।সকালে পরিচ্ছন্নতাকর্মীরা এসে ময়লা সরিয়ে নেন।পাশের ঘোনাপাড়া সড়কের ড্রেনও ময়লা-আবর্জনায় ভরে আছে। খোলা ড্রেন থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এর পাশ দিয়ে লোকজনের হাঁটাচলা করছেন নাক চেপে ধরে। দুটি সড়কের সাত কিলোমিটার ঘুরে কোথাও ডাস্টবিন চোখে পড়েনি।ঘোনাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দারা জানান ঘোনাপাড়া, বৈদ্যঘোনা, খাঁজা মঞ্জিলসহ অন্তত সাতটি এলাকার ১০ হাজার ভোটারের ৭০ শতাংশ সনাতন ধর্মাবলম্বী। বেশির ভাগ লোকজনের বসতি সরকারি জমি ও পাহাড়ে। এ কারণে রাস্তাঘাটের তেমন উন্নয়ন ঘটেনি।৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী, রহমানিয়া মাদ্রাসা ও কচ্ছপিয়া পুকুর, টেকনাইফ্যা পাহাড় এবং ৬ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প, সিটি কলেজ ও বাস টার্মিনাল এলাকা ঘুরেও সড়কের মোড়ে মোড়ে ময়লা-আবর্জনার স্তূপ দেখা গেছে। কাউন্সিল প্রার্থী জসিম উদ্দিন জানান, সবাই আছেন নির্বাচনী প্রচারণা নিয়ে। ময়লা-আবর্জনার দিকে নজর নেই কারও।১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 


আরও খবর



নারায়নগঞ্জের রূপগঞ্জে এক যুবককে আটক করে জোর পূর্বর হত্যা মামলায় আসামী করার চেষ্টা পিবিআই'র

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

 নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি হত্যা মামলাকে কেন্দ্র করে সুজন নামে এক যুবককে ঐ হত্যা মামলায় জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করতে আটক করছে নারায়নগঞ্জ পিবিআই । এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী পূর্ণিমা শেখ পুলিশের আইজিপি সেল ও সিনিয়র সচিব জন নিরাপত্তা বিভাগ স্বরারাষ্ট্র মন্ত্রনালয়ে একটি লিখিত অভিযোগ করেন।অভিযুক্ত কর্মকর্তার নাম নজরুল ইসলাম (এস আই) তিনি পুলিশ  ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জে কর্মরত রয়েছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ মে শুক্রবার পূর্ণিমা জানতে পারে তার স্বামী মো সুজন শেখকে নারায়নগঞ্জ জেলার পিবিআইর সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম আটক করেন। খবর পেয়ে তিনি পিবিআই নারায়নগঞ্জের সাইনর্বোড গিয়ে  , দেখে তার স্বামী খুবই অসুস্থ। তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামীর সাথে কথা বলে জানতে পারে পিবিআই কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম শারীরিক ভাবে নির্যাতন করেছে। এসময় তার স্বামীকে কেন ধরে এনেছে জানতে চাইলে এস আই নজরুল জানান, সুজনকে একটি হত্যা কান্ডের মামলায় সন্দেহজনক ভাবে আটক করছে।


এ কথা বলতে বলতে তিনি আমার সামনে আমার স্বামীকে অকর্থ্য ভাষায় গালিগালাজ করে। পরে একটি লাঠি দিয়ে বেধড়ক পিটায়। আমি বাধা দেওয়ায় আমাকে ধাক্কা দিলে আমি পড়ে যাই ও আহত হই। মারতে মারতে নজরুল বলেন, তুই স্বীকার কর যে ঐ হত্যা কান্ডে তুই (সুজন) জড়িত।  তা না হলে গাড়ী চাপা দিয়ে তোকে মেরে ফেলব। তারপর সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দিব। যার রেকর্ড পূর্ণিমার মোবাইলে রয়েছে।  সুজনের ভাই মজিবর জানান,গত ১ বছর আগে রূপগঞ্জে বরপা এলাকায় এক রাখাল খুন হয়।


এই ঘটনায় এস আই নজরুল গত এক মাস ধরে আমাদের এলাকায় গিয়ে আমার ভাইকে ডেকে এই খুনের হত্যাকারীদের ধরতে সোর্স হিসাবে কাজ করতে চাপ প্রয়োগ করে। কিন্তু আমার ভাই সুজন এই বিষয় কাজ করতে অস্বীকার করলে তাকে এই হত্যা মামলায় আসামী করবে বলে হুমকি প্রয়োগ করে আসছিল। পিবিআই এর কর্মকর্তার ভয়ে আমার ভাই ফরিদপুর গেলে সেখান থেকে গত শুক্রবার আটক করে নিয়ে আসে।পুলিশ সুপার নারায়নগঞ্জ গোলাম রাসেল মোস্তফা গণমাধ্যমকে জানান, এই বিষয়টি আমি অবগত নাই।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আগামী ১৭ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। বাংলা প্রথম পত্রের মধ্যদিয়ে এই পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই সূচিতে জানানো হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

এতে বলা হয়, পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

বোর্ডের কর্মকর্তারা জানান, ২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি, এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হতো। এ সময়সূচিতে বাধা আসে ২০২০ সালে করোনা ভাইরাসের কারণে। করোনার কারণে আগের পরীক্ষা সূচি এলোমেলো হয়ে যায়। ২০২১ সালে এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর এবং ২০২২ সালের পরীক্ষা শুরু হয় ৬ নভেম্বর। পিছিয়ে যাওয়া এ পরীক্ষা ধীরে ধীরে এগিয়ে আনার পরিকল্পনা হাতে নেয় শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় ২০২৩ সালের পরীক্ষা জুলাই মাসের মাঝামাঝি সময় নেওয়া হবে। কিন্তু কলেজগুলো সিলেবাস শেষ করতে না পারায় এ পরীক্ষা এক মাস পিছিয়ে এখন ১৭ আগস্ট হবে বলে জানান বোর্ড কর্মকর্তারা।


আরও খবর