Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

ওবামাসহ ৫০০ মার্কিনির ওপর নিষেধাজ্ঞা দিল মস্কো

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১২৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৫০০ নাগরিকের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার জবাবে এ পদক্ষেপ নিয়েছে রাশিয়া।

গতকাল শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে জো বাইডেন প্রশাসন। এর প্রতিক্রিয়ায় ৫০০ মার্কিনির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ তালিকায় ওবামা ছাড়াও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল এবং শেথ মেয়ার্স রয়েছেন। আরও রয়েছেন সিএনএনের উপস্থাপক ইরিন বুরনেট, উপস্থাপক র‍্যাচেল ম্যাডো। তালিকায় যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর, কংগ্রেসম্যান ও বিশিষ্ট ব্যক্তিদের যুক্ত করেছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, যেসব মার্কিনি রুশবিরোধী মনোভাব পোষণ করেন এবং তা ছড়াতে ভূমিকা রাখেন, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া ইউক্রেনে অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত মার্কিনিদের নামও তালিকায় রাখা হয়েছে।

নতুন এই নিষেধাজ্ঞার তালিকায় থাকা বারাক ওবামা, স্টিফেন কোলবার্ট, জিমি কিমেলসহ ওই ৫০০ মার্কিন নাগরিক রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করতে পারবেন না।

জি-৭ সম্মেলনে অংশ নিয়েছেন (বাঁ থেকে) ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর পর থেকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে। রাশিয়া পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে। মূলত অর্থনৈতিকভাবে চাপে ফেলতে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল শতাধিক রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে ওয়াশিংটন। একই দিন পাল্টা পদক্ষেপ হিসেবে ৫০০ মার্কিনির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।


আরও খবর



আমিনবাজারে বিএনপির সমাবেশ স্থগিত

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:প্রশাসনের অনুমতি না পাওয়ায় ঢাকার আমিনবাজারে বিএনপির আজকের সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দিয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে বেলা তিনটায় সমাবেশ করার কথা রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

একই দাবিতে বেলা আড়াইটা থেকে ঢাকা জেলা বিএনপির সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আমিনবাজার চিশতি ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দেয়ায় পূর্ব ঘোষিত এ সমাবেশ স্থগিত করা হয়।

এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ৩ টায় নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসে ঢাকা জেলা নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কোথায় কখন সমাবেশ করা হবে। 

সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর দুই প্রবেশমুখ ধোলাইখাল ও আমিনবাজারে সমাবেশের কর্মসূচি ছিল বিএনপির। দুপুরের পর সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রোববার (২৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে আমিনবাজারে চিশতি ফিলিং স্টেশন সংলগ্ন সমাবেশের জন্য তৈরি মঞ্চ ভাঙচুর করা হয়েছে। সাভার থানার ওসি ফোর্স নিয়ে মঞ্চ ভাংচুর করেছেন বলে অভিযোগ করেন ঢাকা জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক নিপুণ রায়। 


আরও খবর



তানোরে মুহুরী উত্তমের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগের এক বছরেও হয়নি ব্যবস্থা

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১১৭জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি;রাজশাহীর তানোরে উত্তম মুহুরী নামের এক ব্যক্তির বিরুদ্ধে দামী মূল্যবান জায়গা দখলের অভিযোগ উঠেছে। এঘটনায় জায়গার মালিক মাহফুজ বিগত এক বছর আগে ন্যায় বিচারের আসায় সহকারী কমিশনার ভূমির নিকট লিখিত অভিযোগ দিলেও রহস্য জনক কারনে এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন বা তদন্ত কোন কিছুই করেননি।তানোর পৌর সদর হিন্দুপাড়া গ্রামে ঘটে রয়েছে দখলবাজির ঘটনাটি। ভূমি অফিসের মাত্র আধা কিলোমিটার দূরে হলেও এক বছরেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় ভুক্তভোগী মাহফুজ চরম হতাশ হয়ে পড়েছেন। কারন একবারও তদন্ত বা নোটিশ পর্যন্ত করা হয়নি। এতে করে সহকারী কমিশনার ভূমি ও সংশ্লিষ্ট দের এমন ভূমিকা নিয়ে পৌর সদর জুড়েই উঠেছে সমালোচনা, সেই সাথে কর্তাদের বিরুদ্ধে নানা প্রতিক্রিয়া বিরাজ করছে, কেন এক বছরে হয় নি ব্যবস্থা তাহলে অনৈতিক কোন সুবিধা নিয়ে ধামাচাপা দেওয়া হয়েছে,নাকি অভিযোগ গায়েব করে ফেলা হয়েছে, নাকি ভুক্তভোগী কোন দালাল মারফত আসতে পারেননি এজন্যইও কি ন্যায় বিচার থেকে বঞ্চিত এমন প্রশ্ন সচেতন মহলের।
অভিযোগে উল্লেখ, তানোর মৌজার অন্তর্গত আরএস ১২ নম্বর খতিয়ানে ১৬০৩ নম্বর আরএস দাগে ৩ শতাংশ ভিটা জমি রয়েছে।  জমিটি ২৪/৮৬ ভিপি কেস নম্বর  মূলে হিন্দুপাড়া গ্রামের  রায় কষ্ট শীল ভোগ দখল করেন। সে মারা গেলে পুত্র  নিতাই চন্দ্র শীল, গৌর চন্দ্র শীল ও নিমাই চন্দ্র শীল ভোগ দখল করতেন। কিন্তু সেই জমি প্রতারনার মাধ্যমে ভূমি গ্রাসী উত্তম মুহুরী। এই জমিগুলো পূর্বেই দখল করে পাকা দালান দ্বিতলা বাড়ি নির্মান করেছেন। যা সম্পূর্ণ রুপে আইন বিরোধ। 

এছাড়াও তারপার্শেই মাহফুজ নামের আরেক ব্যক্তির সাড়ে ১৪ শতাংশ ভিটে দামি জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে উত্তম কর্মকার।স্থানীয়রা জানান, উত্তমের পরিবার অতীতে চোলাই মদ বিক্রি করে সংসার পরিচালনা করত। কিন্তু বিগত বিএনজি জোট সরকারের সময় উত্তম সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকের সনদ পেয়েই ভাগ্য বদল হয়ে যায়, হঠ্যৎ আঙ্গুল ফুলে কলা গাছ বনে যান। সখ্যতা গড়ে উঠে ভূমি দপ্তরের সাথে। প্রতিবেশিদের ভিটে জমি দখল করে অট্রালিকা বানানই তার কাজ। রয়েছে তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির মত ঘটনা। খেটেছেন জেলও। শুধু তাই না জালিয়াতি ভাবে জমি রেজিস্টি করার সময় ধরা খেলে সনদ পর্যন্ত সাসপেন্ড করে রাখা হয়েছে।উত্তম মুহুরী বলেন, ৫৮ শতাংশ জায়গাটি পুরোটায় ভিপি। কিন্তু মাহফুজ কার কাছ থেকে বিনিময় দলিল মুলে  ৩২ বছর পর খারিজ পায়। এজন্যই সে জমি দাবি করছে। মাহফুজের সাড়ে ১৪ শতাংশ জায়গা ব্যক্তিগত সেটা নাকি দখলে নিয়েছেন জানতে চাইলে উত্তম বলেন, ৫৮ শতাংশ জায়গাটি আমরা লীজ নিয়েছি, ভিপি সম্পত্তি কেনা বেচার অধিকার নাই।

ভুক্তভোগী মাহফুজ বলেন, আরএস ১৬০৩ ও ১৬০২ দাগে মোট জমি রয়েছে ৫৮ শতাংশ। এর মধ্যে কিছু ভিপি এবং ব্যক্তি মালিকানা। এই জমি নিয়ে উত্তম আদালতে মামলা দায়ের করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহীর মামলা নম্বর ৬০২পি/২০২৩,(তানোর)। ধারা ১৪৪ ফৌজদারি  কার্যবিধি প্রসেস নং ২১২৬। তারিখ ৯/৮/২০২৩ ইং। বিজ্ঞ আদালত আদেশ আমার পক্ষে দেন। আমি সাড়ে ১৪ শতাংশ জমি গোলাম রাব্বানীর কাছ থেকে কিনে খাজনা খারিজ করেছি। কিন্তু উত্তম আগে কয়েকজন সংখ্যালঘুর জমি দখল করে পাকা বাড়ি নির্মান করেছেন ভিপি সম্পত্তি তে, যা সম্পূর্ণ রুপে আইন বিরোধী। আমি বিগত এক বছর আগে সহকারী কমিশনার ভূমির নিকট অভিযোগ করলেই কোন বিচার পায়নি।সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাতের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।


আরও খবর



মরক্কোয় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৯৬

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে ২৯৬ জনের মৃত্য হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। যা ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল।

সেই সঙ্গে দেশটির বহু বাসিন্দাকে রাস্তায় রাত কাটাতে হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস বলেছে, দেশটির স্থানীয় সময় রাত ১১টার কিছুক্ষণ পরে আটলাস পর্বতে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। এর কেন্দ্রস্থল মারাকাশের প্রায় ৭২  কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশন আল-আওলায় বলা হয়েছে, এখন পর্যন্ত অন্তত ২৯৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫৩ জন। দেশটির সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, আফটারশকের জন্য বাসিন্দারা এখনও ঝুঁকির মধ্যে আছেন।

দেশটির এ বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাসিন্দাদের নিরাপদে অবস্থান নেওয়ার সতর্ক করেছেন। ইউএসজিএসের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবারের এ ভূমিকম্প অঞ্চলটির জন্য অস্বাভাবিকভাবে শক্তিশালী ছিল।

এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সিএনএন বলেছে, এ দুর্ঘটনায় ৩০০ জন নিহত হয়েছে। সূত্র: সিএনএন


আরও খবর



সিংড়ায় নদীতে নিখোঁজ ভাই-বোন, ভাইয়ের মরদেহ উদ্ধার, বোন নিখোঁজ

প্রকাশিত:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৪৮জন দেখেছেন

Image
এমরনা আলী রানা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমেএমরনা আলী রানা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ফাতেমা (৫) ও আব্দুস সবুর (৯) নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের উলুপুর গ্রামের বারনই নদীতে এই দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ আব্দুস সবুরের মরদেহ ৪ ঘন্টা পর উদ্ধার করেছ ডুবুরী দল। সবুর একই গ্রামের সাহাদ ইসলামের ছেলে ও নিখোঁজ ফাতেমা সাইফুল ইসলামের মেয়ে। শিশুরা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ফাতেমা ও সবুর তাদের বাড়ী সংলগ্ন বারনই নদীতে অন্যদের সাথে গোসল করতে নামে। এসময় নদীর স্রোতে ফাতেমাকে ডুবে যেতে দেখে ভাই সবুর তাকে বাঁচাতে গিয়ে সেও পানির স্রোতে ডুবে যায়। ঘটনাটি আশেপাশের লোকজনের মুখে শুনতে পেয়ে পরিবারের লোকজনসহ স্থানীয়রা নদীতে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায়না। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজশাহীর ফায়াস সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ ও স্থানীয় হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল বলেন, খবর পেয়ে ডুবুরী দল প্রায় এক ঘন্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কিছু দূর থেকে সবুরের মরদেহ উদ্ধার করে, এ সংবাদ লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফাতেমা নিখোঁজ ছিলো। ডুবুরীদল তাদের অভিযান সমাপ্ত ঘোষণা করেন

আরও খবর



আমার সম্মানহানি করেছেন সোহান আঙ্কেল , তবুও তাকে ক্ষমা করে দিলাম

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুতে যেখানে সংশ্লিষ্টরা শোক প্রকাশ করছেন, সেখানে চিত্রনায়িকা শাবনূর মৌন ক্ষোভ ঝাড়লেন তার বিরুদ্ধে। 

কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকছেন শাবনূর। পেয়েছেন দেশটির নাগরিকত্ব। সেখানে বসেই পেয়েছেন সোহানের মৃত্যুর খবর। তারপর সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আহা জীবন! অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে, বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান আর আমাদের মাঝে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বলা দরকার, গতকাল সোহানুর রহমান সোহানের স্ত্রীও স্ট্রোক করে মারা গেছেন।

শাবনূর জানান, মৃত্যুর আগে মিডিয়াতে তার নামে নানা বদনাম করেছেন সোহান। সেই প্রসঙ্গ তুলে এ অভিনেত্রী লিখেছেন, ‘সোহান আঙ্কেল যাবার আগে আমার বিরুদ্ধে মিডিয়াতে কিছু উল্টা-পাল্টা ও মিথ্যা অপবাদ দিয়ে গেলেন। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন ও আমার সম্মানহানি করে গেলেন। অনেকেই তার কটু কথার বিরুদ্ধে পাল্টা জবাব দিতে বলেছিলেন। আমি চাইলেই মিডিয়াতে তার এই মিথ্যা অপবাদের প্রতিবাদ করতে পারতাম। এর আগেও উনি কোনো এক ইন্টারভিউতে আমার বিরুদ্ধে এ রকম বাজে মন্তব্য করেছিলেন। তখনও আমি তার অপবাদের বিরুদ্ধে কোনো পাল্টা জবাব দেইনি।

সোহানকে পিতৃতুল্য উল্লেখ করে এ অভিনেত্রী আরও লেখেন, ‘সোহান আঙ্কেল অনেক সিনিয়র, আমার পিতৃতুল্য। আমি কোনো অন্যায় করলে উনি আমাকে শাসন করতে পারতেন। এইতো, কিছুদিন আগেও তার সঙ্গে আমার ফোনে আলাপ হয়েছিল। তখন তাকে জিজ্ঞেস করেছিলাম, আঙ্কেল আপনি কি কোনো কারণে আমার ওপর রাগ করে আছেন? আপনি যে আমার বিরুদ্ধে মিডিয়াতে উল্টা-পাল্টা কথা বলতেছেন। তিনি তখন বললেন, তুই আমাদের ইন্ডাস্ট্রির মেয়ে, আমার মেয়ের মতো, তোর ওপর কেন রাগ করতে যাব। আর আমিতো তোর বিরুদ্ধে কোনো বাজে কথা বলিনি। এরপরে আমার বিরুদ্ধে গত সপ্তাহে তিনি আবারও মিথ্যা অপবাদ দিয়ে গেলেন।

শাবনূর মনে করেন, অন্য কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে তার বিরুদ্ধে বিষদগার করেছেন সোহান। তিনি লেখেন, ‘কিন্তু আমার একটাই দুঃখ, আমি জানতে পারলাম না উনি কেন বা কার চক্রান্তে প্রভাবিত হয়ে আমার পেছনে উঠে-পড়ে লেগেছিলেন। যাইহোক, আমি সবার উদ্দেশে একটা কথা বলতে চাই, ভাই জীবনটা খুবই ছোট্ট। এত দাঙ্গা-ফ্যাসাদ করে কী লাভ? একে অন্যের বিরুদ্ধে না লেগে আসুন আমরা সবাই মিলে মিশে থাকি। গন্তব্যতো একটাই, সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে।’

সবশেষ এই নায়িকা লেখেন, ‘যেহেতু ক্ষমা একটি মহৎ গুণ, তাই আমি উনাকে মাফ করে দিলাম। আমি আঙ্কেল ও তার স্ত্রীর রুহের মাগফিরাত কামনা করছি।

এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) ঘুমের মধ্যে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান সোহানুর রহমান সোহান। একদিন আগে মৃত্যু হয় তার স্ত্রী প্রিয়া রহমানের।


আরও খবর