Logo
আজঃ বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩
শিরোনাম

অনিয়ম হলে জাতীয় নির্বাচনও বাতিল করা হবে

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৩৬৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘আমাদের একটাই মেসেজ— জাতীয় নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে কোনো রকম বাধা ছাড়াই ভোট দিতে পারবেন, আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি। গাইবান্ধার উপনির্বাচনে যেমন ভোট বন্ধ করে দিয়েছি, জাতীয় নির্বাচনেও অনিয়ম হলে ভোট বন্ধ করে দেব।’

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের ব প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি

গত বছরের ১২ অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা-৫ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের নির্বাচন বন্ধ করে দেয় ইসি। এরপর গঠিত তদন্ত কমিটি ৬৮৫ জনের শুনানি নিয়ে ব্যাপক অনিয়মের প্রমাণ পায়। এরপর গত ৪ জানুয়ারি আসনটিতে নতুন করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন সিসি ক্যামেরার ব্যবহার বিষয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘চলতি বছর অনুষ্ঠেয় পাঁচ সিটি নির্বাচনে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করব। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত এখনো রয়েছে। তবে সামনে কী হবে তা এখনই বলতে পারব না। তবে আমাদের ইচ্ছা আছে।’

সাধারণ মানুষের আস্থা অর্জনে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আস্থা বিষয়টি তো মানসিক। কে কীভাবে আস্থা পাবে, তা তো আমরা বলতে পারব না। তবে আমরা দায়িত্ব নেওয়ার পর এমন কোনো কাজ করিনি যে, কেউ আস্থায় আসবে না। আমরা গাইবান্ধার উপনির্বাচনে সে প্রমাণ দিয়েছি।’


আরও খবর



করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মে 20২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি।

এদিন সাড়ে ১১টার দিকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি মহাসচিব গতকাল সোমবার দুপুর থেকে অসুস্থবোধ করছিলেন।

এর আগেও একাধিকবার করোনায় আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল।


আরও খবর



ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪১ জন রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এতে বলা হয়েছে, গত একদিনে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৮ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। তবে এই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৪৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২ হাজার ২৭৯ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৬০৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৭২ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৬৯ জন। ঢাকায় ১ হাজার ২৫২ এবং ঢাকার বাইরে ৬১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এর আগে গত বৃহস্পতিবার সর্বোচ্চ ১১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।


আরও খবর



১৩৩ কেন্দ্রে এগিয়ে জায়েদা খাতুন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। বেসরকারিভাবে ঘোষণা করা ১০৫ টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন এগিয়ে রয়েছেন।

৪৮০টি কেন্দ্রের মধ্যে ৫০টিতে জায়েদা খাতুন পেয়েছেন ৬৮ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন পেয়েছেন ৫৮ হাজার ২৫ ভোট।

এর আগে আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। কোনো প্রকার অনিয়ম ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হয়। সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হয়। দুই একটি কেন্দ্রে আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে দেরি হয়।

সকালে ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। ভোট দেওয়ার পর জায়েদা খাতুন বলেন, ‘ইনশাআল্লাহ! সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আমি আশাবাদী।

এদিকে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান। সকাল ৮টা ৫০ মিনিটে টঙ্গীর দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে নিজের ভোট দেন আজমত উল্লা খান। তিনি বলেছেন, ‘জয়ের বিষয়ে আমি আত্মবিশ্বাসী।

এ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮০টি এবং ভোটকক্ষ ৩৪৯৭টি। মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২, নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা ১০ হাজার ৯৭০ জন। প্রিসাইডিং অফিসার ৪৮০, সহকারী প্রিসাইডিং অফিসার ৩৪৯৭ এবং পোলিং অফিসার ৬৯৯৪ জন।


আরও খবর



ফুলবাড়ীতে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক কৃষক সমাবেশ ও প্রদর্শণী অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক কৃষক সমাবেশ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২টায় বেসরকারী সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার আলাদীপুর ইউনিয়নে দিনব্যাপি বাসুদেবপুর গ্রামে কৃষক সমাবেশ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শণী অনুষ্ঠিত হয়।

প্রদর্শণীতে বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। কৃষক সমাবেশে গ্রাম বিকাশ কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এর সভাপতিতে¦ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সিনিয়র উপ-ব্যাবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সিনিয়র মহা-ব্যাবস্থাপক মুহাম্মদ হাসান খালেদ,খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক। এছাড়াও বক্তব্য রাখেন কৃষি যন্ত্র উদ্ভাবক কৃষক ডা.অনোয়ার হোসেন, গ্রাম বিকাশ কেন্দ্রের এরিয়া ম্যানেজার মোল্লা রসিকুর রহমান,মাইক্রো ফাইনান্স পরিচালক অসিম রাউত, সহকারী পরিচালক রেজাউল আহসান প্রমুখ। কৃষক সমাবেশ শেষে আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শণী পরিদর্শন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর



কক্সবাজার পৌর এলাকায় ময়লা আবর্জনার দুর্গন্ধে জনজীবন দুর্বিষহ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ১৫জন দেখেছেন

Image

আমান উল্লাহ, কক্সবাজার:কক্সবাজার পৌরসভার গোলদিঘী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান,  সরকারি-বেসরকারি অফিস, হাসপাতাল, স্টেডিয়ামসহ বেশ কিছু  গুরুত্বপূর্ণ  প্রতিষ্ঠান রয়েছে। যার কারনে বিভিন্ন কাজে কর্মে হাজার হাজার জনসাধারণ উক্ত এলাকায় চলাচল করে থাকে। অথচ গোলদিঘীর  চারিপাশে বৈদ্যঘোনা, ঘোনাপাড়া, কিয়াংপাড়া বৌদ্ধমন্দির, বিকেপাল,হাসপাতাল সড়ক ও মোহাজের পাড়া সড়কের ময়লা আবর্জনার স্তূপ যেনতেন ভাবে পড়ে থাকার কারণে  জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে।এসব এলাকার স্থায়ী বাসিন্দাদের অভিযোগ, জনপ্রতিনিধিরা সবাই ব্যস্ত নির্বাচনের প্রচার-প্রচারণা নিয়ে। তাই কারো  এসব ময়লা-আবর্জনা সরানোর তদারকি করার দিকে নজর নেই। ময়লা-আবর্জনার বিষয়ে জানতে চাইলে মেয়র মুজিবুর রহমান জানান, প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী শহরের প্রধান সড়কসহ অলিগলির আবর্জনা পরিষ্কার করছেন। এরপরও যদি  কোন সড়কে ময়লা  আবর্জনা থাকে সেগুলো পরিষ্কার করা হবে। উক্ত এলাকায়  পরিদর্শনকালে  দেখা গেছে, সড়কের উপর  আবর্জনার স্তূপে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছ। ওই সড়কে  পথচারীরা নাকে রুমাল দিয়ে চলাচল করছে।ময়লা আবর্জন স্তূপের আশ-পাশের  ব্যবসায়ীরা নাকে রুমাল দিয়ে  দুর্গন্ধ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে।এলাকায় বসবাসকারী সঞ্জিত জানা, গোলদিঘী এলাকায়  সড়কের কোথাও ডাস্টবিন নেই। বাসাবাড়ির ময়লা ফেলা হচ্ছে রাস্তায়, নয়তো পাশের ড্রেনে। সবাই ব্যস্ত নির্বাচনী প্রচারণায়। ময়লা-আবর্জনা সরানোর লোক নেই। দিনে চারবার এ সড়কে দিয়ে যাতায়াত করতে হয়। প্রচণ্ড তাপপ্রবাহে নাক চেপে ধরে হাঁটাচলা করতে হচ্ছে।গোলদিঘি এলাকাটি পড়েছে ৮ নম্বর ওয়ার্ডে। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রাজবিহারী দাশ এবারও কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। নির্বাচনী প্রচারণা নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন ।এ বিষয়ে জানতে চাইলে রাজবিহারী জানান, ময়লা-আবর্জনা ফেলার জন্য মোড়ে মোড়ে ডাস্টবিন দেয়া আছে। কিন্তু লোকজন ডাস্টবিনে ময়লা না ফেলে রাস্তার ওপরে স্তূপ করে রাখে।সকালে পরিচ্ছন্নতাকর্মীরা এসে ময়লা সরিয়ে নেন।পাশের ঘোনাপাড়া সড়কের ড্রেনও ময়লা-আবর্জনায় ভরে আছে। খোলা ড্রেন থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এর পাশ দিয়ে লোকজনের হাঁটাচলা করছেন নাক চেপে ধরে। দুটি সড়কের সাত কিলোমিটার ঘুরে কোথাও ডাস্টবিন চোখে পড়েনি।ঘোনাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দারা জানান ঘোনাপাড়া, বৈদ্যঘোনা, খাঁজা মঞ্জিলসহ অন্তত সাতটি এলাকার ১০ হাজার ভোটারের ৭০ শতাংশ সনাতন ধর্মাবলম্বী। বেশির ভাগ লোকজনের বসতি সরকারি জমি ও পাহাড়ে। এ কারণে রাস্তাঘাটের তেমন উন্নয়ন ঘটেনি।৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী, রহমানিয়া মাদ্রাসা ও কচ্ছপিয়া পুকুর, টেকনাইফ্যা পাহাড় এবং ৬ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প, সিটি কলেজ ও বাস টার্মিনাল এলাকা ঘুরেও সড়কের মোড়ে মোড়ে ময়লা-আবর্জনার স্তূপ দেখা গেছে। কাউন্সিল প্রার্থী জসিম উদ্দিন জানান, সবাই আছেন নির্বাচনী প্রচারণা নিয়ে। ময়লা-আবর্জনার দিকে নজর নেই কারও।১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 


আরও খবর