Logo
আজঃ শুক্রবার ০৯ জুন ২০২৩
শিরোনাম

অবশেষে ইন্টারপোলের তালিকায় আরাভ খান

প্রকাশিত:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বাংলাদেশের পুলিশ পরিদর্শক হত্যার মামলার অন্যতম আসামি ও দুবাইয়ে আলোচিত সোনা ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান আটক হতে পারেন। এর আগে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন) চিঠি পাঠানো হয়েছে বলে জানায় বাংলাদেশ পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে ইন্টারপোল ওয়েবসাইটের রেড নোটিশের তালিকায় তার নাম পাওয়া গেছে।

ইন্টারপোলের ওয়েবসাইটে দেখা গেছে, বাংলাদেশি অপরাধী হিসেবে মোস্ট ওয়ান্টেডের তালিকায় রবিউল ইসলাম রবিউল এর নাম যুক্ত হয়েছে। ৩৫ বছর বয়সী রবিউলের জন্মস্থান বাংলাদেশের বাগেরহাটে। জাতীয়তা দেখানো হয়েছে বাংলাদেশি।

রবিউল ইসলামের নাম যুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের তালিকায় ৬৩ জন বাংলাদেশি অপরাধী সংস্থাটির রেড নোটিশের আওতায় রয়েছে। যারা বিভিন্ন দেশে অবস্থান করছে।

এর আগে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছিলেন, ‘আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে।

রবিউল ইসলামের নাম যুক্ত হওয়ায় ইন্টারপোলের তালিকায় এখন ৬৩ জন বাংলাদেশি অপরাধী সংস্থাটির রেড নোটিশের আওতায় রয়েছেন। যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন।

পুলিশ বলছে, আরাভ খানই মূলত ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া তিনি কিভাবে দেশত্যাগ করলেন সেটিও খতিয়ে দেখা হবে।


আরও খবর



ছাতকে যুবলীগ কমী হত‌্যা মামলার তিন আসামি কারাগা‌রে!

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image

আনোয়ার হো‌সেন র‌নি: সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি: ছাতকে বহুল আলো‌চিত যুবলীগ কমী লা‌য়েক মিয়ার হত‌্যা মামলার অ‌ভিযুক্ত

তিনআসামী‌র জামিন না মঞ্জুর ক‌রে সুনামগঞ্জ জেল হাজ‌তে পাঠা‌নোর নিদেশ  ক‌রে‌ছে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ।

গত বুধবার সকা‌লে আদালতে হাজির হয়ে হত‌্যার মামলার জামিন আবেদন করলে  ৩ জন ইশতিয়াক রহমান তানভীর,সাদমান মাহমুদ সানি,আলা উদ্দিনের জামিন আবেদন না মঞ্জুর করে তাদের‌কে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন।

জানা যায়,গত ২৮ মার্চ রাতে যুবলী‌গের কমী লা‌য়েক মিয়া‌র ওপর পৌর যুবলী‌গের সাধারন সম্পাদক আব্দুল কদ্দুছ শিবলুর নেতৃ‌ত্বে হামলা চা‌লি‌য়ে তা‌কে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে‌ছেন দলীয় সন্ত্রাসীরা। তারা স্থানীয় এম‌পি মু‌হিবুর রহমান মা‌নিক গ্রু‌পের  নেতাকমীরা।

সে পৌর শহ‌রের মন্ডলীভোগ জংলিগড় এলাকার বাসিন্দা মৃত আবদুল মান্নানের পুত্র লায়েক মিয়া। এ হত‌্যাকান্ডের ঘটনায় ৩১ মার্চ রাতে ছাতক থানায় পৌর সভার প‌্যা‌নেল মেয়র তাপস চে‌ৗধুরী ও এম‌পির আপন ভা‌তিজা তান‌ভির সহ ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং২৫) দায়ের করেন নিহ‌তের  ভাই আজিজুল ইসলাম।

এঘটনায় হাইকোর্টের বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং বিচারপতি এ কে এম জাহিরুল হক সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলার ৩ আসামি পৌর শহরের হাসপাতাল রোড এলাকার এম‌পির বড় ভাই মুজিবুর রহমানের পুত্র ইশতিয়াক রহমান তানভীর,বাগবাড়ি গ্রামের আব্দুল কাহার রঞ্জু মিয়ার পুত্র সাদমান মাহমুদ সানি,কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের উস্তার আলীর পুত্র পাথরখে‌কো আলা উদ্দিনকে ছয় সপ্তাহ জন‌্য আগাম জামিন দিয়ে‌ছে। এ মামলায় হাইকোর্টের একটি বেঞ্চে জামিন আবেদন করেন মামলার এজাহার ভুক্ত তিন আসামি ইশতিয়াক রহমান তানভীর (তানভীর রহমান), সাদমান মাহমুদ সানি ও আলা উদ্দিন।  শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।


উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে গত বুধবার সকা‌লে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করেছেন।
এব‌্যাপা‌রে সুনামগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর এড‌ভো‌কেট খায়রুল কবির রুমেন এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন ছাত‌কে আলো‌চিত যুবলীগ কমী লায়েক মিয়া হত‌্যা মামলার এজাহার ভুক্ত তিন আসামির জামিন না মঞ্জুর করে আদালত তাদের‌কে জেল হাজতে প্রেরণের নির্দেশ ‌দেয়।
এব‌্যাপা‌রে ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান,লা‌য়েক মিয়া হত‌্যা মামলার তিন আসামীর জামিন না মঞ্জুর করে আদালত কারাগা‌রে পাঠি‌য়ে‌ছে।


আরও খবর



যৌতুকের টাকা না পেয়ে শাশুড়ীকে পেটালেন জামাই,থানায় অভিযোগ

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image

লালমনিরহাট প্রতিনিধি: যৌতুকের টাকার জন্য হাতীবান্ধায় স্ত্রী,শাশুরী,শ্যালক,নানী শাশুরী সহ ৫ জন কে পেটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সোহাগের বিরুদ্ধে। থানায় অভিযোগ দিয়েছেন ওই গৃহবধুর চাচা খাইরুল ইসলাম। প্রাপ্ত অভিযোগ সুত্রে জানাগেছে, প্রায় দেড়বছর আগে উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামের সহিদার রহমানের মেয়ে মিম আক্তারের সাথে সিংগীমারাী গ্রামের আবেদ আলীর ছেলে সোহাগের বিবাহ হয়। কিন্তু প্রায় সময় যৌতুকের টাকার জন্য সোহাগ তার স্ত্রী মিম আক্তার কে মারপিট করতো। শুক্রবার রাতে আবারো যৌতুকের টাকা দাবী করে সোহাগ তার স্ত্রীকে মারপিট করে। মিম আক্তার এর ছোট ভাই দেখতে গেলে তাকেও মারপিট করে।  

মোবাইল মাধ্যমে এ খবর শুনে মিম আক্তারের মা লাকী বেগম, খালা লাভলী বেগম ও দাদী ছকিনা বেগম দেখতে গেলে এক পর্যায়ে সোহাগ ও তার বাবা আবেদ আলী মা, চাচা যৌর্থ্য ভাবে পরার্মশ করে ঘড়ে দরজা বন্ধ করে সকলকেই এলো পাতারি মারপীট করেন,এতে  সকলেই আহত হয়। এ সময় মীমকে যেতে না দিলেও অপর আহতরা স্থানীয় লোকজনের সহয়তায় চলে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। মিম আক্তারের চাচা খাইরুল ইসলাম বাদী হয়ে হাতীবান্ধা থানায় অভিযোগ দিলে পুলিশ শনিবার রাতে মিম আক্তারকে তার স্বামী সোহাগের বাড়ী থেকে উদ্ধার করে। এ বিষয়ে সোহাগের বাবা আবেদ আলী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা আমাদেরকে ফাঁসানোর জন্য যৌতুকের মিথ্যা অভিযোগ থানায় দিয়েছে। থানা অফিসার ইনর্চাজ শাহা আলম অভিযোগ পেয়েছে স্বীকার করে জানান অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।


আরও খবর



বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

প্রকাশিত:শনিবার ২৭ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশের পাঁচটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

আজ শনিবার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


আরও খবর



ইভিএমে ভূত-পেত্নী দেখতে পেলে আদালতে যান: সিইসি

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৫৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কেউ ভূত-পেত্নী দেখে থাকলে আদালতে যেতে বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘ইভিএম নিয়ে সংশয় থাকলে আদালতে যান। আমাদের বলবেন না। আমরা ইভিএমে ভূত-পেত্নী দেখিনি। আপনারা দেখতে পেলে আদালতে যান। ইভিএম নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবেন না। আপনাদের কাছে কোনো প্রমাণ থাকলে সরাসরি আদালতে পেশ করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের প্রতিনিধিত্ব করে না। এটি একটি স্বাধীন সংস্থা।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন আচরণ বিধিমালা প্রার্থীদের মেনে চলতে হবে। তা না হলে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করতে বিন্দুমাত্র দেরি করবে না।

রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, নির্বাচন সচিব জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহীর পুলিশ সুপার মাসুদ হোসেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আনিসুর রহমান, রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।


আরও খবর



এরদোয়ানের নতুন মন্ত্রিসভা ঘোষণা

প্রকাশিত:রবিবার ০৪ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে নতুন মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল শনিবার শপথগ্রহণের পর তিনি মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তন আনেন। দুজন বাদে তার মন্ত্রিসভার সব সদস্যই নতুন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন মন্ত্রিসভায় স্বাস্থ্য ও সংস্কৃতি মন্ত্রীর পদে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে তার মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে সুযোগ পেয়েছেন সাবেক অর্থনীতি প্রধান এবং আন্তর্জাতিকভাবে পরিচিত সাবেক ব্যাংকার মেহমেত সিমসেক।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ সদস্যের মন্ত্রিসভায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সেভডেত ইলমাজ। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হাকান ফিদান। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আলী ইয়ারলিকায়া। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইয়াসার গুলার, তিনি তুরস্কের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইউসুফ তেকিন।

আইনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইলমাজ তুনশি। পরিবার ও সমাজসেবা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মাহিনুর ওজদেমি। যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওসমান আসকিন। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ফাহরেত্তিন কোচা, তিনি স্বাস্থ্যমন্ত্রীর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ ছাড়া সংস্কৃতি ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পেয়েচেন মেহেমেত নুরি ইরসয়। শিল্প ও প্রযুক্তি মন্ত্রী হয়েছে মেহমেত ফাতিহ কাসির, কৃষি ও বনমন্ত্রী হয়েছে ইব্রাহিম ইয়ামাকলি, বাণিজ্যমন্ত্রী হয়েছেন ওমন বোলাত, পরিবহন ও অবকাঠামো মন্ত্রী হয়েছেন আব্দুলকাদির উরাগলু।

আগামী মঙ্গলবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

এর আগে, গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফা ভোটে এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পান ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। দেশটির নিয়মানুযায়ী কোনো পক্ষই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোট হয়।

গত ২৮ মে এ ভোটে ৫২ দশমিক ১২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন এরদোয়ান। অন্যদিকে কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট।


আরও খবর