Logo
আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

ন্যায্য মূল্য পাওয়ায় মহেশখালীর পানচাষীদের মাঝে আনন্দের বন্যা

প্রকাশিত:বুধবার ০৮ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ১৯৭জন দেখেছেন

Image

মোঃআমান উল্লাহ, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী দ্বীপের মিষ্টি পানে এখন সোনা ফলছে। মহেশখালীর মিষ্টি পান স্থানীয় ও দেশের সর্বত্র  মানুষের মাঝে স্থান  করে নিচ্ছে। ফলে মিষ্টি পান এক প্রকার এখন সোনার হরিণ। এছাড়া পান চাষিরা এক ঝুঁড়ি পান বিক্রি করে পাচ্ছেন লাখ টাকা। তাই পান চাষে জড়িয়ে পড়েছেন বিভিন্ন পেশার লোকজন।চট্টগ্রাম ও ঢাকায় এক বিরা বড় পান বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। এতে মহেশখালীতে উৎপাদিত পানের চাহিদা দেশিয় বাজারে বেশি বলে জানালেন রপ্তানি কারকেরা। এই দিকে হঠাৎ মিষ্টি পানের দাম রেকর্ড পরিমান হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। এ সপ্তাহ ধরে পান বাজারে উৎপাদিত পানের দাম বেড়ে যাওয়ায় চাষীরা খুশি।

মহেশখালী উপজেলার বিভিন্ন বাজারে দুই সপ্তাহ আগে প্রতি বিরা পান বিক্রি হয়েছে ২০০ টাকা। তবে সপ্তাহ ধরে বেড়ে পানের দাম রেকর্ড হয়েছে। বর্তমানে মাঝারি ও বড় পান প্রতি বিরা পান বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। আর ছোট পান বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত।জানা গেছে, কয়েক যুগ ধরে মহেশখালী উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, ছোট মহেশখালী ও শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ী ঢালু ও আবাদি কৃষি জমিতে পান চাষ করে আসছে স্থানীয় পান চাষীরা।পাহাড়ী এলাকায় পান চাষ দুই-তিন বছর স্থায়ী হলে ও কৃষি জমিতে পান চাষ টিকে মাত্র ৫ থেকে ৬ মাস। তবে কৃষি জমিতে পান চাষ সেপ্টেম্বর-নভেম্বর মাস থেকে শুরু হয়ে তা মে মাসে শেষ হয়। আর পাহাড়ি এলাকায় পান চাষ যে কোনো সময়ে করা যায় বলে জানিয়েছেন শাপলাপুরের পান চাষিরা।পানের বরজ থেকে পান তুলে নিয়ে চাষীরা স্থানীয় হাট বাজারে নিয়ে তা বিক্রি করছে। উপজেলার গোরকঘাটা, বড় মহেশখালী নতুন বাজার, হোয়ানক ইউনিয়নের টাইম বাজার, পানিরছড়া বাজার, কালারমারছড়া ইউনিয়নের কালারমারছড়া বাজার, জনতাবাজার ও শাপলাপুর বাজারে পানের বাজার বসে। সপ্তাহে দুই দিন এসব পান বাজারের পান বিক্রি হচ্ছে।পানের হাট কালারমারছড়া চালিয়াতলী বাজারে পান বেচা-কেনা করতে দুই শতাধিক চাষী পান বাজারে বেচাকেনা করতে নিয়ে আসে ।

আর ওই বাজারে  দেশের বিভিন্ন জায়গা  থেকে আসা পান ব্যবসায়ীরা চাষীদের কাছ থেকে পান ক্রয় করে থাকে ।পরে এসব পান ট্রাক ভর্তি করে ব্যবসায়ীরা চট্টগ্রাম’সহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যায়। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, মহেশখালীর পাঁচ ইউনিয়নের পাহাড়ে ও বিলে ১ হাজার ৬০০ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। এ পেশায় ৩৯ হাজার চাষির পাশাপাশি লক্ষাধিক মানুষ জড়িত।মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিগত সময়ের চেয়ে এখন পানের ন্যায্য মূল্য পাচ্ছেন পান চাষীরা। এতে ছোট-বড় মিলে হাটে এক বিরা পান ১৫০ টাকা থেকে শুরু করে ৪০০শ টাকার উপরে বিক্রি হচ্ছে। ফলে পান চাষীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।


আরও খবর



‘সরকার ২০১৮ সালের মতো নির্বাচন করার দিবাস্বপ্ন দেখছে’

প্রকাশিত:শনিবার ১৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকার ২০১৮ সালের মতো একটি প্রহসনের নির্বাচন করার দিবাস্বপ্ন দেখছে। সরকারকে বলব, ওই ধরনের নির্বাচন করার স্বপ্ন ভুলে যান। দলীয় সরকারের অধীনে এদেশে আর কোনো নির্বাচন হবে না,  জনগণ এ ধরনের নির্বাচন হতে দেবে না। তাই সময় থাকতে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে।

সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ১০ দফা দাবি আদায়ে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে, বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে।

দেশে এখন ডিজিটাল কায়দায় একদলীয় শাসন চলছে বলে মন্তব্য করেন জাতীয়তাবাদী সমমনা জোটের এই সমন্বয়ক।

নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়ন না হওয়া আন্দোলন চলবে বলেও জানান ফরহাদ।

জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের মহাসচিব আবু সৈয়দ, যুগ্ম মহাসচিব নুরুল কাদের চৌধুরী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, যুগ্ম মহাসচিব আবু মেহেদী প্রমুখ।


আরও খবর



নবীনগর বিদ‍্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ০৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ২৪৬জন দেখেছেন

Image

মোহাম্মদ হেদায়েতুল্লাহ নবীনগর প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ‍্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ‍্যালয়ে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা ও  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।শনিবার দুপুরে অত্র বিদ‍্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও যে সকল ছাত্র-ছাত্রী ২০২২ এসএসসি পরীক্ষায় জিপি এ-৫ প্রাপ্ত ছেলেমেয়েদের মাঝে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

অত্র বিদ্যালয় থেকে যে সকল ছাত্র-ছাত্রী ২০২২ এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপি এ-৫  প্রাপ্ত ৫ জন কে ১০ হাজার  ও পরীক্ষায় উত্তীর্ণ ১১ জন কে ৫ হাজার টাকা করে মোট ১৬ জন শিক্ষার্থীকে নগদ অর্থ পুরস্কার  দিয়েছেন  বিদ‍্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক জাকারুল হক  । উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অত্র বিদ‍্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে ও

মোহাম্মদ আশরাফুল আলম ও এম সালাহ উদ্দিন বাবুর  সঞ্চালণায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন।শিবপুর সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গভেষণা উপকমিটির সদস্য আরিফুল ইসলাম ভূইয়া টিপু , বিদ‍্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারুল হক , 

সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম ,বিশিষ্ট সমাজ সেবক ও ইতালি প্রবাসী আলতাফ হোসেন বশির ,অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কো - অপ্ট সদস্য মোহাম্মদ কামাল উদ্দি ,অত্র বিদ‍্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন , অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিল্লাল মিয়া চৌধুরী , সহ- অত্র এলাকার গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ ।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



মুন্ডুমালা পৌর মেয়রের ভ্রমন বিলাস মিশ্রপ্রতিক্রিয়া

প্রকাশিত:সোমবার ১৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: বিগত ও চলতি বছরে বেতন পাননি মুন্ডুমালা পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা, অথচ মেয়র সাইদুরের পছন্দের কাউন্সিলরদের নিয়ে ভ্রমন বিলাসের খবরে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত শুক্রবার রাতে  হাইস গাড়ী নিয়ে কয়েক দিনের ভ্রমন বিলাস করছেন  মেয়র সাইদুর। শুধুমাত্র পছন্দের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরের ভাগ্যে এভ্রমন বিলাস। মেয়রের এমন এক গুয়েমি কান্ডে চরম ক্ষুব্ধ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। কারন এর আগেই ভ্রমন হয়েছে সবাইকে নিয়ে। কিন্তু বর্তমান মেয়র কেন এমন সফর করছেন, এর হেতু কি ইত্যাদি ইত্যাদি প্রশ্ন পৌরবাসীর মাঝে বিরাজ মান। বিশ্বব্যাপী মন্দা আর এসময় কিভাবে ভ্রমন বিলাস, দিতে পারেনা বেতন কেন ভ্রমন এসব প্রশ্নের উত্তর খুজে পাচ্ছেনা কর্মকর্তা কর্মচারী রা।

এক কর্মচারী ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত ২০২২ সালে কোন বেতন দেয়নি। বছর ধরে বেতন ভাতা না পেলে সংসার কিভাবে চলবে। যারা বেতন নিয়োমিত পাচ্ছেন তাদের সংসার চলছেনা। কারন নিত্যপণ্যের বাজারের অবস্থা কি সবার জানা। বেতনের উপর নির্ভর সংসার। বাজারে বাকি খেতে খেতে খাতায় ধরছেনা। দোকানির সামনে যাওয়া যাচ্ছে না। বাড়িতেও চলে আসছে দোকানিরা। সংসারে প্রতি সময় গোলমাল হতেই আছে। মনে করেছিলাম ২০২৩ সালে হয় তো বেতন পাব। কিন্তু এখনো মিলেনি। ঘরে চাল ডাল নেই, তিন বেলা খাওয়া জুটছেনা। আর মেয়র প্রায় ৮ দিনের ভ্রমন বিলাস করছেন। তিনি যদি একটু চিন্তা করত আমাদের সংসার কিভাবে চলে তাহলে এমন ভ্রমন বিলাস করত না। ভ্রমনের টাকা তো মেয়র ব্যক্তিগত ভাবে দিবে না, পৌরসভার কোন না কোন ফান্ড থেকেই খরচ করবে।অতীতে ভ্রমন হয়েছে সবাই মিলে।কিন্তু ব্যতিক্রম এবারে। 

ভ্রমনকারী এক কাউন্সিলরের কাছে টাকার  উৎস কোথায় কি ভাবে ভ্রমন বিলাস জানতে চাইলে তিনি জানান, এসব মেয়র জানে, আমরা কিছুই বলতে পারব না।

ভ্রমনে না যাওয়া আরেক কাউন্সিলর জানান, যেখানে বছর পার হলেও বেতন দিতে পারেনি পৌরসভা। সেখানে ৭-৮ দিনের ভ্রমন কতটা যুক্তিক। সে বিষয়ে মেয়রের ভাবা উচিৎ ছিল। আবার মন্দার সময় এমন বিলাশি ভ্রমন ঠিক হয়নি। আপনি জাননি কেন জানতে চাইলে তিনি জানান, প্যানেল মেয়র দায়সারা ভাবে বলেছে কিভাবে যাব। ভ্রমনের অর্থ কে দিবে জানতে চাইলে তিনি জানান অর্থের বিষয়ে মেয়র ভালো বলতে পারবেন। কেউ তো ব্যক্তিগত তহবিল থেকে নিয়ে যাবে না। কোন না কোন প্রকল্প থেকেই খরচ দেখানো হবে। কারন পৌরসভা শায়িত্ব শাসিত, খাতা কলমে ঠিক রাখলেই হবে।

পৌর সচিব আবুল হোসেন জানান, আমি ছিলাম না, আজ এসেছি, ভ্রমনের বিষয়ে তেমন ভাবে জানিনা। তবে শুনেছি ব্যক্তিগত ভাবে গেছে। এক কাউন্সিলর বলে। তবে মেয়র সাইদুরকে মোবাইল করা হলে রিসিভ করেননি।

আরও খবর



তুর্কমেনিস্তানকে হারিয়ে বাংলাদেশের নারীদের দারুণ জয়

প্রকাশিত:শনিবার ১১ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

আজাদ হোসেনঃ 

এএফসি অনূর্ধ-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছে তুর্কমেনিস্তানকে।


শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।


প্রথমার্ধে স্বাগতিকরা ১-০ গোল এগিয়ে ছিল। জোড়া গোল করেছেন আকলিমা খাতুন ও স্বপ্না রানী।


বাংলাদেশ একচেটিয়া খেললেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪৫ মিনিট পর্যন্ত। পঞ্চম মিনিটে ডান দিক থেকে রিপার ক্রসে বক্স থেকে হেড নিতে পারেননি মাহফুজা। ২০ মিনিটে সুরমা জান্নাতের পাস থেকে আকলিমার দুর্বল শট সহজেই ধরেন তুর্কমেনিস্তানের গোলরক্ষক।


প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আকলিমা। স্বপ্নার কর্নার থেকে আকলিমার শট গোলরক্ষক ফিরিয়ে দিলে জটলা তৈরি হয়। পরে আকলিমার পায়ে বল গেলে কোন ভুল করেননি তিনি। নিখুঁত ভলিতে বল জালে পাঠিয়ে লিড এনে দেন দলকে।



৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আকলিমা খাতুন। ডান দিক থেকে ইতি খাতুনের ক্রসে আকলিমা ডান পায়ের ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন।


৮১ ও ৮২ মিনিটে দুটি গোল করে ব্যবধান ৪-০ করে বাংলাদেশ। দুটি গোলই করেন স্বপ্না রানী। প্রথমটি করেন ডান দিক থেকে ইতির ক্রস থেকে হেডে এবং দ্বিতীয়টি বাম দিক থেকে নেওয়া শটে।



বাংলাদেশ একাদশ

রুপনা চাকমা (অধিনায়ক), নাসরিন আক্তার (উন্নতি), সুরমা জান্নাত, আফিদা খন্দকার, সোহাগি কিসকু, স্বপ্না রানি, মাহফুজা খাতুন (হালিমা আক্তার), শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন (আনিকা), আইরিন খাতুন, ইতি খাতুন।


আরও খবর

বাংলাদেশ ইতিহাস গড়ে সিরিজ জিতল

বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩

১০১ রানে শেষ আয়ারল্যান্ড

বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩




বিএনপি অস্তিত্বহীন দলে পরিণত হয়েছে: বাহাউদ্দিন নাছিম

প্রকাশিত:শুক্রবার ০৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপির নেতা মুচলেকা দিয়ে দেশের বাইরে চলে গেছেন। তিনি আর রাজনীতি করবেন না, বাংলাদেশে কখনো আসবেন না। বিদেশে পালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

তিনি বলেন, তারা (বিএনপি) দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া হয়ে যাওয়া রাজনৈতিক দলের মুখে অনেক কথা মানায়। তাদের নিজেদের চেহারা আয়নায় দেখে নেওয়া দরকার। তারা নিজেরাও জানে না, তারা অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

আজ শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৩-২৫ মেয়াদে  নবনির্বাচিত নির্বাহী কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন। 

নাছিম বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত আওয়ামী লীগ ভীত হয় না। আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়ান না, বীরের মতো সংগ্রাম করেন। তারা অতীতে কারো কাছে মাথা নত করেননি।

তিনি বলেন, সাংবিধানিকভাবে দেশ পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিবে। নির্বাচনে সরকার রুটিন দায়িত্ব পালন করবে। এ বিষয়ে কোনো ব্যত্যয় ঘটার সুযোগ নেই।

নাছিম বলেন, যে যার রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার আছে। সময়ই বলে দেয়, জনগণ আন্দোলনকারী নাকি সরকারের সঙ্গে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে। বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য ষড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ। 

আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে জানিয়ে তিনি বলেন, নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের মাধ্যমে তারা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছিল। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে একটি বিপর্যয়কর পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা নির্বাচনে আসবে। নির্বাচনে না এসে গায়ের জোরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সঠিক জবাব দেওয়া হবে।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য ফয়েজ আহমেদ, মহাসচিব ও অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাবেক সচিব কৃষিবিদ নুরুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ কৃষিবিদ এম আমিনুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কৃষিবিদ এসএম আলম, কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলকসহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির নবনির্বাচিত নেতারা।


আরও খবর