Logo
আজঃ রবিবার ১১ জুন ২০২৩
শিরোনাম

নতুন সুবিধা দিচ্ছে আমিরাত গোল্ডেন ভিসাধারীদের

প্রকাশিত:সোমবার ১৪ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১১ জুন ২০২৩ | ১৪৬জন দেখেছেন

Image

প্রবাস ডেস্ক; সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসাধারীরা তাদের বাবা-মায়ের জন্য ১০ বছর মেয়াদি ভিসার আবেদন করার সুযোগ পাবেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গোল্ডেন ভিসা প্রকল্পের সুযোগ-সুবিধার পরিধি বাড়াতে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার। গত মাস থেকে নতুন এই নিয়ম চালু করেছে দেশটি।

অ্যারাবিয়ান বিজনেস সেন্টারের অপারেশন ম্যানেজার ফিরোজ খান খালিজ টাইমসকে জানিয়েছেন, গোল্ডেন ভিসাধারী ব্যক্তিরা বাবা-মার জন্য ১০ বছর মেয়াদি ভিসা ইস্যু করতে পারবে। যা এর আগে ১ বছর মেয়াদি ভিসা দেওয়া হত।

আমিরাত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, একজন প্রবাসী তার বাবা-মাকে এক বছরের থাকার জন্য স্পনসর করতে পারেন। তার জন্য গ্যারান্টি হিসাবে ডিপোজিট পরিশোধ করতে হতো তাকে।

ফিরোজ খান আরও জানান, প্রবাসীদের ক্ষেত্রে আমিরাতে অভিভাবকদের স্পনসর করার জন্য যে ডিপোজিট করা দরকার তা গোল্ডেন ভিসাধারীদের জন্য প্রযোজ্য নয়। তাদেরকে নিজ কনস্যুলেটের অনুমোদিত একটি নথি জমা দিলেই হবে। যাতে উল্লেখ থাকতে হবে তারা তাদের বাবা-মার একমাত্র তত্ত্বাবধায়ক।


আরও খবর



জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

প্রকাশিত:শুক্রবার ০৯ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রানাগাছা উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলায় ইটাইল ইউনিয়নের সোলায়মান (৫৫), আব্দুল মজিদ (৪৮), জয়নাল আবেদীন (৪২) ও সাহেদ আলী (৫৫)। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তারা হলেন- মো. হানিফ মিয়া, মো. শফিকুল ও খলিল মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রানাগাছা উত্তরপাড়া এলাকায় ময়মনসিংহ শহরগামী একটি ট্রাক জামালপুর শহরগামী অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

জামালপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ট্রাকটি জব্দ করে থানায় আনা হচ্ছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।


আরও খবর



পলাশবাড়ীতে ২য় বারের মত শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন ভুঞা

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৯১জন দেখেছেন

Image
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা সংবাদদাতা:গাইবান্ধার পলাশবাড়ীতে ২য় বারের মত শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম ভুঞা।জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে সম্মানিত বিচারকমণ্ডলীর রায়ে তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন।জাহাঙ্গীর হোসেন ভূঞা ১৯৬৯ সালের ১ জুন গাজিপুর জেলার কাপাসিয়া উপজেলার চরখামের গ্রামে জম্ন গ্রহণ করেন।তার পিতা,মৃত ডা: ইমাম উদ্দিন ভূঞা ও মাতা মোছাঃ লূৎফা বেগম। চার বোন ও চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।

চাকুরী জনিত কারণে বর্তমানে তিনি পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করছেন।তিনি ১৯৯৮ সালে প্রভাষক পদে পলাশবাড়ী পৌর এলাকার ঐতিহ্যবাহী পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজে যোগদান করেন।  বর্তমানে সহকারী অধ্যাপক (পরিসংখ্যান)পদে কর্মরত আছেন। পারিবারিক জীবনে তিনি স্ত্রী,এক মেয়ে ও এক ছেলের জনক।ব্যাক্তিগত জীবনে তিনি নম্র, ভদ্র, বিনয়ী, সদাহাস্যজ্বল একজন মানুষএই কৃতিত্ব অর্জনের জন্য তিনি অত্র কলেজের অধ্যক্ষ, শিক্ষক, ছাত্র ছাত্রী অভিভাবক,গনমাধ্যমকর্মী শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে দোয়া ও আশির্বাদ চেয়েছেন।

আরও খবর

এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩




বাজেটের সমালোচনা লুটপাটকারীদের মুখে শোভা পায় না: ওবায়দুল কাদের

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:লুটপাটকারীদের মুখে বাজেটের সমালোচনা শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় প্রস্তাবিত বাজেট সংকট থেকে ঘুরে দাঁড়ানোর প্রয়োজন অনুযায়ী বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আজ শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

বিস্তারিত আসছে...


আরও খবর



কারওয়ানবাজার থেকে অবশেষে সরানো হচ্ছে মার্কেট

প্রকাশিত:শুক্রবার ০৯ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :রাজধানীর কারওয়ানবাজার থেকে মাছ, সবজি বাজারসহ অন্যান্য মার্কেট স্থানান্তরের কথা চলছে অনেক দিন ধরে। অবশেষে তা স্থানান্তর করা হচ্ছে। এখানে থাকা ব্যবসায়ীদের জায়গা দেওয়া হবে যাত্রাবাড়ি, মহাখালী ও আমিনবাজারে।

গতকাল বৃহস্পতিবার কারওয়ানবাজারের টিসিবি মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে সরকার। এ সভায় কারওয়ানবাজার থেকে কাঁচা বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে ১১ সদস্য কমিটি এ বিষয়ে একটি প্রতিবেদন উত্তরের মেয়রের কাছে জমা দেবে দুই সপ্তাহের মধ্যে।

কাঁচা বাজার স্থানান্তর করা হলেও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। একই রকম আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম। তবে তাদের  আশ্বাসেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ব্যবসায়ীরা।

এ সময় এক ব্যবসায়ী বলেন, ‘যাত্রাবাড়িতে তো মার্কেট আছে। কেউ যাবে না, আমাদের ওখানে যাবে না। ক্রেতা যাবে না। তার মানে আপনারা আমাদের মেরে ফেলতে চাইছেন। এই আপনাদের পরিকল্পনা।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এই মার্কেট ঝুঁকিপূর্ণ। কারওয়ানবাজার মার্কেট যে কোনো সময় ভেঙে যেতে পারে, এই দায়িত্ব তখন আপনাদের (ব্যবসায়ীদের) নিতে হবে।’  এ সময় ব্যবসায়ীরা মেয়রের বক্তব্যের বিরোধিতা করেন।

এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আপনারা যদি মনে করেন আমি এখানকার দোকানদার, আমি এখান থেকে সরব না। পৃথিবীর সব পরিবর্তনের সময় কিছু ভাঙচুর, নির্মাণ হয়েছে। এ বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘যা কিছু হবে, আমরা সবাই একসঙ্গে বসে সিদ্ধান্ত নেব। আমরা সবাই যেন উইন উইন পজিশনে থাকতে পারি। সেটা থাকতে পারলে আমরা সন্তুষ্ট থাকব।


আরও খবর



আজ থেকে আবারও শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

প্রকাশিত:বুধবার ৩১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সারা দেশে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকার তৃতীয় ও চতুর্থ ডোজের কার্যক্রম। প্রায় দেড় মাস বন্ধ থাকার পর বুধবার থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে।

মঙ্গলবার কোভিড-১৯ ফাইজার ভ্যারিয়েন্ট কনটেইনিং ভ্যাকসিন (ভিসিভি) কার্যক্রম সংক্রান্ত দিকনির্দেশনা বাস্তবায়ন প্রসঙ্গে দেওয়া এক নির্দেশনায় এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিএএইচ’র লাইন ডিরেক্টর ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন।

বলা হয়েছে, বুধবার থেকে কোভিড-১৯ ফাইজার ভ্যারিয়েন্ট কনটেইনিং ড্যাকসিন কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী গত ২৫ মে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে এ কার্যক্রম পর্যায়ক্রমে দেশব্যপী প্রদান নিশ্চিতকল্পে নিম্নবর্ণিত অবশ্য পালনীয় নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

দ্বিতীয় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের কমপক্ষে ৪ মাস তৃতীয় ডোজ (বুস্টার) ভ্যাকসিন প্রদান করতে হবে। তৃতীয় ডোজ প্রদানের কমপক্ষে ৪ মাস পর চতুর্থ ডোজ (বুস্টার) ভ্যাকসিন প্রদান করতে হবে।

৪র্থ ডোজ (বুস্টার) ভ্যাকসিন অগ্রাধিকারের ভিত্তিতে ৬০ বছর বা ঊর্ধ্ব জনগোষ্ঠী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ১৮ বছর বয়সী জনগোষ্ঠী, স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী (ইম্যুনোকম্প্রোমাইজ), গর্ভবর্তী মা এবং ফ্রন্ট লাইনারদের ভিসিডি ভ্যাকসিন প্রদান করতে হবে।


আরও খবর