Logo
আজঃ বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

নতুন করে ৬৫ জনের শরীরে করোনা শনাক্ত, সবাই ঢাকার বাসিন্দা

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া সবাই ঢাকা মহানগরীর বাসিন্দা। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৫৭১ জনে। গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৮ জনে অপরিবর্তিত রয়েছে।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬৩৩১ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


আরও খবর



ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এর আগে ত ২ সেপ্টেম্বরও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারান ২১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০২৫ জন।

বুধবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮১৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৪৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৭৬ হাজার ৮১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৫ হাজার ৮৩৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯৭৭ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৫ হাজার ৬৮০ জন। ঢাকায় ৭১ হাজার ৪২৬ এবং ঢাকার বাইরে ৯৪ হাজার ২৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৬৭ জনের মৃত্যু হয়েছে।


আরও খবর



তানোরে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১০১জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মাসিক সাধারন সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, টিএইচও বার্নাবাস হাসদাক, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা বেগম, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: সুমন মিয়া, কলমা ইউপির চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, কামারগাঁ ইউপির চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, তালন্দ ইউপির চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, পৌর প্যানেল মেয়র আরব আলী প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আরও খবর

তানোরে যানজটে নাকাল জনজীবন

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩

পত্নীতলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩




ধর্ষণের পর হত্যার যশোর রেললাইনে লাশ ফেলে যায় আঁখির সৎ বাবা

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান : যশোরের বারীনগরে আফিল ফিলিং স্টেশনের পেছনের রেললাইন থেকে উদ্ধার হওয়া যুবতীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে যায় তার সৎ বাবা। মেয়েটির নাম আঁখি। নিহত আখির বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার দড়িয়াপাড়া গ্রামে। ডিবি পুলিশের জালে তার সৎ পিতা মিন্টু আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে লাশ উদ্ধার হয়।

ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, এ ঘটনার সাথে জড়িত সৎ বাবাকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, সোমবার সকালে যশোর সদর উপজেলার বারীনগর বাজারের আফিল ফিলিং স্টেশনের পেছনের রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ শনাক্তের পর ঘাতক সৎ বাবা মিন্টুকে পুলিশ আটক করেছে।


আরও খবর



নবীনগরের বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনে অগ্নিকান্ড

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া  প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন চরিলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনে মঙ্গলবার সকালে এই অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে । স্থানীয় বাসীন্দারা বলেন, সকাল সাড়ে আটর দিকে দেখি স্কুলের পরিত্যাক্ত পুরাতন ভবনের ভিতরে আগুন দেখা যাচ্ছে। কয়েক মিনিট এর মধ্যে আগুন টি বড় আকাড়ে ধারণ করে। পরে মসজিদের মাইক দিয়ে ঘোষনা করা হয়, 

ঘোষণার পর এলাকাবাসী এসে দেখে ,পুরাতন ভবনের বারেন্দায় হুলার আটি ছিল, সেগুলো সরিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আগুন নিভানোর চেষ্টা করে ,প্রায় এক ঘন্টা চেষ্টা করার পর আগুন নিভাতে সক্ষম হয়।এই প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানিয়া আক্তার বলেন, আমরা স্কুলে আসার পূর্বে সকালে বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়েছে।

গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিভানো হয়,এ ঘটনায় প্রায় ১ লাখ টাকার আসবাব পত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।অত্র প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নরুল ইসলাম মাস্টার বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে স্কুলের পুরাতন ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে আমরা আগুন নিভানোর জন্য আসি। গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিভানো হয়।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মধুপুর গোলাবাড়ী বাসস্ট্যান্ডে কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৭৬জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ- টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী বাসস্ট্যান্ড বাজারে দুটি কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোর চক্র দুটি দোকান থেকে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী ও স্থানীয়রা জানান, গত শনিবার দিবাগত রাতের যে কোন সময় গোলাবাড়ী বাজারের ‘ইব্রাহীম বস্ত্রালয়  ও আব্দুল হামিদ  বস্ত্রালয় ’ নামের দুইটি দোকানে শাটারের তালা ভেঙে চোর চক্র প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

আব্দুল হামিদ বস্ত্রালয় হতে ৪ লাখ  ২৯ হাজার ৫ শত টাকার বিভিন্ন ধরনের কাপড় এবং ইব্রাহীম বস্ত্রালয় হতে ৩ লাখ ৯২ হাজার টাকার বিভিন্ন ধরনের কাপড় অজ্ঞাত নামা চোরেরা চুরি করে নিয়ে যায়। আব্দুর হামিদ ও ইব্রাহীম জানান প্রতিদিনের ন্যায় আমরা রাতে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই পরের দিন সকালে সংবাদ পেয়ে দোকানে এসে দেখি চোর চক্র আমাদের দোকানের তালা কেটে এবং ভেঙ্গে দোকানের মূল্যবান সকল কাপড় চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাকে অবহিত করা হলে তার পরামর্শে আমরা মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করি।

এর আগেও গোলাবাড়ী আননূর সায়েন্টিফিক মাদ্রাসার তালা ভেঙ্গে ৫ টি সিলিং ফ্যান, কম্পিউটার ও আনুসাঙ্গিক মালামাল  চুরি করে চোর চক্র। যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা বলে জানান মাদ্রাসার শিক্ষক আঃ জলিল।এ বিষয়ে মধুপুর থানার ওসি মাজহারুল আমিন বিপিএম এর সহিত কথা বলে জানা যায়, অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।সোমবার দুপুরে দিকে মধুপুর থানার এস আই মামুনুর রশিদ  ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী ও এলাকাবাসী গোলাবাড়ী বাজারে পুলিশী টহল জোরদারের দাবী জানান।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর